Leo Horoscope 2024 // সিংহ রাশিফল ২০২৪ //Rashifal


সিংহ রাশি:-
সিংহ রাশি অথবা সিংহ লগ্নের আপনারা যারা পুরুষ অথবা মহিলা আছেন। 2024 সাল আপনাদের দিক থেকে এক অভূতপূর্ব পরিবর্তন আসতে চলেছে। এই বছরে আপনারা শুরু থেকেই ভাগ্যের সহায়তা পাবেন। কোন কিছু কাজে সফলতা পেতে হলে ভাগ্যের সহ-তা খুব প্রয়োজন। তাই এই বছরে আপনারা যথেষ্ট ভাগ্যের সহায়তা পাবেন বছরের মাঝামাঝি পর্যন্ত। তাই যে কোন বিষয় আপনারা বছরে শুরু থেকেই চেষ্টা রাখবেন আপনাদের সেই সমস্ত কাজে সফলতা আসবে। এই বছরে সমস্ত কথাবার্তা একটি গোপন করে বলতে দেখা যাবে। আপনি একটু চাপা স্বভাবের থাকবেন। সেই কারণে কিছু ক্ষেত্রে আপনি দোষী সাব্যস্ত হতে পারেন।

শরীরশাস্ত্র:-এই বছরের শরীর স্বাস্থ্যের দিকে কোন বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না ,তবে আপনারা যারা দন্ত জনিত সমস্যায় আছেন এরকম সমস্যা একটু বৃদ্ধি পেতে পারে।

পড়াশোনা:-আপনারা যারা ছাত্র আছেন যে ক্ষেত্রে আপনি পড়াশোনার মধ্যে থাকুন না কেন সেটি উচ্চশিক্ষা ক্ষেত্রে হতে পারে বা মধ্যশিক্ষা ক্ষেত্রে হতে পারে দুই ক্ষেত্রেই আপনাদের জয়জয়কার সেটি বলা যেতে পারে। কারন আপনার ভাগ্য স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকবে এটি আপনাদের দিক থেকে যথেষ্ট পজেটিভ একটি দিক সেটি বলা যেতে পারে। আপনার মধ্যে মনে হতে পারে আপনি যে পড়াশোনা নিয়ে এগিয়ে যাচ্ছেন সেটি যথার্থ আপনার চিন্তাভাবনা। আপনারা যারা ক্যারিয়ার নিয়ে একটু চিন্তিত আছেন আপনি ঠিক ক্ষেত্রেই সিদ্ধান্ত নেবেন এই বছরে। যাদের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে আপনারা জীবনের প্রথম ইনকাম করতে চলেছেন এই ২০২৪ সালে।

ভালোবাসা:-আপনারা যারা প্রেম ভালবাসার সম্পর্কের মধ্যে আছেন এই বছরটা আপনাদের মধ্যে যথেষ্ট বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। এছাড়াও আপনারা যারা সিঙ্গেল আছেন এই বছরে আপনার জীবনে সঙ্গিনী সাথী আসতে চলেছে।
বিবাহিত সম্পর্ক:-আপনারা যারা বিবাহিত আছেন এই বছর সম্পর্ক যথেষ্ট ভালো তবে, আপনার পার্টনার কি বলছে সেটি একটু গুরুত্ব সহকারে আপনাকে বুঝতে হবে। একটুতেই আপনাকে ধৈর্য হারালে হবে না। এছাড়াও এই বছরে আপনার পার্টনারের মধ্যে দেব ভক্তি যথেষ্ট দেখতে পাওয়া যাবে।
ব্যবসা:-আপনারা যারা ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন এই বছরে শুরু থেকেই যে সিদ্ধান্তগুলি নেবেন সেগুলো যথেষ্ট ইতিবাচক সিদ্ধান্ত হতে চলেছে। আপনারা যারা বেকার আছেন এই বছরে নতুন বিজনেস ক্ষেত্রেও আপনারা শুরু করতে পারেন। আপনারা যারা কোনরকম ফার্নিচার বিজনেসের সঙ্গে যুক্ত আছেন কোন অ্যান্টিক জিনিস নিয়ে বিজনেস করেন বা কৃষিজাত কোনরকম পণ্য নিয়ে বিশ্বাস করেন এই সমস্ত আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো।

কর্মসংস্থান:-যারা বেকার আছেন কর্মপ্রাপ্তির যোগ যথেষ্ট থাকছে এই ২০২৪ সালে। এছাড়াও আপনারা যারা ভাবছিলেন কর্মের স্থানে একটি স্টেবিলিটি ও বেতন বৃদ্ধি এইগুলি ২০২৪ সালে আপনাদের জীবনে করবে তবে সেটি বছরের মাঝামাঝির পর থেকে।
ভাগ্য:-আপনারা এই ২০২৪ সালে ভাগ্যের যথেষ্ট সহায়তা পাচ্ছেন। না হওয়া কাজ আপনারা করতে পারবেন। কোন কাজে যদি আপনার চেষ্টা রাখেন সেই কাজের পজেটিভ কিছু দিক আপনার সামনে চলে আসবে। তাই আপনারা বছরের শুরু থেকেই নিজের প্রয়াসটুকু রাখুন দেখবেন পরবর্তী ক্ষেত্রে আপনার ভালো কিছু দিক চলেই আসছে।
 আর্থিক দিক:-২০২৪ সাল আর্থিক দিকটা খুব একটা খারাপ নয়। তবে বাইরের কোন ব্যক্তিকে অর্থ দেবার আগে ভালো করে সেই ব্যক্তির সম্বন্ধে জেনে নেবেন। আপনারা যারা ইনভেস্ট করতে চান ভালো করে বাজার বুঝে ইনভেস্ট করার চেষ্টা রাখবেন।
এই বছরে আপনারা বড় ঋণ পেতে পারেন। আপনারা যারা স্ব- প্রফেশনালে আসতে চাইছেন এই বছরের শুরু করতে পারেন বিশেষ করে আপনি যদি ড্রাইভিং জানেন তাহলে নিজে কোন গাড়ি কিনতে পারেন সেটি আপনাদের ক্ষেত্রে ভালো যোগ দেখাচ্ছে। এছাড়াও আপনারা যারা হাউস লোন নেবেন ভাবছিলেন সেটিও যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার মা যদি শারীরিক অসুস্থতার মধ্যে থাকেন এই বছরে বিশেষ যত্ন নেবেন।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