Astrology Tips & Solutions, সাধ ভক্ষণ, Hindu astrology, Vedic Astrology, Rashifal, Hindu festival, Astrology, Lottery, Bengali astrology, Horoscope, Ajker Rashifal, Astrology update, Astrology information, fortune telling, future prediction, astrology guidance, astrology reading, finance Astrology
ASTROLOGY
Libra: Begins the Reckoning of Receiving Money
তুলা রাশি অর্থ প্রাপ্তির হিসাব নিকাশ শুরু হয়ে গেছে........... তুলা রাশি অথবা লগ্নে আপনি যদি হয়ে থাকেন আর কয়েকটা দিন পরেই আপনাদের আর্থিক দিক থেকে একটি ভাল রকম সুবিধা জনক অবস্থায় থাকবেন। সমস্ত বিষয় এই প্রতিবেদনে আলোচনা করব। শুধু আর্থিক ক্ষেত্র নয় অন্যান্য দিকেও আপনারা সুযোগ-সুবিধা পাবেন। দেবগুরু বৃহস্পতি গ্রহ বক্র গতিতে আসছে। তারিখ অবশ্যই জেনে রাখুন ৯ অক্টোবর ২০২৪ থেকে থাকবে ৪ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত। এই সময়কালের মধ্যে অভূতপূর্ব পরিবর্তন আপনাদের জীবনে আসতে চলেছে ১১৯ দিন প্রায় চার মাস ধরে আপনারা চলতে পারে। শুভ গ্রহ ব্যক্তি হলে শুভ ফল নিয়ে আসে। কালপুরুষের সপ্তম ঘরকে দেওয়া হয়েছে তুলা রাশির ঘর। এই তুলা রাশি সমস্ত রাশির একটি ব্যালেন্স রাশি হিসেব আমরা ধরে থাকি। এই রাশির অধিপতি গ্রহ যেহেতু শুক্র সেহেতু এই রাশির মধ্যে নমনীয়তা ভাব যথেষ্ট দেখতে পাওয়া যায়। এই যে দেবগুরু বৃহস্পতি বক্তব্য দিতে আসছে আপনার অষ্টম স্থানে অবস্থান করে আছে। বৃহস্পতি গ্রহ আপনার তৃতীয় এবং ষষ্ঠ ঘরের অধিপতি। আপনার মধ্যে মনে হতে পারে দুটি ঘর তো খুব একটা সুখকর ঘর নয় তাহলে কিভাবে শুভ ফল পাওয়া যাবে। একটি কথা মনে রাখবেন সৃষ্টির সবথেকে শক্তিশালী এবং শুভ গ্রহ হল বৃহস্পতি গ্রহ। যেখানেই দৃষ্টি থাকুক না কেন অমৃতের সমান। সেই কারণে আপনারাও সেই অমৃতের স্বাদ পাবেন। এই 119 দিন আর্থিক দিকটা যথেষ্ট আপনাদের ভালো। আপনারা যে কোন না যে কোন দিক থেকে অর্থ পাবেন। সেটা হতে পারে লটারি অথবা কোন পৈত্রিক সম্পত্তি বা আপনারা উত্তর অধিকার সূত্রে কিছু সম্পত্তি বা অর্থ পেতে পারেন। সব থেকে বড় বিষয় হলো আপনার যোগ-কারও গ্রহ শনি গ্রহ ১৫ ই নভেম্বর থেকে স্বাভাবিক গতিতে(বক্র গতিতে ছিল) আসছে। এই বিষয়টা আপনাদের দিক থেকে যথেষ্ট একটি ইতিবাচক দিক বলা যেতে পারে। এই সময় অবশ্যই আপনাদের ভগবান ধৈর্যের পরীক্ষা নেবেন। অর্থের প্রাচুর্য আপনাকে দেবে এবং সেই পরিপ্রেক্ষিতে আপনার মানসিকতার কতটুকু পরিবর্তন হয় সেটিও পরীক্ষা করবেন স্বয়ং ভগবান। একটি কথা মনে রাখবেন আর্থিক প্রাচুর্য আপনার যখন হবে বেশি বিচলিত হবেন না মনের মধ্যে অহংকার আনবেন না। স্বাভাবিকভাবে চলার চেষ্টা রাখবেন। এছাড়াও এই সময় আপনাদের মান, সম্মান, পরমর্যাদা সেগুলো বৃদ্ধি হচ্ছে। আপনার মধ্যে আত্মবিশ্বাস যথেষ্ট থাকবে নিজেই নিজের মধ্যে আত্মবিশ্বাস নিয়ে চলবেন এবং সমস্ত কিছু কাজ করার জন্য পজেটিভ এনার্জি সর্বদা আপনার সঙ্গে বিরাজ করবে। যেকোনো পরিস্থিতিতেই হোক না কেন সম্মানের সঙ্গে কোন রকম সমঝোতা করবেন না এইরকম মন মানসিকতা আপনাদের মধ্যে থাকবে। অন্যায়কে অন্যায় এবং সত্যি কে সত্যি বলার মত মানসিকতা আত্মার মধ্যে থাকবে। আপনারা যারা নতুন ঘর কিনবেন গাড়ি কিনবেন বা ঘর তৈরি করবেন কোন ভুমি কিনবেন যথেষ্ট ভাল সময় আসছে আপনাদের জীবনে। অর্থ থাকলেই সেটা কিন্তু হয় না এই সময় গ্রহের যে সারিবদ্ধ অবস্থান অর্থ কম থাকলেও আপনারা কিন্তু সেই সমস্ত ক্ষেত্রে নিজের ইচ্ছা পূর্ণ করতে চলেছেন। কারণ এই সময় গ্রহের যে সারিবদ্ধ অবস্থান অনেক দিক থেকে আপনারা সহযোগিতা পেতে চলেছেন আপনার মধ্যে আত্মবিশ্বাস যথেষ্ট থাকবে। আপনার মধ্যে মানসিকতার পরিবর্তন অবশ্যই আসছে যে কাজ দীর্ঘদিন ধরে আপনি চেষ্টা করছিলেন কিন্তু সেই কাজের কোনরকম সফলতা আসছিল না। এই সময়ের মধ্যে অর্থাৎ এই ১১৯ দিনের মধ্যে আবার প্রয়াস রাখুন। আপনারা যারা কোনরকম ধর্মীয় ক্ষেত্রে সঙ্গে যুক্ত আছেন ধর্মীয় বাণী প্রচার করেন এই সময়ে আপনার কিন্তু নামের বিস্তার হচ্ছে বা এই ধরনের কোনরকম সোশ্যাল মিডিয়ায় আপনি যুক্ত আছেন যথেষ্ট আপনি প্রভাব বিস্তার করতে পারবেন। আবারো বলছি অন্যান্য গ্রহে সারিবদ্ধ অবস্থায় যেটি আপনাদের ক্ষেত্রে অনেকটা ইতিবাচক কারণ এই সময়ে রাহু গ্রহ অবস্থান সেটিও আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। কারণ রাহু গ্রহ ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে এটি হল উপচয় স্থান যেটি অবশ্যই আপনাদের ভাল ফল নিয়ে আসতে পারে। নিজের বুদ্ধির দ্বারা এবং সু চতুর বুদ্ধির দ্বারা নিজেকে প্রতিষ্ঠিত করবেন। আপনারা অনেক সুযোগ-সুবিধা পাবেন সেটিকে অবশ্যই কাজে লাগাবার চেষ্টা রাখবেন। দীর্ঘদিন ধরে আপনার দ্বাদশ স্থানে কেতুগ্রহে অবস্থান করে আছে এই কেতু গ্রহকে নেগেটিভ প্রভাব থেকে দূরে সরিয়ে রাখবে দেব গুরু বৃহস্পতি। যার ফলে আপনাদের যোগাযোগ ব্যবস্থাটা যথেষ্ট ভালো হচ্ছে আপনি দূর ক্ষেত্রে আপনার নামের বিস্তার করতে পারবেন। এই সময়কালের মধ্যে আপনারা গণেশের উপাসনা করতে পারেন ভালো ফল পাবেন। এছাড়াও আপনারা হনুমান চালিশা মন্ত্র জপ করতে পারেন সেটিও ভালো ফল নিয়ে আসতে পারে আপনাদের জীবনে। আর্থিক দিক থেকে একটি মজবুত পজিশনে আপনারা আসছেন। আপনারা যারা দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যায় রয়েছেন এই সময় ভগবান মুখ তুলে অবশ্যই চাইবেন আপনাদের দিকে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Featured Post
How to Identify an Intelligent Child: According to Astrology
How to Identify an Intelligent Child: According to Astrology

-
সাধ ভক্ষণ মাঘ মাস ১৪৩১ বঙ্গাব্দ//2025 হিন্দু সনাতন ধর্মে সাধ ভক্ষণ বিষয়টি আপনারা কম বেশি অনেকেই জানেন। গর্ভবতী মহিলাদের উদ্দেশ্যে সন্তান ...
-
সাধ ভক্ষণ চৈত্র মাস ১৪৩১ বঙ্গাব্দ।।2025 সাল। শুভ তারিখ ও শুভ সময়সূচী জেনে রাখুন। 🧚🧚🧚 হিন্দু সনাতন ধর্মে দীর্ঘদিন ধরে একটি প্রথা চলে ...
-
সাধভক্ষণ অগ্রহায়ণ মাস ১৪৩১ বঙ্গাব্দ। এই অগ্রাহায়ন মাস ইংরাজি মাস যে সময়ের মধ্যে থাকছে (17 নভেম্বর থেকে 16 ডিসেম্বর ২০২৪) হিন্দু সনাতন ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন