ASTROLOGY

Cancer Horoscope September 2024: কর্কট রাশি

লক্ষ যদি স্থির রাখেন....
 
এই মাসে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান আপনাদের একটি লক্ষ্যবস্তুতে স্থির থাকতে হবে। আপনারা একটি বিষয়ের উপর ফোকাস রাখবেন যে বিষয়ে আপনি বেশি আগ্রহী আছেন অথবা যে বিষয় নিয়ে আপনি পরবর্তী ক্ষেত্রে অগ্রগতি রাখতে চাইছেন। কারণ এই মাসে আপনাদের মধ্যে বহুমুখী সুযোগ সেগুলি আসার সম্ভাবনা থাকছে। তাই এই বহুমুখী সুযোগের মধ্যে আপনি যেন ভেসে না যান। আপনাকে একটি লক্ষ্যবস্তু স্থির রাখতে হবে। আপনি যতটুকু নিতে পারবেন ততটুকু নেওয়ার চেষ্টা রাখবেন।

শরীর স্বাস্থ্য: এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো। আপনারা এই মাসে অবশ্যই ব্যস্ততার মধ্যে থাকবেন। আপনাদের যাদের হাই -পেশার জনিত  সমস্যা আছে একটু সাবধানতা অবলম্বন করবেন।
পড়াশোনা: আপনারা যারা জেনারেল কোনরকম এডুকেশনে আছেন সেটি অবশ্যই ভালো। আর আপনারা যারা টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করছেন একটু সমস্যা হতে পারে। 
ভালোবাসা: আপনাদের ভালবাসার সম্পর্ক খারাপ দেখাচ্ছে না যেহেতু পঞ্চম ঘরে শুভ গ্রহের দৃষ্টি থাকছে। অবশ্যই একটি কথা মনে রাখবেন আপনার পার্টনারের কাছে কোন রকম নিরাশা জনক নিয়ে কথা বলবেন না। 
বিবাহিত সম্পর্ক: ছোট ছোট বিষয়ে রাগ আপনার মধ্যে হবে তবে খেলতেও পারবেন না সেই কারণে  আপনি নিজের মধ্যেই সেই রাগটাকে প্রশমিত করে নেবেন। যদি আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের কোনরকম সমস্যা থাকে ডাক্তারি পরামর্শ নেবেন সু- চিকিৎসা পাবেন।
ব্যবসা: এই মাসে আপনাদের কোন রকম মজুদ পণ্য থাকে সেই রকম পণ্য বিক্রি হয়ে যাবে। ভালো যোগাযোগ বৃদ্ধি হতে পারে। কারন আপনার সপ্তম
 ঘরে দুটি যোগ কারও গ্রহের দৃষ্টি থাকছে একটি হলো দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল গ্রহের দৃষ্টি। যার ফলস্বর বিজনেস ক্ষেত্র ভালো ধরে নিয়ে আপনি চলতে পারে।
কর্ম: যাদের মধ্যে শারীরিক সক্ষমতা আছে অবশ্যই কোনরকম কর্মের সুযোগ আসতে পারে। আপনারা যারা দূরে কর্মের জন্য চেষ্টা রাখছিলেন এই মাসে চেষ্টা রাখতে পারেন। যদি কোনরকম প্রশিক্ষণ আপনি দিতে পারেন তাহলে এই মাসে সেই রকম ক্ষেত্রে কর্ম প্রাপ্তির সম্ভাবনা আছে। 
ভাগ্য: সময়কে গুরুত্ব দিয়ে অবশ্যই আপনাদের চলতে হবে। আপনি যেটুকু করতে পারবেন সেই ক্ষেত্রে ফোকাস রাখার চেষ্টা রাখবেন। অহেতুক সমস্ত বিষয় নিয়ে জড়াবেন না। 
আর্থিক: এই মাসে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। এই মাসে আপনাদের পুরানো কিছু আপনার পাওনা ছিল সেই রকম অর্থ পেতে পারেন। 
দেব গুরু বৃহস্পতি আপনার কুণ্ডলীচকে গোচরে এই মুহূর্তে যে অবস্থানে অবস্থান করে আছে সেটি অবশ্যই আপনাদের দিক থেকে একটি ভালো দিক সেটি কি বলা যেতে পারে। যার ফলস্বরূপ আপনারা এই মাসে কোনরকম সুযোগ-সুবিধা পেতে চলেছেন। আপনি নতুন কিছু শুরু করতে চাইছেন অন্য কোন ব্যক্তির সাহায্য অবশ্যই প্রয়োজন এই মাসে আপনারা পেয়ে যাবেন। আপনার যারা ঋণ নেবেন ভাবছেন চেষ্টা রাখবেন এই মাসে পেয়ে যাবেন। আপনি যাহাই কাজ করুন না কেন আপনার কাজের মধ্যে কর্মকৌশলী চোখে পড়ার মতো। কাজ কর্মের মধ্যে আপনি যথেষ্ট যত্নশীল হবেন। সবাইকে আপন করে কাছে নেবার প্রবণতা আপনার মধ্যে থাকবে। যাহাই সমস্যা হোক না কেন আপনি সেই ব্যক্তিকে আবার দ্বিতীয়বার সুযোগ দেবেন সেই রকম মন মানসিকতা নিয়ে চলবেন। অহেতুক কিছু বিষয় মনের মধ্যে নিয়ে আপনি যথেষ্ট চিন্তা নিয়ে চলবেন। এটি পূর্বেও আপনাদের আমি প্রতিবেদনে লিখলাম অহেতুক সমস্ত বিষয় নিয়ে বেশি মাথার মধ্যে আনবেন না। শনি গ্রহ দীর্ঘদিন ধরে আপনার অষ্টম স্থানে অবস্থান করে আছে যার ফলে যে কাজগুলো খুব সহজে হয়ে যাচ্ছিল কিছুটা বাধার সম্মুখীন অবশ্যই আপনারা হচ্ছেন। তবে চিন্তার কোন কারণ নেই পরবর্তীতে সময় আসছে আপনার দিক থেকে একটি ভালো দিন আসছে সেটি বলা যেতে পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

Rules for buying lottery tickets for the "Aries Horoscope"

  Rules for buying lottery tickets for the "Aries Horoscope" "মেষ রাশির" লটারির টিকিট কেনার নিয়ম মেষ রাশির জাতক জাতিকাদ...