ASTROLOGY

Featured Post

বাস্তু শাস্ত্র মতে বাড়ির উত্তর দিকে গাছের প্রভাব — জ্যোতিষ শাস্ত্রের আলোকে

🔮 রাশিফল 📅 আজকের রাশিফল 📖 জ্যোতিষ 🎲 লটারি 🪔 হিন্দু উৎসব 🛕 পূজা ও বিধি 🌐 English Zone বাস্তু শাস্ত্র মতে ব...

জনপ্রিয় পোস্টসমূহ

টাকা পয়সা নদীর জোয়ারের মতো ভেসে আসবে! Capricorn Horoscope July 2025: মকর রাশি

Capricorn Horoscope 

 এই মাসে নদীর জোয়ারের মতো টাকা পয়সা ভেসে আসবে আপনাদের জীবনে। অর্থের যোগান ভালই থাকবে।  বর্তমানে আকস্মিক ভাবে যতরকম অর্থ পাওয়ার পথ আছে সর্ব ক্ষেত্রেই আপনাদের জন্য খোলা থাকছে এই মাসে। নিজের ইচ্ছামত সময়টা আনন্দ উপভোগ করে আপনারা চলবেন। নতুন নতুন বন্ধু অথবা বান্ধবী আপনাদের সামনে উপস্থিত হবে। যথেষ্ট বন্ধুত্বপূর্ণ আনন্দ সমাগমের মধ্যে আপনারা এই মাসটা অতিবাহিত করবেন। আপনার কথার মধ্যে আকর্ষণ করার ক্ষমতা থাকছে। এই কারণে যে কোন ক্ষেত্রে আপনারা নিজের কাজ সম্পন্ন করতে পারবেন। 


যেকোনো কাজের ক্ষেত্রে শত্রু থাকবে শত্রুর জায়গায় আপনি থাকবেন আপনার জায়গায়। আপনার কথাবার্তার মধ্যে চতুরতার কারণে যে কোন বিষয়ে আপনি অনায়াসে এড়িয়ে যেতে পারবেন। এই মাসে আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হতে পারে। এই কারণে আপনার মনের মধ্যে পুরানো যে বাসনা কামনা গুলো আছে সেগুলোকে চরিতার্থ অপেরা করতে পারেন। এটাই পুরনো সময় আপনাদের জন্য। 


যে কোন ক্ষেত্রে আপনি রয়েছেন সেখানে অবশ্যই নিজের যোগ্যতা আপনি প্রমাণ করতে পারবেন। ভাগ্যে যতটুকু আছে আছে তারপরে কিন্তু নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকছে। ভাগ্য ও আত্মবিশ্বাস এই দুই সম্মিলিত প্রভাব আপনার পেশাদারিত্বের মধ্যে ফুটে উঠবে। এই মাসে কিছু ক্ষেত্রে আমরা জেদ ধরবেন এবং এই এদের কারণে আপনাকে সেখান থেকে সরানো মুশকিল।


শরীরশাস্ত্র আপনাদের ভালই থাকবে। পড়াশোনার মধ্যে যারা রয়েছেন যথেষ্ট ভালো সময় আপনারা পাচ্ছেন। অভিনয়/গ্ল্যামার নাচ, গান জগতে যারা রয়েছেন নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবেন। এই মাসে আপনার জীবনে নতুন ভালোবাসা আসা সম্ভবনা থাকছে। এছাড়া আপনারা ভালবাসার সম্পর্কের মধ্যে রয়েছেন আরো আপনাদের মধুর সম্পর্ক তৈরি হবে। বিবাহিত জীবন যথেষ্ট ভালো। আপনার স্ত্রী অথবা স্বামীর কারণে আপনার সম্মান বৃদ্ধি হচ্ছে। ব্যবসা যারা করেন যথেষ্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন এই মাসে। আপনার ব্যবসা আরো প্রসারিত করতে পারবেন। আপনার যারা ভাবছেন অনলাইনে আসবেন তাহলে অবশ্যই শুরু করতে পারেন। স্বাধীন কর্মের মধ্যে যারা রয়েছেন যথেষ্ট আপনারা উপরের দিকে উঠছেন। নিজের খুশি মত নিজের কর্ম করবেন। কোথাও কর্মরত যদি থাকেন তাহলে অবশ্যই উচ্চতর পোস্ট ও আরো অনেক সুযোগ সুবিধা পাবেন। এই মাসে আপনারা আপনাদের গুড উইল/ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে অনেক কার্য সম্পন্ন করতে পারবেন।


আপনারা যারা নিজের জন্ম কুন্ডলী বিচার করেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন।বাড়িতে বসেই নিজের সম্বন্ধে জানতে পারবেন। 

MOB:9836308473

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন