 |
Virgo Horoscope |
কন্যা রাশি গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে রয়েছেন "Virgo August 2025"
🌞 কন্যা রাশি যথেষ্ট গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে আপনারা রয়েছেন। জীবনের একটি বড় পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা। আপনারা আগস্ট মাসের ১৭ তারিখের মধ্যে ভালো কিছু পেতে চলেছেন। যেটা আপনাদের জীবনে একটি বড় পরিবর্তন হতে পারে। যদি আপনার জন্ম কুণ্ডলী তে গ্রহের অবস্থান ভালো থাকে তাহলে আপনারা পর পর ভালো খবর পাবেন। কঠিন সময়ে আপনার যথেষ্ট পরিশ্রম করেছেন তার ফলাফলও আপনারা পেতে চলেছেন।
যে ভালো বিষয়গুলি ঘটতে পারে
- নতুন কিছু ভালো খবর আসতে পারে।
- দীর্ঘদিনের মনের ইচ্ছা পুরনো হতে পারে
- কর্মক্ষেত্র থেকে অতিরিক্ত অর্থ পেতে পারেন।
- কর্মক্ষেত্রে নতুন কোন দিশা পেতে চলেছেন।
- কর্মস্থানে নতুন বন্ধু অথবা বান্ধবী আসতে চলেছে।
- যে কর্মের মধ্যে যুক্ত রয়েছেন সেই কর্মের আপনার নামের বিস্তার হচ্ছে।
- নতুন কর্মের যোগাযোগ আপনাদের আসছে।
- অনলাইন অথবা ডিজিটাল ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে যাবেন।
- একটি সেরা সময়ের অনুভূতি নিয়ে চলবেন।
- যে কোন রকম কঠিন সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন।
- নতুন করে উন্নত মানের কর্ম পরিষেবা করতে পারবেন।
কি কারনে এই সমস্ত ভালো কিছু ঘটবে
এই মাসে ১৭ তারিখ পর্যন্ত রাশি থেকে সাফল্যতম স্থানে বুথ আদিত্য যোগ তৈরি হয়ে থাকবে। এই যোগ যথেষ্ট পাওয়ার ফুল এবং ভালো একটি যোগ। সেই কারণে এই যুগের সুফল গুলি আপনারা পাবেন। মানসিক দিক থেকে আপনি অনুপ্রাণিত থাকবেন। কিছু একটি ভালো ঘটতে চলেছে যার কারণে আপনি অনুপ্রাণিত থাকবেন। আপনার রাশি থেকে দশম ঘরে আমরা দেখতে পাচ্ছি দেব গুরু বৃহস্পতি এবং দৈত্য শুক্র গ্রহ অবস্থান করে থাকবে। যার ফলে আপনার কর্মের মধ্যে বিভিন্নতা আসবে। একটি নতুনত্ব কর্মের দিকে চিন্তা ভাবনা আপনারা নিয়ে চলবেন। আপনারা যারা ঘরের ডেকোরেশন করেন এইরকম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে আপনারা যাবেন।
কোন গ্রহ দ্বারা নেগেটিভ ফলাফল আসতে পারে কি করবেন
মঙ্গল গ্রহ আপনার অষ্টম এবং তৃতীয় ঘরের অধিপতি এই গ্রহ রাশিতে অবস্থান করে থাকবে। এর ফলস্বরূপ কিছুটা মনের মধ্যে উত্তেজনা নিয়ে চলবেন। এই উত্তেজনা তৈরি হবে যে কোন কাজের ক্ষেত্রে আপনাকে তৎক্ষণাৎ ফলাফল পেতে হবে। এরকম মনোবৃত্তি মনের মধ্যে থাকবে। একটি কথা মনে রাখবেন যে কোন কাজের ক্ষেত্রে সময় দিতেই হবে তাহলে আপনি ফলাফল পাবেন। আপনার মনের মধ্যে উত্তেজনা কম রাখবেন এবং একটুতেই রাগান্বিত হবেন না। যে কাজ খুব সহজে হয়ে যেত সেই কাজে আপনার নেতিবাচক এবং রাগ থাকার কারণে সেই কাজ পিছিয়ে যেতে পারে।
কি উপায় করবেন
যেহেতু মঙ্গল গ্রহ দ্বারা নেগেটিভ ফলাফল আপনারা জীবনে আসতে পারে যার ফলে আপনারা খুব সহজ মন্ত্র উচ্চারণ করবেন ও৺ অং অঙ্গারাকায় নমঃ: এই মন্ত্র আপনারা ১০৮ বার জব করলে ভালো ফলাফল পাবেন। মনের মধ্যে নেগেটিভ ভাবনা দূরে চলে যাবে। মঙ্গল গ্রহের নেতিবাচক প্রভাব কম পড়বে।
নিজের জন্ম কুণ্ডলী যারা বিচার করাতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন।
Online Consultancy
MOB:9836308473
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন