ASTROLOGY

Featured Post

Pisces Horoscope 2026 | মীন রাশি ২০২৬ রাশিফল: প্রেম, ধন, স্বাস্থ্য, কর্মজীবন

🔮 রাশিফল 📅 আজকের রাশিফল 📖 জ্যোতিষ 🎲 লটারি 🪔 হিন্দু উৎসব 🛕 পূজা ও বিধি 🌐 English Zone Pisces Horoscope 202...

জনপ্রিয় পোস্টসমূহ

Gemini Horoscope July 2025//মিথুন রাশি

Gemini Horoscope 

 এই মাস আপনাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে।

আকস্মিকভাবে বহু ক্ষেত্রে যোগাযোগ আপনাদের বৃদ্ধি হবে।। এই ক্ষেত্রে সাময়িক আপনারা দিশাহারা হতে পারেন অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা বিচলিত হতে পারেন। একটি কথা আপনারা অবশ্যই মনে রাখুন গুরুত্বপূর্ণ সময় নেওয়ার ক্ষেত্রে সঠিক সময় আপনাদের জীবনে চলছে। সেই কারণেই আপনাকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হবে।

আপনার মধ্যে যথেষ্ট সৃজনশীলতা ধৈর্য বৃদ্ধি হবে। যে কোন সৃজনশীলতাকে অবলম্বন করে আপনি নিজের ভবিষ্যৎ হিসেবে সেটি দেখতে পারেন। আপনি যে ক্ষেত্রে নিয়োজিত রয়েছেন সেটি হতে পারে ব্যবসা অথবা নিজের ক্যারিয়ার সম্বন্ধে অথবা নিজের সন্তান বিষয়ে একটি সঠিক সিদ্ধান্ত নেবেন। 

যেকোনো কর্মক্ষেত্রের মধ্যে রয়েছেন সেই কর্ম আরো উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আপনার অনেক ক্ষেত্রে ত্যাগ স্বীকার করবেন। যাহাই ব্যস্ততার মধ্যে আপনি থাকুন না কেন কর্মের মধ্যে যথেষ্ট নিয়োজিত আপনি থাকবেন। যেমন মানসিকতা নিয়ে চলছেন যেমন কর্মের মধ্যে মনোনিবেশ রয়েছে এই রকম মনোবৃত্তি নিয়ে অগ্রগতি রাখুন অহেতুক জীবনের চমৎকার হতে হলে সেটি যথেষ্ট ভাগ্য উচ্চ পর্যায়ে থাকতে হবে। 

শরীর স্বাস্থ্য আপনাদের মাধ্যম বড় ধরনের সমস্যা দেখাচ্ছেনা। পড়াশোনার মধ্যে যারা রয়েছেন উচ্চশিক্ষা ক্ষেত্রে যে সুযোগ গুলি পাবেন সেগুলোকে কাজে লাগাবার চেষ্টা রাখবেন। মধ্যশিক্ষা ক্ষেত্রে যারা রয়েছেন মনোযোগ রাখতে হবে। ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা রয়েছেন একটু ভুল বোঝাবুঝি হতে পারে। আপনাদের বিবাহিত জীবন যথেষ্ট ভালো। আপনি আপনার পার্টনারকে সঠিক গাইডলাইন দিতে পারেন। ব্যবসা যারা করছেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আপনাদের কর্মের দিকটা যথেষ্ট ভালো, সেটা হতে পারে স্বাধীন কর্ম বা কোথাও কর্মরত রয়েছেন সর্ব ক্ষেত্রেই আপনাদের ভালো সময় বলা যেতে পারে।

আপনারা যারা কোনরকম উপদেশ(consultancy) দিয়ে থাকেন এই রকম কর্মে যথেষ্ট নামের বিস্তার করতে পারবেন। আপনারা যারা বাণীর মাধ্যমে কোন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন নিজের নামের বিস্তার করতে চলেছেন। 

নিজের ভবিষ্যৎ জন্ম পত্রিকা বিচার করানোর জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন অনলাইন পরামর্শ দেওয়া হয়।
MOB:9836308473

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন