ASTROLOGY

১৪৩২ বঙ্গাব্দের বিবাহের তারিখ বৈশাখ মাস


 ১৪৩২ বঙ্গাব্দের বিবাহের তারিখ বৈশাখ মাস: 

১৪৩২ সালের পঞ্জিকা বিবাহের তারিখ বৈশাখ মাস: 

🥰💞



১৪৩২ সালের বিবাহের তারিখ বৈশাখ মাস: 

হিন্দু সনাতন ধর্মে বিবাহ একটি পবিত্র বন্ধন। এই বন্ধনকে আরো সুদৃঢ় করতে এবং জন্ম জন্মান্তর এই বন্ধনকে অটুট রাখতে শুভ দিনে অবশ্যই আপনারা বিবাহ করবেন অথবা সম্পাদন করাবেন। 

কারণ একটি কথা নিশ্চয়ই আপনারা জানেন শুভ দিনে শুভ কাজ করলে অবশ্যই শুভ ফল পাওয়া যায়। আপনারা পূর্বে থেকেই দিন চয়ন করুন বিবাহের জন্য কোন দিনটা আপনার ক্ষেত্রে সুবিধা জনক হবে অথবা কোন দিনটা সবথেকে ভালো দিন হবে। এই প্রতিবেদনে আপনারা জানতে চলেছেন। 


বৈশাখ মাস: 

*৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ইংরাজি (18 April 2025) শুভ দিনটি হল শুক্রবার। বিবাহের সময় সূচি: রাত্রি ১২:২১ গতে ৩:৩২ মধ্যে মকর ও কুম্ভ লগ্নে বিবাহ।

*৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ইংরাজ (22 April ২০২৫) শুভ দিনটি হল মঙ্গলবার। বিবাহের সময়সূচী: রাত্রি ৮:৪৭ গতে ৯:৫০ মধ্যে বৃশ্চিক লগ্নে আবার রাত্রি ১১:৫৬ গতে ১২:২২ মধ্যে মকর লগ্নে বিবাহ।

*১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ইংরেজি (29 April 2025) শুভ দিন মঙ্গলবার। বিবাহের সময়সূচী: রাত্রি ৯:৪৪ গতে শেষ রাত্রি ৪:১৯ মধ্যে ধনু, মকর, কুম্ভ ও মীন লগ্নে বিবাহ। 

*২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ইংরেজি (10 May 2025) শুভ দিনটি হল শনিবার। বিবাহের সময়সূচী :রাত্রি ৩:৯ গতে ৩:৩৭ এরমধ্যে নীল লগ্নে বিবাহ।

*২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ইংরেজি (13 May 2025) শুভ দিনটি হলো মঙ্গলবার। বিবাহের সময়সূচী: সন্ধ্যা ৬:৬ গতে রাত্রি ৭:২৮ মধ্যে আবার রাত্রি ৮:৫০ গতে ১০:৩৪ মধ্যে তুলা, বৃশ্চিক ও ধনু লগ্নে বিবাহ। আবার রাত্রি ১২:২১ গতে ৩:৪ মধ্যে কুম্ভ ও মীন লগ্নে বিবাহ।





নিশ্চিত বিবাহের দিন চয়ন করার জন্য অবশ্যই কোন পুরোহিত মহাশয়/জ্যোতিষ মহাশয়ের সহিত যোগাযোগ করে করবেন সঙ্গে পরামর্শ করে করবেন।

Online Consultancy 

MOB:9836308473


১৪৩২ সালের গৃহ-প্রবেশের তারিখ ।। griha pravesh


 আপনারা যারা হিন্দু সনাতন ধর্ম অনুসরণ করে চলেন। একটি কথা নিশ্চয়ই শুনেছেন শুভদিনে শুভ কাজ করলে শুভ ফল পাওয়া যায়। গৃহ-পবেশ নতুন ঘরে আপনি প্রবেশ করবেন। 

প্রত্যেকের জীবনেই নিজের ঘর অর্থাৎ গৃহ একটি শান্তির জায়গা আমাদের উন্নতির জন্য একটি বাসস্থান। আমরা প্রত্যেকেই চাইবো সেই বাসস্থান যাতে সুন্দর হয় সমস্ত কিছু আমার মনের মতন হয় বা সেখানে অনেকটা শান্তি বিরাজ করে। 

বাংলা নতুন বছর ১৪৩২ সালের গৃহ-প্রবেশের শুভ দিনগুলি জেনে রাখুন। Griha Pravesh ইংরেজি (2025-2026)

🏘️🏘️🏘️



বৈশাখ মাস:*১৬ বৈশাখ ১৪৩২ সাল ইংরেজি (30 April 2025) শুভ দিন বুধবার। এই দিনে আপনারা শুভ কর্ম করবেন দিবা ৩:৩৯ মিনিট এর মধ্যে। 

সং* ১৮ বৈশাখ ১৪৩২ সাল ইংরেজি (2 May 2025) শুভ দিনটি হল শুক্রবার। শুভ কর্ম দিবা ২: 33 মধ্যে।

* ২৫ বৈশাখ ১৪৩২ সাল ইংরাজি (9 May 2025) শুভ দিনটি হল শুক্রবার। শুভ কর্ম দিবা ৬: ৫৪ গতে।


শ্রাবণ মাস:* ৮ শ্রাবণ ১৪৩২ সাল ইংরাজি (25 July 2025) শুভ দিন শুক্রবার। শুভ কর্ম অপরাহ্ন ৫:২৭ মিনিট এর মধ্যে। 

* ১৩ শ্রাবণ ১৪৩২ সাল ইংরেজি (30 July 2025) শুভ দিন বুধবার। শুভ কর্ম আপনারা অমৃত যোগে করতে পারেন। সকাল ৯: ৩২ থেকে - ১১: ১৪ মিনিট এর মধ্যে।(আপনারা পুরোহিত মহাশয়ের সহিত পরামর্শ করে জেনে নিতে পারেন)।

* ১৪ শ্রাবণ ১৪৩২ সাল ইংরেজি (31 July 2025) শুভ দিনটি হল বৃহস্পতিবার। শুভ কর্ম কোন জ্যোতিষ অথবা পুরোহিতের অথবা পরামর্শ করে দিতে পারেন।

* ১৮ শ্রাবণ ১৪৩২ সাল ইংরাজি (4 August 2025) শুভ দিন সোমবার। শুভ কর্ম দিবা ৮:৩২ মধ্যে।(কোন জ্যোতিষ অথবা পুরোহিত মহাশয়ের সহিত পরামর্শ নেবেন)।

* ২০ শ্রাবণ ১৪৩২ সাল ইংরেজি (6 August 2025) শুভ দিন বুধবার। শুভ কর্ম দিবা ১০:১৪ - ১১:৪৩ এর মধ্যে।


কার্তিক মাস: * ৪ কার্তিক ১৪৩২ সাল ইংরেজি (22 October 2025) শুভ দিন বুধবার। শুভ কর্ম কোন জ্যোতিষ অথবা পুরোহিত মহাশয়ের সহিত যোগাযোগ করবেন। 

* ৬ কার্তিক ১৪৩২ সাল ইংরেজি (24 October 2025) শুভ দিন শুক্রবার। শুভ কর্ম পরামর্শ করবেন। 

* ৯ কার্তিক ১৪৩২ সাল ইংরেজি (27 October 2025) শুভ দিন সোমবার। শুভ কর্ম দিবা ১০: ৪৯ মধ্যে।




আপনারা যারা গৃহ প্রবেশ করবেন শুভ দিনগুলি অবশ্যই জানতে পারলেন। বিশেষ সময় নির্ধারণ ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন। উপরের লিপিবদ্ধ লেখা কোনরকম অস্পষ্ট অথবা ভুল হলে তার জন্য ক্ষমা করবেন। যে সমস্ত সময়সূচী দেয়া হয়েছে সেগুলি (Indian )কলকাতা সময়সূচি অনুসারে দেয়া হয়েছে।

                   ধন্যবাদ 

Online Consultancy 

MOB:9836308473

১৪৩২ সালের রাশিফল: ধনু রাশি " Sagittarius Horoscope "


 ধনু রাশি (Sagittarius ) ১৪৩২ বঙ্গাব্দ কেমন যাবে। বাংলা নববর্ষের জন্য কতটা সুখময় সেটি প্রতিবেদনের মধ্যে আপনারা জানতে চলেছেন। 

বাংলা নতুন বছর ১৪৩২ সাল। এই বছরে আপনারা শনি গ্রহের (ঢাইয়া) এর মধ্যে চলে আসছেন। আপনারা তথাপি অন্যান্য গ্রহের অবস্থান অনুসারে কিছুটা ভালো অবস্থানে থাকবেন। বৃহস্পতি গ্রহ এই পুরোটা বছর আপনাদের অনেক ক্ষেত্রে রক্ষা করবে এবং পজেটিভ এনার্জি দেবে। সেই কারণে আপনারা নেগেটিভ ভাবনার সরিয়ে রেখে পজিটিভ ভাবনা মনের মধ্যে রাখুন ভালো ফল পাবেন। 

💐



বছরের শুরু থেকেই মনের মধ্যে আপনাদের অনেক ক্ষেত্রে আলোড়ন দেখতে পাওয়া যাবে। মনের মধ্যে এই আলোড়ন পরিবারের কোনো সদস্য মনের মধ্যে নিয়ে আসতে পারে অথবা আপনি বিবাহিত হয়ে থাকেন বিবাহিত পার্টনার দ্বারা মনের মধ্যে আলোড়ন তৈরি হতে পারে। 

নিজের মধ্যে একটি ব্যক্তিত্ব ফুটে উঠবে। আপনি যে ধরনের ব্যক্তিত্ব নিয়ে চলতে ভালোবাসেন সেই রকম ব্যক্তিত্ব স্পষ্ট রূপে আপনার চোখে মুখে দেখতে পাওয়া যাবে। আপনার নিজের ভাবনা চিন্তা অনুসারে নিজের জীবন কাজকর্ম ইচ্ছা সেগুলো অতিবাহিত করবেন। বছরের প্রথম দিকে আপনারা যারা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন আপনার ভাগ্যের পরিবর্তন হতে চলেছে। 

আপনার মনের মধ্যে যথেষ্ট পজিটিভ এনার্জি দেখতে পাওয়া যাবে। আপনারা যারা ভাবছেন নতুন কিছু শুরু করবেন সেটা হতে পারে ব্যবসা অথবা নিজে নিজে কোন রকম কাজকর্ম তালে অবশ্যই সঠিক সময় পাবেন বছরের শুরুর দিকে।


বছরের মধ্যবর্তী সময় এখানে আপনাদের কিছু প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যাচ্ছে। যে প্রাপ্তি যোগ আপনাদের হবে সেটা সম্পত্তি গত দিক থেকে হতে পারে অথবা আপনাদের পৈতৃক সম্পত্তি কোথাও গচ্ছিত ছিল যে অর্থ আপনি হস্তান্তর করতে পারছিলেন না এই সময় পেয়ে যাবেন। 

এছাড়াও আপনারা যারা লটারিতে আগ্রহ রাখেন এখান থেকেও হঠাৎ করে বড় অর্থ প্রাপ্তির সম্ভাবনা উজ্জ্বল দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক বিষয়ে অনেকটা সাবলম্বী আপনি হবেন কারণ সঠিক ক্ষেত্রে সঠিক চিন্তা ভাবনা অনুসারে পদক্ষেপ রাখবেন। নিজে অবশ্যই আনন্দিত থাকবেন এবং পরিবারের সবাইকে সেই আনন্দ শেয়ার করবেন। আপনার পরিবারের সদস্যরা তারাও আনন্দ উপভোগ করবেন।

পূর্বেই আপনাদের বলেই দিয়েছি, শনি গ্রহের কিছুটা নেগেটিভ এনার্জি আপনাদের মধ্যে কাজ করবে। পারিবারিক ক্ষেত্রে যথেষ্ট আর্থিক ব্যয় হবে বিশেষভাবে দেখাচ্ছে পরিবারের সদস্যের কারো শরীর স্বাস্থ্যের জন্য সে অর্থ ব্যয় হতে পারে। এছাড়া অহেতুক 

পরিবারের কোনো রকম সামগ্রী অথবা ঘর বাড়ি থাকা সত্ত্বেও নতুন করে কোন রকম ভাবনা চিন্তা অগ্রগতি ক্ষেত্রে আর্থিক ব্যয় বৃদ্ধি হতে পারে। কর্ম স্থানের শত্রুপক্ষ যথেষ্ট চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। কর্ম স্থানের শত্রু যেমন আপনাকে চ্যালেঞ্জের মুখে ফেলবে সেই অনুসারে আপনি যে পদক্ষেপ গুলি রাখবেন এই পদক্ষেপটা আপনাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে। 

এই বাংলা নতুন বছরে আপনাদের সুযোগের দিক থেকে কোনরকম আশাহত হবার প্রশ্নই থাকছে না। ১৪৩২ সালে আপনারা যথেষ্ট সুযোগ পাবেন। এই সুযোগ যেকোনো দিক থেকে হতে পারে নতুন কোন যোগাযোগ হতে পারে অথবা আপনাদের বিবাহিত কোনরকম সম্পর্ক উঠে আসতে পারে, এছাড়াও আপনারা দ্বি-মুখী কোনো রকম ইন-কামের দিকে ধাবিত হতে পারেন। এক কথায় বলতে হলে সুযোগের দিক থেকে কোনরকম হতাশ হওয়ার প্রশ্ন থাকছে না।

এই বাংলা নতুন বছরে আপনারা কোন কিছু শিখবেন ভাল গুরুর সান্নিধ্যে আসতে চলেছেন। আপনাদের যাদের সন্তান আছে সন্তানের জন্য যে ভাবনার চিন্তা রেখে পদক্ষেপ রাখবেন, সেগুলি খুবই ইতিবাচক পদক্ষেপ হতে চলেছে। আপনাদের মানসিকতার অনেক পরিবর্তন অবশ্যই আসবে।

 যে বিষয়ের প্রতি আপনি কোন রকম খারাপ ভাবনা নিয়ে চলছিলেন, সেই ভাবনা মনের মধ্যে থেকে দূরে চলে যাবে। এই ১৪৩২ সালে আপনার কেউ পথপ্রদর্শক আসতে চলেছে। যিনি আপনার জীবনের আমূল পরিবর্তন নিয়ে আসতে পারে। আপনি যদি ভালো ফ্যামিলির হয়ে থাকেন অর্থাৎ ভালো পরিবার থেকে উঠে আসেন, তাহলে পরিবারের যে একটি গুড উইল আছে সেটিকে ব্যবহার করতে পারবেন। 

শরীরশাস্ত্র: আপনার শনি গ্রহের থেকে কিছুটা নেগেটিভ এনার্জির মধ্যে থাকলেও শারীরিক দিক থেকে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না। অবশ্যই এই বছরে আপনারা একটু মানসিকভাবে মনের মধ্যে নানান ধরনের চিন্তা নিয়ে থাকবেন। বিভিন্ন ক্ষেত্রে আপনার একটু দুশ্চিন্তা করতে দেখা যাবে।

পড়াশোনা:আপনারা যারা মধ্যশিক্ষা ক্ষেত্রে রয়েছেন এই বছরে যথেষ্ট মনোযোগ আপনাকে রাখতে হবে। উচ্চ শিক্ষা ক্ষেত্রে যারা রয়েছেন অবশ্যই ভালো কিছু আপনারা করতে চলেছেন।

ভালোবাসা সম্পর্ক: আপনাদের ভালবাসার সম্পর্ক মধ্যমা বলা যেতে পারে। আপনারা বিবাহিত রয়েছেন আপনাদের মধ্যে ভালোবাসা সব থেকে বেশি থাকবে। এছাড়াও এই বছরে কোনো বিবাহিত পুরুষ অথবা মহিলার সঙ্গে আপনার যথেষ্ট ঘনিষ্ঠা সম্পর্ক গড়ে উঠতে পারে। 

বিবাহিত জীবন: বিবাহিত জীবন যথেষ্ট মধুর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনাদের গড়ে উঠবে। আপনাদের একে অপরের মধ্যে যথেষ্ট বিশ্বাস জন্মাবে। দুজনের মধ্যেই যথেষ্ট বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। যেকোনো কাজের মধ্যে আপনারা দুজনেই হাতে হাত মিলিয়ে কাজ করবেন এবং তাহা সম্পন্ন করবেন।

ব্যবসা: এই বছরে গ্রহের যে অবস্থান বছরের প্রথম দিকে আপনারা নতুন কোন ব্যবসা শুরু করবেন সেটা শুরু করতেই পারেন। এছাড়াও পারিবারিক ব্যবসা মধ্যে যারা রয়েছেন উন্নতি করতে পারবেন, তবে অবশ্যই সেই ব্যবসা নতুন কিছু দিক আনতেই হবে। এক কথাই বলতে হলে নতুন চিন্তাভাবনার দিকে অগ্রগতি রাখতে হবে পুরানো নীতি ছাড়তে হবে। 

কর্ম: কর্ম ক্ষেত্র অবশ্যই শত্রু বৃদ্ধি হচ্ছে। এরকম শত্রু বৃদ্ধি হওয়ার কারণে আপনি যাহাই করছেন সেই কর্মের মধ্যে আরও দ্রুততা দেখতে পাওয়া যাবে। আপনার মধ্যে মনে হবে যদি একটু অবহেলা করি তাহলে আমি পিছনে পড়ে যাব। সেই কারণেই যথেষ্ট একাগ্রতা দিয়ে এবং সময় দিয়ে যে কোন কাজের মধ্যে নিয়ে যেতে রয়েছেন যথেষ্ট নিয়োজিত থাকতে দেখা যাবে। এই বছরে পারিবারিক যারা কর্ম করছেন মনোযোগ বেশি রাখতে হবে। এই বছরে আপনারা যারা কোনরকম প্রশাসনিক অথবা সৈনিক এরকম ক্ষেত্রে চেষ্টা রাখছেন সে ক্ষেত্রে কর্ম প্রাপ্তি সম্ভাবনা যথেষ্ট থাকছে। এছাড়া আপনারা যারা ড্রাইভিং জানেন ভালো যোগাযোগ আসতে পারে কর্মের বিষয়ে।

ভাগ্য: এই বছরে আপনাদের ভাগ্য খুব একটা খারাপ থাকছে না ।হ্যাঁ অবশ্যই কর্মক্ষেত্রের মধ্যে কিছু প্রতিযোগী আপনাদের থাকবে। এরকম প্রতিযোগী থাকা সত্ত্বেও নিজের ভাগ্যের উন্নতি আপনারা করতে পারবেন। কেউ পরামর্শ দাদা আপনাদের জীবনে আসতে চলেছে যে আপনার জীবন আপনার ব্যক্তিত্ব আপনার কর্ম আমূল পরিবর্তন নিয়ে আসতে পারে। আপনার জীবনে কোন শুভাকাঙ্ক্ষী প্রবেশ করতে চলেছে এই বাংলা নতুন বছরে। কারণ ভগবান সমস্যা যেমন দিয়ে থাকেন। সেখান থেকে উদ্ধার হওয়ার কোন বিষয় উল্লেখ করে দেন তাই এই বাংলা নতুন বছরে যেহেতু শনি গ্রহ থেকে কিছু নেগেটিভ এনার্জি আপনাদের মধ্যে আসবে তেমনি এখান থেকে পরিত্রান পাওয়ার পথও দেখিয়ে দেবেন কোন ব্যক্তির দ্বারা।

আর্থিক: এই বছরে আকস্মিক অর্থ প্রাপ্তি সম্ভাবনা থাকছে। বছরের মধ্যবর্তী সময়ে আপনারা অনেকটা অর্থ হাতে পাবেন। 


আপনার গুরুত্বপূর্ণ সময়https://www.astrologypred.in/2025/04/sagittarius-2025-indian-astrological.html


এই প্রতিবেদনে যে সমস্ত বক্তব্য রাখা হয়েছে সমস্ত কিছু নিজের জীবনের সঙ্গে সম্পূর্ণ মিলিয়ে দেখবেন না। যে সমস্ত প্রতিবেদনে লেখা হয়েছে সম্ভাব্য ফলাফল হিসাবে নেওয়ার চেষ্টা রাখবেন। আপনি যদি মনে করেন নিজের জন্ম কুণ্ডলী বিচার করবেন তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। 

Online Consultancy 

MOB:9836308473





১৪৩২ সালের রাশিফল, বৃশ্চিক রাশি: Scorpio Horoscope


 ১৪৩২ সালের রাশিফল"বৃশ্চিক রাশি"ইংরেজি 2025-2026

বাংলা নতুন বছর কেমন যাবে: Scorpio Horoscope 

🎇



বৃশ্চিক রাশি বাংলা নতুন বছর ১৪৩২ সাল মনের মধ্যে অনেক স্বপ্ন নিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে যাবার চিন্তাভাবনা নিয়ে যথেষ্ট চলবেন। এই বছরে কতটুকু আপনাদের প্রত্যাশা পূরণ হতে পারে সেটি এই প্রতিবেদনে আপনারা জানতে চলেছেন 

যারা মনে করেন আপনার জীবনে আকস্মিক কোনো রকম চমৎকার ঘটবে বা ঘটতে পারে। এই বছরে এইরকম ক্ষেত্রে আপনারা প্রত্যাশা রাখতেই পারেন। আপনারা যারা মাঝে মধ্যে লটারি কাটেন, এখান থেকে হঠাৎ করে বড় ধরনের অর্থ প্রাপ্তির যোগ থাকছে। একটি কথা মনে রাখবেন লটারি পেতে হলে জন্ম কুণ্ডলী তে বেশ কয়েকটি গ্রহের অবস্থান ভালো থাকতে হবে। এই কারণেই আপনারা এটি অবশ্যই আনন্দ সহকারে কাটবেন মনের মধ্যে বেশি আশা নিয়ে কাটবেন না। এছাড়াও সম্পত্তি থেকে লাভবান হতে পারেন। পৈত্রিক সম্পত্তি যেটি অবহেলিত হয়ে রয়েছে সেখানে নতুন করে কিছু শুরু করার ভাবনা মনের মধ্যে থাকবে এবং এখান থেকেও আপনাদের অর্থ আসার সম্ভাবনা থাকছে। এই বাংলা নতুন বছরে প্রায় শুরু থেকেই আপনারা এইরকম ক্ষেত্রে অগ্রগতি রাখবেন। এই বছরে আপনারা কোন সম্পত্তি বিক্রি করে অথবা অংশীদারি ক্ষেত্রে আপনার সম্পত্তি আপনার অংশ বিক্রি করে লাভবান হতে পারেন। এই মাসের কিছু হস্তান্তর করতে দেখা যাবে অর্থাৎ বিনিময় আপনি কিছু নেবেন আপনার অংশীদারের সঙ্গে এই রকমই পরামর্শ করতে দেখা যাবে।

পূর্বের সময় শনি গ্রহ থেকে যে নেগেটিভ বিষয়গুলো আপনাদের মধ্যে আসছিল। এই বছরে সেখান থেকে আপনারা অনেকটাই মুক্তি পেতে চলেছেন। এই কারণেই আপনারা আবার নতুন করে ভাবনা চিন্তা রাখুন। নতুন করে আরো জনসংযোগ স্থাপন করুন। পুরানো যে বিষয় নিয়ে যথেষ্ট চিন্তিত ছিলেন যেখানে ব্যর্থতা হয়েছেন। সেই রকম মনের মধ্যে চিন্তাভাবনা রাখবেন না আবার নতুন করে সমস্ত কিছু শুরু করুন। এই বছরের প্রত্যাশা অনুসারে আপনারা ফলাফল পেতে পারেন। সেই কারণেই মনের মধ্যে ঊর্ধ্বমুখী ভাবটা চিন্তা রাখুন। বহুমুখী উৎস আপনার সামনে উজ্জ্বল আলোর দীপ্তির মতন দেখাচ্ছে। 

পারিবারিক ক্ষেত্রে কোন বড় ধরনের সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনার যদি সন্তান থাকে সন্তানের ক্ষেত্রেও বড় সিদ্ধান্ত নিতে হবে । নিজের জীবনের উন্নতির জন্য এই বছরে আপনারা যে কোন সিদ্ধান্ত নিতে পারেন। আপনারা যারা ভাবছেন বাড়ি থেকে দূরে কিছু শুরু করবেন যথেষ্ট আপনার মাথার মধ্যে বারংবার ভাবটা চিন্তা আসবে। যেটা ঠিক হবে সেটাই করবেন। কারণ আপনার বৃশ্চিক রাশি হতে পারে অন্য লগ্ন হতে পারে সেই অনুসারে ফলাফল আপনারা পাবেন। 

কর্ম স্থানের মধ্যে যথেষ্ট চাপ বৃদ্ধি হবে। সেই কারণে আপনারা ছোট ছোট ভাবে কাজগুলো সম্পন্ন করে রাখার চেষ্টা রাখবেন। প্রতিদ্বন্দ্বী অবশ্যই থাকবে এবং যাদের কর্ম ক্ষেত্রে শত্রু আছে এই বছরে যথেষ্ট বিব্রত আপনাদের করবে। শত্রুপক্ষ বিব্রত করলেও আপনারা বছরের মধ্যবর্তী সময়ে নিজের জীবনের দারুন উন্নতি করতে চলেছেন। শত্রুপক্ষ শত্রু জায়গায় থাকবে আর উন্নতির জায়গায় আপনি থাকবেন। কোন কিছু ক্ষেত্রে সুযোগ জীবনে একবারই আসে তাই এই বাংলা নতুন বছরে যদি আপনাদের জীবনে কোন রকম ভালো সুযোগ আছে, একটু সময় নিয়ে ভাবটা চিন্তা রাখবেন। সন্তান থাকলে অবশ্যই সন্তানের দিকে গুরুত্ব দেবেন কারণ এই বছরে আপনার সন্তান আপনার সম্মান বৃদ্ধি করতে পারে।


শরীর স্বাস্থ্য: এই বছরে শরীরশাস্ত্র আপনাদের ভালই থাকবে কারণ আপনার রাশিতে দীর্ঘমেয়াদী কোন পাপ গ্রহের দৃষ্টি থাকবে না। 

পড়াশোনা: এই বছরে গুরুত্ব সহকারে এবং ধৈর্য সহকারে যদি পড়াশোনার মধ্যে মনোনিবেশ রাখেন অপ্রত্যাশিত ফলাফল পেতে পারেন। উচ্চ শিক্ষা ক্ষেত্রের মধ্যে যারা রয়েছেন যথেষ্ট ভালো ফলাফল করতে পারবেন। তবে এই বছরে সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আপনারা উচ্চশিক্ষা ক্ষেত্র অমীমাংসিত অবস্থায় থেকে যাওয়ার সম্ভাবনা থাকছে। কারণ কোন কর্ম প্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে। সেই কারণেই আপনাদের কর্ম প্রাপ্তি হলেও আপনারা অন্তত প্রাইভেটে শিক্ষার মাধ্যমে কমপ্লিট করার চেষ্টা রাখবেন। কারণ ভালো সুযোগ একটি মুহূর্ত বা একটি সময়ের মধ্যে নিয়ে আসে। আপনার যদি একবার শিক্ষাক্ষেত্র কোনক্রমে ইনকমপ্লিট করেন তাহলে পরবর্তী ক্ষেত্রে কমপ্লিট করতে যথেষ্ট সমস্যায় পড়বেন।

ভালোবাসা: এই বছরে আপনাদের জীবনে যে ভালোবাসা প্রথম এসেছিল এই রকম ভালোবাসা আবার নতুন রূপে দ্বিতীয়বার আপনার সঙ্গে সম্পর্ক তৈরি হতে পারে। 

বিবাহিত সম্পর্ক: সম্পর্ক আপনাদের ভালই থাকবে। তবে এটিও দেখতে পাওয়া যাচ্ছে কিছু কিছু বিষয়ে আপনাকে গুরুত্ব কম দেবে। এককথায় বলতে হলে আপনার পার্টনার কোন বড় সিদ্ধান্ত নিজে নিজেই সিদ্ধান্ত নেবেন। এই বিষয়ে অবশ্যই আপনি একটু বুঝিয়ে বলার চেষ্টা রাখবেন। আপনি বিষয়টা বুঝিয়ে বলতে পারলেই এরকম সমস্যা হলে সমাধান হয়ে যাবে।

ব্যবসা : এই বছরে যদি আপনারা ব্যবসা ক্ষেত্রে মনোযোগী হয়ে ওঠেন, ভালো মুনাফা অর্জন করতে চলেছেন । যারা বড় ব্যবসায়ী সর্বদা আপনি নিজে সমস্ত কিছু পরিচালনা করার চেষ্টা রাখবেন।

কর্ম: আপনারা যারা জেনারেল পড়াশোনা করেছেন এই বছরে ভালো ক্ষেত্রে কর্ম পেতে পারেন সেটা হতে পারে সরকারি কোনো আবগারি দপ্তর অথবা এমন কোন ক্ষেত্রে যেখানে গোপন তথ্য সংগ্রহ করা হয়ে থাকে এইরকম ক্ষেত্রে চেষ্টা অবশ্যই রাখবেন। এছাড়াও আপনারা কোন প্রাইভেট ডিটেকটিভ ক্ষেত্রেও কর্মের জন্য চেষ্টা রাখতে পারেন। আপনারা যারা ভূ-তত্ত্ব বিদ নিয়ে পড়াশোনা করেছেন এই সমস্ত ক্ষেত্রে কর্মের জন্য প্রস্তুত থাকুন। আপনার জন্ম কুণ্ডলী খুব ভালো অবস্থায় যদি থাকে তাহলে এই বছরে কোন কর্মের ক্ষেত্রে আপনারা মামলা মামলায় জড়িত হয়েছিলেন সেখানে আপনার পক্ষে রায় যেতে পারে। 

ভাগ্য: এই বছরের মধ্যবর্তী সময়ে ভাগ্য দেবতা যথেষ্ট আপনার প্রতি দয়ালু হবেন। একটি সময় আপনারা পাবেন যেকোনো রকম সমস্যা বা যেকোন রকম কাজ উদ্ধার করতে পারবেন। সেই সময়টার জন্য নিজেকে বছরের শুরু থেকেই প্রস্তুত রাখুন। এছাড়াও আপনারা অযাচিত অর্থাৎ আপনি আশা রাখেননি এইরকম ভালো ক্ষেত্র থেকে যোগাযোগ অথবা সুযোগ পাচ্ছেন। 

আর্থিক: আপনাদের জীবনে চমৎকার অথবা হঠাৎ করে অর্থ প্রাপ্তি সেগুলি বছরের প্রথম দিকেই আমরা দেখতে পাবো। এছাড়াও এই বছরে আপনারা প্রয়োজন অনুসারে অর্থ ঠিকই আপনারা মিটিয়ে নেবেন। 


এই প্রতিবেদনে যে সমস্ত বক্তব্য লেখা হয়েছে সেগুলি সমস্ত, আপনার জীবনের সঙ্গে মিলিয়ে দেখবেন না। এই প্রতিবেদনের সমস্ত বক্তব্য শিক্ষামূলক অথবা ভবিষ্যৎ বাণী হিসেবে নেওয়ার চেষ্টা রাখবেন এবং এখান থেকে আপনি অনুপ্রাণিত হয়ে উঠুন। অবশ্যই মনের মধ্যে পজেটিভ ভাবনা রাখুন। 

আপনারা যারা নিজের জন্ম কুন্ডলী বিচার করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন:-

Online Consultancy 

MOB:9836308473





তুলা রাশি ১৪৩২ বঙ্গাব্দ কেমন যাবে "Libra Horoscope"


 তুলা রাশি বাংলা নতুন বছর ১৪৩২ বঙ্গাব্দ কেমন যাবে, 2025-2026

রাশিফল ১৪৩২ সাল, তুলা রাশিফল //Libra Horoscope...

🌟



বছরের শুরুর কয়েকটি মাস পরে ভাগ্য দেবতা আপনাদের সঙ্গেই থাকছেন। যেমন ভাগ্য দেবতা আপনাদের সঙ্গে থাকছেন তেমনি আপনাদের কর্মদক্ষতা ও থাকছে। এই দুই মিলিয়ে এই বাংলা নতুন বছর ১৪৩২ বঙ্গাব্দ আপনাদের কাছে একটি স্মরণীয় বছর হতে পারে। বছরের তিন মাস পর থেকেই আপনার মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। 

যে কোন কাজের ক্ষেত্রে আপনি যথেষ্ট নীতিগত দিক মেনে চলবেন। যেটি ভুল সেটি ভুল বলার প্রবণতা এবং যদি ঠিক সেটি ঠিক বলার প্রবণতা আপনাদের মধ্যে থাকবে। আপনি একজন সৎ ব্যক্তিত্বের অধিকারী হতে চলেছেন। যেকোনো কাজ যতটুকু প্রয়োজন ততটুকুই আপনার সময় দেবেন এইদিকে আপনারা কৃপণতা করবেন না। 

মানসিকতা আপনাদের এই রকমই থাকছে। সেই কারণে যে ব্যক্তি কর্মকে যথেষ্ট প্রথম পর্যায়ে রাখেন নিজের প্রতি আত্মবিশ্বাস থাকে সেই ব্যক্তি অবশ্যই কিছু না কিছু করতে পারে। নিজের একান্ত ধৈর্যের ফল আপনারা পেতে চলেছেন এই বাংলা নতুন বছর ১৪৩২ বঙ্গাব্দ।

 আপনাদের আত্মীয়-স্বজন আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইবে, তারাও আপনার সাফল্যে যথেষ্ট অনুপ্রাণিত ও গর্ববোধ করবেন। নিজের দুশ্চিন্তা অথবা খারাপ বিষয়গুলি নিজের মধ্যে গোপন রাখার প্রবণতা আপনাদের মধ্যে থাকবে। 

আপনি প্রকাশ্যে জানতেই দেবেন না আপনি কি অবস্থায় রয়েছেন। এই বাংলা নতুন বছর সমস্যা কিছুটা আসলে ও পরবর্তী ক্ষেত্রে অবশ্যই আপনি সামলে নিতে পারবেন এবং আপনার জয়যাত্রা অগ্রগতির পথ প্রশস্ত হচ্ছে। যাদের মধ্যে কোনরকম শিল্পকলা রয়েছে আপনারা এই বাংলা নতুন বছরে সেই শিল্পী সত্ব মনোভাব ফুটিয়ে তুলতে পারবেন নিজের মধ্যে। ভালো যোগাযোগ আসছে এবং সেটিকে গ্রহণ করার প্রবণতা ও আপনাদের মধ্যে থাকবে। 

আপনারা যারা কাজকে ভালবাসবেন মানসিক যথেষ্ট শান্তি অনুভব করবেন। বছরের মধ্যবর্তী সময়ে কর্মের মধ্যে যারা যুক্ত রয়েছেন আপনাদের একটি ভালো সময় নিয়ে আসছে। নিজের মধ্যে গোপন শিল্পকলা সেটি আপনি প্রকাশিত করতে পারবেন। এখান থেকে শুধু আপনার নামের জয়জয়কার হবে তা নয় আপনি আর্থিক ইনকাম করতে পারবেন। 

যারা নিজে নিজে কোন রকম কর্ম ক্ষেত্রে মধ্যে যুক্ত রয়েছেন আপনার নামের বিস্তার হচ্ছে এই বাংলা নতুন বছরে। আপনার সুদক্ষ কর্ম কুশলী আপনার শত্রুরা ও তারাও আপনাকে ভালো চোখে দেখতে শুরু করবে। যে ব্যক্তির মন ভালো যে ব্যক্তির ব্যবহার ভালো সেই ব্যক্তিকে শত্রুরাও ভালবাসবে। 

পারিবারিক কোনো রকম শুভ কাজ এগুলো যথেষ্ট উঠে আসছে এই বাংলা নতুন বছরে যেমন গৃহ প্রবেশ, দেবতা প্রতিষ্ঠা, নতুন ঘর তৈরি করার ভাবনা এগুলো যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে এই বছরে। আপনাকে কর্মঠ পুরুষ অথবা মহিলা গড়ে তুলবেন শনি গ্রহ। যথেষ্ট আপনারা সংঘর্ষ করবেন যে কোন কাজের মধ্যে যুক্ত আছেন বা যাহাই কিছু আপনি করছেন। এই বছরে আপনারা কোন একটি বিষয়ে নিজেকে প্রমাণিত করার জন্য দাতে দাঁত দিয়ে আমরা লড়াই করবেন। পূর্বে যারা ঋণ নিয়েছেন চিন্তার মধ্যে রয়েছেন এখান থেকে আপনার চিন্তা মুক্তি হতে চলেছে। 

একটি কথা আপনারা বুঝতে পারবেন কর্ম করেই সমস্ত কিছু করতে হয় তাই যে কোন পরিস্থিতি আসুক না কেন আপনাদের জীবনে তা আপনারা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকবেন। যারা বিদেশে থাকেন সেখানে কিছুটা আপনাদের সমস্যা হতে পারে তবে তাও আপনারা পরিস্থিতি অনুসারে মানিয়ে নিয়ে চলতে পারবেন। 

মনের মধ্যে বড় ধরনের আকাঙ্ক্ষা আপনাদের থাকবে। যে কোন বিষয়ে আপনারা যতটুকু সফলতা পাবেন আপনার কাছে মনে হতে পারে এটি সামান্য তুচ্ছ আরো আমাকে চেষ্টা রাখতে হবে। এরকম মানসিকতা আপনাদের মধ্যে তৈরি হবে যার ফলে আপনারা আরো উচ্চতার দিকে যাচ্ছেন। জীবনে চলার পথে অনেক বন্ধু অথবা বান্ধবী আপনাদের জীবনে আসবে তবে সেটি সঠিক বন্ধু অথবা বান্ধবী আপনাকে বেছে নিতে হবে। দীর্ঘদিনের যে কাজ আপনাদের হচ্ছিল না সেই কাজের মধ্যে মনোনিবেশ রাখবেন দেখবেন সেই কাজ 

আপনাদের খুব সহজেই হয়ে যাচ্ছে। আপনারা যারা কর্ম করছেন এবং এর সাথে সাথে কোন রকম নতুন ব্যবসা ও শুরু করতে পারেন। আপনাদের জন্য এই বাংলা নতুন বছর ১৪৩২ বঙ্গাব্দ অনেক কিছু অপেক্ষা করে আছে তাই মানসিকভাবে নিজে প্রস্তুত থাকুন।

শরীরশাস্ত্র: শরীরশাস্ত্র ভালই দেখাচ্ছে। নিজের শরীর স্বাস্থ্য বিষয়ে যথেষ্ট আপনি অবগত থাকবেন। এই কারণে আপনারা এই বছরে শরীরচর্চা এর মধ্যে নিজেকে একটা সময় নিয়োজিত রাখবেন। 

পড়াশোনা: পড়াশোনা ক্ষেত্রে যথেষ্ট আপনারা সুযোগ পাচ্ছেন যোগাযোগ আপনাদের হচ্ছে তবে সেটিকে ব্যবহার করতে হবে। কোন একটি ভালো ক্ষেত্রে আপনার সুযোগ পেতে পারেন এই নিয়ে মনের মধ্যে আত্মবিশ্বাস না রেখে পড়াশোনার মধ্যে আপনাকে মনোযোগ রাখতেই হবে। আপনি ভালো ফলাফল অবশ্যই করতে পারবেন। এ বছরে আপনাদের মনের মধ্যে ইলেকট্রনিক্স সরঞ্জাম নিয়ে যথেষ্ট উন্মাদনা থাকবে। যারা কর্মমুখী শিক্ষা নিতে চাইছেন চেষ্টা রাখতে পারেন। 

ভালোবাসা: এই বছরে আপনারা অনেক ভালবাসার মানুষ পাবেন। আপনাকে সেটা শনাক্ত করতে হবে আপনাকে সেই ব্যক্তি কতটা ভালোবাসে। সত্যি কারের ভালোবাসার মানুষটিকে আপনাকে খুঁজে বার করতেই হবে। এক কথায় বলতে হলে বহুমুখী ভালোবাসা আপনারা জীবনে আসতে চলেছে। 

বিবাহিত সম্পর্ক: বিবাহিত সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো। বছরের প্রথম দিকটা বিবাহিত সম্পর্ক থেকে কিছু লাভবান হতে পারেন। সেটা আর্থিক দিক থেকে হতে পারে। আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার স্ত্রী কোনরকম কর্মক্ষেত্রের মধ্যে যদি যুক্ত থাকেন তাহলে মনো বাসনা পূরণ হচ্ছে। কারণ কর্মক্ষেত্রের মধ্যে যথেষ্ট উন্নতি করতে চলেছে।

ব্যবসা: ব্যবসা-বাণিজ্যে আপনাদের মনোযোগ যথেষ্ট থাকবে। আপনারা যারা ভাবছেন কিছু পরিবর্তন করা যায় কিনা তাহলে অবশ্যই চিন্তাভাবনা আপনাদের সঠিক। কারণ এই বছরে তিন মাস পরেই আপনার সমস্ত চিন্তাভাবনা সেগুলো সুদক্ষ সু-পরিকল্পিত চিন্তাভাবনা। নিজের বিষয়/ নিজের ভবিষ্যৎ সম্পর্কে যথেষ্ট আপনি সতর্ক থাকবেন।

কর্ম: বছরের মধ্যবর্তী সময়ে ভালো কর্ম আপনাদের জন্য অপেক্ষা করে আছে। সেই কারণে আপনারা যারা কোনরকম টেকনিক্যাল অথবা জেনারেল শিক্ষা নিয়ে হতাশ অবস্থায় বসে রয়েছেন। বছরের শুরু থেকেই আপনারা কোথাও আবেদন অবশ্যই করবেন। যারা ভাবছেন শিক্ষকতার ক্ষেত্রে নিজেকে নিয়োজিত করবেন, তাহলে অবশ্যই চিন্তাভাবনা করতে পারেন। শিক্ষকতা আপনাদের ক্ষেত্রে ভালো পছন্দ হতে পারে। যারা কোন রকম উপদেশ দেন/ নীতি নির্ধারণ মূলক কোনো রকম কিছু কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এই বছরে আরো আপনারা উপরের দিকে উঠে আসছেন।

অর্থ: এই বছরে আপনারা যেমন বিবাহিত সম্পর্ক থেকে আর্থিক শ্রী বৃদ্ধি করতে পারছেন। এছাড়াও আপনারা যাহাই কর্ম করছেন যথেষ্ট সেখান থেকে ও ভালো মুনাফা অর্জন করতে চলেছেন। এছাড়াও আপনারা যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকেও আপনারা ভালো রেভিনিউ ইনকাম করতে পারবেন। বছরের মধ্যবর্তী সময়ে কর্মক্ষেত্র থেকে আপনারা যথেষ্ট মুনা পাওয়ার অর্জন করবেন।


এই প্রতিবেদনে সমস্ত বক্তব্য নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখবেন না। এটি শিক্ষামূলক অথবা ভবিষ্যৎ বাণী হিসেবে নেয়ার চেষ্টা রাখবেন। নিজের সম্বন্ধে জানতে হলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। 

Online Consultancy 

MOB:9836308473



সাধ ভক্ষণ বৈশাখ মাস ১৪৩২ বঙ্গাব্দ//2025

 

সময় অনুসারে আপনাদের যাদের সাধ ভক্ষণ সময় সূচিত হচ্ছে ,এই বৈশাখ মাস ১৪৩২ বঙ্গাব্দ//ইংরেজি 2025 সালে। পূর্ব থেকেই আপনি দিন চয়ন করুন। 

🥭🍓🍍




আপনারা যারা হিন্দু সনাতন ধর্মের মধ্যে রয়েছেন নিশ্চয়ই জানেন সাধ ভক্ষণ নামে একটি কথা চলে আসছে। আপনারা যেহেতু শুভ দিন দেখে সাধ ভক্ষণ করাচ্ছেন, তাহলে অবশ্যই শুভ সময়সূচী দেখে করাবেন। কারণ শুভ দিনে শুভ তিথিতে শুভ কাজ করলে, অবশ্যই শুভ ফল পাওয়া যায়। 



*বৈশাখ মাসের প্রথম যে তারিখ পঞ্জিকা অনুসারে, সেটি হল ১৬ ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ (ইংরেজি,30 April 2025) সাল। শুভ দিনটি হল বুধবার। এই দিনে আপনারা যে শুভ সময়ের মধ্যে মূল পর্বটি করবেন সেটি হল, দিবা ৩:৪৯ মিনিটের মধ্যে।

*পঞ্জিকা অনুসারে দ্বিতীয় যে তারিখ পাওয়া যাচ্ছে পঞ্চা-মৃত ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ (ইংরাজি 4 May 2025) সাল। শুভ দিনটি হলো রবিবার। এই দিনে যে সময়ের মধ্যে আপনার মূল পর্বটি করবেন সেটি হল দিবা ৯:৫৭ মিনিটের মধ্যে।

*পঞ্জিকা অনুসারে তৃতীয় যে তারিখ পাওয়া যাচ্ছে, পঞ্চা-মৃত সাধ ভক্ষণ ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ (ইংরেজি 8 May 2025) সাল। শুভ দিনটি হল বৃহস্পতিবার। এই দিনে যে সময়ের মধ্যে আপনারা সাধ ভক্ষণ করাবেন সেটি হল দিবা,১২:৪১ - ২:৪৯ মিনিটের মধ্যে।

*পঞ্জিকা অনুসারে তথা শেষ যে তারিখ পাওয়া যাচ্ছে, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ (ইংরাজি,9 May 2025) সাল। শুভ দিনটি হল শুক্রবার। এই দিনে আপনারা যে সময় অথবা তিথির মধ্যে করাবেন সেটি হল দিবা, ৬:৫৪ গতে। 

আপনারা যারা মা হতে চলেছেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আপনারা অবশ্যই ডাক্তারি পরামর্শ থাকবেন এবং ভগবানকে স্মরণ করবেন আপনাদের মনোবাসনা পূর্ণ হোক এটুকুই ভগবানের কাছে কামনা করি। 

                                          ধন্যবাদ

কন্যা রাশি বাংলা নতুন বছর কেমন যাবে।।১৪৩২ বঙ্গাব্দ।। Virgo Horoscope


 কন্যা রাশি বাংলা নতুন বছর কেমন যাবে।।১৪৩২ বঙ্গাব্দ।।2025 - 2026

কন্যা রাশি এই বাংলা নতুন বছরের (১৪৩২ বঙ্গাব্দ) অভাবনীয় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বারংবার আপনাদের জীবনে চমৎকার কিছু ঘটার সম্ভাবনা প্রবল দিক উঠে আসছে। এই বাংলা নতুন বছরে বৃহস্পতি গ্রহের যথেষ্ট কৃপা পেতে চলেছেন। 

আপনি যে ক্ষেত্রেই থাকুন না কেন ভালো কিছু আপনাদের সামনে পথ প্রশস্ত হচ্ছে। আপনার আত্মীয়-স্বজন সবাই আপনার জন্য আনন্দিত হবেন। আত্মীয়-স্বজন তারা আপনার প্রতি কিছু সাহায্যের আশা রাখবে। আপনার বয়স অনুসারে জীবনের একটি ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করবেন। সেই কারণে সময়টাকে ব্যবহার করুন।

বড় পরিবর্তন সময়টা জেনে রাখ-Big changes Accurate Time 2025 : যত আশা তত লা


নিজের চিন্তা ভাবনা আরও বিকশিত করুন। যে কর্মক্ষেত্রের মধ্যে রয়েছেন আরো নিজেকে সেই পর্যায়ে গড়ে তুলুন। বছরে প্রথম দিকটা কর্মের নতুন দিগন্ত উন্মোচন হতে চলেছে। আপনি যাহা কর্মের মধ্যে রয়েছেন আরো নতুন কর্ম আপনার দিকে ইঙ্গিত করছে হাতছানি দিচ্ছে। 

কর্মের মধ্যে যথেষ্ট নামের বিস্তার যেমন হচ্ছে তেমনি অনেক ব্যক্তি আপনাকে পছন্দ করবে। নিজের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে সময়টাকে অতিবাহিত করবেন। যথেষ্ট প্রতিযোগী আপনার সম্মুখীন হলেও সেই প্রতিযোগীকে আপনি পিছনে ফেলে সরিয়ে দেবেন। যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে আপনার মনোনিবেশ থাকছে সেই কারণেই যে কোন প্রতিবন্ধকতা আসুক না কেন আপনি তাকে দূরে সরিয়ে রাখবেন। 

আপনি কর্মকে প্রথম লক্ষে রাখবেন ও সময় দেবেন তার অন্য পরবর্তী ক্ষেত্রে অন্য চিন্তাভাবনা থাকবে। একটা সময় আপনার কিন্তু কাজ পাগল থাকবেন। নিজের মধ্যে যে শিল্পী সত্তা ভাব আছে সেটিকে তুলে ধরার আসন্ন ভালো বছর হতে চলেছে। বছরের মধ্যবর্তী সময়ে আশা করেননি, এইরকম ক্ষেত্র থেকেও আপনারা ভালো কিছু পেতে চলেছেন। যথেষ্ট যোগাযোগ বৃদ্ধি আপনাদের হবে। মনের মধ্যে যথেষ্ট উন্মাদনা আমরা দেখতে পাবো। 

আপনার মনে হতে পারে আপনি যতটুকু চেষ্টা করেছেন তারপরে ভগবান আপনাকে সহযোগিতা করেছেন। এই বছরে আপনার সঙ্গে যার বিবাহ হবে আপনার পার্টনার ভালো ক্ষেত্র কর্মরত অবস্থায় থাকবে। জীবনের একটি মুহূর্ত একটি সময় অনেক কিছু পাল্টে দিয়ে থাকে। এই বছরে এমন একটি সময় মুহূর্ত পাবেন আপনাদের সমস্ত জীবন পাল্টে যেতে পারে। 

হঠাৎ করে বড় ধরনের কোন রকম অর্থ প্রাপ্তি অথবা কোন কর্মের যোগাযোগ খুব জোরালো সম্ভাবনা উঠে আসছে। আপনার জন্ম কুণ্ডলী তে যদি গ্রহের অবস্থান খুব খারাপও যদি থাকে তাহলে ও নিজে নিজে কোনো রকম কর্ম করছেন সেই কর্মের যথেষ্ট বিস্তার করতে চলেছেন। এই বছরে আপনার এমন কিছু জিনিস কিনবেন যেটি আপনার ততটা প্রয়োজন নয় তাই কোন কিছু ক্ষেত্রে কেনার আগে বারংবার বিষয়টা ভেবে রাখবেন। 

আপনারা যারা বারংবার নিজের আভিজাত্য দেখাতে চান এরকম ক্ষেত্রে অর্থ ব্যয় করতে দেখা যাবে। আপনারা যারা খুব নিম্ন ফ্যামিলি থেকে উপরে উঠে আসবেন অবশ্যই পিছন দিকটা একটু চিন্তা করে আর্থিক ব্যয় করবেন। 

🎆🎆




শরীরশাস্ত্র: শরীর স্বাস্থ্য বড় ধরনের কোনো রকম সমস্যা আপনারা দেখাচ্ছেনা ভালোই থাকবে বলা যেতে পারে। আপনার বেশিরভাগটাই নিজের কর্ম নিয়ে ব্যস্ত থাকবেন কর্ম পাগল থাকবেন তাই শারীরিক দিকটা কোনরকম নেগেটিভ চিন্তাভাবনা আপনাদের আসবেনা। আপনারা অবশ্যই যোগ ব্যায়ামের মধ্যে থাকার চেষ্টা করবেন। মন ভাল থাকবে এবং কর্ম ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি হবে। 

পড়াশোনা: আপনার যারা পড়াশোনার মধ্যে রয়েছেন কারোর দেখে যথেষ্ট অনুপ্রাণিত আপনি হবেন। যারা ছোটখাটো কোনরকম কর্মমুখী শিক্ষামূলক ক্ষেত্রে রয়েছেন ভালো সফলতা নিয়ে যথেষ্ট আশাবাদী আপনি হবেন। এছাড়াও যারা জেনারেল পড়াশোনা নিয়ে রয়েছেন যথেষ্ট ভালো সময় এই বছর বলা যেতে পারে। 

ভালোবাসা: বছরের মধ্যবর্তী সময়ে আপনার জীবনে কোন বন্ধু অথবা বান্ধবী আসতে চলেছে সেটি আপনাদের বিবাহিত জীবনের দিকেও ইঙ্গিত দেখাচ্ছে। যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছেন একটু কর্ম ব্যস্ততার মধ্যে থাকবেন সেহেতু আপনার পছন্দের মানুষটিকে একটু সময় দিতেই হবে। 

বিবাহিত জীবন: বিবাহিত জীবনে আপনার পার্টনার সর্বদাই আপনার সঙ্গে থাকবে এবং আপনাকে অনুপ্রাণিত করবে। নিজের মধ্যে কিছু সমস্যা দুশ্চিন্তা হলেও সেটি আপনাকে শোনাবে না। যদি আপনি কোন রকম নেগেটিভ ভাবটা চিন্তা করেন সেই কারণে ই আপনার পার্টনার অনেক কিছু বিষয় গোপন করবে। আপনার পার্টনারের মধ্যে কিছুটা হলেও ধার্মিকতা, আধ্যাত্মিকতা এগুলো দেখতে পাওয়া যাবে। 

ব্যবসা: চিন্তাভাবনা রাখতেই পারেন, এই বাংলা নতুন বছরে যারা বেকার আছেন কোন নতুন ব্যবসা শুরু করতে পারেন। যারা বিবাহিত হবেন বৈবাহিক সূত্রে লাভবান হতে পারেন সেখান থেকে ব্যবসা করার জন্য কিছু আর্থিক সুবিধা পেতে পারেন। যারা ব্যবসা করছেন নতুন চিন্তাভাবনা অবশ্যই রাখতে পারেন। 

কর্ম: নিজের মধ্যে যথেষ্ট আত্ম বিশ্বাস বৃদ্ধি হচ্ছে। যেকোনো না যে কোন রকম কর্ম পাওয়ার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল এই বাংলা নতুন বছর। নিজে কোন রকম কাজ যদি করেন সেই কাজের জন্য আপনি প্রথম সারিতে থাকছেন। সমস্ত প্রতিযোগীকে আপনি পিছনে সরিয়ে রাখবেন। এই সমস্ত ঘটবে শুধুমাত্র আপনার মনোযোগ এবং কঠোর পরিশ্রমের ফলাফল। 

আর্থিক: আর্থিক দিক থেকেও আপনারা যে কোন না যে কোন দিক থেকে লাভবান হচ্ছেন। এই বাংলা নতুন বছরে আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে একটি প্রবণতা সেটি হল , আপনারা অর্থের পিছনে ছুটবেন না। এরকম মানসিকতা থাকার কারণে অর্থ আপনার কাছে আসবে। পূর্বের কিছু কঠোর পরিশ্রম তার ফলাফল হাতে হাতে পাবেন এই বাংলা নতুন বছরে ১৪৩২ বঙ্গাব্দ।



এই প্রতিবেদনে যে সমস্ত বক্তব্য রাখা হয়েছে একান্ত নিজের সঙ্গে মিলিয়ে দেখবেন না। আপনারা ভবিষ্যৎবাণী অথবা শিক্ষামূলক হিসাবে নেয়ার চেষ্টা রাখবেন। নিজের জন্ম কুণ্ডলী বিচার করার জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। 

Online Consultancy:

MOB:9836308473





সিংহ রাশি ১৪৩২ বঙ্গাব্দ বাংলা নতুন বছর কেমন যাবে Leo Horoscope

               বাংলা নতুন বছর কেমন যাবে
         সিংহ রাশি।।১৪৩২ বঙ্গাব্দ।।2025 2026

🕉️🔯✡️



এই বছরে শনি গ্রহ চরম পরীক্ষার মধ্যে দিয়ে আপনাদের নিয়ে যাবে। এই কারণেই এই বছরে আপনাদের যথেষ্ট ধৈর্যের পরিচয় দিতে হবে। এই বছরে যে অভিজ্ঞতা গুলি সঞ্চয় করবেন পরবর্তী ক্ষেত্রে যথেষ্ট আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। 

এই ১৪৩২ বঙ্গাব্দ সিংহ রাশি আপনারা বৃহস্পতি গ্রহের যথেষ্ট কৃপা পেতে চলেছেন। বৃহস্পতি গ্রহের এনার্জি অবশ্যই আপনাদের কাজে লাগাতে হবে। বছরের তিনটি মাস পরে আপনাদের জীবনে সফলতা বেশ কিছুটা অপেক্ষা করে আছে। যে সুযোগ-সুবিধা গুলি পাবেন সেগুলিকে অবশ্যই আপনাকে কাজে লাগাতে হবে। আমি এটি পরে করব অথবা একটু সময় নিয়ে করব এই রকম ভাবনা চিন্তা থেকে আপনাদের দূরে থাকতে হবে। 

আপনারা এই সময় যেগুলি পাবেন সেগুলিকে ধরে রাখার চেষ্টা রাখবেন কারণ সময় সর্বদা এক যায় না। আপনার কাছে পরিবর্তন করার যথেষ্ট সময় থাকবে সেই অনুসারে পরবর্তী সময়ে নিজেকে অতিবাহিত করবেন। এইরকম পছন্দমত জায়গা আপনাকে বেছে নিতে হবে। বছরের মধ্যবর্তী সময় আপনাকে পরামর্শ দেয়ার অনেক ব্যক্তি আপনারা পাবেন কিন্তু সেই পরামর্শ আপনি নেবেন কি বিষয়টা এখানেই দানা বাঁধছে। আপনাদের মধ্যে এতটাই আত্মবিশ্বাস থাকবে মনে হবে। 

আমি যেটা করছি ঠিক করছি এরকম আপনাদের মধ্যে ভাবটা চিন্তা দেখতে পাওয়া যাবে। একটি কথা বলে রাখি, যদি আপনার হিতাকাঙ্খী ব্যক্তি হয়ে থাকেন আপনার ভালো চান এরকম ব্যক্তি হয়ে থাকেন তাহলে অবশ্যই পরামর্শ নেয়ার চেষ্টা রাখবেন। পরিস্থিতি যখন কঠিন অবস্থায় আসবে তখন সবকিছু থেকেই বঞ্চিত হতে পারেন। 

এই কারণেই সর্বদা আপনার কাছে সময়টা ধরে রাখুন অথবা পরবর্তী সেই সমস্ত ব্যক্তি থেকে যাতে সহযোগিতা পান সে রাস্তাও খুলে রাখুন। যারা কর্মরত রয়েছেন যথেষ্ট কর্মের মধ্যে ব্যস্ততার মধ্যে থাকবেন।  কর্মক্ষেত্রে ঊর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে মতভেদ দেখা দিতে পারে। এইরকম সমস্যা আপনাদের মানসিক অবস্থার অনেকটা অবনতি হতে পারে। 

এর প্রভাব আপনার ভালবাসার সম্পর্কে অথবা আপনার পরিবারে দেখতে পাওয়া যাবে। এই বছরে হঠাৎ বিবাহের যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে। যেখান থেকেই বিবাহে যোগাযোগ আসুক না কেন ভালো করে বিবেচনা করে সম্বন্ধ করবেন। বছরের মধ্যবর্তী সময়ে আপনার মধ্যে যথেষ্ট ধার্মিকতা লক্ষ্য করা যাবে। এই বছরে আপনারা যারা গুরু দীক্ষা নিতে চাইছেন এটি হয়ে যাবে। 

🎇🎇🎇



শরীর স্বাস্থ্য: এই বছরে শরীর স্বাস্থ্য মধ্যমা বলা যেতে পারে। বছরের মধ্যবর্তী সময়ে কোন কিছু সমস্যা হলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। কিছু হজম জনিত সমস্যা যথেষ্ট বিব্রত করবে। 

আপনাদের জীবনে চমৎকার ঘটতে পারে সঠিক সময় জেনে রাখুন:-Your Astrology Update - Big changes, surprise & Also change your life "LEO HOROSCOPE"


পড়াশোনা: শিক্ষা ক্ষেত্রে একটু মনোযোগ রাখতে হবে তথাপি বছরের তিনটি মাস পরেই যথেষ্ট আপনাদের ভালো সময় আসবে তবে সেটি সীমিত সময়। যে সীমিত সময় আপনারা পাবেন সেই সময় পরবর্তী ক্ষেত্রে আপনাকে পরবর্তী পদক্ষেপ ঠিক রাখতে হবে, অর্থাৎ পরের দিনগুলি আপনি কিভাবে পড়াশোনার মধ্যে মনোযোগ রেখে ভালো রেজাল্ট তৈরি করবেন সেই দিকে লক্ষ্য রাখতে হবে। 

ভালোবাসা: এই বাংলা নতুন বছরে আপনাদের ভালোবাসার কোন সঙ্গী অথবা সঙ্গিনী আসার সম্ভাবনা থাকছে। আপনারা যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে যুক্ত আছেন সম্পর্ক খারাপ থাকলে বছরের ৩ মাস পরেই যে সময়টুকু পাবেন সেখানে সম্পর্ক শুধরে নেবেন।

ব্যবসা: এই বছর নতুন ব্যবসা শুরু করতে পারেন। কোন ধরনের ব্যবসা করবেন ভালো করে সিদ্ধান্ত নিতে হবে। এই বছরে বারংবার কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত পরিবর্তন করতে দেখা যাবে। আপনারা যারা সিজন (বিভিন্ন ধরনের ব্যবসা) ব্যবসা করেন এই বছরটা ভালো। নতুন করে যারা ইনভেস্ট করবেন পুরানো ব্যবসা ঠিক সময়ে আপনাকে পদক্ষেপ রাখতে হবে। আপনারা এই বিষয়ে পদক্ষেপ রাখবেন বছরের তিন মাস পরে। 

বিবাহিত জীবন: আপনার সম্পর্ক মধ্যমা বলা যেতে পারে। যদি আপনার পার্টনার শরীর স্বাস্থ্যের সমস্যা দেখাচ্ছে। পূর্বেই বলে দিয়েছি, হঠাৎ করে বিবাহের যোগাযোগ আসবে। 

কর্ম: এই বছরে কর্মের মধ্যে যথেষ্ট চাপ আপনার থাকবে। আপনার সঙ্গে আপনার নিচে যারা আছে অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে আপনার সঙ্গে মনের মিল নাও হতে পারে। যারা নিজে নিজে কোন রকম কাজ করছেন বছরের মধ্যবর্তী সময়ে ভালো ফলাফল পাবেন। আপনাদের যাদের শরীর সুগঠিত কর্ম ক্ষমতা যথেষ্ট প্রশাসনিক ক্ষেত্রে চেষ্টা রাখবেন কর্ম পাওয়া সম্ভাবনা থাকছে। এই বছরে একটি সময় মনে হবে আপনি যে অনুসারে ক্যাটাগরির ব্যক্তি সেই অনুসারে কর্ম আপনার আসছে না। কারণ এই বছরে কিছু বাস্তব অবস্থার সম্মুখীন হতে হবেন। যে বাস্তব অবস্থা সম্মুখীন করা হবেন যে অভিজ্ঞতা অর্জন করবেন পরবর্তী বছরে সেটি অবশ্যই আপনাদের প্রতিটা মুহূর্তে কাজে লাগবে। 

ভাগ্য: কিছুটা ক্ষেত্রে যথেষ্ট জোরালো অবস্থানে আপনারা থাকবেন, তবে সেটি কয়েকটি মাসের জন্য। এই বছরে আপনার কোন বড় দায়িত্ব পেতে চলেছেন। হঠাৎ করে একটু সময় বড় পরিবর্তন হবে। এই যে বড় পরিবর্তন এটি সর্বদা কিন্তু আপনার জীবনে থাকবে না। একটি সময় মনে হবে যে জিনিসটা আপনি চাইছিলেন সেটি পেয়েছেন পেয়েও আপনার মধ্যে মনে হবে এই পর্যায়ে না থাকলেই ভালো হতো। কোন ব্যক্তি কিছু জিনিস না পেয়ে দুঃখ প্রকাশ করেন আপনারা পেয়েও দুঃখ প্রকাশ করবেন। 

                             ধন্যবাদ

এই প্রতিবেদনে সমস্ত বক্তব্য আপনার নিজের জীবনের সাথে মিলিয়ে দেখবেন না। এটি ভবিষ্যৎ বাণী অথবা শিক্ষামূলক হিসাবে নেওয়ার চেষ্টা রাখবেন।

নিজের জন্ম কুণ্ডলী বিচার করার জন্য 

Online Consultancy 

MOB:9836308473


কর্কট রাশি ১৪৩২ বঙ্গাব্দ বাংলা নতুন বছর কেমন যাবে 2025 - 2026//Cancer Horoscope Predictions

 কর্কট রাশি।।১৪৩২ বঙ্গাব্দ।।2025

বাংলা নতুন বছর কেমন যাবে 


🕉️




দীর্ঘদিন পরে আপনারা শনি গ্রহের নেগেটিভ প্রভাব থেকে বেরিয়ে এসেছে। আপনারা নতুন বছরে নতুন ভাবনা চিন্তা নিয়ে অগ্রগতি রাখুন। মনের মধ্যে পজিটিভ এনার্জি নিয়ে পদক্ষেপ রাখুন দেখুন হাতে হাতে ফল পাবেন। বছরের শুরুর দিকটা আপনার কাছে মনে হতে পারে শনি গ্রহের নেগেটিভ এনার্জি চলে যাওয়া সত্ত্বেও খুব একটা ভালো আপনার জীবনে ফলাফল আসছেন না। এরকম চিন্তা ভাবনার মধ্যে বেশি দিন থাকতে হবে না।

 এই বাংলা বছরে ১৪৩২ বঙ্গাব্দ মাঝা মাঝি দিকটা আকস্মিক কিছু পরিবর্তন ঘটতে চলেছে। যে পরিবর্তনটা দীর্ঘদিন বলে আপনি কামলা বাসনা করেছিলেন। আপনি নিজে উপলব্ধি করতে পারবেন আপনার চিন্তাভাবনা সমস্ত কিছু বাস্তবিক রূপ পেতে চলেছে। আপনি যে বয়সের আছেন যেমন আপনার মধ্যে আকাঙ্খা রয়েছে সেই অনুসারে নিজেকে মেয়েদের ধরতে পারবেন। এই বছরে আপনারা দীর্ঘদিনের কোনো রকম কাঙ্খিত আশা সেটি পূর্ণ হতে চলেছে। 

পূর্বের যে সমস্ত কাজ নিয়ে যথেষ্ট ব্যতিব্যস্ত ছিলেন এই বছরে সেই রকম কাজ খুব অনায়াসে হয়ে যাচ্ছে। আপনি নিজে দেখে অভিভূত হবেন। মনের মধ্যে অবশ্যই চঞ্চলতা থাকবে যেহেতু আপনার রাশির অধিপতি গ্রহ হল চন্দ্র। আপনার অবশ্যই মেডিটেশন করতে পারেন ভালো ফল পাবেন।

 আপনাদের মনের মধ্যে চঞ্চলতা পরিহার করতে হবে। আপনারা যে কোন সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন এই বছরে ভালো দায়িত্ব পেতে চলেছেন। নিজের চিন্তা ভাবনা আমুল পরিবর্তন করতে দেখা যাবে। একজন রুচির সম্পন্ন ব্যক্তি আটটি হতে চলেছেন।

শরীর স্বাস্থ্য: বছরের প্রথম দিকটা শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত থাকবেন। শুধু একটু ধৈর্যের পরিচয় দেবেন। আপনারা দেখতে পাবেন বছরের শেষের দিকটা যে কোন রকম শরীর স্বাস্থ্যের সমস্যা নিয়ে আপনি চলছেন সুস্থ অনুভব করবেন।

পড়াশোনা: নিজের পড়াশোনার প্রতি যথেষ্ট আত্মবিশ্বাস থাকবে। আপনি নিজে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন পরবর্তী কোন ক্ষেত্রে আপনাকে মনোযোগ রাখতে হবে। দুই ক্ষেত্রেই আপনাদের পড়াশোনা যথেষ্ট ভালো সময় নিয়ে আসছে এই বাংলা নতুন বছরে। 

ভালোবাসা: ভগবান আপনার জন্য এই বছরে কোন সাথী সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। যে সম্পর্ক আপনাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। যে সম্পর্ক মনের মধ্যে আরও এনার্জি বাড়িয়ে তুলবে। যে সম্পর্ক বন্ধুত্ব রূপে সর্বদা আপনার সঙ্গে থাকবে। এইরকম অঙ্গীকার যুক্ত কোন বন্ধু অথবা বান্ধবী আপনার জীবনে আসতে চলেছে। 

বিবাহিত জীবন: আপনাদের স্বামী-স্ত্রীর মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ দেখতে পাওয়া যাবে। আপনারা একে অপরকে সহযোগিতা করে চলবেন। একটু সময় মনে হতে পারে সবই ভগবানের ইচ্ছা এইরকম সঙ্গী অথবা সঙ্গিনী পাওয়ার জন্য। যেকোনো রকম সমস্যা আপনারা দুজনে দুজনের সমাধান করতে পারবেন। আপনাদের একে অপরের প্রতি এতটাই ভালোবাসা দেখতে পাওয়া যাবে। 

ব্যবসা: যারা বেকার আছেন এই বছরটা আপনাদের স্মরণীয় বছর হতে চলেছে। এই বছরে আপনারা একটি ইনকাম এর মধ্যে আসতে চলেছেন। ইনকাম আপনার কাছে জীবনের প্রথম ইনকাম হতে চলেছে। যারা নতুন কোনো ব্যবসা শুরু করবেন চিন্তা অবশ্যই আপনাদের কাঙ্খিত লাভ। অংশীদারি ক্ষেত্রে ক্ষেত্রে যুক্ত থাকলে আপনি হবেন মধ্যমণি। 

কর্ম: নিজের দক্ষতা অনুসারে আপনি আপনার কর্ম ঠিক অনুসন্ধান করে নেবেন। নিজের প্রয়োজন অনুসারে নিজের কর্ম দক্ষতা অনুসারে আর কি স্ব-প্রফেশনাল এর দিকেও মনোনিবেশ করতে পারেন। কারণ এই বছরে আপনার নতুন কিছু শিখতে চলেছেন নতুন অভিজ্ঞতা অর্জন করতে চলেছেন। যে অভিজ্ঞতা আপনার অর্জন করবেন যদি সুদূরপ্রসারী ফলাফল পেতে চলেছেন।

ভাগ্য: যারা নিজের ভাগ্য বিষয়ে চিন্তাভাবনা করতেই ভুলে গিয়েছেন। আপনার কাছে ভাগ্য মানে সেটা সত্যিই খুব ভাগ্যবান ব্যক্তি। এরকম চিন্তা ভাবনা নিয়ে যারা চলছিলেন পুরুষ মহিলা নির্বিশেষে। আপনার সেই এরকম ভাবনা মন থেকে দূর হচ্ছে। এই বছরে আপনি একজন ভাগ্য শালী পুরুষ অথবা মহিলা হতে চলেছে। যে পরিবর্তনটা আপনাদের জীবনে হবে সেটি সুদূর প্রসারী ফলাফল পেতে চলেছেন। যে পরিবর্তনটা হবে আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। এইটাই আপনার জীবনের একটি অধ্যায় হতে চলেছে। আপনারা যারা মধ্যবয়স্ক রয়েছেন নিজের ক্যারিয়ার ভাগ্য নিয়ে যথেষ্ট চিন্তা করেন তাহলে এই বছরটা আপনাদের কাছে কল্পনার বাইরে হতে চলেছে। 

আর্থিক: এই বছরে ভুল বুঝিয়ে আপনার কাছ থেকে কেউ অর্থ হাতিয়ে নিতে পারে। সমস্ত ক্ষেত্রে অর্থ বুঝে শুনে কাউকে দেবেন অথবা সিদ্ধান্ত নেবেন। আরেকটি কথা অবশ্যই মনে রাখবেন অর্থ ইনভেস্ট করতে হবে কাছে রাখলে সে অর্থ বৃদ্ধি হবে না তাই বাজার বুঝে বিনিয়োগ করতে পারেন। যেহেতু আপনার মধ্যে সুদক্ষ চিন্তাভাবনা বুদ্ধি থাকছে তাই সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে অর্থ ইনভেস্ট করতে পারেন।

Cancer Horoscope 2025 -2026
Bengali new year horoscope

এই প্রতিবেদনে সমস্ত বক্তব্য নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখবেন না। এই প্রতিবেদনে সমস্ত বক্তব্য শিক্ষামূলক হিসাবে নেওয়ার চেষ্টা রাখবেন। আপনার নিজের জন্ম কুণ্ডলী বিচার করতে হলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। 
Astrologer Sukanta Manna 
MOB:9836308473











৪ রাশির অভাগাদের ভাগ্য খুলতে পারে!

 চার রাশির অভাগাদের ভাগ্য খুলে যাবে 

চার রাশির ব্যক্তি আপনাদের ভাগ্যের দুয়ার খুলতে চলেছে এই ২০২৫ সালের ...



১ এপ্রিল ২০২৫ সাল থেকে বেশ কয়েকটি দিন অথবা একটি মাস আপনাদের জীবনে ভালো সময় নিয়ে আসছে। আপনারা যারা মনে মনে ভাবেন আমার জীবনে চমৎকার কিছু ঘটতে পারে, তাহলে অবশ্যই আপনি ঠিক আশা রাখছেন এইরকম কিছু চমৎকার ঘটতে চলেছে। আপনাদের আকস্মিক কিছু প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এইরকম আকস্মিক হতে পারে সেটি বড় অর্থ, হতে পারে কোন বড় যোগাযোগ, হতে পারে নতুন কিছু আপনাদের জীবনে সুখবর, যেকোনো না যেকোনো দিক থেকে আপনাদের জীবনে একটি বড় পরিবর্তন উঠে আসছে। এই যে বড় পরিবর্তনের আপনার জীবনে ঘটবে আপনার মুখে চওড়া হাসি দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে যেমন বড় অর্থ প্রাপ্তির যোগ দেখাচ্ছে সেটি হতে পারে লটারি বা অন্যান্য পৈত্রিক বিষয় থেকেও আপনার লাভবান হতে পারেন। এছাড়াও উত্তর অধিকার সূত্র লাভবান হতে পারেন।


প্রথম যে রাশি লাভবান হতে চলেছেন সেটি হলো বৃষ রাশি। অকল্পনীয় কিছু আপনাদের জীবনে ঘটতে চলেছে। যে ক্ষেত্রেই চেষ্টা রাখবেন কিছু না কিছু আপনারা পেতে চলেছেন। আপনাদের জীবনে হঠাৎ কোনো বড় সুখবর অথবা আর্থিক সুখবর আসতে চলেছে। এই সময় কালের মধ্যে আপনারা বিস্মিত হতে পারেন আপনার জীবনে এরকম চমৎকার ঘটতে পারে। আপনারা যাহাই কাজকর্ম করছেন মন নিবেশ রাখুন চমৎকার কিছু ঘটার জন্য তৈরি থাকুন। 

মিথুন রাশির যারা রয়েছেন আপনাদের জীবনে ভালো কিছু অপেক্ষা করে আছে। যাহাই কর্ম করছেন সেই কাজে কিছু ভালো দিক উঠে আসছে। আপনার জীবনে হঠাৎ করে বড় কিছু সুখবর অথবা অর্থপ্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। নিজেকে সেই পর্যায়ে আপনারা মিলে ধরবেন। নিজের দক্ষতা অনুসারে কর্মকাণ্ড চালিয়ে যেতে পারবেন। আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা এই সময় বাস্তবে কাজ করবে। আপনারা অবশ্যই তৈরি থাকুন ভালো কিছু আপনার জীবনে ঘটছে এই আনন্দ অবশ্যই আপনারাও পাবেন।



তুলা রাশি আপনারা লাভবান হচ্ছেন। দীর্ঘদিনের পরে ভগবান আপনার দিকে মুখ তুলে তাকাচ্ছেন। ভালো কিছু জীবনে ঘটতে চলেছে। এমন কোন আশা দীর্ঘদিন ধরে মনে মনে নিয়ে চলছিলেন মনে ভাবছিলেন এই আশা জীবনে পুরোন হবে না। এরকম ভাবনা যারা নিয়ে চলছেন তাহলে এইরকম ভাবটা থেকে সরে আস কারণ চমৎকার হঠাৎ করেই ঘটে। অবশ্যম্ভাবী এই সময় আপনাদের চমৎকার কিছু ঘটতে চলেছে। এই চমৎকার আপনার জীবন বদলে দিতে পারে। 


মকর রাশি আপনারাও পিছিয়ে থাকবেন না। খুব ভালো যোগাযোগ তৈরি হচ্ছে আপনাদের জীবনে। পূর্বে যে কাজ বারংবার চেষ্টা রাখছিলেন হচ্ছিল না এইবার একবার চেষ্টা রাখুন দেখুন হয়ে যাবে। দীর্ঘদিন পরে আপনাদের মুখে হাসি দেখতে পাওয়া যাবে। আপনি এই সময় কর্মের দিক থেকে শীর্ষ অবস্থানে অবস্থান করবেন। নিজের পছন্দমত সময়টা অতিবাহিত করতে পারবেন। জীবনে চমৎকার ঘটতে হলে একটি মুহূর্ত একটি সময় যথেষ্ট। এই সময় আপনারা জীবনে এইরকম কিছু সময় মুহূর্ত নিয়ে আসছে। আপনার ব্যক্তিত্ব জনসম্মুখে আসতে চলেছে। 

এই প্রতিবেদনে সমস্ত বক্তব্য আপনার নিজের জীবনের সঙ্গে হুবহু মিলিয়ে দেখবেন না। এই প্রতিবেদনে বক্তব্য সম্ভাব্য হিসাবে নেয়ার চেষ্টা রাখবেন। আপনার জীবনে পুঙ্খানুপুঙ্খ জানতে হলে অবশ্যই পরামর্শ নেয়ার জন্য যোগাযোগ করতে পারেন।

Astrologer Sukanta Manna 

MOB:9836308473


মিথুন রাশি বাংলা নতুন বছর কেমন যাবে ১৪৩২ বঙ্গাব্দ Gemini Horoscope

 মিথুন রাশি বাংলা নতুন বছর কেমন যাবে।। ১৪৩২ বঙ্গাব্দ ।। 2025 - 2026

🕉️
    
              

                            শরীর স্বাস্থ্য 
এই বছরে স্বাস্থ্যের উন্নতি হতে চলেছে। বছরের শুরু। কয়েকটা মাস পরেই আপনাদের শারীরিক উন্নতি অনুভব করবেন। 
                         অর্থনীতি 
এই বছরে আর্থিক সমতা থাকবে। যেমন আয় আপনাদের হবে তেমনি কিছু ক্ষেত্রে আংশিক ব্যয় হবে। আপনারা যাহাই ব্যয় করবেন পরবর্তী ক্ষেত্রে এই ব্যয়ের থেকে কিছু লাভবান হবেন। আর্থিক লাভবান আপনারা হবেন সেটি হল বছরের মধ্যবর্তী সময়ে। 

এই সময় বাজার বুঝে বিনিয়োগ করলে যথেষ্ট লাভবান হতে চলেছেন। আপনারা যারা ভাবছেন এই নতুন বছরে নতুন কিছু কর্মক্ষেত্র শুরু করবেন চিন্তা-ভাবনা করতে পারেন যেখানে আপনার ইনকাম হবে। নতুন যারা কিছু শুরু করবেন পিতা অথবা যেখান থেকেই আপনি অর্থ নেবেন উপযুক্ত ক্ষেত্রে ব্যয় করার চেষ্টা রাখবেন। 
                         ভাগ্য 
এই বছরে প্রতিযোগিতামূলক ক্ষেত্রে জয়লাভ হতে চলেছেন। আপনি যাহাই কর্ম করুন অথবা যে ক্ষেত্রেই থাকুন জয়লাভ আপনার হচ্ছে। সুদূরপ্রসারী চিন্তাভাবনা নিয়ে আপনারা সমস্ত কাজ পরিপাটি করে করবেন। সুদক্ষ চিন্তাভাবনা থাকার কারণে দূরবর্তী ভবিষ্যৎ কি হতে পারে? কিছু পূর্বানুমান থাকার কারণে আপনারা উন্নতি করতে চলেছেন। যথেষ্ট যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে। 
                         ব্যবসা 
নিজের উদ্যোগ লাভবান হবার দিকে নিয়ে যেতে পারে। যারা পার্টনারশিপ কোনোরকম ব্যবসা সঙ্গে যুক্ত রয়েছেন এই বছর ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করবেন। নতুন করে কোন কিছু শুরু করবেন ভাবছেন যারা বেকার আছেন অবশ্যই শুরু করতে পারেন। 
এই বছরে যথেষ্ট পজেটিভ দিক উঠে আসছে আপনাদের রাশি অনুসারে। আপনার অবশ্যই বছরের কয়েকটি মাস পরেই নতুন কিছু নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। যারা ব্যবসা করছেন নতুন কিছু শুরু করার চিন্তাভাবনা সর্বদা আপনার মনের মধ্যে থাকবে। 
                       ভালোবাসা এবং সম্পর্ক 
এই বছরে আপনাদের জীবনে ভালোবাসার সঙ্গী আসার সম্ভাবনা থাকছে। পুরানো সম্পর্ক উন্নতি হতে চলেছে। বিবাহিত জীবনে যারা রয়েছেন আপনাদের সম্পর্ক যথেষ্ট উন্নতি হচ্ছে। এই বিষয়টা আপনারা উপলব্ধি করতে চলেছেন বছরের কয়েকটি মাস পরে। আপনারা নিজের সম্পর্ক ঠিক রাখতে যে কোনো রকম সিদ্ধান্ত গ্রহণ করবেন আপনাদের মানসিকতার মধ্যে এরকম দেখতে পাওয়া যাবে। 
                           শিক্ষা 
মধ্য শিক্ষা ক্ষেত্রে যারা রয়েছেন অভূতপূর্ব আপনি ফলাফল করতে চলেছেন। উচ্চ শিক্ষা ক্ষেত্রে যারা রয়েছেন আপনারা এভারেজ ফল পাবেন। উচ্চ শিক্ষা ক্ষেত্রে যোগাযোগ আসবে কিন্তু সঠিক ক্ষেত্রে আপনাকে পদক্ষেপ রাখতে হবে। 
                     সামগ্রিক 
এই বছরের যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো হচ্ছে। আপনাদের একটা সময় কর্মের জন্য দূরে দূরে ভ্রমণ করতে হবে। পূর্বে কোথাও কর্মরত ছিলেন সেখান থেকে নতুন করে যোগাযোগ আসতে চলেছে। 

আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার পার্টনারের কোনরকম কর্মক্ষেত্র সৃষ্টি করার ভাবটা মনের মধ্যে থাকবে। যারা কর্ম করছেন করতে করতে ব্যবসা করছেন দুই দিকেই সামলানো একটু সমস্যা দেখা দিতে পারে। বছরের শুরুর কয়েকটি মাস পরেই অভাবনীয় চিন্তা ভাবনা আপনাদের মধ্যে থাকবে। আপনার বাণী যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। 

এই বাণী প্রয়োগ করে যেখানে আপনি কিছু ইনকাম করেন যথেষ্ট ভালো বছর হতে চলেছে। এই বছরে কিছু উন্নতি আপনার জীবনে হলেই আপনি একটু নিজেকে রিলাক্স মুডে রাখবেন। এরকম চিন্তা ভাবনা থেকে আপনাদের দূরে থাকতে হবে। অতিরিক্ত কাউকে বিশ্বাস করবেন না বিশ্বাস ভঙ্গ করতে পারে। 
             ধন্যবাদ 
online Consultancy 
MOB:9836308473


বৃষ রাশি নতুন বছর কেমন যাবে ১৪৩২ বঙ্গাব্দ "Taurus Horoscope"

        বাংলা নতুন বছর কেমন যাবে

            বৃষ রাশি ১৪৩২ বঙ্গাব্দ

                           2025 -2026

🕉️🔯




অন্যান্য রাশি থেকে বৃষ রাশির যারা রয়েছেন এই বাংলা নতুন বছর ১৪৩২ বঙ্গাব্দ যথেষ্ট আপনাদের ক্ষেত্রে একটি ভালো বছর হতে চলেছে। আপনি যাচাই করছেন অথবা যে ক্ষেত্রেই থাকুন না কেন একটি জয়জয়কার আপনাকে দেখতে পাওয়া যাচ্ছে। এই বছরে আপনারা বিশাল সুযোগ পেতে চলেছেন। 

যেকোনো কাজ শুধু একবার শুরু করুন তার পরবর্তী ক্ষেত্রে কি হচ্ছে দেখুন। যে কোন কাজ শুরু করলেই তার পরবর্তী নতুন পথ পেয়ে যাবেন। আপনারা কর্মক্ষেত্র কে বেশি ভালোবেসে ফেলবেন, যার ফলে কর্মক্ষেত্রের মধ্যে যারা রয়েছেন যথেষ্ট উন্নতি করতে পারবেন। আপনার সাফল্যের কাছে সবই তুচ্ছ হতে পারে। 

যে কোন কাজের মধ্যেই থাকুন না কেন যে কোন মূল্যে সেই কাজের উচ্চ শিখরে আপনাকে থাকতে হবে এরকম মানসিকতা আপনার মধ্যে থাকবে। আপনাদের আর্থিক সম্পন্ন ব্যক্তি আছেন এই বছরে আপনারা ভাল ক্ষেত্রে বিনিয়োগ করতে চলেছেন। যারা মার্কেট বিষয়ে চিন্তাভাবনা অথবা এই সমস্ত ক্ষেত্রে উপদেশ দিয়ে থাকেন তাহলে এই বছরটা আপনাদের যথেষ্ট ভালো। 

আপনার নামের একটি প্রসার বৃদ্ধি হচ্ছে। আপনার পুরুষ /মহিলা নির্বিশেষে প্রত্যেকেই কিছু না কিছু নিজের অবদান রাখতে চলেছেন। বছরের মধ্যবর্তী সময়ে, নিজের কাজের মধ্যে আরও দক্ষতা বৃদ্ধি হচ্ছে। নতুন কিছু শেখার সুযোগ আপনারা পেতে চলেছেন। আপনি যাই কর্মের মধ্যে থাকুন না কেন কাজের যথেষ্ট অভিজ্ঞতা পরিচয় দিয়ে কাজ করতে পারবেন। আপনি যখন অন্য ব্যক্তিকে সাহায্য করবেন তেমনি আপনি বিপরীত দিক থেকে সাহায্য পাবেন। 

এই বছরে আপনারা বড় অর্থ ঋণ হিসেবে পেতে চলেছেন। আপনার নতুন কিছু চিন্তা-ভাবনা করছেন তাই এখন থেকেই আরও পরিকল্পনা করে রাখুন। আপনার জীবনে হঠাৎ করে বড় কোনো কর্ম প্রাপ্তির যোগ যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। এই ১৪৩২ বঙ্গাব্দ আপনারা বছরে শুরু থেকেই কর্মের দিকে মনোনিবেশ করুন। বছরের শুরু থেকেই আপনারা যে কোন ক্ষেত্রে কর্মের আবেদন অবশ্যই করবেন। 

এই বছরে পারিবারিক কোনো রকম সিদ্ধান্ত নিতে হলে আপনাকে বারংবার ভেবে সিদ্ধান্ত নিতে হবে। পৈতৃক সম্পত্তি বিক্রি করে আপনার লাভবান হতে চলেছেন। 
শরীর স্বাস্থ্য: এই বছরে আপনাদের শরীর শাস্ত্র ভালই থাকবে। কর্মের মধ্যে ব্যস্ততার মধ্যে থাকবেন সেহেতু ঠিক সময়ে খাওয়া-দাওয়া করবেন। 
পড়াশোনা: আপনারা যারা কোনরকম টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করছেন এই বছর যথেষ্ট ভালো। বছরের মধ্যবর্তী সময় উচ্চ শিক্ষাক্ষেত্র যথেষ্ট আপনাদের কাছে ভালো যেতে চলেছে। 
ভালোবাসা: এই বছরে পুরানো প্রেম আবার আপনাদের জীবনে ফিরে আসতে চলেছে। বছরের শুরুর দিকটা নতুন ভালোবাসা আশা সম্ভব থাকছে। 
বিবাহিত: আপনার বিবাহিত সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে যদি কোন রকম সমস্যা থাকে বছরের মধ্যবর্তী সময়ে সমস্যা দূর হয়ে যাবে। 
ব্যবসা: এই বছর নতুন করে কিছু শুরু করবেন ভাবছেন অবশ্যই চিন্তাভাবনা করতে পারেন। এই বছরে সর্বক্ষেত্রেই আপনাদের জীবনে একটি অভূতপূর্ব পরিবর্তন আসতে চলেছে। আপনার নতুন ব্যবসা করুন অথবা পুরনো ব্যবসা করছেন দুই ক্ষেত্রেই আপনাদের ভালো জয়জয়কার বলা যেতে পারে।
কর্ম প্রাপ্তি: যারা কর্মের জন্য চেষ্টা রাখছেন এই বছরে আপনাদের মুখে হাসি ফুটতে চলেছে। আপনারা যে কোন না যে কোন কর্মের মধ্যে নিয়োজিত হতে চলেছেন। 
ভাগ্য: আপনাদের নিজের মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস তৈরি হবে তাই যেকোনো কর্মই আপনি ভালোভাবেই করতে পারবেন। এক কথায় বলতে হলে এই বছরে আপনার নিজের ওপরে নিজের ভাগ্য অনেকটা নির্ভর করছে। গ্রহের অবস্থান অনুসার একটি কথা বলা যেতে পারে আপনারা নিজের ভাগ্য নিজেই তৈরি করতে পারবেন। 
আর্থিক: আপনারা যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি রয়েছেন এই বছরে বাজার বুঝে বিনিয়োগ করলে যথেষ্ট মোনা পাওয়ার জন্য করতে চলেছেন। আপনি সঠিক পরিকল্পনা নিয়ে চলতে পারবেন। একটু চিন্তা-ভাবনা করলেই আপনি বুঝতে পারবেন কোন ক্ষেত্রে আপনি ভাল মুনাফা পেতে চলেছেন। 
                                       ধন্যবাদ
"এই প্রতিবেদনে যে সমস্ত বক্তব্য রাখা হয়েছে নিজের জীবনের সঙ্গে সম্পূর্ণ মিলিয়ে দেখবেন না। আপনার নিজের সম্বন্ধে যদি আপনি জন্ম কুণ্ডলী বিচার করাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন"

Online Consultancy 

      MOB:9836308473


    

মাঙ্গলিক দোষ ।। মাঙ্গলিক প্রতিকার সঠিক হয় নাই

 জন্ম কুণ্ডলী তে মাঙ্গলিক দোষ আছে ।। মাঙ্গলিক প্রতিকার সঠিক হয় নাই ।। জন্ম কুণ্ডলী তে মাঙ্গলিক দোষ নাই অথচ প্রতিকার করেছেন তার ফলাফল কি পেতে চলেছেন ....


মাঙ্গলিক দোষ বিষয়টা আপনারা কম বেশি অবশ্যই জানেন। বিষয়টা একটু ছোট্ট করে আপনাদের বলে রাখি। জন্ম কুণ্ডলী তে মঙ্গল গ্রহের কয়েকটি বিশেষ ঘরে অবস্থান মাঙ্গলিক বলা হয়ে থাকে।

 মাঙ্গলিক দোষ অবশ্যই বিবাহের ক্ষেত্রে যথেষ্ট প্রযোজ্য। এই মাঙ্গলিক থাকলে বিবাহ ক্ষেত্রে নানান রকম সমস্যা দেখা যায়। সব থেকে বড় সমস্যা হয়ে থাকে স্বামী ও স্ত্রীর মধ্যে দূরত্ব অথবা আকস্মিক কোনরকম দুর্ঘটনা ঘটে যায়।

🫂



আপনাদের পরিবারের অথবা আপনার নিজের জন্ম কুণ্ডলী তে যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে অবশ্যই আপনারা মঙ্গল দোষ কাটিয়ে বিবাহ করবেন। এই বিষয়টা বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে উল্লেখ করা আছে। 

এছাড়াও আপনি যার সঙ্গে বিবাহ করবেন তার যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে এখানে দুজনেই মাঙ্গলিক বিবাহ করা যায়। আপনারা যখন দোষ কাটাবেন অবশ্যই যেটি করার প্রয়োজন সেই ভাবেই দোষ কাটাবার চেষ্টা রাখবেন। 

জনসমক্ষে একটি জিনিস দেখা গেছে। কোন ব্যক্তি সামান্য কিছু বুঝে গিয়ে অথবা কারোর কথা শুনে নিজের জন্য কুন্ডুলিতে মাঙ্গলিক দোষ আছে ভেবে নিয়ে মঙ্গলের প্রতিকার করে ফেলেন। 

এই বিষয়টা খুবই খারাপ পরিস্থিতি তৈরি করে। এই কারণে আপনারা অবশ্যই কোন জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করবেন। এরকম এক ব্যক্তি ভুল করে মাঙ্গলিক দোষ না থাকা সত্ত্বেও মঙ্গলের প্রতিকার করেছেন মাঙ্গলিক দোষের প্রতিকার করেছেন। যার ফলে ...

যে সমস্যা হবার কথা নয় সেই রকম সমস্যা বিবাহিত জীবনে হচ্ছে। মাঝে মাঝে পার্টনারের শরীর স্বাস্থ্যের সমস্যা হচ্ছে। দুজনের মধ্যে মতের মিল হচ্ছে না। 

বেশির ভাগ সময় দুজনের মধ্যে কথাবার্তার বাক-বিতণ্ডা দেখতে পাওয়া যায়। দুজনের মতামত ভিন্ন ধরনের হয়ে থাকে। পার্টনার যা বলবে সেটি করতে হবে তা না হলে সমস্যা সৃষ্টি হবে।

সেই কারণে আপনারা অবশ্যই জন্ম কুণ্ডলী বিচার করিয়ে নেবেন। আপনার জন্ম কুণ্ডলী তে মঙ্গল গ্রহের অবস্থান অনুসারে ভিন্ন ভিন্ন প্রতিকার ভিন্ন ফলাফল পেতে পারেন।

               ধন্যবাদ 

Online Consultancy 

MOB:9836308473


Featured Post

How to Identify an Intelligent Child: According to Astrology

How to Identify an Intelligent Child: According to Astrology