ASTROLOGY

কর্কট রাশি ১৪৩২ বঙ্গাব্দ বাংলা নতুন বছর কেমন যাবে 2025 - 2026//Cancer Horoscope Predictions

 কর্কট রাশি।।১৪৩২ বঙ্গাব্দ।।2025

বাংলা নতুন বছর কেমন যাবে 


🕉️




দীর্ঘদিন পরে আপনারা শনি গ্রহের নেগেটিভ প্রভাব থেকে বেরিয়ে এসেছে। আপনারা নতুন বছরে নতুন ভাবনা চিন্তা নিয়ে অগ্রগতি রাখুন। মনের মধ্যে পজিটিভ এনার্জি নিয়ে পদক্ষেপ রাখুন দেখুন হাতে হাতে ফল পাবেন। বছরের শুরুর দিকটা আপনার কাছে মনে হতে পারে শনি গ্রহের নেগেটিভ এনার্জি চলে যাওয়া সত্ত্বেও খুব একটা ভালো আপনার জীবনে ফলাফল আসছেন না। এরকম চিন্তা ভাবনার মধ্যে বেশি দিন থাকতে হবে না।

 এই বাংলা বছরে ১৪৩২ বঙ্গাব্দ মাঝা মাঝি দিকটা আকস্মিক কিছু পরিবর্তন ঘটতে চলেছে। যে পরিবর্তনটা দীর্ঘদিন বলে আপনি কামলা বাসনা করেছিলেন। আপনি নিজে উপলব্ধি করতে পারবেন আপনার চিন্তাভাবনা সমস্ত কিছু বাস্তবিক রূপ পেতে চলেছে। আপনি যে বয়সের আছেন যেমন আপনার মধ্যে আকাঙ্খা রয়েছে সেই অনুসারে নিজেকে মেয়েদের ধরতে পারবেন। এই বছরে আপনারা দীর্ঘদিনের কোনো রকম কাঙ্খিত আশা সেটি পূর্ণ হতে চলেছে। 

পূর্বের যে সমস্ত কাজ নিয়ে যথেষ্ট ব্যতিব্যস্ত ছিলেন এই বছরে সেই রকম কাজ খুব অনায়াসে হয়ে যাচ্ছে। আপনি নিজে দেখে অভিভূত হবেন। মনের মধ্যে অবশ্যই চঞ্চলতা থাকবে যেহেতু আপনার রাশির অধিপতি গ্রহ হল চন্দ্র। আপনার অবশ্যই মেডিটেশন করতে পারেন ভালো ফল পাবেন।

 আপনাদের মনের মধ্যে চঞ্চলতা পরিহার করতে হবে। আপনারা যে কোন সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন এই বছরে ভালো দায়িত্ব পেতে চলেছেন। নিজের চিন্তা ভাবনা আমুল পরিবর্তন করতে দেখা যাবে। একজন রুচির সম্পন্ন ব্যক্তি আটটি হতে চলেছেন।

শরীর স্বাস্থ্য: বছরের প্রথম দিকটা শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত থাকবেন। শুধু একটু ধৈর্যের পরিচয় দেবেন। আপনারা দেখতে পাবেন বছরের শেষের দিকটা যে কোন রকম শরীর স্বাস্থ্যের সমস্যা নিয়ে আপনি চলছেন সুস্থ অনুভব করবেন।

পড়াশোনা: নিজের পড়াশোনার প্রতি যথেষ্ট আত্মবিশ্বাস থাকবে। আপনি নিজে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন পরবর্তী কোন ক্ষেত্রে আপনাকে মনোযোগ রাখতে হবে। দুই ক্ষেত্রেই আপনাদের পড়াশোনা যথেষ্ট ভালো সময় নিয়ে আসছে এই বাংলা নতুন বছরে। 

ভালোবাসা: ভগবান আপনার জন্য এই বছরে কোন সাথী সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। যে সম্পর্ক আপনাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। যে সম্পর্ক মনের মধ্যে আরও এনার্জি বাড়িয়ে তুলবে। যে সম্পর্ক বন্ধুত্ব রূপে সর্বদা আপনার সঙ্গে থাকবে। এইরকম অঙ্গীকার যুক্ত কোন বন্ধু অথবা বান্ধবী আপনার জীবনে আসতে চলেছে। 

বিবাহিত জীবন: আপনাদের স্বামী-স্ত্রীর মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ দেখতে পাওয়া যাবে। আপনারা একে অপরকে সহযোগিতা করে চলবেন। একটু সময় মনে হতে পারে সবই ভগবানের ইচ্ছা এইরকম সঙ্গী অথবা সঙ্গিনী পাওয়ার জন্য। যেকোনো রকম সমস্যা আপনারা দুজনে দুজনের সমাধান করতে পারবেন। আপনাদের একে অপরের প্রতি এতটাই ভালোবাসা দেখতে পাওয়া যাবে। 

ব্যবসা: যারা বেকার আছেন এই বছরটা আপনাদের স্মরণীয় বছর হতে চলেছে। এই বছরে আপনারা একটি ইনকাম এর মধ্যে আসতে চলেছেন। ইনকাম আপনার কাছে জীবনের প্রথম ইনকাম হতে চলেছে। যারা নতুন কোনো ব্যবসা শুরু করবেন চিন্তা অবশ্যই আপনাদের কাঙ্খিত লাভ। অংশীদারি ক্ষেত্রে ক্ষেত্রে যুক্ত থাকলে আপনি হবেন মধ্যমণি। 

কর্ম: নিজের দক্ষতা অনুসারে আপনি আপনার কর্ম ঠিক অনুসন্ধান করে নেবেন। নিজের প্রয়োজন অনুসারে নিজের কর্ম দক্ষতা অনুসারে আর কি স্ব-প্রফেশনাল এর দিকেও মনোনিবেশ করতে পারেন। কারণ এই বছরে আপনার নতুন কিছু শিখতে চলেছেন নতুন অভিজ্ঞতা অর্জন করতে চলেছেন। যে অভিজ্ঞতা আপনার অর্জন করবেন যদি সুদূরপ্রসারী ফলাফল পেতে চলেছেন।

ভাগ্য: যারা নিজের ভাগ্য বিষয়ে চিন্তাভাবনা করতেই ভুলে গিয়েছেন। আপনার কাছে ভাগ্য মানে সেটা সত্যিই খুব ভাগ্যবান ব্যক্তি। এরকম চিন্তা ভাবনা নিয়ে যারা চলছিলেন পুরুষ মহিলা নির্বিশেষে। আপনার সেই এরকম ভাবনা মন থেকে দূর হচ্ছে। এই বছরে আপনি একজন ভাগ্য শালী পুরুষ অথবা মহিলা হতে চলেছে। যে পরিবর্তনটা আপনাদের জীবনে হবে সেটি সুদূর প্রসারী ফলাফল পেতে চলেছেন। যে পরিবর্তনটা হবে আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। এইটাই আপনার জীবনের একটি অধ্যায় হতে চলেছে। আপনারা যারা মধ্যবয়স্ক রয়েছেন নিজের ক্যারিয়ার ভাগ্য নিয়ে যথেষ্ট চিন্তা করেন তাহলে এই বছরটা আপনাদের কাছে কল্পনার বাইরে হতে চলেছে। 

আর্থিক: এই বছরে ভুল বুঝিয়ে আপনার কাছ থেকে কেউ অর্থ হাতিয়ে নিতে পারে। সমস্ত ক্ষেত্রে অর্থ বুঝে শুনে কাউকে দেবেন অথবা সিদ্ধান্ত নেবেন। আরেকটি কথা অবশ্যই মনে রাখবেন অর্থ ইনভেস্ট করতে হবে কাছে রাখলে সে অর্থ বৃদ্ধি হবে না তাই বাজার বুঝে বিনিয়োগ করতে পারেন। যেহেতু আপনার মধ্যে সুদক্ষ চিন্তাভাবনা বুদ্ধি থাকছে তাই সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে অর্থ ইনভেস্ট করতে পারেন।

Cancer Horoscope 2025 -2026
Bengali new year horoscope

এই প্রতিবেদনে সমস্ত বক্তব্য নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখবেন না। এই প্রতিবেদনে সমস্ত বক্তব্য শিক্ষামূলক হিসাবে নেওয়ার চেষ্টা রাখবেন। আপনার নিজের জন্ম কুণ্ডলী বিচার করতে হলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। 
Astrologer Sukanta Manna 
MOB:9836308473











কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

How to Identify an Intelligent Child: According to Astrology

How to Identify an Intelligent Child: According to Astrology