ASTROLOGY

Virgo Horoscope May 2025: কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য মে মাস ২০২৫-এ কী কী ঘটতে চলেছে!


 Virgo Horoscope May 2025: কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য মে মাস ২০২৫-এ কী কী ঘটতে চলেছে!

যখন বড় গ্রহগুলো অর্থাৎ যে গ্রহগুলো দীর্ঘদিন ধরে একটি ঘরে অবস্থান করে থাকে সেই সমস্ত গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন আমাদের জীবনে একটি বড় পরিবর্তন ঘটে। ঠিক এইরকমই আপনারা নতুন কিছু অনুভূতির মধ্যে প্রবেশ করতে চলেছেন কারণ এই মাসে দুটি গ্রহ ঘর পরিবর্তন করতে চলেছে।

  • বৃহস্পতি গ্রহ ঘর পরিবর্তন করে এই মাসে আপনার রাশি থেকে দশম ঘরে প্রবেশ করছে।
  • এই মাসে ছায়া গ্রহ রাহু ঘর পরিবর্তন করে আপনার ষষ্ঠ ঘরে প্রবেশ করছে।
এই মাসে আপনার ভাগ্য স্থানে বুধ-আদিত্য যোগ এবং মাসের দ্বিতীয় সপ্তাহে অষ্টম ঘরেও বুধ-আদিত্য যোগ তৈরি হবে। এই পজিটিভ যোগের ফলে আপনি নতুন আর্থিক উৎস খুঁজে পাবেন।

দীর্ঘদিন ধরে করা কঠোর পরিশ্রম সাফল্যের মুখ দেখতে চলেছে। যে ক্ষেত্রে আপনারা প্রয়াস করছেন সেখানে যতটুকু করার ততটুকু আপনি প্রয়াস করেছেন কিন্তু ফল তেমন পাচ্ছেন না। এবার সময় এসেছে সেই সমস্ত ক্ষেত্র থেকে আপনার কঠিন পরিশ্রমের ফসল ঘরে তোলার।

আপনি যে ক্ষেত্রে কর্মরত আছেন অথবা আপনি যে কাজই করছেন তাতে আরও দায়িত্বশীলতার কাজ আরো দক্ষ কর্ম কৌশলী হিসেবে বৃদ্ধি পাচ্ছে। এতে কর্ম দক্ষতার উপরে আস্থা বৃদ্ধি পাচ্ছে। আপনারা ছোট বড় যে কোন কর্মক্ষেত্রের মধ্যেই থাকুন না কেন সেখানে আর্থিক লাভ করতে চলেছেন।

আপনারা যে বিষয়টির উপরে জোর দেবেন সেটি হল মনের মধ্যে নেতিবাচক ভাবনা আনবেন না। যেকোনো কাজের মধ্যে সফলতা এবং অ-সফলতা অবশ্যই থাকে। কোনো কাজ শুরু করার আগেই নেতিবাচক ভাবনা নিয়ে কাজ করবেন না। এই মাসে গ্রহের অবস্থান এবং আগত যে পরবর্তী মাস আসছে সেখানে গ্রহের যে অবস্থান থাকবে তাতে অবশ্যই আপনারা উন্নতি করতে পারবেন এবং আর্থিক অবস্থার বৃদ্ধি ঘটবে।

মাসের মধ্যবর্তী সময়ের পর থেকে, আপনাদের সঙ্গে যেসব আকস্মিক পরিবর্তন ঘটবে সেগুলি লিপিবদ্ধ করে রাখুন। কারণ পরবর্তী সময়ে সেই সমস্ত বিষয়ে আপনাকে আরও অগ্রগতি করতে হবে। কোন কোন বিষয়ে আপনাকে জোর দিতে হবে এবং কোন বিষয়ে আপনাকে আরও উন্নতি করতে হবে সেটা পরবর্তী সময়ে আপনি নিজে তুলে ধরতে পারবেন।

নিজের জন্ম কুণ্ডলী সঠিকভাবে বিচার-বিশ্লেষণ করার জন্য আপনি অনলাইনে পরামর্শ পেতে।
মোবাইল:9836308473

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

How to Identify an Intelligent Child: According to Astrology

How to Identify an Intelligent Child: According to Astrology