ASTROLOGY

Featured Post

Saturn Transit Meaning in Astrology

Saturn Transit Meaning in Astrology 🪐 Know the Real Thing According to Vedic astrology, Saturn resides in each of the twelve zodiac signs f...

জনপ্রিয় পোস্টসমূহ

Sagittarius 2025 : জীবন উলটপালট নিজেকে সামলে নেবেন।! Indian Astrology Predictions

Sagittarius 2025 : জীবন উলটপালট নিজেকে সামলে নেবেন।! Indian Astrology Predictions




ধনু রাশির আপনারা যারা রয়েছেন শনি গ্রহের ঢাইয়া এর মধ্যে রয়েছেন। আপনাদের রাশি লগ্ন ভেদে কেউ কেউ দারুন সমস্যায় আপনারা রয়েছেন। 

এই ২০২৫ সালে এমন একটি সময় আসবে যেখানে আপনারা সমস্ত কিছু নতুন করে আবার গুছিয়ে নেবেন। জীবন উলটপালট থেকে নিজেকে সামলে নেবেন। কারণ যখন সমস্ত পথ বন্ধ হয়ে যায় তখনই ভগবানের দুয়ার খোলা থাকে। 

এইরকমই কিছু আপনাদের সঙ্গে ঘটতে চলেছে অর্থাৎ ভগবানের দুয়ার আপনাদের জন্য খুলতে চলেছে। সমস্যা যার জীবনে আসে একমাত্র তিনিই জানেন কি ধরনের সমস্যা জীবনে আসতে পারে। 
আপনাদের চিন্তার কোন কারণ নাই কারণ এই 2025 সালে 20 October থেকে 5 December 2025, চরম উন্নতি করতে চলেছেন। 

কারণ এই সময় সৃষ্টির সবথেকে মজবুত গ্রহ দেবগুরু বৃহস্পতি যথেষ্ট পজেটিভ অবস্থানে থাকছে। যে কোনো পরিস্থিতি আপনার পক্ষে যেতে পারে এতটাই আপনারা পজিটিভ এনার্জি পাবেন। এই সময় শনি গ্রহের ঢাইয়া  এর প্রভাব আপনার জীবনে থাকবে না।

আপনাদের যথেষ্ট যোগাযোগ বৃদ্ধি হচ্ছে। এই যোগাযোগ যে কোন ক্ষেত্রে হতে পারে আপনার কর্মের দিক থেকে হতে পারে অথবা শরীর স্বাস্থ্যের সমস্যায় রয়েছেন ভালো ক্ষেত্রে ডাক্তারি এপয়েন্টমেন্ট নিতে চাইছেন সেটিও হতে পারে। এছাড়াও আপনারা যারা অংশীদারি ক্ষেত্রে কোন কিছু বিক্রি করবেন এই সময়কালের মধ্যে আপনাদের হয়ে যাবে। 

আপনাদের আকস্মিক কোনো রকম অর্থ প্রাপ্তির যোগ যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা যারা লটারি কাটেন এখান থেকেও হঠাৎ করে কিছু অর্থ প্রাপ্তির যোগ থাকছে। আপনার নিজেকে সামলে নিতে পারবেন যে পরিস্থিতি আপনাদের জীবনে সমস্যা সৃষ্টি করছিল সেই রকম সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। 

সবথেকে বড় বিষয় হলো পারিবারিক ক্ষেত্রে যদি কোন রকম আপনার সমস্যা নিয়ে চলেন সেটা হতে পারে কোন রকম জমি জায়গার সংক্রান্ত সমস্যা অথবা ঘরবাড়ি সংক্রান্ত সমস্যা বা আপনারা 

পরিবারের সন্তানের বিবাহ দিয়েছেন সেখানে সমস্যা নানান ধরনের সমস্যার সমাধান হচ্ছে। আপনার মধ্যে যথেষ্ট চিন্তা-ভাবনা বিকশিত হবে। আপনারা যে কোন বিষয় নতুন করে যদি পজেটিভ এনার্জি পান অথবা কোথাও সুযোগ পান তাহলে মন্দ কিসের ? যখন সমস্ত দুয়ার বন্ধ হয়ে যায় তখন একমাত্র ভগবানের দুয়ার খোলা থাকে। 

তাই এমনই পরিস্থিতির মধ্যে আপনারা আসছেন চিন্তার কোন কারণ নাই। আপনাদের পুনর্জীবন হচ্ছে বলা যেতে পারে। সমস্যা বহল পরিস্থিতি থেকে নিজেকে সামলে নেবেন পরবর্তী ক্ষেত্রে এর প্রভাব থেকে আপনারা যথেষ্ট ভালো পজেটিভ দিক নিয়ে চলতে পারবেন।

এই প্রতিবেদনে যে সমস্ত বক্তব্য রাখা হয়েছে সমস্ত কিছু নিজের জীবনের সঙ্গে হুবহু মিলিয়ে দেখবেন না। সম্ভাব্য ফলাফল হিসেবে দেখার চেষ্টা রাখবেন। আপনারা যারা জন্ম কুণ্ডলী বিচার করতে চান যোগাযোগ করতে পারেন। 

Online Consultancy 
MOB:9836308473

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন