"মীন রাশির এত সমস্যা কেন?"Why do Pisces have so many problems?
-------------------------------------------------------------------
এই মুহূর্তে আপনি এই যে প্রতিবেদন দেখছেন ২০২৫ সাল। শনি গ্রহ আপনার রাশিতে অবস্থান করে আছে। যার ফলে আপনারা শনি গ্রহের সাড়ে সাতির মধ্যে রয়েছেন। এক একটি ঘরের শনি গ্রহ আড়াই বছর করে অবস্থান করে থাকে। এই মুহূর্তে আপনারা শনির সাড়ে সাতির মধ্যম পর্যায় রয়েছেন।
----------------------------*-----------------------------------
এই সাড়ে সাতি কেন আমাদের জীবনকে প্রভাবিত করে। আমরা মানব জাতি সমস্ত কিছু ক্ষেত্রে খুব তাড়াতাড়ি পেতে চাই। জীবনের একটি পাওয়ার বেদনা দুঃখ এগুলোকে ভুলে গিয়ে ভালো কিছু এবং তাড়াতাড়ি সেটা পাওয়ার আগ্রহ থাকে। শনি গ্রহ আমাদের মধ্যে এই জিনিসগুলো পেতে অনেকটা বাস্তবিক সম্মুখীন করায়। শনি গ্রহ শেখায় ধৈর্য, মনসংযোগ, সততা, বাস্তবিক জীবনের অভিজ্ঞতা.. এই গুলিকে অবলম্বন করে একটি ভালো পর্যায়ে আমাদের সেই পর্যায়ে নিয়ে যাওয়া। যেকোনো কঠিন পরিশ্রম আর সেখান থেকে সফলতা এদের সেই সফলতা অনেকটা আমরা উপভোগ করতে পারি এবং তার দীর্ঘমেয়াদি অবস্থান হয়ে থাকে। এই বিষয়গুলি উপলব্ধি করতে শেখায় শনি মহারাজ।
---------------------------------------------------------------
শনি গ্রহ দ্বারা বা এই সাড়ে সাতির দ্বারা "মীন রাশি" যে সমস্যাগুলো হতে পারে সেগুলি জেনে রাখুন বা যে সমস্যা গুলি আমাদের সামনে নিয়ে আসতে পারে শনি মহারাজ। যে কোন ক্ষেত্রে আরো চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। যে কাজ খুব সহজে হয়ে যাচ্ছিল সেই কাজ আরো চেষ্টা বেশি রাখতে হবে তাহলেই সফলতা পাওয়া যাবে। সমস্ত ক্ষেত্রেই অতিরিক্ত ধৈর্যের পরিচয় দিতে হবে। মীন রাশির জাতক ও জাতিকাদের মধ্যে জেনারেল পড়াশোনা ছাড়াও কিছুটা এক্সট্রা শিক্ষা থাকে। মীন রাশির আপনারা যে কোন ক্ষেত্রে জেনারেল পড়াশোনা ছাড়া এরকম ক্ষেত্রে কিছু করছেন সেই সমস্ত ক্ষেত্রে মনের মধ্যে আরও আলোড়ন তৈরি হবে অর্থাৎ কোন কিছু জানা শেখা এই সমস্ত ক্ষেত্রে। কারণ এই যে মীন রাশির ঘর সেটি হল দেব গুরু বৃহস্পতির ঘর আর এখানে শুক্র গ্রহ যথেষ্ট উচ্চ। এক কথায় বলতে হলে পূর্বে যেভাবে আপনার জীবনের সফলতা আসছিল সেই সফলতা আসবে কাঙ্খিত সফলতা আসবে তবে আপনাকে চেষ্টা বেশি রাখতে হবে তাহলেই সফলতা আপনি পাবেন। জীবনের প্রত্যেকটা পদক্ষেপ আপনি অনুভূতি সহকারে বুঝতে পারবেন।
-------------------------------------------------------------------
এরপরে যে গ্রহ টি দ্বারা আপনাদের সমস্যা সৃষ্টি করতে পারে সেটি হল ছায়া গ্রহ রাখো। ছায়া গ্রহ রাহু আপনার রাশি থেকে দ্বাদশ স্থানে অবস্থান করে আছে। যার ফলে অতিরিক্ত আর্থিক ব্যয় নিয়ে আপনার যথেষ্ট চিন্তার মধ্যে থাকবেন। আগে তো ইনকাম হচ্ছে কম আর্থিক ব্যয় হচ্ছে বেশি এই নিয়ে মনের মধ্যে কিছুটা বিরক্ত আপনি বোধ করতে পারেন। পারিবারিক ক্ষেত্রে কিছু আর্থিক দায়ী হতে পারে বা দীর্ঘদিনের কোনো রকম শরীর স্বাস্থ্যের সমস্যায় রয়েছেন সেই ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ওষুধ খেতে হতে পারে। কিছু প্রয়োজনীয় জিনিস থাকা সত্ত্বেও আবার নতুন করে কেনার ভাবনা চিন্তা এইগুলো আপনাকে আর্থিক দিক থেকে আরো পিছিয়ে দিতে পারে।
-------------------------------------------------------------------
বিশেষভাবে এই দুইটি গ্রহ দ্বারা আপনি জীবনে এত সমস্যা দেখা যাচ্ছে। মীন রাশি হলেই যে আপনাদের এরকম সমস্যা তেমন আমি বলছি না কারণ আপনার অন্য লগ্ন হতে পারে সেই হিসাবে ফলের তারতম্য অবশ্যই হবে।
আপনারা যারা নিজেদের জন্ম কুণ্ডলী বিচার করাতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনলাইন পরামর্শ পাবেন।
Online Consultancy
MOB:9836308473
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন