ASTROLOGY

এখন শনি মহারাজ আপনাকে কেমন ফল দেবেন, নিজেই জানতে পারবেন! Influence of Saturn


 শনি গ্রহের নেগেটিভ এনার্জি থেকে আমরা কমবেশি এর থেকেই একটু ভয় পেয়েই থাকি। একটি কথা মনে রাখবেন সমস্যা থাকলে তার সমাধান ও অবশ্যই আছে। 

এই প্রতিবেদনে আপনারা জানতে চলেছেন এই মুহূর্তে এখন শনি গ্রহ যে নক্ষত্র অবস্থান করে আছে সেই নক্ষত্র অনুসারে আপনি কেমন ফলাফল পেতে পারেন নিজেই বিচার বিশ্লেষণ করে জানুন;-

শনির বর্ণ গণনা-শনি সংক্রমণ কালে শনি ভাগ্য নক্ষত্রে (বর্তমানে ২৫ নম্বর নক্ষত্রে) প্রশ্নকর্তার জন্ম নক্ষত্র ও ১২ একত্রে যোগ করিয়া ৮ দ্বারা, ভাগ করিবেন। ভাগ শেষ :- 

*১ থাকিলে বর্ণ "নীল"এর ফল অর্থনাশ।

*২ থাকিলে বর্ণ "কৃষ্ণ"এর ফল দেহ পিড়া। 

* ৩ থাকিলে বর্ণ "পিঙ্গল"এর ফল ধনলাভ।

*৪ থাকিলে বর্ণ "লৌহ"এর ফল সর্বসুখ। 

*৫ থাকিলে বর্ণ "তাম্র"এর ফল ধর্মলাভ।

*৬ থাকিলে বর্ণ "ধূম্র"এর ফল রাজপূজা।

*৭ থাকলে বর্ণ "পাষাণ"এর ফল কঠিন সমস্যা। 

*৮ থাকিলে বর্ণ "মরকত'এর ফল মানসিক টেনশন।



উপরের এই সমস্ত বিষয় জ্যোতিষ শাস্ত্র অনুসারে আলোচনা করলাম। 

আমি প্রতিবেদনের পূর্বেই আলোচনা করেছি সমস্যা যখন আছে সমাধান অবশ্যই হবছ। আপনারা অবশ্যই কোন অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করতে পারেন। তবে এই প্রতিবেদনে শনি গ্রহের নেগেটিভ এনার্জি থেকে নিজেকে রক্ষা করার জন্য কয়েকটি উপায় জেনে রাখুন:-

অশুভ শনির পিত্যর্থে দান্যদ্রব্য - মসকলাই, তিল তৈল, কৃষ্ণতিল, লৌহ, সবস্ত্র ভোজ্য ও দক্ষিণার শহীদ"ওম ঐং হ্রীং শনৈশ্চরায় নমঃ"মন্ত্র পাঠ পূর্বক গ্রহ-বিপ্রকে দান করিবেন, অন্যথায় দান নিষ্ফল হইবে। 

এছাড়াও আপনারা নীলকান্ত মনি ধারণ করতে পারেন। নীলকান্ত মনির অভাবে আপনারা মূল ধারন করতে পারেন। 

শনির গোচরফল - শনি জন্ম রাশি হইতে বিত্তনাশ ও সন্তাপ, দ্বিতীয় মনেঃকষ্ট, তৃতীয় শত্রুক্ষয় ও ধনলাভ, চতুর্থের শত্রুবৃদ্ধি, পঞ্চম এ পুত্র ভৃত্য ও ধনোনাশ, ষষ্ঠে অর্থলাভ, সপ্তমী অনিষ্ট উৎপত্তি, অষ্টমে দেহ পীড়া, নবমীর ধনক্ষয়, দশমের রোগনাশ বা মানসিক উদ্বেগ, একাদশে বৃত্তলাভ দ্বাদশে অনর্থ হয়।


জ্যোতিষ শাস্ত্রের অনেক শর্তসাপেক্ষ আছে আপনারা অবশ্যই নিজের কুন্ডলী বিচার করিয়ে নেবেন কারণ শুধু চন্দ্রের অবস্থান নয় এখানে দেখতে হবে কোন শুভ গ্রহের দৃষ্টি আছে কিনা আপনার লগ্ন থেকেও বিচার করতে হবে। এই প্রতিবেদনে যে সমস্ত বিষয় আলোচনা করা হয়েছে, সমস্ত কিছু আপনার জীবনের সঙ্গে মিলিয়ে দেখবেন না। সম্ভাব্য ফলাফল হিসেবে দেখার চেষ্টা রাখবেন।

জ্যোতিষ শাস্ত্রের বিভিন্ন রকম যোগ থেকে কতটা ভালো ফল পাবেন জ্যোতিষ শাস্ত্রে শুধু যোগ দেখলেই হবে না, কতটা ভোগ করবেন দেখুন ! Vedic Astrology



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

How to Identify an Intelligent Child: According to Astrology

How to Identify an Intelligent Child: According to Astrology