ASTROLOGY

Featured Post

Saturn Transit Meaning in Astrology

Saturn Transit Meaning in Astrology 🪐 Know the Real Thing According to Vedic astrology, Saturn resides in each of the twelve zodiac signs f...

জনপ্রিয় পোস্টসমূহ

Saturn Retrograde 2025: মকর রাশির জন্য কি বার্তা নিয়ে আসছে শনি?

Capricorn Horoscope 

 ১৩ জুলাই থেকে ২৮ নভেম্বর ২০২৫ সাল। এই সময়ের মধ্যে শনি গ্রহ বক্র গতিতে আসছে আসছে। শনি মহারাজের এই বক্র গতিতে আসা মকর রাশি আপনাদের কাছে লাভজনক হতে চলেছে। এই সময়ের মধ্যে যে কোন কাজের মধ্যে যথেষ্ট চিন্তা ভাবনা করে আপনার পদক্ষেপ রাখতে পারবেন। যেকোনো কাজের ক্ষেত্রে যদি একটু সময় নিয়ে চিন্তাভাবনা করে কাজের অগ্রগতি রাখা যায় সেই কাজের সফলতা অবশ্যই আসে। আপনারাও এইরকম ভালো কিছু সফলতা পেতে চলেছেন। যেকোনো কাজের ক্ষেত্রে যথেষ্ট ধৈর্যের পরিচয় আপনারা দিতে পারবেন। আপনার প্রতিবেশীর সঙ্গে যদি কোন রকম সমস্যা পূর্ব থেকেই হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি বুঝিয়ে বলতে পারবেন তাদেরকে আপন করে নিতে পারবেন। আপনারা যথেষ্ট সাহায্যকারী ব্যক্তি হয়ে উঠবেন। এই কারণে বিপরীত দিকে ব্যক্তি বর্গদ্বয় আপনাকে যথেষ্ট সম্মান করবে। নিজের কাজের প্রতি ধৈর্য সহকারে কাজ করার জন্য যেকোনো কাজ আপনি শুরু করলে সেটি শেষ অবশ্যই করতে পারবেন। 


আপনাদের মধ্যে মানসিকতার যথেষ্ট পরিবর্তন আমরা উপলব্ধি করতে পারব। পূর্বের কিছু কিছু বিষয়ে যথেষ্ট আপনারা বেশি ভাবনা নিয়ে চলছিলেন এখন আপনার কাছে মনে হতে পারে নিজের কাজের প্রতি আস্থা রেখেই আমি সমস্ত কিছু করতে পারব। সন্তান থাকলে সন্তানের দিকেও আপনার যথেষ্ট কেয়ার করবেন। সন্তানের সমস্ত বিষয় নিয়ে মনের মধ্যে যে চিন্তাগুলো ছিল সেটা হতে পারে পড়াশোনা সেটা হতে পারে ক্যারিয়ার সমস্ত বিষয় আপনি পুঙ্খানুপুঙ্খ নিজেই পড়ে রচনা করবেন। আপনার মধ্যে যে আস্থা জন্মাচ্ছে যার কারণে ভাগ্য নিজের হাতেই আপনি করতে পারবেন। শনি গ্রহ আপনাদের যোগ কারক গ্রহ তথাপি আপনারা পূর্বে শনি গ্রহের সাড়ে সাতি মধ্যে ছিলেন। কিছুটা মনের মধ্যে আপনাদের ডিপ্রেশন ছিল এখন সে ডিপ্রেশন তো আপনার মধ্যে থাকছে না তাই একটি কথা আপনারা নিজেই অনুভব করবেন আপনি নিজেই কিছু করতে পারবেন। নিজের উপরে যথেষ্ট আস্থা বৃদ্ধি হবে। যারা দীর্ঘদিন ধরে কোন একটি কাজের মধ্যে মনোনিবেশ করেছিলেন হঠাৎ করে সেই কাজের ভালো যোগাযোগ আসতে চলেছে। যদি আপনার পিতার সঙ্গে মনোমালিন্য হয়ে থাকে তাহলে এই যে সময় টা পাচ্ছেন পিতার সঙ্গে সমস্ত মনোমালিন্য দূর হবে। আপনারা যেহেতু আপনার থেকে গুরুজন সেটা হতে পারে শিক্ষাগুরু বা হতে পারে দীক্ষা করুন সবাইকে যথেষ্ট সম্মান পোষণ করবেন। বিপরীত দিকে এই যে সম্মান পোষণ করছেন তারা আপনাকে আশীর্বাদ দেবেন। 


নিজের ঐকান্তিক এবং আত্মবিশ্বাস থাকার কারণে আপনাদের যোগাযোগ বৃদ্ধি আক্রা নিজেরাই করতে পারবেন। যে কাজের মধ্যে পারদর্শী সেই কাজ কিভাবে আরো সবাইকে জানানো যায় এই চিন্তা ভাবনা যথেষ্ট আপনার মনের মধ্যে বারংবার উন্মোচন হবে। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছেন নিজের মধ্যে কোনরকম লেখা অথবা শিল্পকলা অথবা হাতের কাজ এইরকম ক্ষেত্রে যুক্ত রয়েছেন তারে অবশ্যই সোশ্যাল সাইটে নিজের নামের বিস্তার করতে পারবেন। 


আপনার ব্যক্তিত্ব আপনার কর্মের মধ্যে ফুটে উঠবে। আপনার মধ্যে কোনরকম সামনে এক রকম কথা পিছনে একরকম কথা, এটা আপনার মধ্যে দেখাই যাবে না। এই কারণে আপনার ব্যক্তিত্বকে অনেকের সম্মান করবে আপনাকে অনেকে ভালোবাসবে। কোনরকম অর্থ হাতে না থাকলেও অন্যান্য ব্যক্তির সহযোগিতায় আপনি যে কোন কাজ মনস্থির করেছেন সেই কাজ অবশ্যই করতে পারবেন সেটি অবশ্যই অন্য কারোর আর্থিক সহযোগিতায়। 


পূর্বের সমস্ত বিষয় আবার নতুন করে ভাবনা চিন্তা রেখে পদক্ষেপ করতে দেখা যাবে। আপনারা একটি কথা অবশ্যই মনের মধ্যে আপনি নিয়ে চলবেন বারংবার যে ব্যক্তি যে কাজের মধ্যে প্রয়াস রাখে সেই কাজ অবশ্যই হয়ে থাকে জীবনে সফলতা অবশ্যই আসে। আপনারা অনেকটা সময় পেয়ে গেলেন সমস্ত বিষয়ে আপনি ভালো করে অনুসন্ধান করে পদক্ষেপ রাখতে পারবেন। আপনারা যারা এনজিও কোনরকম সাহায্যকারী সংস্থা কিছু করতে চাইছেন সেটিও আপনার এই সময়ে করতে পারবেন।


আপনারা যারা নিজের জন্ম কুন্ডলী বিচার করাতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বাড়িতে বসেই আপনি নিজের জন্ম কুন্ডটি সম্বন্ধে জানতে পারবেন। 

Online Consultancy 

MOB:9836308473

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন