ASTROLOGY

Featured Post

Saturn Transit Meaning in Astrology

Saturn Transit Meaning in Astrology 🪐 Know the Real Thing According to Vedic astrology, Saturn resides in each of the twelve zodiac signs f...

জনপ্রিয় পোস্টসমূহ

কুম্ভ রাশি, নিজেকে নিয়ন্ত্রণ রাখুন! July 2025 "Aquarius Horoscope"

Aquarius Horoscope 

 কুম্ভ রাশি সময়টা ভালো তাই পরিবেশ পরিস্থিতি যথেষ্ট আপনার অনুকূলে থাকবে। আপনাকে অনেক নিয়ন্ত্রণ করে চলতে হবে সেটি অবশ্যই আর্থিক ব্যয়ের দিকটা নিয়ে বিবেচনা করতে হবে। একটি কথা মনে রাখবেন যেমন ইনকাম কেমন ভাবে জীবন শৈলী গড়ে তুলুন। এতে মানসিক শান্তি এবং যথেষ্ট টেনশন মুক্ত থাকবেন। পারিবারিক যথেষ্ট শুভ হোক আপনার করবেন। এই মাসে শুভ কোন কাজ সম্পন্ন করতে আপনারা পারবেন। 

নিজের পরিকল্পনা মাফিক অনেকটা সময় অতিবাহিত করবেন। আপনার পরিকল্পনার মধ্যে যথেষ্ট ভালো চিন্তাভাবনা থাকবে। সেই কারণেই বাস্তব ভাবনা নিয়ে যদি আপনারা অগ্রগতি রাখেন ভালো ফলাফল পাবেন। সমস্ত ক্ষেত্রে বড় বড় চিন্তা ভাবনা করবেন যখন সেই পর্যায়ে আপনি পৌঁছাবেন। কোন কিছু শুরুর আগেই যদি বেশি বেশি আপনারা ভেবে নিয়ে থাকেন তাহলে বাস্তবিক ক্ষেত্রে যখন সেই কাজের মধ্যে প্রবেশ করবেন অথবা কাজ করবেন সে ক্ষেত্রে আশাহত হতে পারেন। আপনার মধ্যে কিছু অ-নমনীয়তা আমরা দেখতে পাবো। এই বিষয়টা যদি সঠিক ক্ষেত্রে আপনার কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন। এই মাসে আপনারা অনেকটা হেল্পফুল থাকবেন। আপনি সত্যিকারের একজন সাহায্য কারি ব্যক্তি হয়ে উঠবেন। যার কারনে সমাজে আপনার প্রতিচ্ছবি যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাবে। আপনার যেমন কাজ কথার মধ্যেও আমরা সেই কাজের ব্যক্তিত্ব দেখতে পাবো। আপনারা যারা পরিবার পরিকল্পনা করবেন ভাবছেন তাহলে সময়টা আপনাদের অনুকূল চিন্তা করতে পারেন। নিজের পছন্দ-অপছন্দ একটি রুটি সম্পন্ন যথেষ্ট আপনার মধ্যে কষ্ট ফুটে উঠবে। 

কাউকে কথা দিলে কথা রাখতে হবে এই বিষয়টা যথেষ্ট আপনি মেনে চলবেন। পারিবারিক ক্ষেত্রে কিছু শুভ কাজে আর্থিক ব্যয একটু সম্ভাবনা থাকছে। এই কারণে আমি পূর্বেই বলেছি যেমন ইনকাম কেমন ভাবে চলার চেষ্টা রাখবেন। 



শরীর স্বাস্থ্য আপনাদের ভালই থাকবে। একটি কথা আপনারা মনে রাখবেন শনি গ্রহের সাড়ে সাতি এর মধ্যে রয়েছেন। শরীর স্বাস্থ্যের সমস্যা হলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। পড়াশোনার মধ্যে যারা রয়েছেন যথেষ্ট ভালো সময় এই মাসে থাকা পাচ্ছেন। এই কারণে যেটি আপনার করণীয় সেটি অবশ্যই করবেন। ভালো সময়কে কাজে লাগাতে হয় এটি অবশ্যই মনে রাখবেন। ভালোবাসার সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সত্যিকারের ভালোবাসার মানুষটিকে ধরে রাখার চেষ্টা রাখবেন। জীবনে অনেক ব্যক্তিবর্গ বন্ধু-বান্ধবী আছে আপনাকে বুঝতে হবে সত্যিকারের আসল বন্ধু বান্ধবী অথবা ব্যক্তিবর্গ কারা। বিবাহিত জীবনে একটু ভুল বোঝাবুঝি হতে পারে। যদি কোন রকম সমস্যা হয় বেশি উত্তেজিত হবেন না। ব্যবসা যারা করেন নতুন কিছু সিদ্ধান্ত নিতে হলে ভালো করে চিন্তা-ভাবনা করবেন। আপনাদের যাদের মূলধন কম আছে একটু মনের মধ্যে চিন্তা থাকবে। যারা স্বাধীন কর্মে যুক্ত রয়েছেন নতুন করে সাজানো গোছানো নতুন চিন্তাভাবনা নিয়ে চলতে দেখা যাবে। যেকোনো রকম মনের মধ্যে টেনশান অথবা সমস্যা থাকলে পরিবারের মধ্যে বিষয়টি বলবেন মানসিকভাবে হালকা অনুভব করবেন। 



আপনারা যারা নিজের জন্ম কুণ্ডলী বিচার করাতে চান যোগাযোগ করতে পারেন। অনলাইন পরামর্শ দেওয়া হয়। 

MOB:9836308473

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন