ASTROLOGY

Virgo Horoscope May 2025: কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য মে মাস ২০২৫-এ কী কী ঘটতে চলেছে!


 Virgo Horoscope May 2025: কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য মে মাস ২০২৫-এ কী কী ঘটতে চলেছে!

যখন বড় গ্রহগুলো অর্থাৎ যে গ্রহগুলো দীর্ঘদিন ধরে একটি ঘরে অবস্থান করে থাকে সেই সমস্ত গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন আমাদের জীবনে একটি বড় পরিবর্তন ঘটে। ঠিক এইরকমই আপনারা নতুন কিছু অনুভূতির মধ্যে প্রবেশ করতে চলেছেন কারণ এই মাসে দুটি গ্রহ ঘর পরিবর্তন করতে চলেছে।

  • বৃহস্পতি গ্রহ ঘর পরিবর্তন করে এই মাসে আপনার রাশি থেকে দশম ঘরে প্রবেশ করছে।
  • এই মাসে ছায়া গ্রহ রাহু ঘর পরিবর্তন করে আপনার ষষ্ঠ ঘরে প্রবেশ করছে।
এই মাসে আপনার ভাগ্য স্থানে বুধ-আদিত্য যোগ এবং মাসের দ্বিতীয় সপ্তাহে অষ্টম ঘরেও বুধ-আদিত্য যোগ তৈরি হবে। এই পজিটিভ যোগের ফলে আপনি নতুন আর্থিক উৎস খুঁজে পাবেন।

দীর্ঘদিন ধরে করা কঠোর পরিশ্রম সাফল্যের মুখ দেখতে চলেছে। যে ক্ষেত্রে আপনারা প্রয়াস করছেন সেখানে যতটুকু করার ততটুকু আপনি প্রয়াস করেছেন কিন্তু ফল তেমন পাচ্ছেন না। এবার সময় এসেছে সেই সমস্ত ক্ষেত্র থেকে আপনার কঠিন পরিশ্রমের ফসল ঘরে তোলার।

আপনি যে ক্ষেত্রে কর্মরত আছেন অথবা আপনি যে কাজই করছেন তাতে আরও দায়িত্বশীলতার কাজ আরো দক্ষ কর্ম কৌশলী হিসেবে বৃদ্ধি পাচ্ছে। এতে কর্ম দক্ষতার উপরে আস্থা বৃদ্ধি পাচ্ছে। আপনারা ছোট বড় যে কোন কর্মক্ষেত্রের মধ্যেই থাকুন না কেন সেখানে আর্থিক লাভ করতে চলেছেন।

আপনারা যে বিষয়টির উপরে জোর দেবেন সেটি হল মনের মধ্যে নেতিবাচক ভাবনা আনবেন না। যেকোনো কাজের মধ্যে সফলতা এবং অ-সফলতা অবশ্যই থাকে। কোনো কাজ শুরু করার আগেই নেতিবাচক ভাবনা নিয়ে কাজ করবেন না। এই মাসে গ্রহের অবস্থান এবং আগত যে পরবর্তী মাস আসছে সেখানে গ্রহের যে অবস্থান থাকবে তাতে অবশ্যই আপনারা উন্নতি করতে পারবেন এবং আর্থিক অবস্থার বৃদ্ধি ঘটবে।

মাসের মধ্যবর্তী সময়ের পর থেকে, আপনাদের সঙ্গে যেসব আকস্মিক পরিবর্তন ঘটবে সেগুলি লিপিবদ্ধ করে রাখুন। কারণ পরবর্তী সময়ে সেই সমস্ত বিষয়ে আপনাকে আরও অগ্রগতি করতে হবে। কোন কোন বিষয়ে আপনাকে জোর দিতে হবে এবং কোন বিষয়ে আপনাকে আরও উন্নতি করতে হবে সেটা পরবর্তী সময়ে আপনি নিজে তুলে ধরতে পারবেন।

নিজের জন্ম কুণ্ডলী সঠিকভাবে বিচার-বিশ্লেষণ করার জন্য আপনি অনলাইনে পরামর্শ পেতে।
মোবাইল:9836308473

Leo horoscope May 2025 — Leo


 Leo horoscope May 2025 — Leo


সিংহ রাশির May মাস ২০২৫ সাল। এই মাসে গ্রহের অবস্থান এবং গ্রহের গোচর আপনার জীবনকে কিভাবে প্রভাবিত করবে, তাহা এই জানতে চলেছেন।


এই মাসে আপনাদের রাশি গত দিক থেকে  সবথেকে ভালো যে বিষয়টা ঘটতে চলেছে তাহা হলো বৃহস্পতি ঘর পরিবর্তন করছে। মাসের মধ্যবর্তী সময়ে বৃহস্পতি গ্রহ আপনার সাফল্য স্থানে প্রবেশ করবে। এছাড়াও এই মাসে ছায়া গ্রহ রাহু ঘর পরিবর্তন করে আপনার সপ্তম ঘরে প্রবেশ করবে।

এই মাসে দুটি বিষয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে। বুধ সূর্য যোগ তৈরি হবে আপনার ভাগ্য স্থানে। আবার সূর্য বুধ যোগ তৈরি হবে আপনার দশম ঘরে। বুধ সূর্য যোগ একটি ভালো যোগ(বুধ আদিত্য)। সিংহ রাশির জাতক জাতিকারা এর সুফল অবশ্যই পেতে চলেছেন।

এই মাসে আপনারা ভাগ্য দেবতার কাছ থেকে কিছু উপহার পেতে চলেছেন। এর অর্থ এই যে, আপনারা ভাগ্যের সহায়তা পাচ্ছেন।

আপনারা একটা কথা ভুলবেন না, শনি গ্রহের ঢাইয়া এর মধ্যে আছেন। একটা নেতিবাচক প্রভাব আপনাদের সঙ্গে থাকবে। নেতিবাচক প্রভাব থাকা সত্ত্বেও বৃহস্পতি গ্রহ যখন ভালো ঘরে অবস্থান করবে, আপনারা এতটাই সফলতা পাবেন যে সমস্যা ভুলে যাবেন।

এই মাসে আপনাদের জীবনে যে কোনও রকম নতুন সুযোগ পেলে সেগুলি ভালোভাবে পর্যালোচনা করে তারপর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও দূর থেকে যোগাযোগ আসতে পারে। যে কোনও ক্ষেত্রে প্রথমেই আপনারা নেতিবাচক মনোভাব নিয়ে চলবেন না। যদি সিদ্ধান্ত নিতে সমস্যা হয় তাহলে একটু দেরি করে সিদ্ধান্ত নেবেন।

যেকোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে মাসের মধ্যবর্তী সময় পার করে হলে। এতে আপনাদের সফলতার পথে অনেকটা এগিয়ে।

যেকোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা মাসের মাঝামাঝি সময়ে সিদ্ধান্ত নিতে পারেন। এটি আপনাদের সফলতার পথে নিয়ে যাবে।

নিজের সম্বন্ধে বিশদ ভাবে জানতে হলে অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন। পরামর্শ দেওয়া হয়।

মোবাইল:9836308473




শুভ বিবাহের তারিখ ১৪৩২ বঙ্গাব্দ /২০২৫ খ্রিস্টাব্দ


 

শুভ বিবাহের তারিখ জ্যৈষ্ঠ মাস ১৪৩২ বঙ্গাব্দ /২০২৫ খ্রিস্টাব্দ


হিন্দু ধর্মে বিবাহ একটি পবিত্র বন্ধন। এই বন্ধন আরও সুদৃঢ় করতে ১৪৩২ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসের কোনো শুভ তারিখ দেখে বিবাহ করতে পারেন।


জৈষ্ঠ্য মাসের প্রথম বিবাহের শুভ তারিখ ৯ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, যা ২৪ মে ২০২৫ তারিখের সাথে মিলে যায়। শুভ দিনটি হল শনিবার। শুভ সময় রাত্রি ৭:৩২ থেকে ৯:৫১ মধ্যে বৃশ্চিক এবং ধনু লগ্নে, পুনঃ রাত্রি ১১:৩৮ থেকে ২:৪৩ মধ্যে কুম্ভ এবং মীন লগ্নে বিবাহের জন্য শুভ।


পরবর্তী তারিখ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, অর্থাৎ ২ জুন ২০২৫ খ্রিস্টাব্দ। শুভ কার্যের হলো সোমবার। শুভ সময় সন্ধ্যা ৭:৯ মিনিট থেকে রাত ১০:১৫ মিনিট এবং রাত ১১: ৩৫ মিনিট থেকে রাত ২: ৪২ মিনিট পর্যন্ত ধনু, মকর, কুম্ভ, মীন ও মেষ লগ্নে বিবাহ কার্য সম্পন্ন করা শুভ।


জৈষ্ঠ মাসের তৃতীয় যে তারিখ পাওয়া যাচ্ছে সেটি হলো, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ইংরেজি ১২ জুন ২০২৫ খ্রিস্টাব্দ। শুভ দিনটি হলো বৃহস্পতিবার। শুভ সময় সন্ধ্যা ৬:৩০ মিনিট থেকে রাত ৯:৪৮ মিনিটের মধ্যে ধনু এবং মকর লগ্নে বিবাহের জন্য শুভ।


জৈষ্ঠ মাস তথা শেষ যে তারিখ পাওয়া যাচ্ছে, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ অর্থাৎ ১৪ জুন ২০২৫ খ্রিস্টাব্দ। শুভ ক্ষণ হল শনিবার। বিবাহ রাত্রি ৭:৩৯ থেকে ১১:৪১ মধ্যে ধনু, মকর ও কুম্ভ লগ্নে হবে। এই দিনে অন্য যোগে পরে রাত্রি ১২:৫৯ মধ্যে কুম্ভ, মীন, ও মেষ লগ্নে হবে।


আপনারা বিবাহের শুভ দিন চয়ন করার জন্য অবশ্যই পুরোহিতের সঙ্গে পরামর্শ করবেন।


আপনার জন্ম রাশি অনুসারে কোন দিনে বিবাহ করলে আপনাদের বিবাহিত জীবন সুখী হতে পারে তা জানার জন্য অথবা বিবাহ যোগ্য বিচার করার জন্য যোগাযোগ করতে পারেন। অনলাইনে পরামর্শ দেওয়া হয়।

মোবাইল:9836308473





সাধ ভক্ষণ আষাঢ় মাস ১৪৩২ বঙ্গাব্দ, ২০২৫। সাধ ভক্ষণ, শুভ তারিখ ও সময়সূচী




 সাধ ভক্ষণ আষাঢ় মাস ১৪৩২ বঙ্গাব্দ, ২০২৫। সাধ ভক্ষণ, শুভ তারিখ ও সময়সূচী

সাধ ভোজন হিন্দু সনাতন ধর্মের একটি ঐতিহ্যবাহী প্রথা। মা ও সন্তানের সুস্বাস্থ্য কামনায় গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই দিনটি পালন হয়ে থাকে।

আষাঢ় মাস ১৪৩২ বঙ্গাব্দ। আপনারা যারা সাধ ভক্ষণ করাবেন অথবা করাতে চান, আপনারা এই প্রতিবেদনে সাধ ভক্ষণের শুভ দিন এবং শুভ সময় জানতে চলেছেন। শুভ দিন এবং শুভ সময়ে কোনও কাজ করলে সমস্ত কাজ শুভ হয়— এটি হিন্দু সনাতন ধর্মে বলা হয়েছে।

পঞ্জিকা অনুসারে সাধ ভক্ষণের শুভ তারিখ গুলি জেনে রাখুন।

  • পঞ্চামৃত সাধ ভক্ষণ ১১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ইংরেজি ২৬ জুন ২০২৫ সাল। শুভ দিনটি হল বৃহস্পতিবার। শুভ সময় সকাল ১১:২৫ থেকে বিকেল ৩:২০ এর মধ্যে।

  • পঞ্চামৃত সাধ ভক্ষণ ১২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ,ইংরেজি ২৭ জুন ২০২৫ সাল। শুভ দিনটি হল শুক্রবার। শুভ সময় সকাল ১১:৪০ মিনিটে।

  • সাধ ভক্ষণ ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ইংরেজি ২ জুলাই ২০২৫ সাল। শুভ দিনটি হল বুধবার। এই দিন সাধ ভক্ষণ হবে বিকেল ১:৩১ মিনিটে।
যে সময়সূচি গুলি উপস্থাপন করা হয়েছে সেগুলি ভারতীয় সময় অনুসারে দেওয়া হয়েছে। আপনারা যেখানে থাকেন সেই অনুসারে সময়টি অ্যাডজাস্ট করে নেবেন। 

আপনারা যারা মা হতে চলেছেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আপনারা অবশ্যই ডাক্তারি পরামর্শে থাকবেন এবং ভগবানকে স্মরণ করবেন।
                                                               ধন্যবাদ


You can get 90% profit on 1 dollar: Four zodiac signs are so bright! "astrological predictions"


 

ভাগ্য এতটাই উজ্জ্বল যে এক ডলার থেকে ৯০% লাভ করতে পারেন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে চার রাশির জন্য এইরকমই কিছু সংযোগ তৈরি হচ্ছে।

২০ মে ২০২৫, থেকে ৩০ মে পর্যন্ত মীন রাশির ঘরে শুক্র এবং শনি গ্রহ অবস্থান করবে। এই যে একটি সংযোগ তৈরি হচ্ছে যার ফলে রাশিচক্রে কয়েকটি রাশির জাতক-জাতিকাদের ভাগ্য যথেষ্ট উজ্জ্বল হবে। আগামী দিন এইরকম কিছু ঘটনা।

বৃষ রাশি, ব্যবসা অথবা স্ব-পেশা যে ক্ষেত্রেই আছেন সুচতুর বুদ্ধির দ্বারা সমস্ত বিষয় পর্যালোচনা করুন। এবং বুঝেশুনে পদক্ষেপ নিন কারণ লাভবান হবেন। এছাড়াও আকস্মিক কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। যে ক্ষেত্রেই বুদ্ধিমত্তার সহিত কিছু চেষ্টা করবেন কিছু না কিছু লাভ করবেন।

মিথুন রাশির কর্মক্ষেত্র অনেকটাই উজ্জ্বল হচ্ছে। নতুন কর্মের হাতছানি আপনার জন্য অপেক্ষা করছে। এছাড়াও বেতন বৃদ্ধি এবং ও উচ্চতর পদ লাভ করতে পারেন। আকর্ষণীয় কোনও স্থানে ভ্রমণে যাবার সুযোগ পেতে পারেন। এই ধরনের কিছু ঘটনা আকস্মিকভাবে আপনাদের জীবনে ঘটতে পারে।

সিংহ রাশির জাতক জাতিকারা কিছু লাভবান হতে পারেন। বিশেষ করে সম্পত্তি গত দিক থেকে লাভবান হতে পারেন। এছাড়া ও আকস্মিক ভাবে কিছু অর্থ প্রাপ্তি যোগ। পূর্বে কোথাও যদি আপনি বিনিয়োগ করে থাকেন, তাহলে সেখান থেকে অতিরিক্ত মুনাফার রূপে অর্থ আপনাদের সামনে আসতে পারে। এছাড়া ও অন্যান্য ক্ষেত্রে ও লাভবান হতে পারেন।

বৃশ্চিক রাশি, আপনারা হয়তো ভালো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। যারা মনে করেন অপ্রত্যাশিতভাবে আপনার জীবনে কিছু ভালো ঘটতে পারে, তাদের ক্ষেত্রে এই সময়ের মধ্যে তা হতে পারে। উত্তরাধিকার সূত্রে অথবা অন্য কোনও ক্ষেত্র থেকে লাভবান হতে পারেন।

প্রতিবেদনে যে সমস্ত বক্তব্য রাখা হয়েছে তা সমস্ত কিছু মিলিয়ে দেখবেন না। এটি কেবলমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে হিসাবে দেখবেন।

নিজের জন্ম কুণ্ডলী বিচার করতে হলে যোগাযোগ করতে পারেন অনলাইন পরামর্শ দেওয়া হয়।

MOB:9836308474




Taurus Horoscope May 2025: Your word is final!


 

বৃষ রাশি, আপনার কথার এত গুরুত্ব থাকবে যে যেকোনো বিষয়ে আপনার কথাই শেষ কথা বলে বিবেচিত হবে।

এই মাসে আপনাদের কিছু ইলেকট্রনিক্স গ্যাজেট যদি পুরানো হয়ে যায় এবং কতবার সমস্যা দেয় তাহলে রিপ্লেস করতে হবে।

কোনও বড় সংগঠনের দায়িত্ব আপনার হাতে আসতে চলেছে। কারণ সেই দায়িত্ব পরিচালনা করার মতো সম্পূর্ণ ক্ষমতা আপনার আছে। তাই আপনার কথাই শেষ কথা হবে।

কর্মক্ষেত্রে দায়িত্ব যথেষ্ট থাকবে। আপনি সর্বক্ষেত্রে নিজের প্রভাব বিস্তার করতে পারবেন বলে সবকিছু ঠিকঠাক পরিচালনা করতে পারবেন।

দীর্ঘদিনের কোনও কিছু বিষয়ে অধ্যয়নের ফলে আপনি আসল রহস্য উদঘাটন করতে চলেছেন। সেটা হতে পারে পড়াশোনা অথবা আপনার নিজের কর্মের ক্ষেত্র।

বিবাহিত যদি হন, তবে যথেষ্ট ভালোবাসা আপনাদের মধ্যে থাকবে এবং আপনি যে কমিটমেন্ট করেছেন সেই অনুযায়ী আপনার পার্টনারকে তার প্রাপ্য অবশ্যই দিতে পারবেন।

এই মাসে অনেক পার্টিতে আপনাকে অংশগ্রহণ করতে হবে। এছাড়াও গুরুত্বপূর্ণ মিটিংয়ে ও যোগদান করতে হবে। এই মাসে যথেষ্ট ভ্রমণের সম্ভাবনা দেখাচ্ছে।

এই মাসে আপনার জীবনে কোনো নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে। এই সম্পর্ক তৈরি হতে পারে অনলাইনে অথবা কোনো ভ্রমণ /কর্মক্ষেত্রে।


মাসের শেষের দিকে এমন একটা সময় আসবে যখন ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বা যে কোন ক্ষেত্রেই থাকুন না কেন, সেখানে আপনার সর্বক্ষেত্রে সফলতা অর্জন করবেন।

নিজের জন্ম কুণ্ডলী বিচার যদি করাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন।

অনলাইন পরামর্শ

মোবাইল:9836309473



Aries Horoscope : মে মাস 2025 এর গুরুত্বপূর্ণ পরামর্শ


 

Aries Horoscope : মে মাস 2025 এর গুরুত্বপূর্ণ পরামর্শ


বাসি খাবার থেকে বিরত থাকবেন। আপনি কোন বয়সে আছেন, আপনার শারীরিক অবস্থা কেমন, সেই অনুযায়ী খাদ্য গ্রহণ করার চেষ্টা করুন।


পকেটে টাকা যে টাকা রাখবেন। আপনার আর্থিক অবস্থা স্মরণ করে যেকোনো ক্ষেত্রে কারোর সাথে আর্থিক লেনদেন। কেবলমাত্র নিজের অর্থ থাকলে তবেই আর্থিক দেবেন।


বাড়িয়ে কথা বলে শত্রু বৃদ্ধি করবেন না। আপনাদের যাদের শত্রু বেশি আছে তাদের সঙ্গে বাড়িয়ে বাড়িয়ে কথা বলবেন না তারা আরো আপনার প্রতি আক্রোশ বোধ করে।


বিবাহিত সম্পর্ক নিয়ে পরিবারের মধ্যে সমস্যা হলে, মা ও স্ত্রীর মধ্যে সম্পর্কের ভারসাম্য বজায় রাখবেন। আপনার আচরণ এমন হওয়া উচিত যাতে উভয় আপনার প্রতি কেউ খারাপ ধারণা ধারণা না পোষণ করে।


গুরুত্বপূর্ণ যেকোনো কাজের পরবর্তী পদক্ষেপ কী নিতে চাইছেন, তাহা প্রথমেই কারও সঙ্গে আলোচনা করবেন না। যদি আলোচনা করতেই হয়, তবে কেবলমাত্র বিশ্বস্ত সঙ্গে করবেন।


এখনই যদি মনের মধ্যে কোনও ইচ্ছা পূরণ না হয়, মনের মধ্যে দুঃখ আনবেন না। এই ধরনের ইচ্ছে পূর্ণ করার জন্য জমানো অর্থ অযথা ব্যয় করবেন না।


সর্বক্ষেত্রেই লাভ খুঁজে বেড়াবেন না। কিছু কিছু ক্ষেত্রে ত্যাগ স্বীকার করতে হয়। এটিই মানব জাতির মনুষ্যত্বের পরিচয় বহন করে।


এই প্রতিবেদনের সমস্ত বক্তব্য আপনার জীবনের সঙ্গে হুবহু মিলিয়ে দেখবেন না। এগুলি কেবলমাত্র সম্ভাব্য ফলাফল হিসেবে গ্রহণ করার চেষ্টা করুন। 


জন্ম কুণ্ডলী বিচার করার জন্য আমাদের সাথে 

অন-লাইন পরামর্শ 

মোবাইল:9836308473



Taurus Horoscope: বড় changes: সঠিক সময় জেনে রাখুন! ২০২৫ সাল


 

Taurus Horoscope: বড় changes: সঠিক সময় জেনে রাখুন! ২০২৫ সাল


বৃষ রাশির জাতক-জাতিকারা ২০২৫ সালে গ্রহের অবস্থান অনুসারে অন্যান্য রাশির তুলনায় ভালো অবস্থানে থাকবেন। আর এই ২০২৫ সালের ২০ অক্টোবর থেকে ৫ ডিসেম্বর ২০২৫, এই সময়ের মধ্যে এমন কিছু ঘটতে পারে যা আপনাদের আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।


কারণ এই সময় সৃষ্টির সব থেকে শক্তিশালী গ্রহ দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করবেন। এই রাশিতে বৃহস্পতি যথেষ্ট ইতিবাচক শক্তি দিয়ে থাকেন। এর ফলস্বরূপ আপনারাও ভালো ফলাফল পেতে চলেছেন।


  • নতুন যোগাযোগ গড়ে উঠছে। যে কোনো কাজের ক্ষেত্রে আত্মবিশ্বাস বজায় আপনাদের মধ্যে থাকবে। আপনি একজন হেল্পফুল ব্যক্তি হবেন।

  • যাহা পাবেন নিজের যোগ্যতায় নতুন আয়ের ক্ষেত্রে প্রবেশ করতে চলেছেন। আপনার মধ্যে পছন্দ-অপছন্দের একটি রুচিশীল ব্যক্তি অথবা মহিলা রূপে দেখা যাবে। নিজের ব্যক্তিত্ব ভালোভাবে প্রকাশিত করতে পারবেন।


  • বিবাহের যোগা যোগ তৈরি হবে। সুখী জীবন যাপন করার। ব্যবসা শুরু করতে পারবেন।


  • যে ক্ষেত্রেই চেষ্টা করবেন সেই ক্ষেত্রেই আপনি কিছু না কিছু অর্জন করতে চলেছেন। এই সময় আপনারা মাটি মুঠো করলে সেটি সোনায় রূপান্তরিত হবে।

নিজের জন্ম কুণ্ডলী বিচার করতে হলে অবশ্যই যোগাযোগ করতে পারেন।

Online Consultancy

MOB:9836308473



Virgo Horoscope : শুক্র এবং শনি গ্রহ মিলে আপনার আয় বাড়িয়ে দেবে!

 



Virgo Horoscope : শুক্র এবং শনি গ্রহ মিলে আপনার আয় বাড়িয়ে দেবে!


শুক্র গ্রহ এবং শনি গ্রহ, এছাড়া অন্যান্য গ্রহ যেমন ছায়া গ্রহ রাহু ও বুধ আদিত্য যোগ আপনার আর্থিক উন্নতি বাড়িয়ে তুলতে পারে। এই সবই কিছু আপনার জীবনে ঘটতে পারে ২০২৫ সালের মে মাসের মধ্যে।

বিষয়টি একটু বিস্তারিত জানুন:-


আপনার দ্বিতীয় এবং নবম ঘরের অধিপতি শুক্র এই মুহূর্তে আপনার রাশি থেকে সপ্তম স্থানে অবস্থান করছেন। এই সপ্তম ঘরে শুক্র উচ্চ অবস্থানে আছেন, আর শনি গ্রহ এই ঘরে অবস্থান করছেন। এছাড়া আগামী ২০ মে , 2025 তারিখে ছায়া গ্রহ রাহু স্থান পরিবর্তন করে আপনার ষষ্ঠ ঘরে প্রবেশ করবে। ষষ্ঠ ঘর অর্থাৎ উপচয় ঘর, এই ঘরে রাহু ভালো ফলাফল প্রদান করে। এর ফলে আপনারা অতিরিক্ত সুবিধা প্রাপ্ত হবেন।


আবার এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে আপনার ভাগ্য স্থানে বৃহৎ আদিত্য যোগ সৃষ্টি হবে। বৃহৎ আদিত্য যোগ আপনাকে যেকোনো কাজের ক্ষেত্রে আরও অগ্রাধিকার দান করবে। আবার একটি ঘটনা ঘটছে সেটি হল দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনার দশম ঘরে প্রবেশ করবে।


এই যে এতগুলি ইতিবাচক বিষয় উঠে আসছে যার ফলে মে মাস জুড়ে শুক্র গ্রহ সপ্তম ঘরে যেহেতু অবস্থান করবে। আপনাদের জীবনে নতুন আর্থিক উৎস তৈরি হতে পারে। আপনি কাজের মধ্যে মনোনিবেশ করুন। আকস্মিক কিছু নতুন ইন-কামের পথ খুলতে পারে।


জ্যোতিষ বিষয়ে নিজের জন্ম কুণ্ডলী অথবা অন্য যেকোনো পরামর্শের জন্য আমার সঙ্গে

অনলাইন পরামর্শ পরিষেবা

মোবাইল:9836308473


Astrology secret explained: কীভাবে তৈরি করবেন নবগ্রহের রক্ষাকবচ!


 Astrology secret explained: কীভাবে তৈরি করবেন নব গ্রহের রক্ষাকবচ!


জ্যোতিষশাস্ত্রে নব গ্রহ নিয়ে সমস্ত বিচার-বিশ্লেষণ হয়ে থাকে। এই নব গ্রহ যে অবস্থানে রয়েছে তার উপর ভিত্তি করে আমাদের জীবন প্রভাবিত হয়। যেমন এক ব্যক্তির কোন ধরনের দশা চলছে, কী রাশি অথবা লগ্ন, এর উপর ভিত্তি করে তার দৈনন্দিন জীবনের ঘটনাবলী নির্ভর করে এবং পরবর্তী যে দিনগুলি আসছে তাহা কেমনভাবে চলবে তাও অনেকটাই নির্ধারণ হয়ে থাকে।


যদি এমন হতো যে, এই নয়টি গ্রহের মধ্যে যদি অন্তত তিন থেকে চারটি গ্রহকে পজেটিভ অবস্থানে আনা যেত— অর্থাৎ আমাদের জীবনে যাতে তিন থেকে চারটি গ্রহ ইতিবাচক ফলাফল প্রদান করে। এই ইতিবাচক শক্তি যদি পাওয়া যায় তাহলে আমাদের জীবনের দৈনন্দিন পথ চলা অনেকটা সুবিধাজনক হয়ে যায়।


এক ব্যক্তির জন্ম কুণ্ডলীতে একাধিক গ্রহ সাধারণত শুভ অবস্থানে পাওয়া যায় না। তবে উপায় রয়েছে যা যদি আপনারা অনুসরণ করতে পারেন তবে নব গ্রহের রক্ষাকবচ হিসাবে তাহা উপলব্ধি করতে পারবেন।

বিষয়টি জেনে রাখুন:


ধরুন আপনার লগ্ন অনুসারে কয়েকটি গ্রহ আপনার যোগ কারক গ্রহ, যে গ্রহ আপনাকে শুভ ফলাফল দেয়। আবার কয়েকটি গ্রহ আপনার দিক নেগেটিভ ফলাফল দিতে পারে। এই বিষয়টি আপনার জন্ম কুণ্ডলী অনুসারে, একটু পর্যালোচনা করে নিন। অথবা কোনও জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করুন। এর পরবর্তী বিষয় হলো আপনার পরিবারের যত জন সদস্য আছে, ধরুন আপনি স্বামী, স্ত্রী এবং আপনার একটি সন্তান।


একটি কথা মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্রে এক একটি ঘর আমাদের বিভিন্ন রকম নির্দেশ করে। আপনি যে ধরনের কাজ করছেন এবং কাজ অনুসারে যে গ্রহটি আপনার জন্ম কুন্ডলী তে নেতিবাচক ফল দিতে পারে সেই গ্রহের রত্ন চয়ন করুন। তার পরবর্তী ধাপে যদি আপনার বিবাহিত স্ত্রী থাকেন, তাহলে তার বা যদি আপনি পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর জন্ম কুন্ডলী তে দেখে নিন যে গ্রহটি আপনাকে নেতিবাচক ফল দিতে পারে, সেই গ্রহটি আপনার পরিবারের অন্যান্য সন্তান অথবা স্ত্রীর দিক থেকে কেমন ফলাফল দেবে। অর্থাৎ, যে গ্রহটি আপনার নেতিবাচক ফলাফল দিতে পারে কিন্তু অন্যদিকে আপনার স্ত্রী অথবা আপনার সন্তানের দিক থেকে সম্পূর্ণ ইতিবাচক ফল দিতে পারে। তাহলে এই ব্যাপারটি আপনি হয় তো বুঝতে পারছেন। ধরুন, আপনার কুন্ডলী তে যে গ্রহটির দশা ভালো, সেই গ্রহের রত্ন ধারণ করলেন। তারপর আপনার স্ত্রীর দিক থেকে যে গ্রহটি আপনার জন্য নেতিবাচক ফল দিতে পারে সেই গ্রহের রত্ন তিনি ধারণ করলেন। এরপর আপনার সন্তানের দিক থেকে যে গ্রহটি আপনার জন্য নেতিবাচক ফল দিতে পারে সেই গ্রহের রত্ন সে ধারণ করলেন। এইভাবে আপনারা পরিবারের মধ্যে একটি গ্রহের বলয় তৈরি করলে দেখবেন, নেতিবাচক থেকে শুভ ফলাফল আপনার জীবনে আসতে পারে। কারণ আপনার স্ত্রী অথবা আপনার সন্তানের উন্নতি মানে অবশ্যই আপনারও উন্নতি।


এইভাবে বিষয়টি পর্যালোচনা করে অর্থাৎ তিন বা ততোধিক জন্ম কুণ্ডলী বিচার-বিশ্লেষণ করে এই রক্ষাকবজ টি অথবা বলয় তৈরি করতে হবে। তাহলেই আপনারা ভালো ফলাফল পাবেন।


এই ধরনের বিশেষ জন্ম কুণ্ডলী বিচার করতে হলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এক্ষেত্রে আপনাকে উল্লেখ করতে হবে যে আপনার "রক্ষা কবচ" করাতে চান।

অনলাইন পরামর্শ

মোবাইল:9836308473



Pisces Horoscope : ২০২৫ সালে মীন রাশির জন্য ভালো কিছু ঘটবে!


Pisces Horoscope : ২০২৫ সালে মীন রাশির জন্য ভালো কিছু ঘটবে!


মীন রাশির জাতক জাতিকারা জীবনে একটি ভালো সময় আসতে চলেছে এই ২০২৫ সালে, সেটি হল ২০ অক্টোবর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত। এই সময় মীন রাশির অধিপতি এবং দশম ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি একটি পজেটিভ অবস্থানে থাকবে।


এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে যে ফলাফল গুলি আসতে পারে, সেগুলি নিয়ে আলোচনা করা হল



  • আপনারা শনি গ্রহের সাড়ে সাতি এর র মধ্যম পর্ব  রয়েছেন। বৃহস্পতি গ্রহ পঞ্চম ঘরে অবস্থান করার ফলে শনি গ্রহের নেতিবাচক প্রভাব অনেকটা আপনাদের জীবন থেকে সাময়িক ভাবে বন্ধ থাকবে।

  • মনের মধ্যে নতুন করে আত্মবিশ্বাস জন্মাবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাওয়ার কারণে যেকোনো ক্ষেত্রে আপনারা নিয়োজিত থাকলে সেখানে সুস্থ মস্তিষ্কে সমস্ত কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন।

  • যারা বিবাহিত জীবনে রয়েছেন এবং পরিবার পরিকল্পনা করার কথা ভাবছেন, তাদের জন্য এই সময়টি উপযুক্ত। তাই এ ব্যাপারে চিন্তাভাবনা শুরু করতে পারেন।

  • আপনারা যারা অবিবাহিত আছেন, আপনাদের জীবনে একজন ভালোবাসার সঙ্গী বা সঙ্গিনী পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যিনি আপনাকে মানসিকভাবে অনুপ্রেরণা যোগাবেন।


  • আমাদের প্রত্যেকের মধ্যেই মানসিকভাবে কিছু আশা থাকে। এই সময় আপনাদের কিছু বাস্তবিক আশা অথবা চিন্তাভাবনা সফল হতে চলেছে।

  • আপনারা যারা কম বয়সী এবং নিজের পড়াশোনা নিয়ে যথেষ্ট চিন্তা ভাবনা করেন , তাহলে এই সময়টা আপনার পক্ষে থাকবে বলা যেতে পারে। আপনি যেকোনো পড়াশোনার মধ্যেই ই থাকুন না কেন, সেখানে আপনি ভালো ফলাফল করতে পারবেন।


নিজের জন্ম কুণ্ডলী বিচার করলে আপনারা কোন ক্ষেত্রে ভালো অবস্থানে থাকবেন সেটা জানতে পারবেন। আপনারা যারা নিজের জন্ম কুণ্ডলী বিচার করতে চান আপনারা
 অবশ্যই যোগাযোগ করতে পারেন।

Online Consultancy

MOB: +91-9836308473
 

ছায়া গ্রহ রাহু: এই দিনে রাহুকে তুষ্ট করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হবে।


 

Shadow Planet Rahu : এই দিনে রাহু গ্রহকে তুষ্ট করলেই  মনস্কামনা পূর্ণ হবে!


কলিযুগে ছায়া গ্রহ রাহু কে বাদ দিয়ে কোনো কিছু ভাবাই যায় না। আপনার জীবনে আকস্মিকভাবে কোনো আর্থিক পরিবর্তন হতে হলে অবশ্যই ছায়া গ্রহ রাহুর প্রভাব দরকার। আপনার জন্মকালীন কুণ্ডলী তে অথবা গোচরে যদি ভালো অবস্থানে ছায়া গ্রহ রাহু অবস্থান করে, তবে রাতারাতি আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে।


আপনারা একটি দিন পাচ্ছেন সেটি হল ১১ই মে ২০২৫ সাল। এই দিনে আপনারা প্রত্যেকেই শ্রী নৃসিংহ দেব দেবতাকে স্মরণ করবেন। ছায়া গ্রহ রাহু থেকে ভালো ফলাফল পাবেন। এই মুহূর্তে অথবা আপনার জন্মকালীন কুন্ডলী তে রাহু যদি খারাপ অবস্থানে থাকে তাহলে আপনারা কোনও খারাপ ফল পাবেন না। এছাড়াও আপনারা রাহু গ্রহের বীজমন্ত্র জপ করতে পারেন, এতে পরবর্তী যে দিনগুলি আসছে তাতে ভালো ফলাফল পাবেন। ॐ ভ্রম ভ্রম ভ্রম সঃ রাহবে নমঃ


২০ মে ২০২৫ সালে রাহু গ্রহ রাশি পরিবর্তন করবে। এই সময় রাহু কালপুরুষের দ্বাদশ ভাবে অবস্থান করছে। যার ফলে বিশেষ কয়েকটি রাশির জাতক জাতিকারা শেষ মুহূর্তে ভালো কিছু ফল পেতে পারেন। আকস্মিক ভাবে আপনার জীবনে কোনও পরিবর্তন অথবা হঠাৎ অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। পূর্বে যদি আপনারা ভালো ফলাফল না পেয়ে থাকেন তবে রাশি পরিবর্তন করার আগে এই ছায়া গ্রহ রাহু আপনাদের জন্য কোনও বড় উপহার দিয়ে যেতে পারে। এই রাশি গুলি হল, বৃষ রাশি, তুলা রাশি, মকর রাশি। রাহু যে আর কয়েকটা দিন এই ভাবে অবস্থান করবে আপনাদের জীবনে হঠাৎ একটি ভালো পরিবর্তন নিয়ে আসতে পারে।


২০ মে ২০২৫,, এরপর থেকে যে কয়েকটা রাশি তাদের জীবনে শুভ যোগাযোগ নিয়ে আসতে পারে: মেষ রাশি, বৃষ রাশি, কন্যা রাশি, ধনু রাশি


নিজের অথবা পরিবারের জন্ম কুণ্ডলী বিচার করার জন্য অবশ্যই যোগাযোগ করুন।


MOB:9836308473







কারখানা/ /দোকান ঘর উদ্বোধনের শুভ সময় জ্যৈষ্ঠ মাস ১৪৩২ বঙ্গাব্দ : 2025 The right time to start a business!

 কারখানা/ /দোকান ঘর উদ্বোধনের শুভ সময় ১৪৩২ বঙ্গাব্দ।



হিন্দু সনাতন ধর্মে সমস্ত কিছু শুরু ক্ষেত্রে একটি শুভ দিন ধার্য করা হয়ে থাকে। আপনারা যারা নতুন কিছু কারখানা আরম্ভ করবেন অথবা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন ১৪৩২ সালের শুভ তারিখগুলি জেনে রাখুন।


আপনি যে আয়ের উৎস তৈরি করছেন সেটি যাতে দীর্ঘায়ু হয় সেজন্য অবশ্যই আপনারা শুভ দিন দেখে শুরু করুন। তাহলে শুভ ফল অবশ্যই পাবেন।


  • ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ মে ২০২৫ খ্রিস্টাব্দ। শুভ দিনটি হল বুধবার। এই দিনে শুভ লগ্ন হল দিবা ১২:৪২ মিনিটে।
  • ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ মে ২০২৫ খ্রিস্টাব্দ। শুভ দিনটি হল বৃহস্পতিবার। শুভ লগ্ন দিবা ১২:২০ মিনিটের মধ্যে।
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ৫ জুন ২০২৫ খ্রিস্টাব্দ। শুভ দিনটি হল বুধবার। শুভ লগ্ন দিবা ১১:৩৭ মিনিটের মধ্যে।
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ৬ জুন ২০২৫ খ্রিস্টাব্দ। শুভ দিনটি হল বৃহস্পতিবার। এই দিনে শুভ লগ্ন হল দিবা ১১:৫৭ মিনিটে।


আপনারা পূর্ব থেকেই জেনে রাখবেন কোন দিনটি আপনার ক্ষেত্রে সুবিধাজনক হবে। আপনারা অবশ্যই পুরোহিত মহাশয়ের সহিত একবার কথা বলে নিন পূর্ণাঙ্গ দিন নির্ধারণ ক্ষেত্রে।


নিজের জন্ম কুণ্ডলী বা যে কোনো ধরনের সমস্যা সম্পর্কে অনলাইনে পরামর্শ পেতে যোগাযোগ করতে পারেন।


MOB:9836308473




খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে চমৎকার কিছু ঘটতে চলেছে!

 খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে চমৎকার কিছু ঘটতে  চলেছে!




১২ রাশির আপনারা প্রত্যেকেই কমবেশি ভালো কিছু ফলাফল পাবেন। এটি ঘটতে চলেছে ৭ মে ২০২৫ থেকে ১৪ মে ২০২৫ পর্যন্ত। এই সময়ের মধ্যে জ্যোতিষশাস্ত্রে একটি ভালো যোগ তৈরি হচ্ছে সেটি হল বুধ- আদিত্য যোগ এবং কালপুরুষের প্রথম ঘরে অর্থাৎ মেষ রাশির ঘরে এই যোগটি হচ্ছে।


মূলত যে কয়েকটা রাশি ভালো ফলাফল পাবে সেগুলি জেনে রাখুন।


মেষ রাশি : যথেষ্ট আত্মবিশ্বাসী অনুভব করবেন। যে ক্ষেত্রে কার্যরত সেই ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য লাভ করতে পারবেন। এই বিশ্বাস এতটাই প্রবল যে যেকোনো কাজের ক্ষেত্রে সাফল্য অর্জন নিশ্চিত।


মিথুন রাশি : এই যোগের ফলে আপনাদের জন্য শুভ চলেছে। দীর্ঘদিনের চরিতার্থ ইচ্ছা হতে পারে। এই সময়ে আপনাদের জীবনে একটি সুসংবাদ আসতে চলেছে। আমরা সবাই কিছু না কিছু প্রত্যাশা রাখি, সেইরকম অবশ্যই প্রত্যাশা করুন।


কর্কট রাশি আপনারা যথেষ্ট ভালো অবস্থানে থাকবেন কর্মক্ষেত্রে অনেক উন্নতি হতে চলেছে। নতুন যোগাযোগ যেমন আসবে তেমনি উচ্চতর পোস্টও আশা অবশ্যই আপনারা রাখতে পারেন। কারণ সময়টা আপনাদের পক্ষেই থাকছে। এই সময় আপনার যথেষ্ট সুনাম বিস্তার হতে পারে।


সিংহ রাশি আপনাদের ভাগ্য অনেক উজ্জ্বল হচ্ছে। ভাগ্যের কারণে চমৎকার কিছু হতে পারে সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন। নতুন নতুন সুযোগ আপনাদের আসতে চলেছে। একটি নতুন অনুভূতি নিয়ে আপনারা পরবর্তী দিনগুলি শুরু করবেন।


ধনু রাশি মনের মধ্যে অনেক বিষয়ে আপনাদের আসা জন্মাবে। আপনার মানসিকতার পরিবর্তন যথেষ্ট দেখতে পাওয়া যাবে। যেকোনো ক্ষেত্রে মধ্যে আপনার রয়েছেন সেখানে যথেষ্ট আপনি সেই বিষয়টা উপলব্ধি করবেন। যারা বিবাহিত রয়েছেন আপনার সন্তানের দিক থেকেও ভালো সময় আসছে।


আপনারা যারা নিজের জন্ম কুণ্ডলী বিচার করাতে চান, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন।

অনলাইন পরামর্শ

মোবাইল:9837308473





শঙ্খ বাজিয়ে শুভ সময় সূচনা করুন। ২০২৫ সালে সঠিক সময়ে জানুন "মকর রাশির"

 শঙ্খ বাজিয়ে শুভ সময় সূচনা করুন। ২০২৫ সালে সঠিক সময়ে জানুন "মকর রাশির"



শুভ মুহূর্ত আপনাদের জীবনে আসছে এই ২০২৫ সালে। আপনারা সর্বকালের সেরা সময় পেতে চলেছেন। দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তম ঘরে প্রবেশ করবে ২০শে অক্টোবর ২০২৫। এই সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে ৫ই ডিসেম্বর ২০২৫ পর্যন্ত, এই সময়কালের মধ্যে আপনারা যথেষ্ট শুভ ফল পেতে চলেছেন। আপনার সপ্তম ঘর অর্থাৎ কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি যথেষ্ট শক্তিশালী অবস্থানে থাকবেন।


এই সময়কালের মধ্যে বহুমুখী সুযোগ আপনারা প্রায় পেতে চলেছেন। কারণ একটি কথা মনে রাখবেন যে সৃষ্টির সবথেকে মজবুত এবং  গ্রহ বৃহস্পতি যখন ভালো অবস্থানে থাকে তখন  সুফল অবশ্যই প্রত্যেকেই পেয়ে থাকেন এবং আপনারাও পাবেন।


আপনাদের বিবাহিত জীবনে একটি খুশির মুহূর্ত আসছে। যারা বেকার আছেন তাদের নতুন কর্মক্ষেত্রে সুযোগ তৈরি হবে। দীর্ঘদিনের আপনার চেষ্টা সেটি সফলতার দিকে ইঙ্গিত করছে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তবে জীবনসঙ্গী/সঙ্গিনীর কর্মক্ষেত্রে যথেষ্ট সফলতা দেখতে পাওয়া যাবে। এছাড়াও বিবাহ সংক্রান্ত নতুন যোগাযোগ তৈরি হতে পারে এই সময়ে।


দীর্ঘদিন ধরে মানসিক ভাবে যারা টেনশনে ছিলেন আপনাদের খুশির দিন আসছে। এই সময় আপনারা কোন বড় দায়িত্ব পেতে চলেছেন। যথেষ্ট শুভ বুদ্ধির উদয় হবে আপনার মধ্যে। বাইরের জগতের কিছু সুখ যথেষ্ট অনুভব করবেন। যারা আপনারা ভাবেননি যে আপনারা জীবনে ভালো কিছু করতে পারে । এইরকম ভাবনা থেকে আপনারা সরে আসবেন। আপনার চিন্তাভাবনার আমূল পরিবর্তন হতে চলেছে। আপনারা যথেষ্ট ভাগ্যশালী কারণ বৃহস্পতি গ্রহ ১২ বছর পর আপনার জন্ম রাশি থেকে সপ্তম ঘরে প্রবেশ করছে।


সময়টাকে অবশ্যই সদ্ব্যবহার করবেন। কোনো না কোনো দিক থেকে আপনাদের জীবনে সুযোগ অবশ্যই আসবে। এছাড়াও বিবাহিত সম্পর্ক থেকে আকস্মিক কোনো প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।

                                                         ধন্যবাদ


জ্যোতিষ শাস্ত্রের পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

অনলাইন পরামর্শ

 

মোবাইল:9836308473




জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ব্যক্তিগত জন্ম কুণ্ডলী বিচার করা কতটা গুরুত্বপূর্ণ এবং দরকারী?

 জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ব্যক্তিগত জন্ম কুণ্ডলী বিচার করা কতটা গুরুত্বপূর্ণ এবং দরকারী?



জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ব্যক্তিগত জন্ম কুণ্ডলী বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।এটি  আমাদের জীবনের বিভিন্ন দিক যেমন,  শিক্ষা,  কর্ম,  বিয়ে,  সন্তান,  আর্থিক অবস্থা ইত্যাদি সম্পর্কে  ভবিষ্যদ্বাণী করতে সাহায্য করে।  জন্ম তারিখ,  সময় এবং স্থানের উপর ভিত্তি করে  কুণ্ডলী তৈরি করা হয় এবং  গ্রহ-নক্ষত্রের অবস্থান বিশ্লেষণ করে  ভবিষ্যৎ  বাণী  প্রদান করা হয়।  একজন অভিজ্ঞ জ্যোতিষীর  সাহায্য নেওয়া  জরুরি,  কারণ  তিনি কুণ্ডলী সঠিক  বিশ্লেষণ  করে  ভবিষ্যতের  সম্ভাব্য  ঘটনা  সম্পর্কে  সঠিক  মার্গ দর্শন  দিতে  পারবেন।  এই  মার্গ দর্শনের  মাধ্যমে  আমরা  জীবনের  বিভিন্ন  প্রতিকূল  পরিস্থিতির  জন্য  প্রস্তুত  থাকতে  পারি  এবং  সুযোগগুলি  সদ্ব্যবহার  করতে  পারি।

বৈদিক জ্যোতিষশাস্ত্র, যা ভারতীয় জ্যোতিষশাস্ত্র নামেও পরিচিত, হিন্দুধর্মের বেদ থেকে উদ্ভূত একটি প্রাচীন জ্ঞান। এটি স্বর্গীয় বস্তুর অবস্থান এবং গতিবিধির উপর ভিত্তি করে মানুষের জীবন এবং ভাগ্যের ভবিষ্যদ্বাণী করার একটি পদ্ধতি। বৈদিক জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করে যে গ্রহ-নক্ষত্রের অবস্থান মানুষের জীবনে প্রভাব ফেলে এবং এই প্রভাব গুলি বোঝার মাধ্যমে আমরা আমাদের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে অন্তর্দৃষ্টি লাভ করতে পারি।

সামুদ্রিক জ্যোতিষশাস্ত্র, প্রাচীন ভারতীয় জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ শাখা, যা নক্ষত্রের অবস্থান এবং গ্রহের গতিবিধির উপর ভিত্তি করে ভবিষ্যৎবাণী করে।  এটি ব্যক্তির জন্ম সময়ের নক্ষত্রের অবস্থান বিশ্লেষণ করে তার জীবনের বিভিন্ন দিক, যেমন ব্যক্তিত্ব, সম্পর্ক, কর্মজীবন, স্বাস্থ্য ইত্যাদি সম্পর্কে ভবিষ্যদ্বাণী প্রদান করে।

নাড়ী জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি প্রাচীন ভারতীয় চিকিৎসাশাস্ত্র আয়ুর্বেদের সাথে ওতপ্রোতভাবে জড়িত।  নাড়ী পরীক্ষা করে একজন অভিজ্ঞ বৈদ্য রোগ নির্ণয় করতে পারেন।  শুধু তাই নয়,  নাড়ীর স্পন্দন পর্যবেক্ষণ করে ভবিষ্যৎবাণী ও করা হয়, যা  নাড়ী জ্যোতিষ নামে পরিচিত।  এই পদ্ধতিতে  ব্যক্তির  শারীরিক ও মানসিক অবস্থা,  সাফল্য, ব্যর্থতা, আয়ু  ইত্যাদি বিষয়ে ভবিষ্যদ্বাণী করা হয়।

জ্যোতিষশাস্ত্রে কৃষ্ণমূর্তি পদ্ধতি একটি অনন্য এবং গুরুত্বপূর্ণ বিষয়।  এটি মূলত কে.এস. কৃষ্ণমূর্তি দ্বারা প্রবর্তিত।  এই পদ্ধতিতে,  গ্রহের অবস্থান এবং নক্ষত্রের উপর ভিত্তি করে ভবিষ্যদ্বাণী করা হয়।  এটি  প্রাচীন  জ্যোতিষশাস্ত্রের  নিয়ম  থেকে  ভিন্ন  এবং  অনেক  ক্ষেত্রে  অধিক  সুনির্দিষ্ট  ফলাফল  প্রদান  করে।

ফলিত জ্যোতিষশাস্ত্র হল জ্যোতিষ বিদ্যার একটি শাখা যা ব্যক্তিগত জন্ম পত্রিকা বিশ্লেষণ করে ভবিষ্যৎবাণী করার চেষ্টা করে। এটি জন্মের সময় গ্রহ-নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে ভবিষ্যতের ঘটনা সম্পর্কে ধারণা দেয়।  ফলিত জ্যোতিষশাস্ত্র বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন: ব্যক্তিগত জীবন, সম্পর্ক, কর্মজীবন, আর্থিক অবস্থা, স্বাস্থ্য ইত্যাদি।

গণিত ও জ্যোতির্বিজ্ঞানের মধ্যে এক গভীর ও  ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান। জ্যোতির্বিজ্ঞানের  অনেক  গুরুত্বপূর্ণ আবিষ্কার  গণিতের  বিভিন্ন শাখার, যেমন ক্যালকুলাস, ত্রিকোণমিতি এবং জ্যামিতির  উপর নির্ভরশীল।  গ্রহের গতিপথ, নক্ষত্রের অবস্থান এবং মহাজাগতিক ঘটনাবলী ব্যাখ্যা করার জন্য  গণিতের  প্রয়োগ অপরিহার্য।

জন্ম কুণ্ডলী বিচার সংক্রান্ত পরামর্শের জন্য যোগাযোগ করুন। 

অনলাইন পরামর্শ পরিষেবা উপলব্ধ।

মোবাইল: ৯৮৩৬৩০৮৪৭৩


গাড়ি কেনার শুভ তারিখ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ/ ইংরেজি ১৬ মে থেকে ১৬ জুন ২০২৫


 

গাড়ি কেনার শুভ তারিখ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ/ ইংরেজি ১৬ মে থেকে ১৬ জুন ২০২৫

একটি কথা মনে রাখবেন, আপনার পছন্দের ও মূল্যবান জিনিস শুভ দিনে কিনতে হয়। তাহলে এই জিনিসটা অবশ্যই আপনাকে শুভ ফল প্রদান করবে।

এই শুভদিনে শুধু গাড়ি নয়, যে কোন বৈদ্যুতিন জিনিস কিনলে ভবিষ্যতে আপনার জীবনে সুফল আনবে।

৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ মে ২০২৫, সোমবার।

৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ মে ২০২৫, শুক্রবার।

২১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ৫ জুন ২০২৫, বৃহস্পতিবার।

২২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ৬ জুন ২০২৫, শুক্রবার।

২৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ জুন ২০২৫, বুধবার।

২৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১২ জুন ২০২৫, বৃহস্পতিবার।

জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে পরামর্শ করার জন্য আমাদের সাথে।

অনলাইন পরামর্শের জন্য

মোবাইল:9836308473



কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্য উজ্জ্বল দেখে নিন !


 
কোন কোন রাশির জাতক জাতিকাদের  ভাগ্য উজ্জ্বল হবে দেখে নিন।  

লক্ষ্মীর কৃপায় ঘরে আসবে অঢেল ধন।  সুখ শান্তি  বজায় থাকবে।  ব্যবসায়  লাভ হবে।  পারিবারিক জীবনে সুখের ছোঁয়া লাগবে।  নতুন কিছু কাজের সুযোগ পেতে পারে।

এখন নব গ্রহের যে অবস্থান আছে, সেই অনুসারে তিন রাশি আপনাদের যথেষ্ট ভাগ্য উজ্জ্বল হচ্ছে।

প্রথম যে রাশি যথেষ্ট লাভবান হতে চলেছেন সেটি হল বৃষ রাশি। বহুমুখী সুযোগ আপনাকে আসতে চলেছে। এই সময়ে নিজেকে ব্যবহার করুন।

এর পরবর্তী লাভবান হতে চলেছেন সেটি হল কর্কট রাশি। যথেষ্ট আপনাদের ভাগ্য উজ্জ্বল হচ্ছে। জীবন থেকে হারিয়ে যাওয়া বিষয়গুলো আবার আপনার জীবনে ফিরে আসছে। 

এ পরবর্তী যেটা ছিল আহ্বান হতে পারেন সেটি হল কন্যা রাশি। হঠাৎ করে নতুন যোগাযোগ আসছে। বহুমুখী পায়ের সুযোগ আপনার সামনে আসতে চলেছে।

এ পরবর্তী রাশি বৃশ্চিক রাশি, যথেষ্ট আনন্দিত থাকবেন। কারণ আপনার সঙ্গে ভালো কিছু ঘটতে যাচ্ছে। হঠাৎ আর্থিক উন্নতি হতে চলেছে।

Scorpio Horoscope 2025 : Jupiter & abundant positive energy ! বৃশ্চিক রাশি

Scorpio Horoscope 2025:Jupiter & abundant positive energy ! বৃশ্চিক রাশি

 

Scorpio Horoscope 2025 : Jupiter & abundant positive energy ! বৃশ্চিক রাশি 


বৃশ্চিক রাশি ২০২৫ সাল আপনাদের কাছে একটি অকল্পনীয় সাল হতে চলেছে। দীর্ঘদিন পরে আপনারা নিজের মনের মতন করে সময়টাকে কাটাতে পারবেন। কারণ কয়েকটা মাস আপনাদের কাছেই যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। 

দেবগুরু বৃহস্পতি যথেষ্ট পজেটিভ অবস্থানে থাকবে। এর ফলস্বরূপ আপনারাও ভালো ফলাফল পেতে চলেছেন এবং যথেষ্ট পজেটিভ এনার্জি আপনারা পাবেন।

২০ অক্টোবর থেকে ৫ ডিসেম্বর ২০২৫ সাল। এই সময় কাল আপনাদের দিক থেকে একটি গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। আপনার জীবনে একটি আমল পরিবর্তন আসতে চলেছে। দেব গুরু বৃহস্পতি যথেষ্ট উচ্চ অবস্থানে থাকবে। 

সৃষ্টির সবথেকে মজবুত গ্রহ যখন উচ্চ অবস্থানে থাকে তার ফল অবশ্যই শুভ হয়ে থাকে। আর আপনার এদিক থেকে যোগ কারক গ্রহ বৃহস্পতি গ্রহ এর ফলস্বরূপ অবশ্যই আপনাদের জীবনে ভালো কিছু হতে চলেছে। 

আপনার মধ্যে আত্মবিশ্বাস যথেষ্ট থাকবে। ভাগ্য দেবতা আপনার সহায় থাকবেন। আপনাদের জীবনে এমন কিছু ঘটতে চলেছে যেটা আপনাদের সারা জীবন মনে থাকবে। সামনের দিকে পথ চলার নতুন একটি দিগন্ত খুলতে চলেছে আপনাদের সামনে।

