ASTROLOGY

অক্ষয় তৃতীয়া, অক্ষত থেকে এসেছে চার রাশির জন্য শুভ : এই রাশি



অক্ষয় তৃতীয়া, অক্ষত থেকে এসেছে চার রাশির জন্য শুভ : এই রাশি

 অক্ষয় তৃতীয়া একটি শুভ দিন। ভাগ্য দেবতা যদি আপনার সঙ্গে থাকেন তাহলে এই অক্ষয় তৃতীয়া সারা জীবন আপনার মনের মনি কোঠায় অক্ষত থেকে যাবে। আমাদের জীবনে যখনই কোন শুভ ঘটনা ঘটে, সেটি সারা জীবনের মতো মনে থেকে যায়। এই রকম কিছু ঘটতে চলেছে এই শুভ দিনে ১২ রাশি আপনাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে। আপনাদের সঙ্গে ভালো কিছু ঘটতে চলেছে যেটা জ্যোতিষ শাস্ত্র অনুসারে ইঙ্গিত করছে। 

এইরকম প্রতিবেদন পাওয়ার জন্য অবশ্যই follows করে রাখুন।

শুভ তারিখ আপনারা জেনে রাখুন 30 April 2025 , শুভ দিনটি হল বুধবার। এই দিন অনুসারে যেমন একটি শুভ দিন তেমনি জ্যোতিষ শাস্ত্র অনুসারে গ্রহের অবস্থান চন্দ্রের অবস্থান অনুসারে একটি শুভ ও তাৎপর্য দিন। এই দিনে 12 রাশি আপনারা কম-বেশি প্রত্যেককেই কিছু না কিছু শুভ ফল পেতে চলেছেন। আমার বিচার বিশ্লেষণে আমি 4 রাশিকে প্রাধান্য দিচ্ছি এখানে যে চারটি রাশি আপনাদের সবথেকে ভালো দিন হতে পারে। 


প্রথম যে রাশি, হল কর্কট রাশি যথেষ্ট ভালো সময় আপনারা আজকের দিনে পাবেন। আপনারা যারা মনে মনে ভাবেন আকস্মিক আপনাদের জীবনে অর্থ আসতে পারে তাহলে আজকের দিনে এইরকম কিছু আপনাদের সঙ্গে ঘটতে চলেছে। যথেষ্ট পজেটিভ মাইন্ডে আজকের দিন আপনারা থাকবেন। যে কোনরকম ক্ষেত্রে আপনি জয়লাভ হতে পারেন।

এর পরবর্তী রাশি হল কন্যা রাশি আজকের দিন আপনাদের একটি ভালো দিন ধরে নিয়ে আপনি চলতে পারেন। হঠাৎ করে আপনাদের জীবনে কোন সুখবর আসছে সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। আকস্মিক কিছু আপনাদের জীবনে ঘটতে চলেছে যেটা অর্থ-প্রাপ্তির দিকে অনেকটা ইঙ্গিত করছে।

এর পরবর্তী যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হল তুলা রাশি। অনেক রকম আপনারা মানসিক সমস্যা নিয়ে চলছেন সমস্যার অবসান হতে চলেছে। আপনি আশা রাখেননি এইরকম ক্ষেত্র থেকে লাভবান হতে পারেন। আকস্মিকভাবে ধন প্রাপ্তির যোগ যথেষ্ট থাকছে। 

এর পরবর্তী রাশি মকর রাশি। মনের মধ্যে উদ্বেগ আপনাদের কমছে। আপনাদের চিন্তাভাবনা যথেষ্ট উচ্চমানের সেটি লক্ষ্য করা যাচ্ছে। আপনার মধ্যে সৃজনশীলতা যথেষ্ট ফুটে উঠবে। আপনার আশা পূর্ণ হতে পারে। আপনাদের জীবনে হঠাৎ করে কোন বড় অর্থ আসার সম্ভাবনা প্রবল যোগ থাকছে। 





উপরের সমস্ত বক্তব্য নিজের জীবনের সঙ্গে সমস্ত কিছু হুবহু মিলিয়ে দেখবেন না। আপনারা সম্ভাব্য ফলাফল হিসাবে দেখার চেষ্টা রাখবেন। কারণ আপনার এক রাশি অন্য লগ্ন হতে পারে। এছাড়াও প্রত্যেক ব্যক্তির গ্রহের অবস্থান ভিন্ন ভিন্ন। আপনারা যারা জন্ম কুণ্ডলী বিচার করতে চান যোগাযোগ করতে পারেন। 

Online Consultancy 

MOB:9836308473


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

How to Identify an Intelligent Child: According to Astrology

How to Identify an Intelligent Child: According to Astrology