ASTROLOGY

তুলা রাশি ১৪৩২ বঙ্গাব্দ কেমন যাবে "Libra Horoscope"


 তুলা রাশি বাংলা নতুন বছর ১৪৩২ বঙ্গাব্দ কেমন যাবে, 2025-2026

রাশিফল ১৪৩২ সাল, তুলা রাশিফল //Libra Horoscope...

🌟



বছরের শুরুর কয়েকটি মাস পরে ভাগ্য দেবতা আপনাদের সঙ্গেই থাকছেন। যেমন ভাগ্য দেবতা আপনাদের সঙ্গে থাকছেন তেমনি আপনাদের কর্মদক্ষতা ও থাকছে। এই দুই মিলিয়ে এই বাংলা নতুন বছর ১৪৩২ বঙ্গাব্দ আপনাদের কাছে একটি স্মরণীয় বছর হতে পারে। বছরের তিন মাস পর থেকেই আপনার মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। 

যে কোন কাজের ক্ষেত্রে আপনি যথেষ্ট নীতিগত দিক মেনে চলবেন। যেটি ভুল সেটি ভুল বলার প্রবণতা এবং যদি ঠিক সেটি ঠিক বলার প্রবণতা আপনাদের মধ্যে থাকবে। আপনি একজন সৎ ব্যক্তিত্বের অধিকারী হতে চলেছেন। যেকোনো কাজ যতটুকু প্রয়োজন ততটুকুই আপনার সময় দেবেন এইদিকে আপনারা কৃপণতা করবেন না। 

মানসিকতা আপনাদের এই রকমই থাকছে। সেই কারণে যে ব্যক্তি কর্মকে যথেষ্ট প্রথম পর্যায়ে রাখেন নিজের প্রতি আত্মবিশ্বাস থাকে সেই ব্যক্তি অবশ্যই কিছু না কিছু করতে পারে। নিজের একান্ত ধৈর্যের ফল আপনারা পেতে চলেছেন এই বাংলা নতুন বছর ১৪৩২ বঙ্গাব্দ।

 আপনাদের আত্মীয়-স্বজন আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইবে, তারাও আপনার সাফল্যে যথেষ্ট অনুপ্রাণিত ও গর্ববোধ করবেন। নিজের দুশ্চিন্তা অথবা খারাপ বিষয়গুলি নিজের মধ্যে গোপন রাখার প্রবণতা আপনাদের মধ্যে থাকবে। 

আপনি প্রকাশ্যে জানতেই দেবেন না আপনি কি অবস্থায় রয়েছেন। এই বাংলা নতুন বছর সমস্যা কিছুটা আসলে ও পরবর্তী ক্ষেত্রে অবশ্যই আপনি সামলে নিতে পারবেন এবং আপনার জয়যাত্রা অগ্রগতির পথ প্রশস্ত হচ্ছে। যাদের মধ্যে কোনরকম শিল্পকলা রয়েছে আপনারা এই বাংলা নতুন বছরে সেই শিল্পী সত্ব মনোভাব ফুটিয়ে তুলতে পারবেন নিজের মধ্যে। ভালো যোগাযোগ আসছে এবং সেটিকে গ্রহণ করার প্রবণতা ও আপনাদের মধ্যে থাকবে। 

আপনারা যারা কাজকে ভালবাসবেন মানসিক যথেষ্ট শান্তি অনুভব করবেন। বছরের মধ্যবর্তী সময়ে কর্মের মধ্যে যারা যুক্ত রয়েছেন আপনাদের একটি ভালো সময় নিয়ে আসছে। নিজের মধ্যে গোপন শিল্পকলা সেটি আপনি প্রকাশিত করতে পারবেন। এখান থেকে শুধু আপনার নামের জয়জয়কার হবে তা নয় আপনি আর্থিক ইনকাম করতে পারবেন। 

যারা নিজে নিজে কোন রকম কর্ম ক্ষেত্রে মধ্যে যুক্ত রয়েছেন আপনার নামের বিস্তার হচ্ছে এই বাংলা নতুন বছরে। আপনার সুদক্ষ কর্ম কুশলী আপনার শত্রুরা ও তারাও আপনাকে ভালো চোখে দেখতে শুরু করবে। যে ব্যক্তির মন ভালো যে ব্যক্তির ব্যবহার ভালো সেই ব্যক্তিকে শত্রুরাও ভালবাসবে। 

পারিবারিক কোনো রকম শুভ কাজ এগুলো যথেষ্ট উঠে আসছে এই বাংলা নতুন বছরে যেমন গৃহ প্রবেশ, দেবতা প্রতিষ্ঠা, নতুন ঘর তৈরি করার ভাবনা এগুলো যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে এই বছরে। আপনাকে কর্মঠ পুরুষ অথবা মহিলা গড়ে তুলবেন শনি গ্রহ। যথেষ্ট আপনারা সংঘর্ষ করবেন যে কোন কাজের মধ্যে যুক্ত আছেন বা যাহাই কিছু আপনি করছেন। এই বছরে আপনারা কোন একটি বিষয়ে নিজেকে প্রমাণিত করার জন্য দাতে দাঁত দিয়ে আমরা লড়াই করবেন। পূর্বে যারা ঋণ নিয়েছেন চিন্তার মধ্যে রয়েছেন এখান থেকে আপনার চিন্তা মুক্তি হতে চলেছে। 

একটি কথা আপনারা বুঝতে পারবেন কর্ম করেই সমস্ত কিছু করতে হয় তাই যে কোন পরিস্থিতি আসুক না কেন আপনাদের জীবনে তা আপনারা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকবেন। যারা বিদেশে থাকেন সেখানে কিছুটা আপনাদের সমস্যা হতে পারে তবে তাও আপনারা পরিস্থিতি অনুসারে মানিয়ে নিয়ে চলতে পারবেন। 

মনের মধ্যে বড় ধরনের আকাঙ্ক্ষা আপনাদের থাকবে। যে কোন বিষয়ে আপনারা যতটুকু সফলতা পাবেন আপনার কাছে মনে হতে পারে এটি সামান্য তুচ্ছ আরো আমাকে চেষ্টা রাখতে হবে। এরকম মানসিকতা আপনাদের মধ্যে তৈরি হবে যার ফলে আপনারা আরো উচ্চতার দিকে যাচ্ছেন। জীবনে চলার পথে অনেক বন্ধু অথবা বান্ধবী আপনাদের জীবনে আসবে তবে সেটি সঠিক বন্ধু অথবা বান্ধবী আপনাকে বেছে নিতে হবে। দীর্ঘদিনের যে কাজ আপনাদের হচ্ছিল না সেই কাজের মধ্যে মনোনিবেশ রাখবেন দেখবেন সেই কাজ 

আপনাদের খুব সহজেই হয়ে যাচ্ছে। আপনারা যারা কর্ম করছেন এবং এর সাথে সাথে কোন রকম নতুন ব্যবসা ও শুরু করতে পারেন। আপনাদের জন্য এই বাংলা নতুন বছর ১৪৩২ বঙ্গাব্দ অনেক কিছু অপেক্ষা করে আছে তাই মানসিকভাবে নিজে প্রস্তুত থাকুন।

শরীরশাস্ত্র: শরীরশাস্ত্র ভালই দেখাচ্ছে। নিজের শরীর স্বাস্থ্য বিষয়ে যথেষ্ট আপনি অবগত থাকবেন। এই কারণে আপনারা এই বছরে শরীরচর্চা এর মধ্যে নিজেকে একটা সময় নিয়োজিত রাখবেন। 

পড়াশোনা: পড়াশোনা ক্ষেত্রে যথেষ্ট আপনারা সুযোগ পাচ্ছেন যোগাযোগ আপনাদের হচ্ছে তবে সেটিকে ব্যবহার করতে হবে। কোন একটি ভালো ক্ষেত্রে আপনার সুযোগ পেতে পারেন এই নিয়ে মনের মধ্যে আত্মবিশ্বাস না রেখে পড়াশোনার মধ্যে আপনাকে মনোযোগ রাখতেই হবে। আপনি ভালো ফলাফল অবশ্যই করতে পারবেন। এ বছরে আপনাদের মনের মধ্যে ইলেকট্রনিক্স সরঞ্জাম নিয়ে যথেষ্ট উন্মাদনা থাকবে। যারা কর্মমুখী শিক্ষা নিতে চাইছেন চেষ্টা রাখতে পারেন। 

