ASTROLOGY

Featured Post

Virgo Horoscope 2026 | কন্যা রাশি ২০২৬ রাশিফল: প্রেম, ধন, স্বাস্থ্য, কর্মজীবন

🔮 রাশিফল 📅 আজকের রাশিফল 📖 জ্যোতিষ 🎲 লটারি 🪔 হিন্দু উৎসব 🛕 পূজা ও বিধি 🌐 English Zone Kanya Rashi  2026 in...

জনপ্রিয় পোস্টসমূহ

Taurus Horoscope 2026 | বৃষ রাশি ২০২৬ রাশিফল: প্রেম, ধন, স্বাস্থ্য, কর্মজীবন

 Taurus Horoscope 2026 | বৃষ রাশি ২০২৬ রাশিফল: প্রেম, ধন, স্বাস্থ্য, কর্মজীবন

Taurus Horoscope 2026


🔹 রাশির সংক্ষিপ্ত পরিচিতি:

বৃষ রাশি (২০ এপ্রিল – ১৯ মে) জন্ম হলে, এছাড়া আপনারা বৈদিক জ্যোতিষ অনুসারে নিজের জন্ম সময়, তারিখ, সাল  ও সময় অনুসারে যদি বৃষ রাশির হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা দেখবেন -পৃথ্বী তত্ত্বের রাশি সম্পন্ন একটি রাশি, যার অধিপতি গ্রহ শুক্র। ২০২৬ সাল এই রাশির জন্য কী বার্তা নিয়ে আসছে, চলুন জেনে নেওয়া যাক।


"This horoscope will be updated with more detailed predictions closer to the year 2026.”



🔸 সার্বিক বছর ভিত্তিক ভবিষ্যৎ (Overall Yearly Prediction):

এই ২০২৬ সালে নিজের যোগ্যতা আপনি প্রমাণ করতে পারবেন। যেখানে বারংবার আপনাকে নিয়ে প্রশ্ন উঠেছিল সেই প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন। এই বছরে তিন বার বড় মুভমেন্ট দেখতে পাওয়া যাবে আপনাদের জীবনে।শনি গ্রহের অবস্থান এবং শনি গ্রহের ফলাফল নিয়ে প্রত্যেকেই একটু চিন্তিত থাকেন। আপনাদের মধ্যে এরকম টেনশন বা চিন্তা থাকবে না কারণ শনি মহারাজ আপনার সাফল্য স্থানে সারা বছর অবস্থান করে থাকবে। সেই কারণে আপনাদের জীবনের সফলতার ভাগটাই বেশি।


💼 কর্মজীবন ও ব্যবসা (Career and Business):


কর্ম জীবনে আপনাদের যথেষ্ট উত্থান দেখতে পাওয়া যাচ্ছে এই উত্থান বছরের মধ্যবর্তী সময়ের মধ্যে আপনারা পেতে পারেন। সেই কারণে আপনাদের চেষ্টা থাকা উচিত হবে বছরের মধ্যবর্তী সময় নিজেক সেই পর্যায়ে নিয়ে যাওয়ার মত একটি পরি কাঠামো তৈরি করা।আপনারা যারা কর্মের জন্য চেষ্টা রাখছেন তাহলেও আপনারা বছরের মধ্যবর্তী সময়ের মধ্যে চেষ্টা বাড়িয়ে তুলুন। যোগ্যতা অনুসারে আপনি আপনার আসন সংরক্ষণ করতে পারবেন। বৃষ রাশির যে সমস্ত জাতক-জাতিকাদের মধ্যে বিশেষ গুণাগুণ আছে আপনারা সেই গুণা গুণের কদর পাবেন। পূর্বেই আমি আলোচনা করেছি কারণ শনি গ্রহ আপনাদের রাশি থেকে সাফল্য তাম ঘরে অবস্থান করে থাকবে। আর এই শনি গ্রহ কর্মফল দাতা গ্রহ । আপনাদের দিক থেকে কর্মের অধিপতি গ্রহ, এরফলে সফলতা অবশ্যই পাবেন। একই কথা ভুলবেন না আপনার কর্ম কাণ্ডের মাধ্যমে আপনি কিন্তু শত্রু ও সৃষ্টি করবেন। এর মানে হলো এতটা কর্ম ক্ষেত্রে আপনি উচ্চতায় যাচ্ছেন। 

