ASTROLOGY

Aries September 2024: মেষ রাশি

মেষ রাশি সেপ্টেম্বর ২০২৪: কেমন থাকবেন
এই মাসে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান একটি গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে। কোন কিছুর মধ্যে আপনার মননিবেশ যথেষ্ট দেখতে পাওয়া যাবে। এই মাসে আপনি নিজেই বুঝতে পারবেন কোন ক্ষেত্রে আপনি বেশি আগ্রহী আর সেই ক্ষেত্রেই আপনি যথেষ্ট আগ্রহ নিয়ে চলবেন। যথেষ্ট জেদ, উৎসাহ এগুলো আমরা দেখতে পাবো এই মাসে আপনাদের মধ্যে।
শরীর স্বাস্থ্য: তেমন কোনো বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না তবে আপনার মধ্যে উত্তেজনা সৃষ্টি হবে। 
পড়াশোনা: আপনারা যারা শিক্ষাক্ষেত্রের মধ্যে আছেন দুই শিক্ষার ক্ষেত্রেই আপনাদের যথেষ্ট ভালো খুবই ভালো সময়ের মধ্য দিয়ে আপনারা অতিবাহিত করছেন এবং এই মাসেও ভালো সময়ের মধ্যে দিয়ে আপনারা যাবেন। সব থেকে বড় বিষয় হলো আপনাদের মধ্যে আগ্রহ যথেষ্ট দেখতে পাওয়া যাবে। 
ভালোবাসা: আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো। আপনার মধ্যে যে বিষয়টা দেখতে পাওয়া যাবে ভালোবাসার মধ্যে যারা আছেন। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার আপনাদের মধ্যে ইচ্ছা যথেষ্ট থাকবে এবং তার পরবর্তী ক্ষেত্রে ভালবাসার মধ্যে আপনি আগ্রহ নিয়ে বেশি চিন্তা-ভাবনা করবেন। 
বিবাহিত: যেহেতু আপনার সপ্তম ঘরের অধিপতি গ্রহ শুক্র ১৯ তারিখে আপনার সপ্তম ঘরে অবস্থান করবে যথারীতি ভালো বলা যেতে পারে আপনাদের বিবাহিত জীবন। আপনার পার্টনার যদি কোন কর্মক্ষেত্রের মধ্যে থাকেন সেক্ষেত্রে এই মাসে দূরে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়াও যদি কোন রকম ভাবে স্ব- প্রফেশনাল এর মধ্যে যুক্ত থাকেন যথেষ্ট নামের বিস্তার দেখা যাচ্ছে। 

ব্যবসা: অবশ্যই আপনারা ১৯ তারিখের পরেই ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করবেন। পূর্বের কিছু আপনারা ঋণ আপনার দিতে পারবেন। যাহাই বিজনেস এর মধ্যে থাকুন না কেন কিছু না কিছু অবশ্যই এখানে আপনাদের মুনাফা অর্জন হচ্ছে। 
কর্ম: পূর্বেও আপনাদের মধ্যে যেটি বলে আসছি এই মাসেও তার কোন ব্যতিক্রম হবে না। আপনারা যারা কর্ম পরিবর্তন করবেন ভাবছেন এই সময়ের মধ্যে দিয়ে কিন্তু আপনার অতিবাহিত করছেন। নতুন কর্মের যোগাযোগ। সব থেকে বড় বিষয় হলো আপনি নিজেই কোনরকম কিছু শুরু করবেন এবং সেখানে অবশ্যই নিজের ছাপ আপনি রাখতে পারবেন। 
ভাগ্য: আপনাদের মধ্যে যথেষ্ট আস্থা থাকছে তাই যেকোন বিষয়ে আপনি যদি মনোনিবেশ করেন সেই ক্ষেত্রে আপনি কিছু না কিছু করতে চলেছেন। 
আর্থিক: এই মাসে আপনাদের আয় ও ব্যয়ের মধ্যে সমতা থাকবে। আপনারা যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি আছেন অবশ্যই বিনিয়োগ করে আপনারা ভাল মুনাফা অর্জন করতে চলেছেন। 
আপনারা এমন কোন কর্ম করেন যেখানে আপনাকে কথা বলতে হয় তাহলে এই মাস আপনাদের ক্ষেত্রে একটি ভালো মাস হতে চলেছে। আপনারা যারা কোনরকম সমস্যায় আছেন সেটি হতে পারে পূর্বের কোন ঋণ অথবা শারীরিক কোনরকম সমস্যা অথবা আপনার শত্রু দ্বারা আপনি যথেষ্ট বিব্রত আছেন সেখান থেকে কিছু না কিছু সমাধান অবশ্যই হচ্ছে। যথেষ্ট আস্থা থাকবে যে কোন কাজের মধ্যে আপনি মনোনিবেশ করতে পারবেন। সে যা হয় কাজ হোক না কেন। আপনারা এই মাসে সঠিক ক্ষেত্রে মননিবেশ করে যদি চলতে পারেন তাহলে অবশ্যই আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। দীর্ঘদিন ধরে কোন একটি কাজ যদি আটকে আছে অবশ্যই এই মাসে আপনার মধ্যে যেহেতু সমস্ত কিছু ক্ষেত্রে অগ্রগতি রাখতে দেখা যাবে তাহলে অবশ্যই চেষ্টা রাখবেন সেই সমস্ত কাজ। আপনারা যারা পূর্বের কোন কাজ নিয়ে আশাবাদী আছেন সেই কাজ এই মাসে পূর্ণরূপে সম্পন্ন হচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

Rules for buying lottery tickets for the "Aries Horoscope"

  Rules for buying lottery tickets for the "Aries Horoscope" "মেষ রাশির" লটারির টিকিট কেনার নিয়ম মেষ রাশির জাতক জাতিকাদ...