ভালোবাসা: এই বছরে আপনারা অনেক ভালবাসার মানুষ পাবেন। আপনাকে সেটা শনাক্ত করতে হবে আপনাকে সেই ব্যক্তি কতটা ভালোবাসে। সত্যি কারের ভালোবাসার মানুষটিকে আপনাকে খুঁজে বার করতেই হবে। এক কথায় বলতে হলে বহুমুখী ভালোবাসা আপনারা জীবনে আসতে চলেছে। 

বিবাহিত সম্পর্ক: বিবাহিত সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো। বছরের প্রথম দিকটা বিবাহিত সম্পর্ক থেকে কিছু লাভবান হতে পারেন। সেটা আর্থিক দিক থেকে হতে পারে। আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার স্ত্রী কোনরকম কর্মক্ষেত্রের মধ্যে যদি যুক্ত থাকেন তাহলে মনো বাসনা পূরণ হচ্ছে। কারণ কর্মক্ষেত্রের মধ্যে যথেষ্ট উন্নতি করতে চলেছে।

ব্যবসা: ব্যবসা-বাণিজ্যে আপনাদের মনোযোগ যথেষ্ট থাকবে। আপনারা যারা ভাবছেন কিছু পরিবর্তন করা যায় কিনা তাহলে অবশ্যই চিন্তাভাবনা আপনাদের সঠিক। কারণ এই বছরে তিন মাস পরেই আপনার সমস্ত চিন্তাভাবনা সেগুলো সুদক্ষ সু-পরিকল্পিত চিন্তাভাবনা। নিজের বিষয়/ নিজের ভবিষ্যৎ সম্পর্কে যথেষ্ট আপনি সতর্ক থাকবেন।

কর্ম: বছরের মধ্যবর্তী সময়ে ভালো কর্ম আপনাদের জন্য অপেক্ষা করে আছে। সেই কারণে আপনারা যারা কোনরকম টেকনিক্যাল অথবা জেনারেল শিক্ষা নিয়ে হতাশ অবস্থায় বসে রয়েছেন। বছরের শুরু থেকেই আপনারা কোথাও আবেদন অবশ্যই করবেন। যারা ভাবছেন শিক্ষকতার ক্ষেত্রে নিজেকে নিয়োজিত করবেন, তাহলে অবশ্যই চিন্তাভাবনা করতে পারেন। শিক্ষকতা আপনাদের ক্ষেত্রে ভালো পছন্দ হতে পারে। যারা কোন রকম উপদেশ দেন/ নীতি নির্ধারণ মূলক কোনো রকম কিছু কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এই বছরে আরো আপনারা উপরের দিকে উঠে আসছেন।

অর্থ: এই বছরে আপনারা যেমন বিবাহিত সম্পর্ক থেকে আর্থিক শ্রী বৃদ্ধি করতে পারছেন। এছাড়াও আপনারা যাহাই কর্ম করছেন যথেষ্ট সেখান থেকে ও ভালো মুনাফা অর্জন করতে চলেছেন। এছাড়াও আপনারা যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকেও আপনারা ভালো রেভিনিউ ইনকাম করতে পারবেন। বছরের মধ্যবর্তী সময়ে কর্মক্ষেত্র থেকে আপনারা যথেষ্ট মুনা পাওয়ার অর্জন করবেন।


এই প্রতিবেদনে সমস্ত বক্তব্য নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখবেন না। এটি শিক্ষামূলক অথবা ভবিষ্যৎ বাণী হিসেবে নেয়ার চেষ্টা রাখবেন। নিজের সম্বন্ধে জানতে হলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। 

Online Consultancy 

MOB:9836308473



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

How to Identify an Intelligent Child: According to Astrology

How to Identify an Intelligent Child: According to Astrology