ব্যবসা যারা করেন বছরের মধ্যবর্তী সময়ের পর থেকে ব্যাপক ব্যবস্থা ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন। এটি আপনারা জুন মাস থেকে ধরে নিয়ে চলতে পারেন। নতুন যারা ব্যবসা করবেন এই সময় টাকে আপনি অবশ্যই স্মরণ করে রাখুন। কারণ এই সময় আপনাদের ব্যবসা ক্ষেত্রে চরম উন্নতি। আরো বহুমুখী ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উৎ সাহিত হবেন। এই কারণে আপনারা যে কোন ব্যবসা সঙ্গে যুক্ত থাকুন না কেন, কোনরকম মনের মধ্যে টেনশান আনবেন না। সময় আপনাদের সঙ্গেই থাকছে। আপনারা যারা ইন্টারন্যাশনাল কোনো  ব্যবসা ও বাণিজ্যের সঙ্গে যুক্ত হতে চাইছেন, সেটাও এই ২০২৬ সালে আপনাদের মনের আশা পূর্ণ হতে পারে।


💰 অর্থ ও সম্পদ (Money and Finance):

বছরের মধ্যবর্তী সময়ে অর্থাৎ জুন মাসের মধ্যে আপনারা ইনভেস্ট করার চেষ্টা রাখুন যেটা পরবর্তী ক্ষেত্রে আপনাদের ভালো অর্থ মুনাফায়নে দেবে।এছাড়াও আপনারা উপদেশ মূলক কোনো রকম কর্মের মধ্যে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারবেন। এই বছরে আপনারা অর্থের কদর বুঝবেন। সেই কারণে আপনাদের বুঝে শুনে ব্যয় করতে দেখা যাবে অন্তত বছরের মধ্যবর্তী সময় পর্যন্ত। পূর্বের ভূমি সংক্রান্ত জটিলতা এই বছরেই আকারে ফেটে যাবে। একটি নিষ্পত্তিতে আপনার আসতে পারবেন সেই সময়টাও আপনার জেনে রাখুন বছরের শেষের দিকে অর্থাৎ নভেম্বর মাসের পর থেকে। এছাড়াও আপনাদের কোন রকম ভূমি কেনার ক্ষেত্রে জটিলতা আসছে সেই জটিলতাও কেটে যাবে।


❤️ প্রেম ও বৈবাহিক জীবন (Love and Marriage):

প্রেম ভালবাসার মধ্যে যারা রয়েছেন যদি আপনাদের পূর্বে কোন রকম সম্পর্ক খারাপ হয়ে থাকে তাহলেই ২০২৬ সালে আবার আপনাদের জীবনে নতুন করে সম্পর্ক গড়ে উঠতে পারে। তবে এই বছরের দেখা যাচ্ছে আপনাকে গোপনে কেউ ভালবাসবে যেটা আপনি জানতে পারবেন না। 

বিবাহিত জীবন যথেষ্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। আপনারা একে অপরকে খুব ভালো করে বুঝতে পারবেন এই 2026 সালে। এই বছরে আপনাদের বিবাহের যোগ আছে। আপনারা যারা জুন মাস থেকে নভেম্বর মাসের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার চেষ্টা রাখবেন। এই সময় আপনাদের জীবনে যিনি আসবেন যথেষ্ট সৌভাগ্যশালী ফলাফল আপনাদের জীবনে নিয়ে আসবে।


👨‍👩‍👧‍👦 পরিবার ও সামাজিক জীবন (Family and Social Life):

এই বছরে আপনারা যারা কথার মাধ্যমে অর্থাৎ বাণীর মাধ্যমে কিছু করেন তাহলে অবশ্যই এইরকম ক্ষেত্রে আপনার নামের যথেষ্ট বিস্তার হচ্ছে। সেই কারণে সমাজের একটা আপনার প্রতিচ্ছবি অন্য রূপে দেখতে পাওয়া যাবে। অনেক ব্যক্তিরা আপনাকে শ্রদ্ধা করবে। বৃষ রাশির ক্ষেত্রে শিল্পকলা এরকম আগ্রহ দেখা যায়। এরকম ক্ষেত্রে যারা আগ্রহ রয়েছেন এই ২০২৬ সালে আপনারাও নিরাশ হবেন না জুন মাসের পর থেকে এইরকম ক্ষেত্রেও আপনারা নিজের নামের বিস্তার করতে পারবেন। এমন এমন আপনার মধ্যে শিল্পকলা সেগুলো যেগুলো দেখে সবাই  আপনার কাজের প্রতি উৎসাহ বৃদ্ধি হবে।


🧠 শিক্ষা ও প্রতিযোগিতা (Education and Competitive Exam):

এই বছরে উচ্চ শিক্ষা ক্ষেত্র যথেষ্ট আপনাদের ভালো। যেকোনো ধরনেরই আপনারা পড়াশোনা করছেন আপনি অবশ্যই ভালো ফলাফল করতে পারবেন। আপনারা পড়াশোনার দিক থেকে জীবনের একটি সেরা সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করবেন। যেহেতু সাফল্যতম ঘরে শনি গ্রহ অবস্থান করে থাকবে এবং দশম ঘরে ছায়া গ্রহ রাহু অবস্থান করে থাকবে। এরকম অবস্থান থাকার ফলে আকস্মিক ভাবে সফলতা আপনাদের জীবনে আসতেই পারে।


💪 স্বাস্থ্য ও রোগ (Health and Wellness):

শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা দেখায় না। মায়ের শরীর স্বাস্থ্যের একটু সমস্যা দেখাচ্ছে, তাই আপনারা মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে যত প্রমাণ থাকবেন। আপনারা বছরের মধ্যবর্তী সময়ের মধ্যে বেশি করে জল পান করবেন যেটা আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে যথেষ্ট ভালো। বিশেষ করে আপনারা যারা লিভার জনিত কোনরকম সমস্যায় রয়েছেন। এই বছরে আপনারা এমন কোন কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন যেখানে আপনার গলার ভয়েস যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেটা গান হতে পারে, কোন রকম বক্তৃতা হতে পারে, উপদেশ মূলক হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে যদি যুক্ত থাকেন মাঝে মাঝে গলার একটু সমস্যা বা গলা ধরে যাওয়া এগুলো হতে পারে।


☘️ প্রতিকার ও করণীয় (Remedies and Suggestions):

এই বছরে আপনারা বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র জপ করতে পারেন ১০৮ বার আপনার ভালো ফলাফল পাবেন। 

ওঁ বৃহস্পতয়ে নমঃ

এছাড়াও আপনারা আরেকটি গ্রহের বীজ মন্ত্র জপ করতে পারেন ১০৮ বার ভালো ফলাফল পাবেন সেটি হল কেতু গ্রহ। 

ওঁ কেতবে নমঃ


📅 শুভ তারিখ ও মাস (Lucky Dates and Months):

অতি ইংরেজি মাসের ৪, ৯,১৩,১৮,২২,২৭ ও ৩১ তারিখ। একটি কথা মনে রাখবেন এই সমস্ত তারিখে যদি চন্দ্রের অবস্থান শুভ হয় তাহলে আপনার ভালো ফলাফল পাবেন। জুলাই মাস আপনাদের সব থেকে শুভ মাস হতে পারে।


🔚 উপসংহার (Conclusion):

এই প্রতিবেদনে যে সমস্ত বিষয় লেখা হয়েছে সেগুলি সমস্ত কিছু নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখবেন না। জন্ম কালীন কুন্ডলী-তে গ্রহের অবস্থান অবশ্যই দেখতে হবে তারপরেই সঠিক সিদ্ধান্তে আসা যাবে।


☎️ যোগাযোগ: 

আপনারা যারা নিজের জন্ম কুণ্ডলী বিচার করাতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অনলাইন পরামর্শ পাবেন।

 

Online consultancy 

MOB:9836308473


Note: This content is intended for general audience aged 18 or older.




  

📝 আপনার মন্তব্য লিখুন

  
                 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন