মিথুন রাশি : আপনি যদি মিথুন রাশি বা লগ্নের হয়ে থাকেন(Gemini Horoscope)বড় কিছু ঘটনা ঘটতে চলেছে ২০২৪ সালে। কারণ গ্রহের অবস্থান সেই অবস্থানের কারণে অনেক কিছু ক্ষেত্রে উন্নতি করতে পারেন ।আপনি আপনার বর্ণময় সময়ের মধ্যে দিয়ে যাবন। সবদিক দিকেই সহায়তা পাবেন ভাগ্যের দিক থেকে সহায়তা পাবেন কর্মের ভালো দিক থেকে এবং যে ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন সেই ক্ষেত্রেই আপনি কিছু না কিছু সফলতা পাবেন। তাই বছরের শুরু থেকে মাঝামাঝি পর্যন্ত আপনার অনেক উন্নতির করতে পারবেন। আপনি যে কর্মটি করেন সেই কর্ম থেকে আপনি সন্তুষ্ট থাকবেন এবং সেই কর্ম থেকে আরও বিভিন্ন কর্মমুখী চিন্তাভাবনা থাকবে আপনার মনের মধ্যে । তাই 2024 সালটা অবহেলা করবেন না । বছরের প্রথম দিন থেকে আপনি উন্নতি করতে পারবেন, তাই আপনি যে ক্ষেত্রে আছেন সেই ক্ষেত্রেই মনোনিবেশ করুন। আপনি যদি কোন কাজ শুরু করেন কোন হিতৈষী ব্যক্তির সহায়তা পাবেন এবং তাদের যথেষ্ট সমর্থন পাবেন। ভাগ্যের যথেষ্ট সহায়তা পাবেন। এই বছরে আপনি সাফল্যের মুহূর্ত আসছেন। যে সময়টা দলের জীবন মনে রাখার কারণ বড় ঘটনা ঘটতে চলেছে 2024 সালে । আপনি নিজের অনুধাবন করতে পারবেন।
শারীরিক স্বাস্থ্য: এই বছর শারীরিক স্বাস্থ্যের দিক থেকে বছরের মাঝামাঝির পরে শরীর স্বাস্থ্য খারাপ দেখাচ্ছে, তবে ঠিক সময় খাওয়া দাওয়া করবেন কর্মব্যয়তার মধ্যে আপনার থাকবেন। বছর মাঝামাঝির পরে শারীরিক অবস্থার সমস্যা থাকলে ইগনোর করবেন না ডক্টর পরামর্শ নেবেন। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রী শারীরিক স্বাস্থ্যের কোন সমস্যা থাকে তাহলে বছরের মাঝামাঝির পরে একটু আর্থিক ব্যয় হতে পারে।
এডুকেশন: যারা ছাত্র আছেন আপনি নিজেকে প্রমাণিত করতে পারবেন সেই ক্ষেত্রে পৌঁছাতে পারবেন। যথেষ্ট ভালো যদি কর্মমুখী কোন শিক্ষা নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি স্যাটিসফাই হতে পারেন। আপনার মনের মধ্যে উদ্ভাবন হবে যে কর্মক্ষেত্র শিক্ষা নিচ্ছেন আপনি কিছু পরবর্তীতে করতে পারবেন। এই বছর আপনার চিন্তাভাবনা সুদূর প্রসারী।আপনি যদি উচ্চশিক্ষার ক্ষেত্রে থাকেন সেক্ষেত্রে আপনি যদি কোন রিসার্চের ক্ষেত্রে থাকেন তাহলে সে ক্ষেত্রেও আপনাদের ভালো ভালো। এই২০২৪ সালটা মিথুন রাশি অথবা লগ্নের যদি আপনি হয়ে থাকেন তবে আপনার জীবনে একটি বড় ঘটনা ঘটত চলেছে।
ভালোবাসা: ২০২৪ সালে আপনার জীবনের কোন সঙ্গী অথবা সঙ্গিনী আসতে চলেছে । পারেন যদি সিঙ্গেল থাকেন অবশ্যই ২০২৪ সালে আপনার জীবনে কেউ একজন আসছে। আর যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন যথেষ্ট ভালোভাবে দেখতে পাবেন।
বিবাহিত: আপনার বিবাহিত জীবন যথেষ্ট ভালো বছর। বছরের মাঝামাঝি ভালো ।এখান থেকে যথেষ্ট অনুপ্রাণিত আপনি থাকবেন এবং আপনার স্ত্রী যদি কোন রকম কর্ম ক্ষেত্রে মধ্যে থাকেন সেক্ষেত্রে যথেষ্ট সফলতা পাবেন। এছাড়াও এই বছর দূরবর্তী স্থানে কর্মসূত্রে বেড়াতে যাবেন।
বিজনেস: আপনারা যারা বেকার বিজনেস করতে চান আপনি এই ২০২৪-এ শুরু থেকেই চেষ্টা রাখুন। আপনার প্রচেষ্টা সফল করতে কোন হিতৈষী ব্যক্তি থেকে আপনি সহযোগিতা পাবেন । বা আপনার কোন আত্মীয়া এমন কোন কর্মের সঙ্গে যুক্ত আছেন সেখান থেকে ওসহতা পেতে পারেন।
কর্মসংস্থান: এই বছরে প্রভাবশালী ব্যক্তি থেকে সহায়তা পাবেন। সেই যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কর্মস্থলের মধ্যে আপনি উচ্চতর পোস্টে বেতন বৃদ্ধির সম্ভাবনা প্রবল ।উন্নতির জন্য কর্মরত থেকে বড় এমাউন্ট নিতে চান কোন এডভান্স কিছু নিতে চান আপনি এই ২০২৪ সালে পাবেন।
ভাগ্য: ভাগ্য যথেষ্ট ভালো। কারণ আপনার ভাগ্য প্রতি গ্রহ স্বয়ং শনি গ্রহ ভাগ্য স্থানে আছে।আপনার ভাগ্যের জন্য ভাগ্যপতী যদি ভাগ্য থাকে সে ক্ষেত্রে অনেক সুযোগ-সুবিধা পাবেন পূর্বে শনি গ্রহ রেকটোগেট ছিল এখন শনি মার্গী হয়েছে। যার ফলে অনেক সুযোগ-সুবিধা আর না পাবেন। এই বছর ভাগ্য এতটাই ভালো কিছু ক্ষেত্রে আপনি আশা ছেড়ে দিয়েছিলেন যে সমস্ত কিছু ইতিবাচক সংবাদ পেতে পারেন।
আর্থিক: এই বছর আর্থিক দিকটা খারাপ নয়, কর্মক্ষেত্রের বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা যারা কোনরকম ঋণ নিয়ে বড় কিছু করতে চাইছেন সেটিও এই বছরে আপনার করতে পারবেন। তাই ২০২৪ সালে শুরু থেকেই আপনারা চেষ্টা করুন।
বিশেষ: এই বছর বিশেষভাবে যে বিষয়টা আপনি সতর্কতা অবলম্বন করবেন। পরিবারের সন্তানের বিবাহের জন্য ভালো করে দেখাশোনা করবেন। তা না হলে আত্মীয় ভালো হবে না। এছাড়াও আপনারা যারা জমি কিনতে চাইছেন দেখে নেবেন অংশীদার আছে কিনা। যারা পুরানো গাড়ি কিনবেন দেখে নেবেন গাড়ির কন্ডিশন কেমন আছে। আপনাদের পরিবারের মধ্যে সমস্যা থাকলে আপনারা নিজেরাই মিটিয়ে নেবার চেষ্টা রাখবেন তা না হলে কোন তৃতীয় ব্যক্তির প্রবেশ দেখতে পাওয়া যাচ্ছে।
ধন্যবাদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন