ASTROLOGY

Libra Saturn Result 2025: তুলা রাশি


"তুলা রাশি" শনি মহারাজ কেমন ফলাফল আপনার জীবনে নিয়ে আসবে।

২৯ মার্চ ২০২৫ শনি গ্রহ ঘর পরিবর্তন করতে চলেছে। এই পরিবর্তন আড়াই বছর আপনাদের জীবনে ঘটতে থাকবে। সময় অনুসারে ফলের কিছুটা তারতম অবশ্যই হবে। এই আড়াই বছর মূলত যে ফলাফল আপনারা পেতে চলেছেন সেটি আলোচনা করব। 

যথেষ্ট দায়িত্বশীল আপনি হচ্ছেন। পরিবারের মধ্যে দায়িত্ব আপনার বাড়ছে। এই সময় আপনাদের আত্মীয়-স্বজন বৃদ্ধি বৃদ্ধি হবে। আপনি যদি পরিবারের মধ্যে কিছু করবেন ভাবছেন তাহলে চিন্তাভাবনা করতে পারেন। 

পরিবারের মধ্যে দায়িত্ব আপনারা পাচ্ছেন সেটি নিশ্চিত তবে সবাইয়ের মন জুগিয়ে চলা একটু কঠিন অবশ্যই হবে। যাদের আপনাদের বড় ফ্যামিলি কেউ আপনাকে ভুল বুঝতে পারে তবুও আপনি সবার দিকে তাকিয়ে কিছু করবেন আপনার চিন্তাভাবনার মধ্যে এই রকম দেখতে পাওয়া যাবে। 

আপনি যেমন মানসিকতা নিয়ে চলেন আপনার সেই মানসিকতা তাকে নিয়ে কেউ ছিনিমিনি খেলবে। আপনাকে মানসিক দিক থেকে আঘাত দিতে পারে। 

এই কারণেই ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা রয়েছেন আপনার পার্টনারের দিক থেকে একটু বিব্রত হতে পারেন। আপনি যাকে ভালবাসবেন আন্তরিকতার সহিত তার সঙ্গে মেলামেশা করবেন। 

আপনি যাকে কথা দেবেন সেই কথা যতই সমস্যা হোক না কেন তা অবশ্যই পালন করবেন। এরকম বিষয় অথবা দৃঢ়তা আপনার মত দেখতে পাওয়া যাবে। 

নিজের মধ্যে যত সমস্যায় হোক না কেন তা আপনারা নিজের মধ্যেই গোপন রাখার প্রবণতা নিয়ে চলবেন। আপনি যে কাজকর্ম গুলি করছেন কোথাও থেকে অতিরিক্ত ঋণ নিয়ে যে পরিকল্পনা গুলি করছেন মনের মধ্যে অবশ্যই ভয় থাকবে। 

বাস্তবে আদৌ সেই সমস্ত কাজ করতে পারবেন তো এরকম চিন্তা ভাবনা থাকবে। শত্রু থাকলে একটু বিব্রত করতে পারে তবে সেটি বেশি দূর গড়াবে না। তবে এটিও দেখা যাচ্ছে শত্রুপক্ষ যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় কিন্তু দেবে। আপনার সরাসরি ক্ষতি করবে না পিছন দিক থেকে ক্ষতি তারা করতে চাইবে।

কোন সময় সঠিক জিনিসটা না পেলে আবার যে কাজে যত পরিশ্রম করছেন সেই কাজ সম্পূর্ণ না হলে কিছুটা মনের মধ্যে রাগান্বিত ভাব দেখতে পাওয়া যাবে। সঠিক পরিকল্পনা নিয়ে তারপরে বাস্তবায়ন করার চেষ্টা রাখবেন। 

আপনারা অনলাইন খেতে রয়েছেন আপনার কাজকর্ম যেগুলি করছেন ভালো করে করবেন কেউ সেই কাজের বদনাম করতে পারে। পিতা থাকলে পিতা যে কাজের মধ্যেই থাকুক না কেন ভালো কিছু করতে চলেছেন তবে সেই কাজের চাপ বৃদ্ধি হবে। 

আপনারা যারা বিবাহ করবেন ভাবছেন বিবাহ হবার যোগ যথেষ্ট থাকছে তবে সেটি দূরে যোগাযোগ রাখার চেষ্টা রাখবেন। নতুন বিজনেস শুরু করতে চাইছেন অনলাইন বিজনেসটা যথেষ্ট ভালো চেষ্টা রাখবেন। এই সময়ের মধ্যে বিজনেস ক্ষেত্রে যথেষ্ট বড় হচ্ছে। 

সেই কারণেই আপনারা সমস্ত বিষয় কাগজপত্র ভালো করে(হিসাব নিকাশ) করবেন। মনের মধ্যে যথেষ্ট আশা আপনাদের থাকবে। অতিরিক্ত যারা ঋণ নেবেন ভাবছেন সেটিও এই সময় কালের মধ্যে আপনাদের হয়ে যাবে। সন্তানের দিকে মনোযোগ রাখবেন অযথা আপনার আর্থিক ব্যয় করতে পারে। 

সেই কারণে সঠিক ক্ষেত্রে ব্যয় করার চেষ্টা রাখবেন। কাউকে অর্থ দিলে অবশ্যই উপযুক্ত ব্যক্তিকেই দেবেন। কিছুটা সময় অবশ্যই কথার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে।

যারা বিবাহিত রয়েছেন পার্টনারের শরীর স্বাস্থ্যের সমস্যা হলে একটু যত্নবান হবেন। আপনার পার্টনার যদি কোনরকম কর্ম করতে চাইছেন অবশ্যই শুরু করতে পারেন তবে অনলাইনে দিকটা চেষ্টা রাখতে বলবেন। পুরানো কিছু সম্পত্তি নিয়ে সমস্যা চলছে সেটি উদ্ধার হতে চলেছে। 

পারিবারিক গহনা সম্পত্তি সেগুলি আপনারা পাবেন। ভূমি সংস্কার করে ইনকাম করতে পারবেন(ইনকামের ক্ষেত্র)। আপনারা যারা উচ্চশিক্ষা ক্ষেত্রে রয়েছেন দীর্ঘদিন ধরে কোন একটি শিক্ষার মধ্যে লিপ্ত রয়েছেন। এই সময়ের মধ্যে আপনারা সেই উচ্চশিক্ষা ক্ষেত্র রত অবস্থায় কোন কর্মের যোগাযোগ আসতে চলেছে। 

আপনারা কর্মক্ষেত্রের মধ্যে রয়েছেন একটু চাপ বৃদ্ধি অবশ্যই হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার একটু মনোমালিন্য হওয়ার সম্ভাবনাও থাকছে। যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন উপযুক্ত কর্ম পেলে তবেই পরিবর্তন করবেন। 
                              ধন্যবাদ 

সমস্ত বক্তব্য সম্ভাব্য হিসাবে নেওয়ার চেষ্টা রাখবেন। আপনার নিজস্ব জন্ম কুণ্ডলী বিচার করতে অবশ্যই যোগাযোগ করতে পারেন। 
Online Consultancy 
MOB:9836308473

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

How to Identify an Intelligent Child: According to Astrology

How to Identify an Intelligent Child: According to Astrology