Yearly Cancer horoscope 2024 predictions//কর্কট রাশি/লগ্ন ২০২৪।। Free astrology Reading.....কর্কট রাশি/লগ্ন ২০২৪:-এই ২০২৪ সালে আপনার মধ্যে যথেষ্ট কল্পনা শক্তি বৃদ্ধি পাবে। যে কাজ আদৌ শুরুই করেননি, সেই রকম চিন্তা ভাবনা অনেকটা আপনি এগিয়ে যাবেন কিন্তু বাস্তবে ক্ষেত্রে সে কাজটা আপনার জীবনে আসেনি বা আপনি শুরুই করতে পারেনি। আপনার যদি পিতা থাকেন পিতার সঙ্গে আপনার মতবিরোধ দেখা দিতে পারে। আপনারা যারা এই ২০২৪ সালে প্রথম ইনকাম করবেন সে যে ক্ষেত্র থেকেই আপনি ইনকাম করুন না কেন একটু ইনকাম করলেই আপনি অনেক জোর ধরবেন। এই ২০২৪ সালে অতিরিক্ত আশা বা সেই সমস্ত ক্ষেত্রে অতিরিক্ত চিন্তার কারণে আপনি বাস্তবে না যদি পান তাহলে একটু আশাহত হতে পারেন।
শরীর স্বাস্থ্য:-শরীর স্বাস্থ্যের দিক থেকে সাবধানতা অবলম্বন আপনাদের করতে হবে। কারন আপনারা শনির ঢাইয়ার মধ্যে থাকবেন। যদি আপনার কর্কট রাশি এবং লগ্ন একই হয়ে থাকে সে ক্ষেত্রে সাবধানতা একটু বেশি অবলম্বন করবেন। কর্কট রাশি অন্য লগ্ন কর্কট লগ্ন অন্য রাশি সে ক্ষেত্রে সাবধানতা কিছুটা কম রাখলেও চলবে।
পড়াশোনা:-আপনারা যারা পড়াশোনার মধ্যে আছেন মধ্যশিক্ষা এবং উচ্চ শিক্ষা ক্ষেত্রে মধ্যে যারা আছেন যথেষ্ট ওভার কনফিডেন্স দেখতে পাওয়া যাবে ।এই ওভার কনফিডেন্স থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। কর্মমুখী শিক্ষা ক্ষেত্রে যারা আছেন আপনাদের যথেষ্ট ভালো বৎসর সেটি বলা যেতে পারে। কবে এই ২০২৪ সালে মে মাসের পরে আপনাদের জেনারেল পড়াশোনা সেটিও ভালো করা যেতে পারে।
ভালোবাসা:-প্রেম ভালবাসার সম্পর্কে মধ্যে আপনারা যারা আছেন সম্পর্ক যথেষ্ট ভালো। এই ২০২৪ সালে মে মাসের পরে আপনাদের জীবনে ভালোবাসার সঙ্গী/সঙ্গিনী আসতে চলেছে। আপনারা যারা সিঙ্গেল আছেন। আপনার জীবনে সঙ্গী অথবা সঙ্গী নিয়ে আসার পরে একটি জীবন পরিবর্তন জীবনের একটি নতুন দিগন্ত আপনাদের সামনে আসতে চলেছে।
বৈবাহিক:-যারা বিবাহিত আছেন এই বছরটা আপনাদের মধ্যমা সেটি বলা যেতে পারে। আপনাদের মধ্যে যাহাই হোক না কেন তর্ক-বিতর্ক থেকে একটু দূরে থাকবেন। যাদের বিবাহিত সম্পর্ক ভালো নয় আপনারা চাইছেন এই ২০২৪ সালের ডিভোর্স নিতে সেটি কিন্তু হওয়া সম্ভব নয়।
ব্যবসা:-আপনারা যারা পুরানো ব্যবসা সঙ্গে যুক্ত আছেন , এইরকম প্রতিষ্ঠান থেকে লাভবান হবেন। আপনারা যারা নতুন করে ব্যবসা-বাণিজ্যের মধ্যে আসতে চাইছেন ২০২৪ সালে আপনার নতুন শুরু করতে পারেন। কোন সময় শুরু করবেন সেটি প্রতিবেদনে আমি পরে জানাচ্ছি।
কর্ম:-এই ২০২৪ সাল কর্মের দিক থেকে যথেষ্ট ভালো অবস্থানে আপনারা থাকবেন। কর্মপ্রাপ্তি সম্ভাবনা আছে মনের মতন বেতন না হলেও কর্ম আপনারা পাবেন এই ২০২৪ সালে। যারা কর্মক্ষেত্রের মধ্যে আছেন মে মাসের পরে আপনাদের উচ্চতর পোস্ট বেতন বৃদ্ধি এইগুলি হওয়ার সম্ভাবনা প্রবল যোগ থাকছে। এছাড়াও আপনারা যারা কর্ম নিয়ে দুশ্চিন্তায় ছিলেন যে আদৌ আপনার কর্ম থাকবে না চলে যাবে এরকম দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসবেন।
ভাগ্য:-পূর্বেই আমি আলোচনা করেছি, এই ২০২৪ সালের সমস্ত কিছু বিষয়ে আপনারা একটু বেশি কল্পনা প্রবণ হয়ে পড়বেন। এবং সমস্ত বিষয়ে একটু বেশি বেশি মনের মধ্যে আশা থাকবে। তবে যাহাই হোক না কেন এই ২০২৪ সালে মে মাসের পরে আপনাদের জীবনে একটি অভূতপূর্ব পরিবর্তন আসতে চলেছে।
আর্থিক দিক:-২০২৪ সালে আর্থিক দিক থেকে প্রার্থী যোগ থাকছে। পৈত্রিক বিষয়ে কোনো রকম পাওয়ার সম্ভাবনা থাকলে আপনারা পাবেন। যদি কোন রকম জমি সংক্রান্ত মামলা মকর্দমা অথবা সমস্যায় জড়িয়ে থাকেন ২০২৪ সালে সেখান থেকে আপনারা পরিত্রাণ পাবেন
এই ২০২৪ সালে মে মাসে দেবগুরু বৃহস্পতি ঘর পরিবর্তন করে আপনার সাফল্য স্থানে প্রবেশ করবে। এই সময় থেকে আপনাদের জীবনে একটি প্রবল পরিবর্তন যোগ দেখাচ্ছে। দেব গুরু বৃহস্পতি আপনার সাফল্য স্থানে অবস্থান করে দৃষ্টি থাকবে আপনার তৃতীয়ায় আপনার পঞ্চমে এবং আপনার সপ্তমে। এই সমস্ত গুরুত্বপূর্ণ ঘরে শুভ গ্রহ বৃহস্পতির দৃষ্টি থাকায় অনেক ক্ষেত্রে আপনারা উন্নতি করতে পারেন। কারণ দেব গুরুর বৃহস্পতি আপনার ভাগ্য স্থানের অধিকারী একাধারে ষষ্ঠ স্থানের ও অধিপতি। যদি আপনার জন্ম কুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতির পজিশন ভালো থাকে সেক্ষেত্রে এই ২০২৪ সালে শনির ঢাইয়ার মধ্যে থেকেও যথেষ্ট উন্নতি আপনারা করতে পারেন।
আপনারা এই রাশিফল সম্ভাব্য হিসেবে দেখার চেষ্টা করবেন
।কারণ পুঙ্খানুপুঙ্খ বিচার করতে হলে অবশ্যই জন্মকালীন কুণ্ডলী প্রয়োজন আছে। যদি মনে হয় কোনরকম আপনি বিচার বিশ্লেষণ করতে চান তাহলে অবশ্যই কোন অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করবেন।
ধন্যবাদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন