ASTROLOGY

সাধ ভক্ষণ চৈত্র মাস ।। 2025।।Sadh vakhan


 সাধ ভক্ষণ চৈত্র মাস ১৪৩১ বঙ্গাব্দ।।2025 সাল। শুভ তারিখ ও শুভ সময়সূচী জেনে রাখুন। 
🧚🧚🧚



হিন্দু সনাতন ধর্মে দীর্ঘদিন ধরে একটি প্রথা চলে আসছে সেটি হল সাধ ভক্ষণ। মা ও সন্তানের সুস্বাস্থ্য কামনায় এই দিনটি করা হয়ে থাকে। যারা সন্তান সম্ভাবনা মহিলা রয়েছেন তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য। আপনারা হিন্দু সনাতন ধর্মে যারা বিশ্বাস রাখেন। একটি কথা মনে রাখবেন সমস্ত কাজ শুভ দিনে শুভ তিথিতে করতে হয়। তাহলেই শুভ ফল পাওয়া যায়। এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে চলেছেন চৈত্র মাসের সাধ ভক্ষণের শুভ তারিখ ও সময়সূচী। আপনারা সাধ ভক্ষণ করাবেন অথবা করাতে চান পূর্বে থেকেই জেনে রাখুন কোন দিনটা আপনার ক্ষেত্রে ভালো হবে সেই দিনটা চয়ন করুন। 


*পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের প্রথম যে তারিখ আমরা পাচ্ছি সেটি হল ১৬ ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ। ইংরাজ(30 March 2025) সাল। শুভ দিনটি হল রবিবার। এই দিনে আপনারা যে শুভ সময়ের মধ্যে মূল পর্বটি করবেন সেটি হলো দুপুর ১২ : ৫২ মিনিট থেকে ১: ৪১ মিনিটের মধ্যে।


*পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের দ্বিতীয় যে তারিখ আমরা পাচ্ছি ২০ চৈত্র১৪৩১ বঙ্গাব্দ। ইংরেজি(3 April 2025) সাল। শুভ দিনটি হল বৃহস্পতিবার। এই দিনে আপনারা যে শুভ সময়ের মধ্যে করাবেন সেটি হলো দুপুর ১২:২০ মিনিট এর মধ্যে।



*পঞ্জিকা অনুসারে এই চৈত্র মাসের তৃতীয় যে তারিখ আমরা পাচ্ছি ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ ইংরেজি (7 April 2025) সাল। শুভ দিনটি হলো সোমবার। এই দিনে যে শুভ সময়ের মধ্যে আপনারা মূল পর্বটি করবেন সেটি হল সকাল ১০:০৪ মিনিটের মধ্যে।


💐💐💐



*পঞ্জিকা অনুসারে শেষ তারিখ যে পাওয়া যাচ্ছে পঞ্চ- মৃত সাধ ভক্ষণ ২৭ চৈত্র1431 বঙ্গাব্দ ইংরেজি (10 April 2025) সাল। শুভ দিনটি হল বৃহস্পতিবার। এই দিনে আপনারা যে সময়ের মধ্যে সাধ ভক্ষণ করাবেন অথবা দেবেন দুপুর ১: ১১ মিনিট থেকে ২:৪৬ মিনিটের মধ্যে সময়টা যথেষ্ট ভালো এই সময়ের মধ্যে করাবেন। 


 আপনারা যারা মা হতে চলেছেন। আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ভগবান আপনাদের মনস্কামনা পূর্ণ করুক এটুকুই কামনা করি। আপনারা অবশ্যই ডাক্তারি পরামর্শে থাকবেন এবং ভগবানকে স্মরণ করবেন। 

                                              ধন্যবাদ



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

How to Identify an Intelligent Child: According to Astrology

How to Identify an Intelligent Child: According to Astrology