![]() |
Virgo Horoscope |
🔱🗓️শনি মহারাজ ১৩ জুলাই থেকে ২৮ নভেম্বর ২০২৫ সাল। এই সময়ের মধ্যে বক্র গতি ধারণ করছে কন্যা রাশি আগত দিনগুলিতে কেমন ফলাফল তাকে পেতে চলেছেন এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং অবশ্যই কিছু প্রতিকারও আপনারা করতে পারেন অনেক অসম্ভব কে সম্ভব করতে পারবেন।
🪐শনি গ্রহ 8: পঞ্চম এবং ষষ্ঠ ঘরের অধিপতি, শনি গ্রহ বর্তমানে আপনার রাশি থেকে সপ্তম ঘরে অবস্থান করে আছে। জ্যোতিষ শাস্ত্রে শোন বকরি শনি জীবনে গভীর বাস্তবতা পরীক্ষা এবং পুরানো কর্মফলের পুনর্মূল্যায়নের সময় নিয়ে আসছে।
🕉️আপনার জন্য মূল্যায়ন:-
🌀🔎বিবাহিতদের মধ্যে ভুল বোঝাবুঝি বা দূরত্ব বাড়তে পারে। যারা প্রেম ভালবাসা সম্পর্কের মধ্যে রয়েছেন এই সময় আপনাদের একটি সঠিক সিদ্ধান্ত বা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। একদিকে এটিও দেখা যাচ্ছে যাদের কোনো রকম ভাবে ভালোবাসা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আবার সেই পুরানো ভালোবাসা নতুন রূপে আপনার জীবনে আসতে পারে। যারা অংশীদারি ক্ষেত্রে ব্যবসা সঙ্গে যুক্ত রয়েছেন, আপনার চিন্তাভাবনার সঙ্গে আপনার পার্টনারের চিন্তাভাবনার মিল কেমন দেখাচ্ছেনা। এই ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। নতুন করে চুক্তি কোনরকম করার ক্ষেত্রে বা সাইন করার আগে খুব ভালোভাবে চিন্তাভাবনা করে তারপরেই সিদ্ধান্ত নেবেন। আপনারা যারা আগে কোনরকম কাজের ক্ষেত্রে অগ্রগতি রেখেছিলেন কিন্তু কোন কারনে সেটি আর বাস্তবায়িত হয়নি সেখানেই আছে তাহলে এই রকম পুরানো প্রকল্প আবার নতুন করে শুরু করার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে। যে কাজ গুলি করবেন অথবা যে কথাগুলি বলবেন সেগুলি খুব সতর্কতার সহিত করতে হবে কারণ আপনার নামের বদনাম করার জন্য শত্রু যথেষ্ট থাকবে। কোন ব্যক্তিকে বিশ্বাস করার আগে অবশ্যই সেই ব্যক্তির সম্বন্ধে ভালো করে জেনে বুঝে তারপরে পদক্ষেপ রাখবেন।
🕉️শনি মহারাজ শেখায় ধৈর্য, সংযম, কঠোর পরিশ্রম, দৃঢ় সংকল্প এগুলি সবই আপনার মধ্যে নিয়ে আসতে হবে। মানব জীবনে সমস্যা প্রত্যেকেরই কম বেশি আছে তবে সেই সমস্যা সরিয়ে না রেখে সরাসরি কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা রাখবেন।
🪔কি প্রতিকার আপনারা করতে পারেন:-
শনি গ্রহের বিভিন্ন মন্ত্র রয়েছে। কয়েকটি উল্লেখযোগ্য মন্ত্র হল:
🔔🐚ॐ শং শনৈশ্চরায় নমঃ
🔔🐚ॐ প্রাং প্রীং প্রৌং সঃ শনৈশ্চরায় নমঃ
🔔🐚ॐ নীলাঞ্জন সমাভাসং রবিপুত্রং যমগ্রহম।
🔔🐚 মার্থণ্ড সম্ভূতং তং নমামি শনৈশ্চরম।।
এই মন্ত্রের যেকোনো একটি মন্ত্র ১০৮ বার জপ করলে ভালো ফলাফল পাবেন। এছাড়াও আপনারা শনিবার লোহার আংটি ধারণ করতে পারেন এ তো আপনি ভালো ফলাফল পাবেন।
আপনারা যারা মনে করছেন নিজের জন্ম কুণ্ডলী বিচার করিয়ে নেবেন তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন কোথাও যেতে হবে না বাড়িতে বসেই আপনি পরামর্শ পাবেন।
Online Consultancy
MOB:9836308473
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন