ASTROLOGY

কন্যা রাশি বাংলা নতুন বছর কেমন যাবে।।১৪৩২ বঙ্গাব্দ।। Virgo Horoscope


 কন্যা রাশি বাংলা নতুন বছর কেমন যাবে।।১৪৩২ বঙ্গাব্দ।।2025 - 2026

কন্যা রাশি এই বাংলা নতুন বছরের (১৪৩২ বঙ্গাব্দ) অভাবনীয় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বারংবার আপনাদের জীবনে চমৎকার কিছু ঘটার সম্ভাবনা প্রবল দিক উঠে আসছে। এই বাংলা নতুন বছরে বৃহস্পতি গ্রহের যথেষ্ট কৃপা পেতে চলেছেন। 

আপনি যে ক্ষেত্রেই থাকুন না কেন ভালো কিছু আপনাদের সামনে পথ প্রশস্ত হচ্ছে। আপনার আত্মীয়-স্বজন সবাই আপনার জন্য আনন্দিত হবেন। আত্মীয়-স্বজন তারা আপনার প্রতি কিছু সাহায্যের আশা রাখবে। আপনার বয়স অনুসারে জীবনের একটি ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করবেন। সেই কারণে সময়টাকে ব্যবহার করুন।

বড় পরিবর্তন সময়টা জেনে রাখ-Big changes Accurate Time 2025 : যত আশা তত লা


নিজের চিন্তা ভাবনা আরও বিকশিত করুন। যে কর্মক্ষেত্রের মধ্যে রয়েছেন আরো নিজেকে সেই পর্যায়ে গড়ে তুলুন। বছরে প্রথম দিকটা কর্মের নতুন দিগন্ত উন্মোচন হতে চলেছে। আপনি যাহা কর্মের মধ্যে রয়েছেন আরো নতুন কর্ম আপনার দিকে ইঙ্গিত করছে হাতছানি দিচ্ছে। 

কর্মের মধ্যে যথেষ্ট নামের বিস্তার যেমন হচ্ছে তেমনি অনেক ব্যক্তি আপনাকে পছন্দ করবে। নিজের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে সময়টাকে অতিবাহিত করবেন। যথেষ্ট প্রতিযোগী আপনার সম্মুখীন হলেও সেই প্রতিযোগীকে আপনি পিছনে ফেলে সরিয়ে দেবেন। যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে আপনার মনোনিবেশ থাকছে সেই কারণেই যে কোন প্রতিবন্ধকতা আসুক না কেন আপনি তাকে দূরে সরিয়ে রাখবেন। 

আপনি কর্মকে প্রথম লক্ষে রাখবেন ও সময় দেবেন তার অন্য পরবর্তী ক্ষেত্রে অন্য চিন্তাভাবনা থাকবে। একটা সময় আপনার কিন্তু কাজ পাগল থাকবেন। নিজের মধ্যে যে শিল্পী সত্তা ভাব আছে সেটিকে তুলে ধরার আসন্ন ভালো বছর হতে চলেছে। বছরের মধ্যবর্তী সময়ে আশা করেননি, এইরকম ক্ষেত্র থেকেও আপনারা ভালো কিছু পেতে চলেছেন। যথেষ্ট যোগাযোগ বৃদ্ধি আপনাদের হবে। মনের মধ্যে যথেষ্ট উন্মাদনা আমরা দেখতে পাবো। 

আপনার মনে হতে পারে আপনি যতটুকু চেষ্টা করেছেন তারপরে ভগবান আপনাকে সহযোগিতা করেছেন। এই বছরে আপনার সঙ্গে যার বিবাহ হবে আপনার পার্টনার ভালো ক্ষেত্র কর্মরত অবস্থায় থাকবে। জীবনের একটি মুহূর্ত একটি সময় অনেক কিছু পাল্টে দিয়ে থাকে। এই বছরে এমন একটি সময় মুহূর্ত পাবেন আপনাদের সমস্ত জীবন পাল্টে যেতে পারে। 

হঠাৎ করে বড় ধরনের কোন রকম অর্থ প্রাপ্তি অথবা কোন কর্মের যোগাযোগ খুব জোরালো সম্ভাবনা উঠে আসছে। আপনার জন্ম কুণ্ডলী তে যদি গ্রহের অবস্থান খুব খারাপও যদি থাকে তাহলে ও নিজে নিজে কোনো রকম কর্ম করছেন সেই কর্মের যথেষ্ট বিস্তার করতে চলেছেন। এই বছরে আপনার এমন কিছু জিনিস কিনবেন যেটি আপনার ততটা প্রয়োজন নয় তাই কোন কিছু ক্ষেত্রে কেনার আগে বারংবার বিষয়টা ভেবে রাখবেন। 

আপনারা যারা বারংবার নিজের আভিজাত্য দেখাতে চান এরকম ক্ষেত্রে অর্থ ব্যয় করতে দেখা যাবে। আপনারা যারা খুব নিম্ন ফ্যামিলি থেকে উপরে উঠে আসবেন অবশ্যই পিছন দিকটা একটু চিন্তা করে আর্থিক ব্যয় করবেন। 

🎆🎆




শরীরশাস্ত্র: শরীর স্বাস্থ্য বড় ধরনের কোনো রকম সমস্যা আপনারা দেখাচ্ছেনা ভালোই থাকবে বলা যেতে পারে। আপনার বেশিরভাগটাই নিজের কর্ম নিয়ে ব্যস্ত থাকবেন কর্ম পাগল থাকবেন তাই শারীরিক দিকটা কোনরকম নেগেটিভ চিন্তাভাবনা আপনাদের আসবেনা। আপনারা অবশ্যই যোগ ব্যায়ামের মধ্যে থাকার চেষ্টা করবেন। মন ভাল থাকবে এবং কর্ম ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি হবে। 

পড়াশোনা: আপনার যারা পড়াশোনার মধ্যে রয়েছেন কারোর দেখে যথেষ্ট অনুপ্রাণিত আপনি হবেন। যারা ছোটখাটো কোনরকম কর্মমুখী শিক্ষামূলক ক্ষেত্রে রয়েছেন ভালো সফলতা নিয়ে যথেষ্ট আশাবাদী আপনি হবেন। এছাড়াও যারা জেনারেল পড়াশোনা নিয়ে রয়েছেন যথেষ্ট ভালো সময় এই বছর বলা যেতে পারে। 

ভালোবাসা: বছরের মধ্যবর্তী সময়ে আপনার জীবনে কোন বন্ধু অথবা বান্ধবী আসতে চলেছে সেটি আপনাদের বিবাহিত জীবনের দিকেও ইঙ্গিত দেখাচ্ছে। যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছেন একটু কর্ম ব্যস্ততার মধ্যে থাকবেন সেহেতু আপনার পছন্দের মানুষটিকে একটু সময় দিতেই হবে। 

বিবাহিত জীবন: বিবাহিত জীবনে আপনার পার্টনার সর্বদাই আপনার সঙ্গে থাকবে এবং আপনাকে অনুপ্রাণিত করবে। নিজের মধ্যে কিছু সমস্যা দুশ্চিন্তা হলেও সেটি আপনাকে শোনাবে না। যদি আপনি কোন রকম নেগেটিভ ভাবটা চিন্তা করেন সেই কারণে ই আপনার পার্টনার অনেক কিছু বিষয় গোপন করবে। আপনার পার্টনারের মধ্যে কিছুটা হলেও ধার্মিকতা, আধ্যাত্মিকতা এগুলো দেখতে পাওয়া যাবে। 

ব্যবসা: চিন্তাভাবনা রাখতেই পারেন, এই বাংলা নতুন বছরে যারা বেকার আছেন কোন নতুন ব্যবসা শুরু করতে পারেন। যারা বিবাহিত হবেন বৈবাহিক সূত্রে লাভবান হতে পারেন সেখান থেকে ব্যবসা করার জন্য কিছু আর্থিক সুবিধা পেতে পারেন। যারা ব্যবসা করছেন নতুন চিন্তাভাবনা অবশ্যই রাখতে পারেন। 

কর্ম: নিজের মধ্যে যথেষ্ট আত্ম বিশ্বাস বৃদ্ধি হচ্ছে। যেকোনো না যে কোন রকম কর্ম পাওয়ার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল এই বাংলা নতুন বছর। নিজে কোন রকম কাজ যদি করেন সেই কাজের জন্য আপনি প্রথম সারিতে থাকছেন। সমস্ত প্রতিযোগীকে আপনি পিছনে সরিয়ে রাখবেন। এই সমস্ত ঘটবে শুধুমাত্র আপনার মনোযোগ এবং কঠোর পরিশ্রমের ফলাফল। 

আর্থিক: আর্থিক দিক থেকেও আপনারা যে কোন না যে কোন দিক থেকে লাভবান হচ্ছেন। এই বাংলা নতুন বছরে আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে একটি প্রবণতা সেটি হল , আপনারা অর্থের পিছনে ছুটবেন না। এরকম মানসিকতা থাকার কারণে অর্থ আপনার কাছে আসবে। পূর্বের কিছু কঠোর পরিশ্রম তার ফলাফল হাতে হাতে পাবেন এই বাংলা নতুন বছরে ১৪৩২ বঙ্গাব্দ।



এই প্রতিবেদনে যে সমস্ত বক্তব্য রাখা হয়েছে একান্ত নিজের সঙ্গে মিলিয়ে দেখবেন না। আপনারা ভবিষ্যৎবাণী অথবা শিক্ষামূলক হিসাবে নেয়ার চেষ্টা রাখবেন। নিজের জন্ম কুণ্ডলী বিচার করার জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। 

Online Consultancy:

MOB:9836308473





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

How to Identify an Intelligent Child: According to Astrology

How to Identify an Intelligent Child: According to Astrology