ধনু রাশি (Sagittarius ) ১৪৩২ বঙ্গাব্দ কেমন যাবে। বাংলা নববর্ষের জন্য কতটা সুখময় সেটি প্রতিবেদনের মধ্যে আপনারা জানতে চলেছেন।
বাংলা নতুন বছর ১৪৩২ সাল। এই বছরে আপনারা শনি গ্রহের (ঢাইয়া) এর মধ্যে চলে আসছেন। আপনারা তথাপি অন্যান্য গ্রহের অবস্থান অনুসারে কিছুটা ভালো অবস্থানে থাকবেন। বৃহস্পতি গ্রহ এই পুরোটা বছর আপনাদের অনেক ক্ষেত্রে রক্ষা করবে এবং পজেটিভ এনার্জি দেবে। সেই কারণে আপনারা নেগেটিভ ভাবনার সরিয়ে রেখে পজিটিভ ভাবনা মনের মধ্যে রাখুন ভালো ফল পাবেন।
💐
বছরের শুরু থেকেই মনের মধ্যে আপনাদের অনেক ক্ষেত্রে আলোড়ন দেখতে পাওয়া যাবে। মনের মধ্যে এই আলোড়ন পরিবারের কোনো সদস্য মনের মধ্যে নিয়ে আসতে পারে অথবা আপনি বিবাহিত হয়ে থাকেন বিবাহিত পার্টনার দ্বারা মনের মধ্যে আলোড়ন তৈরি হতে পারে।
নিজের মধ্যে একটি ব্যক্তিত্ব ফুটে উঠবে। আপনি যে ধরনের ব্যক্তিত্ব নিয়ে চলতে ভালোবাসেন সেই রকম ব্যক্তিত্ব স্পষ্ট রূপে আপনার চোখে মুখে দেখতে পাওয়া যাবে। আপনার নিজের ভাবনা চিন্তা অনুসারে নিজের জীবন কাজকর্ম ইচ্ছা সেগুলো অতিবাহিত করবেন। বছরের প্রথম দিকে আপনারা যারা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন আপনার ভাগ্যের পরিবর্তন হতে চলেছে।
আপনার মনের মধ্যে যথেষ্ট পজিটিভ এনার্জি দেখতে পাওয়া যাবে। আপনারা যারা ভাবছেন নতুন কিছু শুরু করবেন সেটা হতে পারে ব্যবসা অথবা নিজে নিজে কোন রকম কাজকর্ম তালে অবশ্যই সঠিক সময় পাবেন বছরের শুরুর দিকে।
বছরের মধ্যবর্তী সময় এখানে আপনাদের কিছু প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যাচ্ছে। যে প্রাপ্তি যোগ আপনাদের হবে সেটা সম্পত্তি গত দিক থেকে হতে পারে অথবা আপনাদের পৈতৃক সম্পত্তি কোথাও গচ্ছিত ছিল যে অর্থ আপনি হস্তান্তর করতে পারছিলেন না এই সময় পেয়ে যাবেন।
এছাড়াও আপনারা যারা লটারিতে আগ্রহ রাখেন এখান থেকেও হঠাৎ করে বড় অর্থ প্রাপ্তির সম্ভাবনা উজ্জ্বল দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক বিষয়ে অনেকটা সাবলম্বী আপনি হবেন কারণ সঠিক ক্ষেত্রে সঠিক চিন্তা ভাবনা অনুসারে পদক্ষেপ রাখবেন। নিজে অবশ্যই আনন্দিত থাকবেন এবং পরিবারের সবাইকে সেই আনন্দ শেয়ার করবেন। আপনার পরিবারের সদস্যরা তারাও আনন্দ উপভোগ করবেন।
পূর্বেই আপনাদের বলেই দিয়েছি, শনি গ্রহের কিছুটা নেগেটিভ এনার্জি আপনাদের মধ্যে কাজ করবে। পারিবারিক ক্ষেত্রে যথেষ্ট আর্থিক ব্যয় হবে বিশেষভাবে দেখাচ্ছে পরিবারের সদস্যের কারো শরীর স্বাস্থ্যের জন্য সে অর্থ ব্যয় হতে পারে। এছাড়া অহেতুক
পরিবারের কোনো রকম সামগ্রী অথবা ঘর বাড়ি থাকা সত্ত্বেও নতুন করে কোন রকম ভাবনা চিন্তা অগ্রগতি ক্ষেত্রে আর্থিক ব্যয় বৃদ্ধি হতে পারে। কর্ম স্থানের শত্রুপক্ষ যথেষ্ট চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। কর্ম স্থানের শত্রু যেমন আপনাকে চ্যালেঞ্জের মুখে ফেলবে সেই অনুসারে আপনি যে পদক্ষেপ গুলি রাখবেন এই পদক্ষেপটা আপনাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে।
এই বাংলা নতুন বছরে আপনাদের সুযোগের দিক থেকে কোনরকম আশাহত হবার প্রশ্নই থাকছে না। ১৪৩২ সালে আপনারা যথেষ্ট সুযোগ পাবেন। এই সুযোগ যেকোনো দিক থেকে হতে পারে নতুন কোন যোগাযোগ হতে পারে অথবা আপনাদের বিবাহিত কোনরকম সম্পর্ক উঠে আসতে পারে, এছাড়াও আপনারা দ্বি-মুখী কোনো রকম ইন-কামের দিকে ধাবিত হতে পারেন। এক কথায় বলতে হলে সুযোগের দিক থেকে কোনরকম হতাশ হওয়ার প্রশ্ন থাকছে না।
এই বাংলা নতুন বছরে আপনারা কোন কিছু শিখবেন ভাল গুরুর সান্নিধ্যে আসতে চলেছেন। আপনাদের যাদের সন্তান আছে সন্তানের জন্য যে ভাবনার চিন্তা রেখে পদক্ষেপ রাখবেন, সেগুলি খুবই ইতিবাচক পদক্ষেপ হতে চলেছে। আপনাদের মানসিকতার অনেক পরিবর্তন অবশ্যই আসবে।
যে বিষয়ের প্রতি আপনি কোন রকম খারাপ ভাবনা নিয়ে চলছিলেন, সেই ভাবনা মনের মধ্যে থেকে দূরে চলে যাবে। এই ১৪৩২ সালে আপনার কেউ পথপ্রদর্শক আসতে চলেছে। যিনি আপনার জীবনের আমূল পরিবর্তন নিয়ে আসতে পারে। আপনি যদি ভালো ফ্যামিলির হয়ে থাকেন অর্থাৎ ভালো পরিবার থেকে উঠে আসেন, তাহলে পরিবারের যে একটি গুড উইল আছে সেটিকে ব্যবহার করতে পারবেন।
শরীরশাস্ত্র: আপনার শনি গ্রহের থেকে কিছুটা নেগেটিভ এনার্জির মধ্যে থাকলেও শারীরিক দিক থেকে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না। অবশ্যই এই বছরে আপনারা একটু মানসিকভাবে মনের মধ্যে নানান ধরনের চিন্তা নিয়ে থাকবেন। বিভিন্ন ক্ষেত্রে আপনার একটু দুশ্চিন্তা করতে দেখা যাবে।
পড়াশোনা:আপনারা যারা মধ্যশিক্ষা ক্ষেত্রে রয়েছেন এই বছরে যথেষ্ট মনোযোগ আপনাকে রাখতে হবে। উচ্চ শিক্ষা ক্ষেত্রে যারা রয়েছেন অবশ্যই ভালো কিছু আপনারা করতে চলেছেন।
ভালোবাসা সম্পর্ক: আপনাদের ভালবাসার সম্পর্ক মধ্যমা বলা যেতে পারে। আপনারা বিবাহিত রয়েছেন আপনাদের মধ্যে ভালোবাসা সব থেকে বেশি থাকবে। এছাড়াও এই বছরে কোনো বিবাহিত পুরুষ অথবা মহিলার সঙ্গে আপনার যথেষ্ট ঘনিষ্ঠা সম্পর্ক গড়ে উঠতে পারে।
বিবাহিত জীবন: বিবাহিত জীবন যথেষ্ট মধুর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনাদের গড়ে উঠবে। আপনাদের একে অপরের মধ্যে যথেষ্ট বিশ্বাস জন্মাবে। দুজনের মধ্যেই যথেষ্ট বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। যেকোনো কাজের মধ্যে আপনারা দুজনেই হাতে হাত মিলিয়ে কাজ করবেন এবং তাহা সম্পন্ন করবেন।
ব্যবসা: এই বছরে গ্রহের যে অবস্থান বছরের প্রথম দিকে আপনারা নতুন কোন ব্যবসা শুরু করবেন সেটা শুরু করতেই পারেন। এছাড়াও পারিবারিক ব্যবসা মধ্যে যারা রয়েছেন উন্নতি করতে পারবেন, তবে অবশ্যই সেই ব্যবসা নতুন কিছু দিক আনতেই হবে। এক কথাই বলতে হলে নতুন চিন্তাভাবনার দিকে অগ্রগতি রাখতে হবে পুরানো নীতি ছাড়তে হবে।
কর্ম: কর্ম ক্ষেত্র অবশ্যই শত্রু বৃদ্ধি হচ্ছে। এরকম শত্রু বৃদ্ধি হওয়ার কারণে আপনি যাহাই করছেন সেই কর্মের মধ্যে আরও দ্রুততা দেখতে পাওয়া যাবে। আপনার মধ্যে মনে হবে যদি একটু অবহেলা করি তাহলে আমি পিছনে পড়ে যাব। সেই কারণেই যথেষ্ট একাগ্রতা দিয়ে এবং সময় দিয়ে যে কোন কাজের মধ্যে নিয়ে যেতে রয়েছেন যথেষ্ট নিয়োজিত থাকতে দেখা যাবে। এই বছরে পারিবারিক যারা কর্ম করছেন মনোযোগ বেশি রাখতে হবে। এই বছরে আপনারা যারা কোনরকম প্রশাসনিক অথবা সৈনিক এরকম ক্ষেত্রে চেষ্টা রাখছেন সে ক্ষেত্রে কর্ম প্রাপ্তি সম্ভাবনা যথেষ্ট থাকছে। এছাড়া আপনারা যারা ড্রাইভিং জানেন ভালো যোগাযোগ আসতে পারে কর্মের বিষয়ে।
ভাগ্য: এই বছরে আপনাদের ভাগ্য খুব একটা খারাপ থাকছে না ।হ্যাঁ অবশ্যই কর্মক্ষেত্রের মধ্যে কিছু প্রতিযোগী আপনাদের থাকবে। এরকম প্রতিযোগী থাকা সত্ত্বেও নিজের ভাগ্যের উন্নতি আপনারা করতে পারবেন। কেউ পরামর্শ দাদা আপনাদের জীবনে আসতে চলেছে যে আপনার জীবন আপনার ব্যক্তিত্ব আপনার কর্ম আমূল পরিবর্তন নিয়ে আসতে পারে। আপনার জীবনে কোন শুভাকাঙ্ক্ষী প্রবেশ করতে চলেছে এই বাংলা নতুন বছরে। কারণ ভগবান সমস্যা যেমন দিয়ে থাকেন। সেখান থেকে উদ্ধার হওয়ার কোন বিষয় উল্লেখ করে দেন তাই এই বাংলা নতুন বছরে যেহেতু শনি গ্রহ থেকে কিছু নেগেটিভ এনার্জি আপনাদের মধ্যে আসবে তেমনি এখান থেকে পরিত্রান পাওয়ার পথও দেখিয়ে দেবেন কোন ব্যক্তির দ্বারা।
আর্থিক: এই বছরে আকস্মিক অর্থ প্রাপ্তি সম্ভাবনা থাকছে। বছরের মধ্যবর্তী সময়ে আপনারা অনেকটা অর্থ হাতে পাবেন।
আপনার গুরুত্বপূর্ণ সময়https://www.astrologypred.in/2025/04/sagittarius-2025-indian-astrological.html
এই প্রতিবেদনে যে সমস্ত বক্তব্য রাখা হয়েছে সমস্ত কিছু নিজের জীবনের সঙ্গে সম্পূর্ণ মিলিয়ে দেখবেন না। যে সমস্ত প্রতিবেদনে লেখা হয়েছে সম্ভাব্য ফলাফল হিসাবে নেওয়ার চেষ্টা রাখবেন। আপনি যদি মনে করেন নিজের জন্ম কুণ্ডলী বিচার করবেন তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন।
Online Consultancy
MOB:9836308473
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন