ASTROLOGY

Featured Post

Pisces Horoscope 2026 | মীন রাশি ২০২৬ রাশিফল: প্রেম, ধন, স্বাস্থ্য, কর্মজীবন

🔮 রাশিফল 📅 আজকের রাশিফল 📖 জ্যোতিষ 🎲 লটারি 🪔 হিন্দু উৎসব 🛕 পূজা ও বিধি 🌐 English Zone Pisces Horoscope 202...

জনপ্রিয় পোস্টসমূহ

বাসুকী কালসর্প যোগ, ধনু রাশি কি উপায় করবেন? "Sagittarius"

Vasuki Kalasarpa Yoga 

 বাসুকী কালসর্প যোগের ফলে কি কি সমস্যা আসতে পারে? এছাড়াও কি প্রতিকার করলে সমস্যার সমাধান হতে পারে তাহা জেনে রাখুন।


ধনু রাশি বা লগ্নের যারা আছেন, ১৮ জুন ২০২৫ তারিখ থেকে তাদের গোচরে বাসুকী কালসর্প যোগ তৈরি হচ্ছে। অনেক জাতক জাতিকার জন্মকালীন কুষ্ঠিতে এইরকম যোগ তৈরি হয়। এই দুই ক্ষেত্রেই কী ধরনের সমস্যা আসতে পারে তাহা জেনে নেওয়া যাক। একটি হল সাময়িক সমস্যা আর জন্ম কুণ্ডলীতে থাকলে এটি দীর্ঘমেয়াদি সমস্যা সৃষ্টি করতে পারে।

জ্যোতিষ শাস্ত্রে বর্ণিত আছে যে, এই বাসুকী কালসর্প যোগের ফলে কিছু সমস্যা দেখা দিতে পারে। জীবনে স্থিতিশীলতা লাভ করতে, প্রচুর সংঘর্ষ করতে হয়। কোনও ক্ষেত্রেই চেষ্টা করলেই যে সফলতা আসবে তা হবে না। অনেক সময় ভাগ্য বিপর্যয় দেখা দিতে পারে। সন্তান ধারণ ক্ষেত্রে সমস্যা হতে পারে সন্তানের শরীর স্বাস্থ্যের সমস্যাও দেখা দিতে পারে। মাঝে মাঝে সংঘাতে জড়িয়ে পড়তে হয়। ভাই ও বোনের মধ্যে সম্পর্ক খুব একটা মধুর হয় না। অনেক সময় পূর্ব জন্মের কিছু অপ্রত্যাশিত সমস্যার প্রভাব এই দেখা দিতে পারে।

বিশেষভাবে ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য গোচরে একটি যোগ, যার কারণে আপনি হয়তো কোন একটি কাজে যথেষ্ট পারদর্শী হওয়া সত্ত্বেও ঠিক সময়ে আপনি সঠিক কাজ করতে ব্যর্থ হতে পারেন। যারা বেকার আছেন তাদের বিষয়টা ভেবে নিয়ে তারপরে নতুন কোন ব্যবসা শুরু করলে যথেষ্ট ভালো হবে। কিছু কিছু ক্ষেত্রে নিজের কাজকর্মে আপনি নিজে মানসিক শান্তি নাও হতে পারেন।

যে প্রতিকারগুলি করলে এই ধরনের সমস্যা থেকে অনেকটা দূরে থাকতে পারেন সেগুলি হল: প্রথমত, শনির মন্ত্র জপ করতে পারেন। দ্বিতীয়ত, নাগ দেবতার পূজা করতে পারেন। তৃতীয়ত, কালসর্প দোষের মন্ত্র জপ করতে পারেন।

আপনারা যারা নিজের জন্ম কুণ্ডলী এখনো বিচার করেননি তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। এখানে পরামর্শ দেওয়া হয়।
মোবাইল:9836308473

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন