মকর রাশি ১৪৩২ সাল আপনাদের কেমন যাবে:
বাংলা নতুন বছর কেমন যেতে পারে:-
মকর রাশি আপনারা পূর্বে যে অবস্থায় ছিলেন সেই অবস্থা থেকে অনেকটা উন্নতি করতে চলেছেন। এই কারণেই আপনারা পূর্বের যে সমস্ত বিষয় যথেষ্ট ব্যতীত করছিল সেই বিষয়গুলো মন থেকে মুছে ফেলুন।
আবার নতুন করে আপনারা ভাবনা চিন্তা রাখুন বাংলা নতুন বছরে নতুন কিছু চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে চলুন। জীবনে চলার পথে সমস্যা,এটা থাকবেই কিন্তু সেই সমস্যাকে কিভাবে দূর করা যায় সেই পথটাকে অবলম্বন করে সামনের দিকে এগিয়ে যাওয়ার অগ্রগতি রাখুন।
🎆
এই ১৪৩২ সালে বছরের একটি মাস পরে অর্থাৎ জ্যৈষ্ঠ মাস থেকে চেষ্টা যথেষ্ট আপনাকে রাখতে হবে। আপনার মধ্যে যে কোন চেষ্টার মধ্যে আত্মবিশ্বাসটা কম থাকবে। আপনারা অবশ্যই যে কোন কাজের মধ্যে আত্মবিশ্বাস মনের মধ্যে রাখুন। যেকোনো কাজের মধ্যে ধৈর্য আনতে হবে এবং সময় দিতেই হবে তাহলেই সফলতা পাওয়া যাবে।
একটি কথা মনে রাখবেন অসম্পূর্ণ কাজ বা অসম্পূর্ণ শিক্ষা সেটা অবশ্যই আপনাকে একটিবারও আফসোস করতে হবে। আপনার অবশ্যই চেষ্টা রাখবেন যে কোন কাজের ক্ষেত্রে সেটা পূর্ণ রূপ দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থানে যেন থাকেন। কর্মক্ষেত্রের মধ্যে শত্রুতা /প্রতিদ্বন্দ্বী অবশ্যই থাকবে তাদেরকে পরাস্ত করে আপনাকে সামনের সারিতে অবস্থান করতেই হবে। বছরের প্রথম দিকটা কর্মের পরিবর্তন হওয়ার / স্থানান্তরিত হওয়ার যোগ থাকছে।
যারা বিদেশে থাকেন যথেষ্ট অর্থ পরিবারের মধ্যে আপনি ঠিক সময়ে পাঠিয়ে দিতে পারবেন। যাতে আপনাদের পরিবারের সকল সদস্য সুখে ও শান্তিতে থাকে। এই বাংলা নতুন বছর ১৪৩২ সালে কার্তিক মাস থেকে নতুন যদি কিছু শুরু করতে চান তাহলে অবশ্যই মনোনিবেশ করবেন। এই সময়ে আপনার নতুন ব্যবসা করতে চান যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে যাবেন।
এই সময়টা আপনাদের দিক থেকে যথেষ্ট অনুকুল সময় বলা যেতে পারে। বিভিন্ন রকম আপনার জীবনে যে ঘটনাগুলি ঘটবে সেগুলি অভিজ্ঞতা হিসাবে আপনার মধ্যে থাকবে।
আমি এই প্রতিবেদনে প্রথমেই শুরু করেছিলাম চেষ্টা আপনাদের রাখতে হবে ,তাই আপনারা যারা কোন রকম শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করবেন। নিজের শিল্পকলা যোগ্যতা সেটি আপনারা প্রমাণ করতে পারবেন। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছেন যথেষ্ট আপনার ক্রিয়াকলাপ, শিল্পকলা আপনি দেখাতে পারবেন।
এই সমস্ত ক্ষেত্রে এই বছরটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই বাংলা নতুন বছর আপনাদের কাছে একটি পরিবর্তনের বছর হতে পারে। যারা কথার মাধ্যমে কিছু করেন তাহলে বলব বছরটা আপনাদের কাছে নতুন নতুন কিছু সুযোগ নিয়ে আসতে চলেছে।
- আপনার জন্য সঠিক সময় জেনে রাখুন শঙ্খ বাজিয়ে শুভ সময় সূচনা করুন। ২০২৫ সালে সঠিক সময়ে জানুন "মকর রাশির"
পারিবারিক কোনো রকম সম্পত্তি যদি বিক্রি করেন বাজার মূল্য দেখে বিক্রি করার চেষ্টা রাখবেন তা না হলে উপযুক্ত অর্থ আপনার নাও পেতে পারেন। এই বছরে আপনার মাতার শরীর স্বাস্থ্যের সমস্যা নিয়ে একটু চিন্তা মনের মধ্যে বেশি থাকবে।
🌟
শরীরশাস্ত্র: আপনারা রাশির মধ্যে কোন পাপ গ্রহের দৃষ্টি থাকবেনা। সেই কারণে শরীর-স্বাস্থ্য ভালো বলা যেতে পারে তথাপি আপনারা শরীর স্বাস্থ্যের কোনরকম সমস্যা হলে সেটি ইগনোর করবেন না।
পড়াশোনা: এই ১৪৩২ সালে আপনাদের পড়াশোনার প্রতি যথেষ্ট মনোযোগ রাখতে হবে।
বিবাহিত জীবন: বিবাহিত জীবন আপনাদের যথেষ্ট ভালো যদি কোন রকম সমস্যা আপনার থাকে তাহলে আপনারা কার্তিক মাস থেকে সেরকম সমস্যা দূর করতে পারবেন অথবা দূরে চলে যাবে। এই বছরে আপনারা যারা বিবাহিত রয়েছেন আপনার পার্টনারের কাজ কর্মের যথেষ্ট উন্নতি হতে চলেছে।
ভালোবাসা: নিজের মনের মতন করে আপনারা যারা আপনার সঙ্গী অথবা সঙ্গিনী কে দেখতে চান সেক্ষেত্রে কিছুটা আপনি বাধার সম্মুখীন হতে পারেন। আপনার মনে হতে পারে এত ভালবাসা দেওয়া সত্ত্বেও তবুও যেন নিজের মতো করে পাচ্ছেন না
ব্যবসা: আপনারা যারা নতুন ব্যবসা শুরু করবেন তাহলে এই বছরে আপনারা চিন্তা-ভাবনা রাখতে পারেন। এই বছর নতুন কিছু আপনারা শুরু অবশ্যই করতে পারবেন। আপনারা যারা ব্যবসা করছেন যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করবেন।
কর্ম: আপনারা যারা কোনরকম দোভাষী ভাষা জানেন অথবা কথাবার্তা গুছিয়ে বলতে পারেন তাহলে অবশ্যই এই বাংলা নতুন বছর ১৪৩২ সালে কর্ম প্রাপ্তি অথবা প্রফেশনালি যথেষ্ট ভালো কিছু করতে চলেছেন। আপনারা যারা নিউজ অ্যাঙ্কারিং অথবা এডুকেশন ক্ষেত্রে রয়েছেন তাহলে ভালো কিছু আপনারা অবশ্যই করতে পারবেন।
আর্থিক: হঠাৎ করে অর্থ পাওয়া সম্ভবনা আপনাদের থাকছে এই বাংলা নতুন বছরে। একটা কথা অবশ্যই মনে রাখবেন অর্থ বুঝে শুনে ব্যয় করার চেষ্টা রাখবেন। যেখানে অর্থ বিনিয়োগ করবেন উপযুক্ত ব্যক্তির পরামর্শ নিয়েই বিনিয়োগ করার চেষ্টা রাখবেন।
যাহা কাজকর্ম করবেন যথেষ্ট ধৈর্য সহকারে করার চেষ্টা রাখবেন। একটি কথা মনে রাখবেন কেউ কিন্তু শিখে এই পৃথিবীতে আসে না এখানেই কি শিখতে হয়। যে কোন কাজের ক্ষেত্রে অসম্পূর্ণ রাখবেন না সেটি সমাপ্ত করার চেষ্টা রাখবেন। যেকোনো কাজ শুরু করবেন যদি অর্থ ঋণ নিয়ে শুরু করতে চান, তাহলে অবশ্যই বুঝে শুনে সেটি শুরু করার চেষ্টা রাখবেন। নিজের মধ্যে আত্মবিশ্বাস রেখে সমস্ত কাজ করবেন অপরের প্রতি ভরসা বেশি রাখবেন না।
উপরের সমস্ত বক্তব্য নিজের জীবনের সঙ্গে হুবহু মিলিয়ে দেখবেন না সম্ভাব্য ফলাফল হিসাবে দেখার চেষ্টা রাখবেন।
ধন্যবাদ
Online Consultancy
MOB:9836308473
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন