![]() |
Kanya Rashi |
ভাগ্যের কারক গ্রহ ভাগ্য স্থানে তাই জ্যোতিষ সম্বন্ধে অভিজ্ঞতা না থাকলেও বিষয়টি অনুধাবন করতে পারছেন।
কন্যা রাশি জুলাই মাস ২০২৫ সাল। গ্রহের গোচর এমনই কিছু ঘটতে চলেছে যেটা আপনাদের মনের মধ্যে আশা বাড়িয়ে তুলছে। ভাগ্যের অধিপতি গ্রহ ভাগ্য স্থানে অবস্থান করা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ মাস হতে চলেছে। যথেষ্ট ভালো সময়ের মধ্যে আপনারা রয়েছেন। হঠাৎ বড় পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে। এই পরিবর্তন বিশাল সুযোগ আসছে। যে পরিস্থিতিতে রয়েছেন বা যাহা করছেন শুধু সেই কাজের মধ্যে মনোযোগ রাখুন। এরপরে কি ঘটছে সেগুলো আপনি নিজেই উপলব্ধি করুন।
এই মাসে আপনাদের যথেষ্ট যোগাযোগ বৃদ্ধি হচ্ছে। নতুন কিছু আর্থিক উৎস আপনাদের সামনে উঠে আসতে চলেছে। ছোট বড় যেকোনো রকম কর্মের মধ্যেই আপনি রয়েছেন সেখানে আপনার নামের বিস্তার করতে পারবেন। যে কর্ম করে যথেষ্ট মানসিক আপনি আনন্দ পান সেই রকম কর্মের মধ্যে যদি নিয়োজিত থাকেন মানসিক তৃপ্তি পাবেন। আমাদের একটাই উদ্দেশ্য থাকে সেটি হল আর্থিক কিছু সূরা হবে কিনা হ্যাঁ অবশ্যই আর্থিক সুরাহা আপনাদের হবে। কর্মক্ষেত্র থেকে অতিরিক্ত অর্থ আপনারা পাচ্ছেন। দৈনন্দিন জীবনে যে অর্থ পান বিশেষ করে আপনারা যারা স্বাধীন কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন একটু অতিরিক্ত অর্থ পাচ্ছেন এবং দ্বিমুখী অর্থ আপনাদের আরো সমৃদ্ধি করাবে।।
শুধু ঘটনা এখানেই নয় মাসের মাঝা মাঝির পর থেকে সেখানেও আকস্মিকভাবে যোগাযোগ যেমন বৃদ্ধি হবে এবং অনেক ক্ষেত্রেই আপনারা একটি উচ্চপর্যায়ে থাকবেন। মনের কাঙ্ক্ষিত আশা সেটি পূর্ণ হতে চলেছে। এই কাঙ্ক্ষিত আশা, আপনারা যারা অবিবাহিত আছেন ভালো যোগাযোগ আসতে পারে কর্মের দিক থেকে একটি ইতিবাচক পথ চলতে চলেছে অথবা নতুন কিছু আর্থিক উৎস আপনাদের সামনে উঠে আসতে চলেছে। এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে,হালকা ভাবে নেবেন না বিষয়টা যথেষ্ট গুরুত্বপূর্ণ আপনাদের দিক থেকে। আপনার সমস্ত সিদ্ধান্ত সেগুলো যথার্থ সিদ্ধান্ত হতে চলেছে। আপনারা পূর্ণমাত্রায় বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবেন।
শুধু কর্ম ক্ষেত্রে অথবা আপনার দ্বিমুখী অর্থ আসবে এমন নয় নিজের মধ্যে যথেষ্ট ধৈর্য বৃদ্ধি হবে। যেকোনো ব্যক্তির যখন আর্থিক উচ্চ ভালো হয় বা সময় ভালো যায় যে কোন ক্ষেত্রেই চেষ্টা রাখে সেখানেই কিছু না কিছু জীবনে পেয়ে থাকেন। এই কারণে আপনারা এই সময় নিজের মধ্যে প্রয়াস বাড়িয়ে তুলুন। যে ক্ষেত্রে এই চেষ্টা রাখবেন সেই ক্ষেত্রেই কিছু না কিছু আপনারা পেতে চলেছেন।
এই মাসে আপনারা যদি কোন রকম আইনি সমস্যায় পড়েন সেটি সমাধান হচ্ছে অথবা যদি আইনি সমস্যায় থাকেন আপনাকে ততটা বিব্রত করতে পারবেন। আপনি সমস্ত ক্ষেত্রেই উপযুক্ত কথা বলে যে কোন সমস্যা সমাধানের দিকে নিয়ে যাবেন। কারণ আপনার মধ্যে যুক্তিসঙ্গত সমস্ত বিষয় বুঝিয়ে বলার প্রবণতা থাকছে। বিষয় যতই জটিল হোক না কেন আপনার কাছে সেই জটিল পথ প্রশস্ত করার রসদ থাকবে।
এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। পড়াশোনার মধ্যে যারা রয়েছেন ১৭ তারিখের পর থেকে ভালো অবস্থানে থাকবেন যেগুলি সুযোগ আসবে সেগুলোকে গ্রহণ করার চেষ্টা রাখবেন। ভালোবাসার সম্পর্ক যথেষ্ট ভালো। আপনার দুজনেই যদি কম বয়সী হয়ে থাকেন দুজনের ক্যারিয়ারের দিক থেকে ভালো সময় যাবে। বিবাহিত জীবন আপনাদের মধ্যে যথেষ্ট ভালো সম্পর্ক দেখতে পাওয়া যাবে। আপনার পার্টনার যদি কোন কর্ম ক্ষেত্রে মধ্যে যুক্ত থাকেন শেখানো ইতিবাচক ফল পেতে চলেছেন। ব্যবসা যারা করেন, এই ক্ষেত্র থেকেও আপনার আর্থিক কিছু মুনাফা অর্জন হতে পারে। কোন সরকারি ক্ষেত্র থেকে ভালো অর্ডার আপনার পেতে পারেন সেটি অবশ্যই আপনি কোন ধরনের ব্যবসা করছেন তার উপর নির্ভর করছে। কর্মের দিক থেকে যথেষ্ট ভালো আপনার কর্মের নামের বিস্তার হচ্ছে। এমন কোন কাজ করেন যদি বাড়িতে বসে সেই কর্ম আপনি করতে থাকেন তাহলে ভালো সময় আপনাদের আসছে বা ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করবেন এই মাস।
আপনারা যারা নিজের জন্ম কুণ্ডলী বিচার করাতে চান অনলাইন পরামর্শ পাবেন যোগাযোগ করতে পারেন।
MOB:9836308474
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন