জ্যোতিষ শাস্ত্রে শুধু যোগ দেখলেই হবে না,কতটা ভোগ করবেন তাও ! বৈদিক জ্যোতিষ
এই প্রতিবেদনে সমস্ত বক্তব্য আমার নিজস্ব চিন্তাভাবনা।
জ্যোতিষ শাস্ত্রে ৩০০ রকমের যোগ আছে,কিছু যোগ জন্মকালীন কুন্ডলি তে জন্ম থেকেই হয়ে থাকে। আবার কিছু যোগ গ্রহের গোচরে সময় অনুসারে হয়ে থাকে।
সব থেকে বড় বিষয় হলো আপনি কি কর্ম করেন। আপনার মধ্যে কোন ধরনের ব্যক্তিত্ব বেশি আছে। কারন আমরা জ্যোতিষ শাস্ত্রে বলে থাকি সৎ হলে জীবনে উন্নতি করা যায় ভগবানের প্রিয় হওয়া যায় এরকম উল্লেখ করে থাকি।
বাস্তবিক ক্ষেত্রে আমাদের মানবজাতির প্রত্যেকের মধ্যে কিছু না কিছু লোভ থাকে। সেই লোভ অনুসারে সেই ব্যক্তি জীবনে কাজ কর্ম করে থাকেন। তিনি যে কাজ করেন অন্যের কাছে সেই কাজ খারাপ হতে পারে কিন্তু সেই ব্যক্তির কাছে সেটাই তার কর্ম।
এই কারণে বাস্তবিক ক্ষেত্রে দেখতে হবে সেই ব্যক্তি কোন ধরনের কর্ম করেন। সেটা সমাজের পক্ষে ভালো কাজ না খারাপ কাজ বিষয় সেটা নয়।
একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন গুরু চন্ডাল যোগ নিশ্চয়ই আপনারা কম-বেশি শুনেছেন অথবা জানেন।
কিন্তু আজ আমি আলোচনা করব যদি কারোর লগ্ন থেকে তৃতীয় ঘরে গুরু চন্ডাল যোগ থাকে অথবা গোচরে যদি সৃষ্টি করে এবং সেই ব্যক্তির মধ্যে কোনরকম অন্য পথে ইনকাম করার ভাবনা চিন্তা থাকে তাহলে সেটা কিন্তু তার কাছে শুভ।
কারণ সেই ব্যক্তি সেই ধরনের কর্ম করতেই যথেষ্ট উৎসাহিত মনে করেন। তৃতীয় স্থানে এই যোগ থাকলে আধুনিক সমাজের বিভিন্ন রকম সাইবার প্রতারণা সঙ্গে যুক্ত থাকে অথবা (প্রতারণা)। এই ব্যক্তির মধ্যে এইরকম বিষয়ে যথেষ্ট জ্ঞান /চতুরতা থাকে।
আবার এক দিক থেকে দেখতে হলে একজন সাধারণ মানের ব্যক্তি চিন্তাভাবনা ভিন্ন। এই ধরনের চিন্তাভাবনা তার মনের মধ্যে থাকে না তার কাছে এটি অবশ্যই খারাপ লাগতে পারে।
এই কারণেই যে কোন যোগ আপনাকে খারাপ অথবা ভালো দিতে পারে সেটি নিয়ে বেশি চিন্তা করবেন না। কতটা ভোগ করতে পারবেন চিন্তা করুন। আপনি কোন ধরনের কর্ম করেন তারপর নির্ভর করছে। জ্যোতিষ শাস্ত্রের বিভিন্ন যোগ আপনার জীবনযাত্রা আপনার কর্ম কতটুকু প্রভাবিত করবে।
এই বিষয়টা আপনাকে অবশ্যই আগে জানতে হবে জানতে হবে। এক কথায় বলতে হলে আপনি কোন ধরনের ব্যক্তিত্ব নিয়ে চলেন কি কর্ম করেন তারপরে অনেকটা যোগ নির্ভর করছে। এই কারণে সমস্ত যোগ খারাপ নয় অথবা ভালো নয়। আপনি কতটুকু ভোগ করবেন বিষয়টা সেটাই।
Online Consultancy
MOB:9836308473
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন