ASTROLOGY

Featured Post

গ্রহের অশুভ প্রভাব কমানোর উপায় ।। Ways to Reduce the Evil Effects of Planets

  🌌 গ্রহের অশুভ প্রভাব কমানোর উপায় জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, গ্রহের অবস্থান মানুষের জীবনে প্রভাব ফেলে। নিচে প্রতিটি গ্রহের জন্য সহজ উ...

জনপ্রিয় পোস্টসমূহ

রাশিফল দেখব না লগ্ন ফলাফল দেখব ......

রাশিফল দেখব না লগ্ন ফলাফল দেখব ......

 *একবার যদি বলতে পারেন জীবন মঙ্গলময় হবেএকবার বললেই মঙ্গল: জীবন হবে মঙ্গলময়


এই বিষয়টা ভীষণ কনফিউজ থাকতে দেখা যায়।
 আপনারা রাশিফল দেখবেন না লগ্ন ফলাফল দেখবেন এই বিষয়ে আলোচনা করব এবং আমরা কিভাবে বিচার বিবেচনা করে থাকি সেই বিষয়ে কিছু আপনাকে জানাবো তাহলেই আপনি বুঝতে পারবেন বিষয়টা কি এবং এই বিষয়ে আপনার যথেষ্ট অভিজ্ঞতা আসবে। রাশিফল দেখতে হবে এবং লগ্নের ফলাফল ও দেখতে হবে। কারণ মনে রাখবেন রাশি অর্থাৎ মনের ওপরে প্রভাব বিস্তার করে। আর লগ্ন ফলাফল শরীরের উপরে প্রভাব বিস্তার করে। 

যে সমস্ত গ্রহ দীর্ঘদিন ধরে একটি ঘরে অবস্থান করে থাকে অর্থাৎ যখন গ্রহের গোচর হয় দীর্ঘদিন ধরে অবস্থান করে থাকে অর্থাৎ আপনার ফলাফল দেবে শরীর ছাড়িয়ে মনের ওপরে ফলাফল প্রভাব সৃষ্টি করবে। তাই আপনারা রাশিফল থেকেও দেখতে পারেন এবং লগ্ন ফলাফল থেকে দেখতে পারেন। 

একটি কথা মনে রাখবেন জ্যোতিষ শাস্ত্র একটি জটিল শাস্ত্র আমরা যখন বিচার বিশ্লেষণ করি, কোন গ্রহের দশা এখন সেই জাতক অথবা জাতিকার এখন যাচ্ছে এবং রাশি লগ্ন কি লগ্ন কি জন্মকালীন কুন্ডলী তে যে ঘরে অবস্থান করে আছে সেই ঘরে সেই গ্রহ কতটা ভালো ফল দেবে এবং এখন বয়স অনুসারে সেই গ্রহ কেমন ফলাফল দিতে পারে। 


এছাড়াও নবাংশ কুন্ডলী দেখতে হয়। গোচরে সেই গ্রহ এখন কোন ঘরে অবস্থান করে আছে এটিও দেখতে হয়। (সমস্যা অনুসারে আরও বিভিন্ন দিক দেখতে হয় )আপনার সাধারন ভাবে মনে হতে পারে যে কোন রাশির আপনার যে রাশি সেই রাশিফল হয়তো আপনার মিলল না সেক্ষেত্রে আপনার মনে নিরাশা আসতে পারে। যদি রাশি অনুসারে না মেল লগ্ন ফলাফল আপনারা দেখতে পারেন। আর একান্তই যদি আপনার কোন দিকেই তেমন আপনি তেমন ফলাফল পাচ্ছেন না। তাহলে অবশ্যই আপনাকে বলব কোন অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে নেবেন।




নিজের জন্ম কুণ্ডলী বিচার করতে হলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। 
Online Consultancy 
MOB:9836308473



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন