সাধ ভক্ষণ মাঘ মাস ১৪৩১ বঙ্গাব্দ//2025
হিন্দু সনাতন ধর্মে সাধ ভক্ষণ বিষয়টি আপনারা কম বেশি অনেকেই জানেন। গর্ভবতী মহিলাদের উদ্দেশ্যে সন্তান ও মায়ের সুস্বাস্থ্যের কামনায় এটি করা হয়ে থাকে। আপনার নিশ্চয়ই জানেন হিন্দু স্বাস্থ্য অনুসারে শুভ দিনে শুভ কাজ করলে অবশ্যই শুভ ফল পাওয়া যায়। আপনারা যারা মাঘ মাসে সাধ ভক্ষণ করাবেন শুভ তারিখ গুলি অবশ্যই জেনে রাখুন। আর আপনারা যেহেতু শুভ তারিখ ধরে করাবেন তাহলে শুভ সময়ের মধ্যে করানোর চেষ্টা রাখুন।
*১৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ (ইংরাজি 31 January 2025)। শুভ দিনটি হলো শুক্রবার। শুভ তিথি সকাল ৮:০৪ এর মধ্যে করানোর চেষ্টা রাখবেন। এই সময়টা ভালো সময়।
*২০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ (ইংরেজি 3 February 2025)। শুভ দিনটি হলো সোমবার। এই দিনে যে সময়ের মধ্যে আপনারা সাধ ভক্ষণ করাবেন সময়টা ভালো সেটি হল, সকাল ৯:৫৯ এর মধ্যে।
*২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ (ইংরেজি 7 February 2005)। শুভ দিনটি হল শুক্রবার। শুভ সময় অবশ্যই জেনে রাখুন। সকাল ৮:২০ থেকে ১০:৩৮ এর মধ্যে। আবার, দুপুর ১২:৫৭ থেকে ২:৩০ এর মধ্যে।
*২৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ (ইংরেজি 10 February 2025)। শুভ দিনটি হল সোমবার। এই দিনে আপনারা যে সময়ের মধ্যে করবেন সেটি হল সকাল ১০:৩৮ থেকে ১২:৫৮ এর মধ্যে।
আপনারা যারা মা হতে চলেছেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আপনারা অবশ্যই ডাক্তারি পরামর্শ থাকবেন এবং ভগবানকে স্মরণ করবেন। আপনাদের মনস্কামনা পূরণ হোক ভগবানের কাছে এইটুকুই কামনা করি। https://www.astrologypred.in/2025/01/virgo-2025.html
ধন্যবাদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন