ASTROLOGY

Featured Post

Saturn Transit Meaning in Astrology

Saturn Transit Meaning in Astrology 🪐 Know the Real Thing According to Vedic astrology, Saturn resides in each of the twelve zodiac signs f...

জনপ্রিয় পোস্টসমূহ

মেষ রাশি ১৪৩২ বঙ্গাব্দ: নতুন বছর কেমন যাবে "Aries Horoscope '


 মেষ রাশি, বাংলা নতুন বছর ১৪৩২ বঙ্গাব্দ আপনাদের কেমন যাবে। 2025 - 2026

বছরের শুরু থেকেই যে কোন ক্ষেত্রে আপনার প্রয়াস যথেষ্ট থাকবে। দূর ভবিষ্যৎ সম্বন্ধে যথেষ্ট সতর্ক আপনি থাকবেন। এই বছরে আপনাদের জীবনে কোন নতুন কর্ম সূচনা হতে চলেছে। 

যে কোন কাজের মধ্যে যথেষ্ট ধৈর্য আপনার বৃদ্ধি হবে। নিজের কাজের প্রতি যথেষ্ট আস্থা বৃদ্ধি হবে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনি আপনার পার্টনারকে যথেষ্ট সহযোগিতা করবেন যে কোন কাজের ক্ষেত্রে। বছরের ঠিক মাঝা মাঝির পরের দিকটা  পারিবারিক নতুন কোন কর্ম সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 

পরিবারের মধ্যে কোন শুভ কাজ দীর্ঘদিন ধরে করবেন ভাবছেন এই সময় সেই কাজ সংঘটিত হবে। এই সময় কোন কিছু বিক্রি করলে একটু দূর ভবিষ্যৎ চিন্তা-ভাবনা করে তারপরে বিক্রি করবেন। 

পিতা যদি থাকেন পিতার কর্মক্ষেত্র আরো প্রসারিত হচ্ছে কর্মের চাপ বৃদ্ধি হচ্ছে। আপনারা এই বছরে পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু যত্নবান হওয়া উচিত। এই বছরে আপনারা যারা কর্মের জন্য চেষ্টা রাখছেন চেষ্টা একটু বেশি রাখতে হবে কারণ শনি গ্রহ আপনার দ্বাদশ স্থানে অবস্থান করে থাকবে। অবশ্যই আপনাদের যোগাযোগ বৃদ্ধি হচ্ছে তবে সেটি দূরে হবার সম্ভাবনা থাকছে। 

আপনারা যারা পূর্ব অভিজ্ঞতা নিয়ে আছেন কোন যোগাযোগ আসছে না এই বছরে যোগাযোগ আসতে চলেছে। আপনি যাহাই কর্ম শুরু করুন বা যাহাই কিছু করুন নিজের উপরে আস্থা রেখে নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে সমস্ত ক্ষেত্রে অগ্রগতি রাখার চেষ্টা রাখবেন। 

পরিবার, বন্ধু, পিতা,পরামর্শ রাখতে পারেন কিন্তু সিদ্ধান্ত নিজে নেয়ার চেষ্টা একটু রাখবেন। এই বছরে আপনাদের হঠাৎ সফলতা আসতে পারে। আপনারা যারা পূর্বে কোন রকম কাজের অভিজ্ঞতা নিয়ে আছেন এই ক্ষেত্রে হঠাৎ কিছু আপনাদের জীবনে খবর আসতে চলেছে। 

কারো সঙ্গে আপনার হঠাৎ করে পরিচয় বৃদ্ধি হতে পারে যেটা আপনাকে অনেক সাহায্য করবে। এই বছরে কোন কিছু ক্ষেত্রে যদি আপনার ব্যর্থ হন মনের মধ্যে নেগেটিভ ভাবনা আনবেন না। 

জীবনে ওঠানামা অবশ্যই থাকে ব্যর্থতা অবশ্যই থাকে কোন কারণে যদি ব্যর্থতা হন নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে অগ্রগতি রাখবেন না। আপনারা যতটা সময় কাজের মধ্যে নিজেকে

 নিয়োজিত রাখবেন ততটুকুই আপনাদের মন পজেটিভ থাকবে। যদি কোন রকম সমস্যায় পড়েন অথবা মনের মধ্যে নেগেটিভ ভাবনাচিন্তা আসে,যেটা ভালো লাগে সেই কাজের মধ্যে নিজেকে মনোনিবেশ রাখবেন। 

শরীর শাস্ত্র:এই বছরের শেষের দিকটা কিছু সিদ্ধান্তের ভুল হতে পারে। কোন ছোট একটি সমস্যা এটি খুব সহজে ধৈর্য রাখলে আপনার থেকে চলে যেতে পারে । আপনারা বিভ্রান্ত হয়ে কোন বড় সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। 

🎇🎇🎇


পড়াশোনা:এই বছরের বছরের প্রায় শুরু থেকেই আপনাদের পড়াশোনার মধ্যে মনোযোগ রাখতে হবে।

ভালোবাসা:দূরত্ব তৈরি হতে পারে। এই দূরত্ব যেকোনো কারণে হতে পারে আপনার পার্টনার এর প্রতি আপনার উদাসীন মনোভাব অথবা আপনি যা কর্ম করছেন কর্মের যথেষ্ট চাপ এরকম কোন কিছু ঘটনার কারণে একটু দূরত্ব তৈরি হতে পারে।

বিবাহিত ও ব্যবসা:এই দুই ক্ষেত্র আপনাদের যথেষ্ট ভালো দিক দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা ভালো ফল পাবেন বছরের মধ্যবর্তী সময়ে। নতুন বিবাহের যোগাযোগ অথবা নতুন ব্যবসা শুরু করবেন ভালো সময় পাবেন।

কর্ম:এই বছরে আপনারা যেকোনো কর্মক্ষেত্রের মধ্যেই থাকুন না কেন মনোযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে। অথবা নতুন কোন কর্ম জানার আগ্রহ আপনার মধ্যে যথেষ্ট থাকবে। যারা কোন রকম টেকনিক্যাল জানেন এই বছরের কর্ম প্রাপ্তির সম্ভাবনা থাকছে। আপনারা যারা নিজে নিজে কোন রকম কর্ম করেন যথেষ্ট ভালো সময়। আপনারা যারা লেখালেখি করেন এই ক্ষেত্রেও ভালো বছর। যারা হস্তশিল্পের কাজের সঙ্গে যুক্ত আছেন যথেষ্ট ভালো সময় পাচ্ছেন,নিজেকে আরও এই সমস্ত ক্ষেত্রে ডেভেলপ করতে পারবেন।


👉Aries Horoscope 2026 | মেষ রাশি ২০২৬ রাশিফল: প্রেম, ধন, স্বাস্থ্য, কর্মজীবন


ভাগ্য:নিজের ওপর যথেষ্ট আস্থা রাখতে হবে। আপনারা যারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন তাহলে এই বছরটা আপনি সঠিক সিদ্ধান্ত নিয়ে চলতে পারবেন। 

আকস্মিক আপনার জীবনে কিছু ঘটতে হলে সেই সমস্ত ক্ষেত্রে আপনাকে নিয়োজিত থাকতেই হবে। যারা যে কোন কর্মের ক্ষেত্রে অভিজ্ঞতা নিয়ে রয়েছেন,তাহলে এই বছর আপনাদের জীবনে ভালো সংবাদ আসতে চলেছে। 

এই প্রতিবেদনে যে সমস্ত বক্তব্য রাখা হয়েছে সেগুলি আপনার নিজের জীবনের সঙ্গে সমস্ত কিছু মিলিয়ে দেখবেন না। এটি সম্ভবও হিসাবে নেওয়ার চেষ্টা রাখবেন ।  

             ধন্যবাদ 

Online Consultancy 

MOB:9836308473

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন