ASTROLOGY

Taurus Horoscope 2024 Horoscope Prediction :A Year Of Growth & Success


 বৃষ রাশি//লগ্ন (Taurus Horoscope)2024

আপনি যদি বৃষ রাশি অথবা লগ্নের হয়ে থাকেন ২০২৪ সালটা বছরের মাঝামাঝি পর্যন্ত আপনাকে একটু চিন্তা-ভাবনা করে চলতে হবে। চিন্তাভাবনা বলতে আর্থিক দিক থেকে বুঝে শুনে ব্যয় করবেন শরীর শাস্ত্রের দিকে কোনরকম সমস্যা হলে চেপে রাখবেন না ডাক্তারি পরামর্শ নেবেন। পরামর্শ নেবেন। আপনারা যারা ভাবছিলেন বিদেশে কাজের জন্য যাবেন ,সেটি অবশ্যই বছরের শুরুর দিকে সময় আপনারা পাবেন। এই সময়ের মধ্যে আপনার কর্ম স্থানান্তরিত হতে পারে। কাউকে বেশি বিশ্বাস করবেন না যে ব্যক্তিকে বিশ্বাস করবেন সেই ব্যক্তির সম্বন্ধে ভালো করে জেনে নেবেন তারপরে বিশ্বাস করবেন। যেটি বাস্তবে করতে পারবেন সেই রকম চিন্তাভাবনা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন । যেগুলি হবার নয় সেরকম চিন্তা ভাবনা থেকে দূরে থাকাই আপনাদের যথেষ্ট ভালো হবে অন্তত বছরের মাঝামাঝি পর্যন্ত। বছরের মাঝামাঝির পরে আপনারা অনেক কিছু ক্ষেত্রে উন্নতি করতে পারেন তাই বছরের শুরুতে ধৈর্যটা রাখবেন।

শরীর-স্বাস্থ্য : শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে আপনারা ঠিক সময়ে খাওয়া দাওয়া করবেন যাদের লিভার জনিত সমস্যা আছে অথবা হজম জনিত সমস্যা আছে একটু সাবধানতা অবলম্বন করবেন। অকারনে নিজে ঔষধ কিনে খাবেন না ডাক্তারি পরামর্শ নিয়ে অবশ্যই খাবেন।

পড়াশোনা: এই বছরে আপনারা যারা জেনারেল পড়াশোনার মধ্যে আছেন আপনাকে ধৈর্য রাখতে হবে ধৈর্য রেখে পড়াশোনা করতে হবে। আপনারা যারা কর্মমুখী শিক্ষা নিতে চাইছেন কোন ক্ষেত্রে আপনি ইন্টারেস্ট আছেন সেই ক্ষেত্রে নির্বাচন করুন কারোর দেখে বা বন্ধুবান্ধব যাচ্ছে এরকম দেখে সিদ্ধান্ত নেবেন না। আপনারা যারা উচ্চশিক্ষা ক্ষেত্রে আছেন উচ্চশিক্ষা ক্ষেত্রে মধ্যে থেকে কোন ইনকামে এর ক্ষেত্রের দিকে আপনি যেতে পারেন সে দিকটা অবশ্যই আপনাদের ভালো। যারা টেকনিক্যাল অথবা কোনরকম মেশিনারি ইকিউভমেন্ট নিয়ে পড়াশোনা করছেন আপনাদের যথেষ্ট ভালো।

ভালোবাসা: আপনারা যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন এই বছরের মাঝামাঝি পর্যন্ত তর্ক-বিতর্ক থেকে একটু দূরে থাকবেন। পুরানো কোনরকম বিষয় নিয়ে নতুন করে তুলবেন না। যারা সিঙ্গেল আছেন বছরের মাঝামাঝির পরে কোন একজনকে আপনার যথেষ্ট পছন্দ হতে পারে ,কিন্তু সেই পছন্দটা আপনি বলার মতো সাহস নিয়ে থাকবেনা। আপনার ভালবাসা মনে মনেই থেকে যাবে।

বিবাহিত জীবন: আপনাদের বিবাহিত সম্পর্ক খুব একটা খারাপ নয়। বছরের মাঝামাঝির পর আপনাদের মধ্যে যথেষ্ট বোঝাপড়া দেখতে পাওয়া যাবে, অর্থাৎ আপনাদের চিন্তাভাবনা একই রকম সেটি বলা যেতে পারে। আপনারা যারা অবিবাহিত আছেন বিবাহ করার জন্য চেষ্টা রাখছেন ২০২৪ সালের মাঝামাঝির পরে আপনাদের মনের মত পাত্র-পাত্রী জীবনে এসেই যাবে। এই বছরে আপনার সহধর্মিনীকে অর্থাৎ স্ত্রীকে কোন কিছু কাজের মধ্যে আপনি নিয়ে আসতে চাইছেন বা স্ব প্রফেশনালে করতে চাইছেন সেটি আপনারা করে দিতে পারবেন। তবে বছরের মাঝামাঝির পরে চেষ্টা রাখবেন।

ব্যবসা বাণিজ্য: আপনারা বিজনেসের মধ্যে আছেন বছরের মাঝামাঝির পরে বিজনেস ক্ষেত্রে যথেষ্ট ভালো তাই আপনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেগুলি নেবেন কয়েকটা মাস অপেক্ষা করুন। কারণ বছরের মাঝামাঝির পরে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি অথবা লগ্নে প্রবেশ করবে এই সময়কালটা আপনাদের খারাপ নয় ভালো বলা যেতে পারে। আপনারা যারা মার্কেটে ইনভেস্ট করেন পূর্বের লোগনি থেকে লাভবান হয়ে আবার দ্বিতীয়বার লগ্নী করতে দেখা যাবে।

কর্মসংস্থান: পূর্বেই কর্মের বিষয়ে আলোচনা করেছি কর্ম পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে অথবা স্থানান্তরিত হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা এই বছরে স্ব- প্রফেশনাল এর মধ্যে আসতে পারেন। আপনারা শিক্ষকতা করতে পারেন প্রাইভেট শিক্ষকতা। আপনারা একাউন্টস হিসাবে কোথাও কাজে যোগদান করতে পারেন। অথবা শেয়ার মার্কেট লাইফ ইন্সুরেন্স এই সমস্ত ক্ষেত্রে আপনারা সেলফ এমপ্লয়ী হিসেবে কাজে যুক্ত হতে পারেন।

ভাগ্য: এই বছরে আপনারা ভাগ্যের দিক থেকে মধ্যমা আশা রাখতে পারেন তবে বছরের মাঝামাঝির পর থেকে আপনার চিন্তাভাবনা যেগুলো থাকবে সেগুলো বাস্তবিক এবং সঠিক চিন্তাভাবনা। এবং আপনার মধ্যে চিন্তাভাবনা থাকবে সমস্ত কিছু কর্ম করেই করতে হবে অর্থাৎ কর্ম মনমানসিকতা আপনার মধ্যে থাকবে তাই আপনাদের যাদের কারনমিক মন মানসিকতা আছে অবশ্যই আপনারা সফলতা পাবেন 2024 সালে।

আর্থিক: আর্থিক বিষয়ের পূর্বেই আলোচনা করেছি, একটু বুঝে শুনে আপনাকে ব্যয় করতে হবে তবে সেটা বছরের মাঝামাঝি পর্যন্ত তারপরও থেকে আর্থিক ব্যয় হচ্ছিল অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। এই বছরে কয়েকটা মাস যদি আপনার ছেড়ে দেন তার পরবর্তী ক্ষেত্রে আপনি যদি ইনভেস্ট করেন ,আপনার মার্কেট বিষয়ে কোন রকম নলেজ থাকে সেখানে অবশ্যই আপনারা লাভবান হবেন হঠাৎ করে আপনাদের জীবনে কিছু লাভবান হবার সংকেত দেখাচ্ছে।

বিশেষ: এই বছরে রাহু থাকবে আপনার সাফল্য স্থানে তাই হঠাৎ করে আপনাদের জীবনে কোন পরিবর্তন আসতে পারে। উত্তর অধিকার সূত্রে কোন ক্ষেত্রে লাভবান হতে পারেন, লটারি থেকে লাভবান হতে পারেন, বৈবাহিক সূত্র থেকে লাভবান হতে পারেন।

                                                           ধন্যবাদ





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

Guidelines for Taurus Individuals Purchasing Lottery Tickets

  Guidelines for Taurus Individuals Purchasing Lottery Tickets বৃষ রাশির ব্যক্তিদের জন্য লটারি টিকিট কেনার নির্দেশিকা বৃষ রাশির জাতক জাতিকাদ...