ASTROLOGY

ছয় গ্রহ দলবদ্ধ হয়ে কি পরিকল্পনা করছে ২০২৫

 ছয় গ্রহ দলবদ্ধ হয়ে কি পরিকল্পনা করছে?

এরফলে জ্যোতিষ শাস্ত্র অনুসারে আপনার জীবনে কি ফলাফল নিয়ে আসতে চলেছে। 


৩০ মার্চ ২০২৫ কালপুরুষের দ্বাদশ তম ঘরে অর্থাৎ মীন রাশির ঘরে ছয়টি গ্রহ একসঙ্গে অবস্থান করে থাকবে। এর পরবর্তীতে কয়েকটি দিন অর্থাৎ ১৪ এপ্রিল ২০২৫ পর্যন্ত পাঁচটি গ্রহ অবস্থান করে থাকবে। 

এই সময় কালের মধ্যে জ্যোতিষ শাস্ত্র অনুসারে বারো রাশি আপনাদের কেমন যেতে পারে বা কোন রাশি আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে।

মনে রাখবেন এই প্রতিবেদনের উদ্দেশ্য আপনার মনের মধ্যে কোনরকম নেগেটিভ চিন্তাভাবনা করানো নয়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে কিছু বিষয় আলোচনা করব। 

এই প্রতিবেদনে যে সমস্ত বক্তব্য রাখা হবে সেটি নিজের সঙ্গে সমস্ত কিছু মিলিয়ে দেখবেন না। কারন আপনার রাশি অথবা লগ্ন ভিন্ন ভিন্ন, সেই অনুসারে আপনারা ফলাফল পাবেন। 


প্রথমে জেনে রাখুন এই মীন রাশির ঘরে যে কয়েকটি গ্রহ অবস্থান করে থাকবে। ছায়া গ্রহ রাহু, শনি গ্রহ, রবি গ্রহ, বুধ গ্রহ, শুক্র গ্রহ এ ছাড়াও একটি দিন চন্দ্র অবস্থান করে থাকবে। 

বারো রাশি আপনারা কেমন ফলাফল পেতে পারেন সম্ভাব্য আলোচনা করা হয়েছে:-

মেষ রাশি:-যোগা যোগ বৃদ্ধি আপনাদের হতে পারে, তবে মনে রাখবেন দ্বাদশ ঘরে যেহেতু এটি সংগঠিত হচ্ছে তাই আর্থিক ব্যয় থেকে শুরু করে শরীর স্বাস্থ্যের সমস্যায় যারা রয়েছেন সাবধানতা অবলম্বন করবেন। 

বৃষ রাশি:-আপনাদের ভালো সময় ইঙ্গিত করছে। আপনারা সর্বক্ষেত্রেই কিছু ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। এই সময় হঠাৎ করে আপনাদের জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। হঠাৎ অর্থ প্রাপ্তি ও আপনাদের হতে পারে। আকস্মিক জীবনে কিছু পরিবর্তন আসা লাগতে পারেন।

মিথুন রাশি:-আপনারাও কিছুটা হলেও ভালো ফলাফল পেতে চলেছেন। যেকোনো কাজের মধ্যে আত্মবিশ্বাস রাখুন। এই সময় আত্মবিশ্বাস নিয়ে কাজ করলে সমস্ত কাজ সফল হবে। 

কর্কট রাশি:-যেমন পরিস্থিতিতে রয়েছেন বেশি আশা রাখবেন না সমস্ত ক্ষেত্রে ধীর ভবে পদক্ষেপ রাখুন। আপনার সময় ভালো থাকলে সেটা অবশ্যই ধীরে ধীরে ফল পাবেন। 

সিংহ রাশি:-যেকোনো রকম সমস্যা এড়িয়ে চলার চেষ্টা রাখবেন। অযাচিতভাবে কোন কিছুই বিষয়ে প্রবেশ করবেন না। যেকোনো কাজ করার আগে দুইবার নয় তিনবার ভাববেন। 

কন্যা রাশি:-সময়টা খুব একটা খারাপ নয়, সিদ্ধান্ত নিতে পারেন একটু চিন্তা-ভাবনা করে নেবেন। মনের মধ্যে পজিটিভ ভাবনা রাখলে পজেটিভ ফল পাবেন আর নেগেটিভ ভাবনা লাগলে নেগেটিভ ফল পাবেন।এই বিষয়টা মনে রাখবেন। 

তুলা রাশি:-আপনাদের আর্থিক দিক যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় শত্রুবৃদ্ধি ও হতে পারে। যে উদ্দেশ্যে আপনারা অর্থ নেবেন। যেখান থেকেই আপনি অর্থ নিন না কেন সঠিক উদ্দেশ্যে ব্যয় করার চেষ্টা রাখবেন।

বৃশ্চিক রাশি:-মনের মধ্যে যথেষ্ট উন্মাদনা থাকবে। কারোর কথায় উৎসাহিত হয়ে কোন কাজ করবেন না। সঠিক সংবাদ পেলে তবেই সেই সমস্ত ক্ষেত্রে অগ্রগতি রাখার চেষ্টা রাখবেন। এই সময় সমস্ত ক্ষেত্রে জোশে নয় আপনাকে বিচার বুদ্ধি প্রয়োগ করতে হবে। কেউ আপনাকে ভুল পথে চালিত করতে পারে। 

ধনু রাশি:-যে কোনো রকম পারিবারিক সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে নেবেন। কোন একটি সমস্যা বা চিন্তা মনের মধ্যে প্রবেশ করলে দীর্ঘমেয়াদী সেটি মনের মধ্যে তাড়না করে বেড়াবে। পারিবারিক যে কোন সিদ্ধান্ত ভালো করে বিবেচনা করবেন। 

মকর রাশি:-চেষ্টা রাখলে অনেক ক্ষেত্রেই আপনারা ভালো কিছু পেতে পারেন। আপনাদের এই সময় কালের মধ্যে প্রয়াস রাখা উচিত ভালো চিন্তাভাবনার দিকে মনোযোগ রাখা উচিত। আপনারা কারোর কথায় বেশি উৎসাহিত না হয়ে নিজে সেই কাজ করে দেখুন ফলাফল পাবেন। 

কুম্ভ রাশি:-কথাবার্তার উপরে নিয়ন্ত্রণ অবশ্যই রাখবেন। কোন ব্যক্তিকে বিশ্বাস করার আগে সেই ব্যক্তির সম্বন্ধে ভালো করে অনুসন্ধান করবেন। যারা ইনভেস্ট করবেন ভালো করে বাজার এনালাইসিস করে তারপরে ইনভেস্ট করবেন। 

মীন রাশি:-এই সময় আপনাদের মেডিটেশন করা উচিত হবে। মনের মধ্যে কখনো ঊর্ধ্বক্রম চিন্তাভাবনা আবার কখনো নিম্নগামী চিন্তাভাবনা। যাদের জন্মকালীন কুণ্ডলীতে গ্রহের অবস্থান খুব একটা ভালো নয়, একটু ডিপ্রেশনে থাকবেন।

এই প্রতিবেদনে যে সমস্ত বক্তব্য রাখা হয়েছে সেগুলো সঙ্গে নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখবেন না। মনের মধ্যে পজিটিভ ভাবটা চিন্তা রাখুন। 

       ধন্যবাদ 

Online Consultancy 

MOB:9836308473

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

How to Identify an Intelligent Child: According to Astrology

How to Identify an Intelligent Child: According to Astrology