আপনার দীর্ঘদিনের মনের ইচ্ছা সেটি পূর্ণ হতে চলেছে। যেকোনো কাজের ক্ষেত্রে আপনি রয়েছেন সেখানেই আপনার সেই কাজের বিস্তার যথেষ্ট হবে। আপনাদের সামনে বহুমুখী সুযোগ আসতে চলেছে। সর্বক্ষেত্রেই আপনার একটি জয়জয়কার বলা যেতে পারে। 

                                                         ধন্যবাদ

Online Consultancy 

MOB:9836308473

জ্যোতিষ শাস্ত্রে শুধু যোগ দেখলেই হবে না,কতটা ভোগ করবেন তাও ! বৈদিক জ্যোতিষ

 জ্যোতিষ শাস্ত্রে শুধু যোগ দেখলেই হবে না,কতটা ভোগ করবেন তাও ! বৈদিক জ্যোতিষ







এই প্রতিবেদনে সমস্ত বক্তব্য আমার নিজস্ব চিন্তাভাবনা। 

জ্যোতিষ শাস্ত্রে ৩০০ রকমের যোগ আছে,কিছু যোগ জন্মকালীন কুন্ডলি তে জন্ম থেকেই হয়ে থাকে। আবার কিছু যোগ গ্রহের গোচরে সময় অনুসারে হয়ে থাকে। 

সব থেকে বড় বিষয় হলো আপনি কি কর্ম করেন। আপনার মধ্যে কোন ধরনের ব্যক্তিত্ব বেশি আছে। কারন আমরা জ্যোতিষ শাস্ত্রে বলে থাকি সৎ হলে জীবনে উন্নতি করা যায় ভগবানের প্রিয় হওয়া যায় এরকম উল্লেখ করে থাকি। 

বাস্তবিক ক্ষেত্রে আমাদের মানবজাতির প্রত্যেকের মধ্যে কিছু না কিছু লোভ থাকে। সেই লোভ অনুসারে সেই ব্যক্তি জীবনে কাজ কর্ম করে থাকেন। তিনি যে কাজ করেন অন্যের কাছে সেই কাজ খারাপ হতে পারে কিন্তু সেই ব্যক্তির কাছে সেটাই তার কর্ম। 

এই কারণে বাস্তবিক ক্ষেত্রে দেখতে হবে সেই ব্যক্তি কোন ধরনের কর্ম করেন। সেটা সমাজের পক্ষে ভালো কাজ না খারাপ কাজ বিষয় সেটা নয়।

একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন গুরু চন্ডাল যোগ নিশ্চয়ই আপনারা কম-বেশি শুনেছেন অথবা জানেন। 

কিন্তু আজ আমি আলোচনা করব যদি কারোর লগ্ন থেকে তৃতীয় ঘরে গুরু চন্ডাল যোগ থাকে অথবা গোচরে যদি সৃষ্টি করে এবং সেই ব্যক্তির মধ্যে কোনরকম অন্য পথে ইনকাম করার ভাবনা চিন্তা থাকে তাহলে সেটা কিন্তু তার কাছে শুভ। 

কারণ সেই ব্যক্তি সেই ধরনের কর্ম করতেই যথেষ্ট উৎসাহিত মনে করেন। তৃতীয় স্থানে এই যোগ থাকলে আধুনিক সমাজের বিভিন্ন রকম সাইবার প্রতারণা সঙ্গে যুক্ত থাকে অথবা (প্রতারণা)। এই ব্যক্তির মধ্যে এইরকম বিষয়ে যথেষ্ট জ্ঞান /চতুরতা থাকে।

আবার এক দিক থেকে দেখতে হলে একজন সাধারণ মানের ব্যক্তি চিন্তাভাবনা ভিন্ন। এই ধরনের চিন্তাভাবনা তার মনের মধ্যে থাকে না তার কাছে এটি অবশ্যই খারাপ লাগতে পারে।

এই কারণেই যে কোন যোগ আপনাকে খারাপ অথবা ভালো দিতে পারে সেটি নিয়ে বেশি চিন্তা করবেন না। কতটা ভোগ করতে পারবেন চিন্তা করুন। আপনি কোন ধরনের কর্ম করেন তারপর নির্ভর করছে। জ্যোতিষ শাস্ত্রের বিভিন্ন যোগ আপনার জীবনযাত্রা আপনার কর্ম কতটুকু প্রভাবিত করবে।

 এই বিষয়টা আপনাকে  অবশ্যই আগে জানতে হবে জানতে হবে। এক কথায় বলতে হলে আপনি কোন ধরনের ব্যক্তিত্ব নিয়ে চলেন কি কর্ম করেন তারপরে অনেকটা যোগ নির্ভর করছে। এই কারণে সমস্ত যোগ খারাপ নয় অথবা ভালো নয়। আপনি কতটুকু ভোগ করবেন বিষয়টা সেটাই।

Online Consultancy 

MOB:9836308473



Sagittarius 2025 : জীবন উলটপালট নিজেকে সামলে নেবেন।! Indian Astrology Predictions

Sagittarius 2025 : জীবন উলটপালট নিজেকে সামলে নেবেন।! Indian Astrology Predictions




ধনু রাশির আপনারা যারা রয়েছেন শনি গ্রহের ঢাইয়া এর মধ্যে রয়েছেন। আপনাদের রাশি লগ্ন ভেদে কেউ কেউ দারুন সমস্যায় আপনারা রয়েছেন। 

এই ২০২৫ সালে এমন একটি সময় আসবে যেখানে আপনারা সমস্ত কিছু নতুন করে আবার গুছিয়ে নেবেন। জীবন উলটপালট থেকে নিজেকে সামলে নেবেন। কারণ যখন সমস্ত পথ বন্ধ হয়ে যায় তখনই ভগবানের দুয়ার খোলা থাকে। 

এইরকমই কিছু আপনাদের সঙ্গে ঘটতে চলেছে অর্থাৎ ভগবানের দুয়ার আপনাদের জন্য খুলতে চলেছে। সমস্যা যার জীবনে আসে একমাত্র তিনিই জানেন কি ধরনের সমস্যা জীবনে আসতে পারে। 
আপনাদের চিন্তার কোন কারণ নাই কারণ এই 2025 সালে 20 October থেকে 5 December 2025, চরম উন্নতি করতে চলেছেন। 

কারণ এই সময় সৃষ্টির সবথেকে মজবুত গ্রহ দেবগুরু বৃহস্পতি যথেষ্ট পজেটিভ অবস্থানে থাকছে। যে কোনো পরিস্থিতি আপনার পক্ষে যেতে পারে এতটাই আপনারা পজিটিভ এনার্জি পাবেন। এই সময় শনি গ্রহের ঢাইয়া  এর প্রভাব আপনার জীবনে থাকবে না।

আপনাদের যথেষ্ট যোগাযোগ বৃদ্ধি হচ্ছে। এই যোগাযোগ যে কোন ক্ষেত্রে হতে পারে আপনার কর্মের দিক থেকে হতে পারে অথবা শরীর স্বাস্থ্যের সমস্যায় রয়েছেন ভালো ক্ষেত্রে ডাক্তারি এপয়েন্টমেন্ট নিতে চাইছেন সেটিও হতে পারে। এছাড়াও আপনারা যারা অংশীদারি ক্ষেত্রে কোন কিছু বিক্রি করবেন এই সময়কালের মধ্যে আপনাদের হয়ে যাবে। 

আপনাদের আকস্মিক কোনো রকম অর্থ প্রাপ্তির যোগ যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা যারা লটারি কাটেন এখান থেকেও হঠাৎ করে কিছু অর্থ প্রাপ্তির যোগ থাকছে। আপনার নিজেকে সামলে নিতে পারবেন যে পরিস্থিতি আপনাদের জীবনে সমস্যা সৃষ্টি করছিল সেই রকম সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। 

সবথেকে বড় বিষয় হলো পারিবারিক ক্ষেত্রে যদি কোন রকম আপনার সমস্যা নিয়ে চলেন সেটা হতে পারে কোন রকম জমি জায়গার সংক্রান্ত সমস্যা অথবা ঘরবাড়ি সংক্রান্ত সমস্যা বা আপনারা 

পরিবারের সন্তানের বিবাহ দিয়েছেন সেখানে সমস্যা নানান ধরনের সমস্যার সমাধান হচ্ছে। আপনার মধ্যে যথেষ্ট চিন্তা-ভাবনা বিকশিত হবে। আপনারা যে কোন বিষয় নতুন করে যদি পজেটিভ এনার্জি পান অথবা কোথাও সুযোগ পান তাহলে মন্দ কিসের ? যখন সমস্ত দুয়ার বন্ধ হয়ে যায় তখন একমাত্র ভগবানের দুয়ার খোলা থাকে। 

তাই এমনই পরিস্থিতির মধ্যে আপনারা আসছেন চিন্তার কোন কারণ নাই। আপনাদের পুনর্জীবন হচ্ছে বলা যেতে পারে। সমস্যা বহল পরিস্থিতি থেকে নিজেকে সামলে নেবেন পরবর্তী ক্ষেত্রে এর প্রভাব থেকে আপনারা যথেষ্ট ভালো পজেটিভ দিক নিয়ে চলতে পারবেন।

এই প্রতিবেদনে যে সমস্ত বক্তব্য রাখা হয়েছে সমস্ত কিছু নিজের জীবনের সঙ্গে হুবহু মিলিয়ে দেখবেন না। সম্ভাব্য ফলাফল হিসেবে দেখার চেষ্টা রাখবেন। আপনারা যারা জন্ম কুণ্ডলী বিচার করতে চান যোগাযোগ করতে পারেন। 

Online Consultancy 
MOB:9836308473

আনাড়ি সময়ে বিবাহ করলে যা হওয়ার তা হবে! ( Indian astrological predictions )



আনাড়ি সময়ে বিবাহ করলে যা হওয়ার তা হবে! ( Indian astrological predictions )
 

আমরা অনেকেই বিবাহের ক্ষেত্রে রীতিনীতি মেনে চলি না এর ফলস্বরূপ তাহা আমাদের জীবনে ঘটতে থাকে। 

জ্যোতিষ শাস্ত্রে বিবাহের ক্ষেত্রে অষ্ট-কূট গণনা করা হয়ে থাকে। এখানে একটি কথা উল্লেখ করে রাখি, এই অষ্ট-কুট গণনা করতে হলে অবশ্যই পাত্র এবং পাত্রীর সঠিক জন্ম তারিখ, মাস, বছর, সময় থাকতে হবে। তাহলে ই সঠিক তথ্য পাবেন। 

এছাড়াও যেগুলো আপনাকে মেনে চলতে হবে:-

বিবাহ বার নিয়ম: সোম, বুধ, বৃহস্পতি ও শুক্র এই চারি বারে বিবাহ দিলে কন্যা সৌভাগ্যশালী হয় এবং রবি মঙ্গল শনিবারে বিবাহ দিবে কন্যা কূলটা হয়। রাত্রিতে বার দোষ হয় না। বিশেষত: রবি, মঙ্গল ও শনিবারে একেবারেই বার দোষ থাকে না।


তিথি: অমাবস্যা তিথিতে কদাচিৎ বিবাহ করবেন না অথবা দেবেন না। 

বিবাহের মাস নিষেধ: আষাঢ় মাসে বিবাহ হইলে কন্যা ধনধান্য ভোগ্যরোহিতা। শ্রাবণ মাসে মৃতবৎসা, ভাদ্র মাসে ব..., আশ্বিন মাসে মৃত্যু, কার্তিক মাসের রোগ যুক্ত, পৌষ মাসে আচারভ্রষ্টা ওই স্বামী বিয়োগিনী, চৈত্র মাসে কন্যা, মদনোন্মতা হয়। অন্যান্য মাসে বিবাহ কন্যা প্রতিব্রতা ঐশ্বর্য যুক্ত হয়। তবে এখানে অন্যান্য মতামত অবশ্যই আছে পরক্ষণীয়া পক্ষে চৈত্র ,পৌষ ব্যতীত অন্য ১০ মাস শুভ। 



এরকম কিছু বিষয় অবশ্যই মেনে চলা উচিত। আমরা পরবর্তী ক্ষেত্রে শুধুই দুঃখ করতে থাকি আমার জীবনে এইরকম হলো। সেই কারণেই আপনারা সমস্ত আচার অনুষ্ঠান এবং কিছু আমাদের ধর্মীয় রীতিনীতি মেনে পজিটিভ এনার্জি যখন থাকবে সেই সময় যদি বিবাহ সম্পন্ন হয় তাহলে আপনাদের বিবাহিত জীবন যথেষ্ট সুখময় ও আনন্দময় হয়ে উঠবে। 

উপরের সমস্ত বক্তব্য জ্যোতিষ শাস্ত্র অনুসারে আলোচনা করা হয়েছে। আপনারা বিবাহ করার আগে অবশ্যই জন্ম কুণ্ডলী বিচার করিয়ে নিতে পারেন। বিবাহ যখন সম্পন্ন করবেন শুভ তিথিতে করবেন। 

"এরকম তথ্য জানার জন্য অবশ্যই follow করে রাখবেন"

আপনাদের বিবাহিত জীবন সুখময় ও আনন্দময় হয়ে উঠুক, ভগবানের কাছে এটুকুই কামনা করি।

Online Consultancy 

MOB:9836308473

অক্ষয় তৃতীয়া, অক্ষত থেকে এসেছে চার রাশির জন্য শুভ : এই রাশি



অক্ষয় তৃতীয়া, অক্ষত থেকে এসেছে চার রাশির জন্য শুভ : এই রাশি

 অক্ষয় তৃতীয়া একটি শুভ দিন। ভাগ্য দেবতা যদি আপনার সঙ্গে থাকেন তাহলে এই অক্ষয় তৃতীয়া সারা জীবন আপনার মনের মনি কোঠায় অক্ষত থেকে যাবে। আমাদের জীবনে যখনই কোন শুভ ঘটনা ঘটে, সেটি সারা জীবনের মতো মনে থেকে যায়। এই রকম কিছু ঘটতে চলেছে এই শুভ দিনে ১২ রাশি আপনাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে। আপনাদের সঙ্গে ভালো কিছু ঘটতে চলেছে যেটা জ্যোতিষ শাস্ত্র অনুসারে ইঙ্গিত করছে। 

এইরকম প্রতিবেদন পাওয়ার জন্য অবশ্যই follows করে রাখুন।

শুভ তারিখ আপনারা জেনে রাখুন 30 April 2025 , শুভ দিনটি হল বুধবার। এই দিন অনুসারে যেমন একটি শুভ দিন তেমনি জ্যোতিষ শাস্ত্র অনুসারে গ্রহের অবস্থান চন্দ্রের অবস্থান অনুসারে একটি শুভ ও তাৎপর্য দিন। এই দিনে 12 রাশি আপনারা কম-বেশি প্রত্যেককেই কিছু না কিছু শুভ ফল পেতে চলেছেন। আমার বিচার বিশ্লেষণে আমি 4 রাশিকে প্রাধান্য দিচ্ছি এখানে যে চারটি রাশি আপনাদের সবথেকে ভালো দিন হতে পারে। 


প্রথম যে রাশি, হল কর্কট রাশি যথেষ্ট ভালো সময় আপনারা আজকের দিনে পাবেন। আপনারা যারা মনে মনে ভাবেন আকস্মিক আপনাদের জীবনে অর্থ আসতে পারে তাহলে আজকের দিনে এইরকম কিছু আপনাদের সঙ্গে ঘটতে চলেছে। যথেষ্ট পজেটিভ মাইন্ডে আজকের দিন আপনারা থাকবেন। যে কোনরকম ক্ষেত্রে আপনি জয়লাভ হতে পারেন।

এর পরবর্তী রাশি হল কন্যা রাশি আজকের দিন আপনাদের একটি ভালো দিন ধরে নিয়ে আপনি চলতে পারেন। হঠাৎ করে আপনাদের জীবনে কোন সুখবর আসছে সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। আকস্মিক কিছু আপনাদের জীবনে ঘটতে চলেছে যেটা অর্থ-প্রাপ্তির দিকে অনেকটা ইঙ্গিত করছে।

এর পরবর্তী যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হল তুলা রাশি। অনেক রকম আপনারা মানসিক সমস্যা নিয়ে চলছেন সমস্যার অবসান হতে চলেছে। আপনি আশা রাখেননি এইরকম ক্ষেত্র থেকে লাভবান হতে পারেন। আকস্মিকভাবে ধন প্রাপ্তির যোগ যথেষ্ট থাকছে। 

এর পরবর্তী রাশি মকর রাশি। মনের মধ্যে উদ্বেগ আপনাদের কমছে। আপনাদের চিন্তাভাবনা যথেষ্ট উচ্চমানের সেটি লক্ষ্য করা যাচ্ছে। আপনার মধ্যে সৃজনশীলতা যথেষ্ট ফুটে উঠবে। আপনার আশা পূর্ণ হতে পারে। আপনাদের জীবনে হঠাৎ করে কোন বড় অর্থ আসার সম্ভাবনা প্রবল যোগ থাকছে। 





উপরের সমস্ত বক্তব্য নিজের জীবনের সঙ্গে সমস্ত কিছু হুবহু মিলিয়ে দেখবেন না। আপনারা সম্ভাব্য ফলাফল হিসাবে দেখার চেষ্টা রাখবেন। কারণ আপনার এক রাশি অন্য লগ্ন হতে পারে। এছাড়াও প্রত্যেক ব্যক্তির গ্রহের অবস্থান ভিন্ন ভিন্ন। আপনারা যারা জন্ম কুণ্ডলী বিচার করতে চান যোগাযোগ করতে পারেন। 

Online Consultancy 

MOB:9836308473


Big changes Accurate Time 2025 : যত আশা তত লাভ ! Virgo




 Big changes accurate time 2025 : যত আশা তত লাভ "কন্যা রাশি"


কন্যা রাশি আপনারা ২০২৫ সালে একটি সময়ে বেশি বেশি মনের মধ্যে আশা রাখুন কারণ আপনার আশা পূরণ হচ্ছে। এই ফলাফল আপনারা পাবেন 20 October থেকে 5 December 2025 সাল। 

কন্যা রাশি আপনারা এখন আপনি যে বয়সের মধ্যে রয়েছেন যাহা করছেন প্রয়াস যথেষ্ট বেশি করে রাখুন। 2025 সালে ঠিক এই সময়টা যখন আপনার জীবনে আসবে যে ক্ষেত্রেই থাকো না কেন সেখানে শুধুই সফলতা, সফলতার আর সফলতা। বিন্দুমাত্র নিজের মধ্যে আর কোন রকম সংকোচ থাকবেনা। যে ক্ষেত্রেই আপনি বিরাজ করবেন সেই ক্ষেত্রে কিছু না কিছু করতে চলেছেন। 

এই সময়টার মধ্যে সৃষ্টির সবথেকে মজবুত গ্রহ শুভ গ্রহ বৃহস্পতি গ্রহ সাফল্য স্থানে অবস্থান করবে। এই সাফল্য স্থানে অবস্থান করার ফলে আপনাদের জীবনে একটি অকল্পনীয় পরিবর্তন হতে চলেছে। এই সময়টার মধ্যে যে পরিবর্তন হবে সেটি অবশ্যই আপনার কাছে স্মরণীয় হয়ে থাকবে। সব থেকে পজিটিভ বিষয় যেটি উঠে আসছে সেটি হল নিজের বুদ্ধি বলে এবং নিজের কর্ম কুশলী দ্বারা সমস্ত কিছু পেতে চলেছেন। আপনার জীবনে বহুমুখী সুযোগ যথেষ্ট আসতে চলেছে। আপনার জন্মকালীন কুন্ডলী তে গ্রহের অবস্থান ভালো থাকলে আপনি একজন সমাজের গণ্যমান্য ব্যক্তি হয়ে উঠে আসতে পারেন। আপনাদের আর্থিক সমস্যা সেটিও দূর হতে চলেছে। মনের মতন বন্ধু/ বান্ধবী অথবা স্বামী অথবা স্ত্রী রূপে কাউকে পেতে চলেছেন। যে আপনার সমস্ত সুখ-দুঃখ বহন করবে। ভগবান প্রত্যেককেই একটি সময় দিয়ে থাকেন। এই কারণে এই সময়টা আপনারা ভগবান প্রদত্ত সময় হিসেবে ধরে নিয়ে চলতে পারেন। এখানে যেটুকু আপনি পাবেন তাহা পূর্ণ মাত্রায় ব্যবহার করতে পারবেন 2026 সালে। কারণ 2026 সালে দেবগুরু বৃহস্পতি আবার এই সাফল্য তম ঘরে প্রবেশ করবে।

আপনি যে কাজের মধ্যে পারদর্শী সেই কাজ আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। আপনি যে কাজ করতেন সেই কাজ অন্যান্য ব্যক্তিকে হয়তো বলা যেত না। এই সময়টা আপনাদের জীবনে আশার পরে আপনি সমস্ত ব্যক্তিকে চিৎকার করে বলতে পারবেন আমি এই কাজ করে থাকি। কারণ আপনার সমস্ত পরিশ্রম সেটি সফল হতে চলেছে। দীর্ঘদিন কঠিন পথ অতিক্রান্ত করার পর সঠিক জায়গায় আপনি বসতে চলেছেন। ভাগ্য দেবতা আপনার প্রতি সুপ্রসন্ন হতে চলেছেন। দীর্ঘদিনের প্রতীক্ষার ফল আপনারা অবশ্যই পাবেন। 


এই প্রতিবেদনে সমস্ত বক্তব্য নিজের জীবনের সঙ্গে হুবহু মিলিয়ে দেখবেন না। এটি একটি ভবিষ্যৎবাণী তাই শিক্ষামূলক এবং ভবিষ্যৎ বাণী হিসেবে দেখবেন। নিজের জন্ম কুণ্ডলী বিচার করতে হলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। 

Online Consultancy 

MOB:9836308473




এখন শনি মহারাজ আপনাকে কেমন ফল দেবেন, নিজেই জানতে পারবেন! Influence of Saturn


 শনি গ্রহের নেগেটিভ এনার্জি থেকে আমরা কমবেশি এর থেকেই একটু ভয় পেয়েই থাকি। একটি কথা মনে রাখবেন সমস্যা থাকলে তার সমাধান ও অবশ্যই আছে। 

এই প্রতিবেদনে আপনারা জানতে চলেছেন এই মুহূর্তে এখন শনি গ্রহ যে নক্ষত্র অবস্থান করে আছে সেই নক্ষত্র অনুসারে আপনি কেমন ফলাফল পেতে পারেন নিজেই বিচার বিশ্লেষণ করে জানুন;-

শনির বর্ণ গণনা-শনি সংক্রমণ কালে শনি ভাগ্য নক্ষত্রে (বর্তমানে ২৫ নম্বর নক্ষত্রে) প্রশ্নকর্তার জন্ম নক্ষত্র ও ১২ একত্রে যোগ করিয়া ৮ দ্বারা, ভাগ করিবেন। ভাগ শেষ :- 

*১ থাকিলে বর্ণ "নীল"এর ফল অর্থনাশ।

*২ থাকিলে বর্ণ "কৃষ্ণ"এর ফল দেহ পিড়া। 

* ৩ থাকিলে বর্ণ "পিঙ্গল"এর ফল ধনলাভ।

*৪ থাকিলে বর্ণ "লৌহ"এর ফল সর্বসুখ। 

*৫ থাকিলে বর্ণ "তাম্র"এর ফল ধর্মলাভ।

*৬ থাকিলে বর্ণ "ধূম্র"এর ফল রাজপূজা।

*৭ থাকলে বর্ণ "পাষাণ"এর ফল কঠিন সমস্যা। 

*৮ থাকিলে বর্ণ "মরকত'এর ফল মানসিক টেনশন।



উপরের এই সমস্ত বিষয় জ্যোতিষ শাস্ত্র অনুসারে আলোচনা করলাম। 

আমি প্রতিবেদনের পূর্বেই আলোচনা করেছি সমস্যা যখন আছে সমাধান অবশ্যই হবছ। আপনারা অবশ্যই কোন অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করতে পারেন। তবে এই প্রতিবেদনে শনি গ্রহের নেগেটিভ এনার্জি থেকে নিজেকে রক্ষা করার জন্য কয়েকটি উপায় জেনে রাখুন:-

অশুভ শনির পিত্যর্থে দান্যদ্রব্য - মসকলাই, তিল তৈল, কৃষ্ণতিল, লৌহ, সবস্ত্র ভোজ্য ও দক্ষিণার শহীদ"ওম ঐং হ্রীং শনৈশ্চরায় নমঃ"মন্ত্র পাঠ পূর্বক গ্রহ-বিপ্রকে দান করিবেন, অন্যথায় দান নিষ্ফল হইবে। 

এছাড়াও আপনারা নীলকান্ত মনি ধারণ করতে পারেন। নীলকান্ত মনির অভাবে আপনারা মূল ধারন করতে পারেন। 

শনির গোচরফল - শনি জন্ম রাশি হইতে বিত্তনাশ ও সন্তাপ, দ্বিতীয় মনেঃকষ্ট, তৃতীয় শত্রুক্ষয় ও ধনলাভ, চতুর্থের শত্রুবৃদ্ধি, পঞ্চম এ পুত্র ভৃত্য ও ধনোনাশ, ষষ্ঠে অর্থলাভ, সপ্তমী অনিষ্ট উৎপত্তি, অষ্টমে দেহ পীড়া, নবমীর ধনক্ষয়, দশমের রোগনাশ বা মানসিক উদ্বেগ, একাদশে বৃত্তলাভ দ্বাদশে অনর্থ হয়।


জ্যোতিষ শাস্ত্রের অনেক শর্তসাপেক্ষ আছে আপনারা অবশ্যই নিজের কুন্ডলী বিচার করিয়ে নেবেন কারণ শুধু চন্দ্রের অবস্থান নয় এখানে দেখতে হবে কোন শুভ গ্রহের দৃষ্টি আছে কিনা আপনার লগ্ন থেকেও বিচার করতে হবে। এই প্রতিবেদনে যে সমস্ত বিষয় আলোচনা করা হয়েছে, সমস্ত কিছু আপনার জীবনের সঙ্গে মিলিয়ে দেখবেন না। সম্ভাব্য ফলাফল হিসেবে দেখার চেষ্টা রাখবেন।

জ্যোতিষ শাস্ত্রের বিভিন্ন রকম যোগ থেকে কতটা ভালো ফল পাবেন জ্যোতিষ শাস্ত্রে শুধু যোগ দেখলেই হবে না, কতটা ভোগ করবেন দেখুন ! Vedic Astrology



Your Astrology Update - Big changes, surprise & Also Change Your Life "LEO HOROSCOPE '


 Your astrology update - big changes, surprise & also change your life "LEO Horoscope"

সিংহ রাশি আপনারা জ্যোতিষ শাস্ত্রের সঠিক তথ্য পাচ্ছেন এই প্রতিবেদনে:- 




সিংহ রাশি ২০২৫ সালে, একটি সময় আপনাদের জীবনে আসবে যে সময়টা আপনার জীবনে শুধুই চমৎকার ঘটতে থাকবে। এই সময়টা, আপনাদের জীবনে আসবে সঠিক, সময় হল ২০ অক্টোবর থেকে ৫ ডিসেম্বর ২০২৫ সাল। যে পরিবর্তনটা অবশ্যই আপনাদের চোখে দেখার মতো পরিবর্তন। 


এই যে সময়টা আপনাদের জীবনে আসবে এখানে আপনার কোন রকম অভিযোগ থাকবে না। কারণ এতটাই আপনারা উন্নতি করতে চলেছেন। সৃষ্টির সবথেকে পজেটিভ এবং মজবুত গ্রহ দেবগুরু বৃহস্পতি যথেষ্ট ভালো অবস্থানে অবস্থান করবে। দেবগুরু বৃহস্পতি যথেষ্ট পাওয়ার ফুল অবস্থানে থাকবে। এর ফলে আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আসবে। 

আপনারা অনেকেই ভাবছেন শনি গ্রহের ঢাইয়া এর মধ্যে রয়েছেন আদৌ কি উন্নতি হবে। এরকম ভাবনা যদি আপনাদের মনের মধ্যে আসে তাহলে দূরে সরিয়ে রাখুন। এই অবস্থায় থেকেও আপনাদের যথেষ্ট উন্নতি হতে চলেছে। এই সময় আপনারা সম্পত্তি গত দিক থেকে যথেষ্ট লাভবান হতে চলেছেন। আপনি যেকোনো কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন সেই কাজ আরো প্রসারিত হচ্ছে। আপনার নামের বিস্তার হচ্ছে। আপনি বড় দায়িত্ব পেতে পারেন এই সময়ের মধ্যে। এমন কোন কাজ আপনি করেন যেখানে উচ্চপদস্থ অথবা সরকার কর্তৃক কোন পুরস্কার স্বরূপ আপনার হাতে সম্মান পত্র দিতে পারে। এছাড়াও আপনারা যারা বিদেশে রয়েছেন সেখানেও আপনি একটি স্টেবিলিটি পর্যায়ে আসছেন। আপনাদের যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে। যা শরীর স্বাস্থ্যের সমস্যায় থাকবেন ভালো ক্ষেত্রে আপনারা চিকিৎসার সুযোগ পেয়ে যাবেন। যদি আপনার জন্মকালীন কুন্ডলী তে দেবগুরু বৃহস্পতি ভালো অবস্থানে থাকেন তাহলে বিনা পয়সায় ভালো এবং সু- চিকিৎসা পেতে চলেছেন। এই সময় আপনাদের অনেক সম্পত্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অথবা যে সমস্ত সম্পত্তি অবহেলায় রয়েছে সেগুলোর সংস্কার করে নতুন কিছু শুরু করার ভাবনা মনের মধ্যে আসবে। 

আপনারা এখন যে পর্যায়ে রয়েছেন সেই পর্যায়ে আরো কিভাবে উন্নতি করা যায় চেষ্টা রাখুন। কারণ এই ২০২৫ সালের আপনাদের জন্য আসন্ন সময় আসছে। যেকোনো না যেকোনো দিক থেকে আপনি লাভবান হতে চলেছেন। আপনার কর্মকাণ্ড আরো প্রসারিত হচ্ছে। আপনার মনের মধ্যে যদি কোন রকম কলুষিত ভাবনা থাকে সেটিকে দূর করে পজিটিভ ভাবনা নিয়ে এগিয়ে চলুন কারণ আগত যেদিন আসছে আপনাদের মুখে চওড়া হাসি দেখা যাবে। 
এই প্রতিবেদনে যে সমস্ত বক্তব্য রাখা হয়েছে সেগুলি হুবহু সমস্ত কিছু আপনার সঙ্গে মিলিয়ে দেখবেন না। সম্ভাব্য ফলাফল হিসাবে দেখার চেষ্টা রাখবেন। আপনি যদি মনে করেন নিজের জন্ম কুণ্ডলী বিচার করবেন তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। 
Online Consultancy 
MOB:9836308473

সাধ ভক্ষণ জ্যৈষ্ঠ মাস ১৪৩২ বঙ্গাব্দ/2025


 সাধ ভক্ষণ জ্যৈষ্ঠ মাস ১৪৩২ বঙ্গাব্দ/2025

সময় অথবা মাস অনুসারে আপনাদের যাদের এই জ্যৈষ্ঠ মাস ১৪৩২ বঙ্গাব্দ সাধ ভক্ষণ এর শুভ দিন নির্ধারণ হয়েছে, তাহলে পূর্বে থেকেই জেনে রাখুন। আপনারা যেহেতু শুভ দিন, শুভ তারিখ ধরে করছেন তাহলে অবশ্যই শুভ তিথি অনুসারে করবেন। কারণ হিন্দু সনাতন ধর্মে একটি বিষয় নিশ্চয়ই আপনারা জানেন শুভ দিনে, শুভ কাজ করলে অবশ্যই শুভ ফল পাওয়া যায়।




গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য। মা ও সন্তানের সুস্বাস্থ্য কামনায় একটি দিন ভালো কিছু খাওয়ানোর উদ্যোগ করা হয়ে থাকে এছাড়া ও কিছু নিয়মকানুন(আচার অনুষ্ঠান) করা হয়ে থাকে। এরকম অনুষ্ঠানের মধ্য দিয়েই প্রাচীন কাল থেকে সাধ ভক্ষণ প্রথা চলে আসছে। 



পঞ্জিকা অনুসারে প্রথম দিন যেটি ধার্য করা হয়েছে সেটি হল ২১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ পঞ্চামৃত সাধ ভক্ষণ। ইংরেজি তারিখ (5 June 2025), শুভ দিনটি হল বৃহস্পতিবার। এই দিনে যে তিথি টা সবথেকে ভালো সেটি হল সকাল ১১:৩৭ এর মধ্যে। 



পঞ্জিকা অনুসারে দ্বিতীয় যে তারিখ পাওয়া যাচ্ছে পঞ্চামৃত সাধ ভক্ষণ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ইংরেজি (8 June 2025), শুভ দিনটি হল রবিবার। এই দিনে যে সময়টা সব থেকে ভালো নির্বাচন করা হয়েছে সেটি হল সকাল ৭: ১২ থেকে ৯:৫৬ মিনিটের মধ্যে।


পঞ্জিকা অনুসারে তৃতীয় যে তারিখ পাওয়া যাচ্ছে সেটি হল ২৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ইংরাজি (11 June 2025) শুভ দিনটি হলো বুধবার। এই দিনে যে সময়টা সব থেকে ভালো সময় সেটি হলো সকাল ১১:৩৭ এর মধ্যে।



আপনারা যারা মা হতে চলেছেন অবশ্যই ডাক্তারি পরামর্শ থাকবেন এবং ভগবানকে স্মরণ করবেন। সাধ ভক্ষণ এর যে সমস্ত তিথি উপস্থাপন করা হয়েছে সেটি (India)কলকাতা অনুসারে সময় সূচিত করা হয়েছে। আপনারা যেখানে বসবাস করছেন সেখানের সময় অনুসারে একটু সময় আগে অথবা পিছনে ধরে চলবেন।

                                          ধন্যবাদ

Featured Post

How to Identify an Intelligent Child: According to Astrology

How to Identify an Intelligent Child: According to Astrology