![]() |
Padmanabha Kalasarpa Yoga |
প্রথমে জেনে রাখুন কালসর্প যোগ কেমনভাবে তৈরি হয়। যদি জন্ম কুণ্ডলীতে রাহু এবং কেতু গ্রহের এক পাশে সমস্ত গ্রহ থাকে তখন একে কালসর্প যোগ বলা হয়। এই মুহূর্তে তুলা রাশির জাতকদের জন্য যে কালসর্প যোগ তৈরি হয়েছে তাকে পদ্মনাভ কালসর্প যোগ বলা হয়। এই যোগ তৈরি হচ্ছে মূলত 18ই জুন 2025 তারিখ শুরু করে সারা মাস ধরে। যেহেতু এই যোগ তৈরি হচ্ছে তাই অল্প সময়ের মধ্যে এর প্রভাব দেখতে পাওয়া যেতে পারে আপনাদের জীবনে।
ছায়া গ্রহ রাহু অবস্থান করছে আপনার রাশি থেকে পঞ্চম ঘরে এবং কেতু অবস্থান করছে আপনার রাশি থেকে একাদশ ঘরে। এই অবস্থানকে বলা হয় পদ্মনাভ কালসর্প যোগ। যদি পদ্মনাভ কালসর্প যোগ জন্মকালীন কুন্ডলিতে থাকে তাহলে কিছু বিষয় দেখা যায় তাহা হল, ভাগ্য বিপর্যয়, শিক্ষা ক্ষেত্রে সমস্যা, সন্তান সংক্রান্ত সমস্যা, যেমন সন্তান প্রাপ্তিতে সমস্যা, প্রেমের বিষয়ে সমস্যা, এমনকি সফলতা প্রায় আসে না।
জ্যোতিষশাস্ত্রে কিছু সমস্যার সমাধানও বর্ণিত আছে। এগুলি অবলম্বন করলে সমস্যা থেকে অনেকটা দূরে থাকা যায় অথবা জীবনে সমস্যা কম আসে। এই প্রতিকারগুলির মধ্যে একটি প্রতিকার হল যা আপনাদের জন্য ভালো ফলাফল নিয়ে আসতে পারে। রাহু ও কেতু গ্রহের মন্ত্র জপ করতে পারেন। এছাড়া বিশেষ পূজা করলে ভাল ফলাফল পাবেন। এছাড়া আপনারা ভগবান শিবের পূজা করলে ভালো ফলাফল পেতে পারেন। তদুপরি বিশেষ রত্ন ধারণ করলেও ভালো ফলাফল পাবেন।
আপনারা যারা নিজের জন্ম কুণ্ডলী বিচার করাতে চান, অনলাইনে যোগাযোগ করতে পারেন। অনলাইনে পরামর্শ দেওয়া হয়।
MOB:9836308473
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন