সাধ ভক্ষণ জ্যৈষ্ঠ মাস ১৪৩২ বঙ্গাব্দ/2025
সময় অথবা মাস অনুসারে আপনাদের যাদের এই জ্যৈষ্ঠ মাস ১৪৩২ বঙ্গাব্দ সাধ ভক্ষণ এর শুভ দিন নির্ধারণ হয়েছে, তাহলে পূর্বে থেকেই জেনে রাখুন। আপনারা যেহেতু শুভ দিন, শুভ তারিখ ধরে করছেন তাহলে অবশ্যই শুভ তিথি অনুসারে করবেন। কারণ হিন্দু সনাতন ধর্মে একটি বিষয় নিশ্চয়ই আপনারা জানেন শুভ দিনে, শুভ কাজ করলে অবশ্যই শুভ ফল পাওয়া যায়।
গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য। মা ও সন্তানের সুস্বাস্থ্য কামনায় একটি দিন ভালো কিছু খাওয়ানোর উদ্যোগ করা হয়ে থাকে এছাড়া ও কিছু নিয়মকানুন(আচার অনুষ্ঠান) করা হয়ে থাকে। এরকম অনুষ্ঠানের মধ্য দিয়েই প্রাচীন কাল থেকে সাধ ভক্ষণ প্রথা চলে আসছে।
পঞ্জিকা অনুসারে প্রথম দিন যেটি ধার্য করা হয়েছে সেটি হল ২১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ পঞ্চামৃত সাধ ভক্ষণ। ইংরেজি তারিখ (5 June 2025), শুভ দিনটি হল বৃহস্পতিবার। এই দিনে যে তিথি টা সবথেকে ভালো সেটি হল সকাল ১১:৩৭ এর মধ্যে।
পঞ্জিকা অনুসারে দ্বিতীয় যে তারিখ পাওয়া যাচ্ছে পঞ্চামৃত সাধ ভক্ষণ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ইংরেজি (8 June 2025), শুভ দিনটি হল রবিবার। এই দিনে যে সময়টা সব থেকে ভালো নির্বাচন করা হয়েছে সেটি হল সকাল ৭: ১২ থেকে ৯:৫৬ মিনিটের মধ্যে।
পঞ্জিকা অনুসারে তৃতীয় যে তারিখ পাওয়া যাচ্ছে সেটি হল ২৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ইংরাজি (11 June 2025) শুভ দিনটি হলো বুধবার। এই দিনে যে সময়টা সব থেকে ভালো সময় সেটি হলো সকাল ১১:৩৭ এর মধ্যে।
- আপনার গাড়ি কেনার শুভ তারিখগাড়ি কেনার শুভ তারিখ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ/ ইংরেজি ১৬ মে থেকে ১৬ জুন ২০২৫
- আষাঢ় মাসের সাধ ভক্ষণের তারিখ গুলি জেনে রাখুনসাধ ভক্ষণ আষাঢ় মাস ১৪৩২ বঙ্গাব্দ, ২০২৫। সাধ ভক্ষণ, শুভ তারিখ ও সময়সূচী
আপনারা যারা মা হতে চলেছেন অবশ্যই ডাক্তারি পরামর্শ থাকবেন এবং ভগবানকে স্মরণ করবেন। সাধ ভক্ষণ এর যে সমস্ত তিথি উপস্থাপন করা হয়েছে সেটি (India)কলকাতা অনুসারে সময় সূচিত করা হয়েছে। আপনারা যেখানে বসবাস করছেন সেখানের সময় অনুসারে একটু সময় আগে অথবা পিছনে ধরে চলবেন।
ধন্যবাদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন