শরীর স্বাস্থ্য:-শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে মে মাস পর্যন্ত আপনাদের শারীরিক দিকটা যথেষ্ট ভালো। এর পরবর্তী ক্ষেত্রে আপনাদের যাদের হজমজনিত কিছু সমস্যা অথবা লিভার যোনিতে কিছু সমস্যা আছে একটু সাবধানতা অবলম্বন করবেন।
লেখাপড়া:-এই বছরে আপনারা যারা মধ্যশিক্ষা ক্ষেত্রে আছেন যথেষ্ট পড়াশোনার মধ্যে ধৈর্য আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। উচ্চ শিক্ষা ক্ষেত্রেও যথেষ্ট ভালো তবে মে মাসের পরে আপনাকে একটু ধৈর্য রাখতে হচ্ছে উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা আছেন। এই বছরে আপনার মধ্যে আধ্যাত্মিকতা কিছু পুস্তক আগ্রহ করে তুলতে পারে।
ভালোবাসা:-এই বছরে আপনাদের জীবনে পুরানো প্রেম ফিরে আসতে পারে। আপনারা যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন এই বছরে বিবাহ করার ভাবনা চিন্তা যথেষ্ট আপনাদের মধ্যে থাকবে। এই বছরে আপনার পার্টনার যদি ক্যারিয়ার নিয়ে চিন্তাভাবনার মধ্যে থাকেন ,তাহলে এই ক্যারিয়ার নিয়ে চিন্তাভাবনা বেশি আপনার পার্টনারের মধ্যে দেখতে পাওয়া যাবে।
বিবাহিত সম্পর্ক:-আপনাদের বিবাহিত সম্পর্ক যথেষ্ট ভালো সেটি বলা যেতে পারে এবং আপনারা যারা কোনরকম কাজকর্ম স্বামী স্ত্রী একসঙ্গে মিলে করেন এইরকম কাজকর্ম যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। আপনার পার্টনার যদি কোন কর্ম ক্ষেত্রে সঙ্গে যুক্ত থাকেন এই বছর সেখান থেকে যথেষ্ট সফলতা পাবেন আপনি ধরে নিয়ে চলতে পারেন। আর আপনারা যারা অবিবাহিত আছেন এই মে মাসের মধ্যে আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। আপনাদের বিবাহিত সম্পর্ক যথেষ্ট ভালো এবং কোন কিছু ক্ষেত্রে যদি আপনারা একে অপরকে কোনরকম সহযোগিতা করেন কোনরকম আপনাদের সহযোগিতা প্রয়োজন সে ক্ষেত্রে আপনারা নিজেদের মধ্যে কথোপকথনের মাধ্যমে অনেক সমস্যার সমাধান করতে পারবেন।
ব্যবসা:-এই বছরে আপনারা যারা ব্যবসা এর সঙ্গে যুক্ত আছেন আপনি নিজেই বুঝতে পারবেন কেমন উন্নতি হচ্ছে। এই বছরে আপনি যদি একটি বিজনেস করেন আরো সাইটে কিছু নতুন বিজনেস অথবা নতুন কিছু পণ্য রাখার ভাবনাচিন্তা মনের মধ্যে থাকবে। যারা বেকার আছেন বছরের শুরুতেই নতুন বিজনেস ক্ষেত্রে শুরু করার যথেষ্ট ভাবনা কিন্তু মনের মধ্যে উদ্ভব হবে।
কর্ম:-আপনারা হঠাৎ করে কোনরকম কর্ম পেতে চলেছেন। তবে এই ২০২৪ সালে আপনার মধ্যে আধ্যাত্মিকতা বেশি দেখতে পাওয়া যাবে। আপনার যদি স্ব প্রফেশনাল এর দিকে যান যথেষ্ট আপনাদের ভালো হবে। কারণ এই ২০২৪ সালে কর্ম যদি আপনি পান আপনার মনে হতে পারে এর থেকে আপনি আরো বেটার কর্ম পেতে পারতেন। যাইহোক ২০২৪ সালে আপনাদের জীবনে হঠাৎ করে প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে
ভাগ্য:-নিজের উপরে যথেষ্ট কনফিডেন্স থাকবে, তাই আপনারা যারা স্ব প্রফেশনালে আছেন যথেষ্ট উন্নতি করতে পারবেন। কোন উচ্চপদস্থ ব্যক্তি থেকে আপনারা সহযোগিতা পাবেন। সব থেকে বড় বিষয় নিজের ভুল ভ্রান্তি আপনি নিজে শুধরাতে পারবেন।
আর্থিক: এই বছরে পারিবারিক কিছু সম্পত্তি অর্থাৎ পৈত্রিক সম্পত্তি পাবেন/উত্তরাধিকার সূত্রে আপনারা সম্পত্তি পেতে পারেন। ২০২৪ সালে মে মাসের পরে আপনারা যথেষ্ট বুঝতে পারবেন আপনাদের আর্থিক কেমন উন্নতি হচ্ছে। লটারি প্রাপ্তির যোগ ও প্রবল দেখতে পাওয়া যাচ্ছে।
-:জ্যোতিষ দর্শন :-
এই ২০২৪ সালে, রাহুর অবস্থা আপনাদের অনেকটা উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। যদি আপনার জন্মকালীন কুন্ডলি তে রাহু গ্রহের অবস্থান ভালো থাকে, তাহলে এই ২০২৪ সালে আর্থিক উন্নতি যথেষ্ট করতে পারবেন সেটি হতে পারে লটারি অথবা শেয়ার মার্কেটের সঙ্গে যদি যুক্ত থাকেন ।এই বছরে এইরকম ক্ষেত্র থেকে আর্থিক শ্রীবৃদ্ধি আপনারা যথেষ্ট করতে পারবেন। যেকোনো রকম কর্মের বিষয়ে আপনি আগ্রহী হয়ে উঠবেন। ২০২৪ সাল মে মাস পর্যন্ত আপনাদের বিজনেস ক্ষেত্রেও অথবা আপনি যে কর্মের মধ্যে আছেন যথেষ্ট উন্নতি করতে পারবেন। জীবনের একটি সঠিক রুপরেখা তৈরি করতে পারবে। এর পরবর্তীতে অর্থাৎ মে মাসের পরে পারিবারিক অনেক রকম সমস্যা সেখানে আপনারা সমাধান করতে পারবেন। যারা ভাবছিলেন নিজের একটি ঘর বানাবেন বা ফ্লাট বাড়ি কিনবেন সেটিও কিন্তু আপনারা করতে চলেছেন এই ২০২৪ সালে। শনি গ্রহ আপনার পঞ্চম স্থানে অবস্থান করে থাকবে মানসিক দিক থেকে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে কিছু আশা ইচ্ছা চিন্তা ভাবনা থাকে সে রকম আশা ভাবনা-চিন্তা অনুসারে আপনি অগ্রগতি রাখতে পারবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন