ASTROLOGY

SEPTEMBER: ধনু রাশি কি সংকেত দেখাচ্ছে 2024


 ধনু রাশি//লগ্ন: এই মাসে গ্রহের গতি প্রকৃতি কি সংকেত দেখাচ্ছে। আপনারা ক্রম ও বর্ধমান উন্নতির দিকে অগ্রগতি রাখছেন। নব প্রচেষ্টা নব উদ্যোগ নিয়ে আপনারা এগিয়ে যাবেন। 
শরীর স্বাস্থ্য: এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য দিক থেকে ভালো থাকবে। যদিও রাশির অধিপতি গ্রহ ষষ্ঠ স্থানে অবস্থান করে থাকবে তথাপি পঞ্চপতি আপনাদের জোগ কারক গ্রহণ মঙ্গলের দৃষ্টি থাকছে আপনার রাশির উপরে। অবশ্যই একটু মনের মধ্যে উত্তেজনা থাকবে। 
পড়াশোনা: যেহেতু আপনাদের পঞ্চম ঘরের অধিপতি সপ্তম ঘরে অবস্থান করবে এবং আপনাদের দশম স্থানে দৃষ্টি থাকবে, এছাড়াও দৃষ্টি থাকছে আপনার দ্বিতীয় স্থানে তাই মধ্যশিক্ষা ক্ষেত্র আপনাদের যথেষ্ট ভালো বলা যেতে পারে। উচ্চ শিক্ষা ক্ষেত্রে যারা আছেন যেহেতু আপনার ভাগ্যস্তানে বুধ আদিত্য যোগ তৈরি করবে তাই আপনাদের উচ্চশিক্ষা ক্ষেত্র যথেষ্ট ভালো। 
ভালোবাসা: আপনাদের ভালোবাসার সম্পর্ক যথেষ্ট ভালো সম্পর্কের মধ্যে যদি থাকেন বিপরীত দিক থেকে যথেষ্ট আপনি ইন্সপায়ার হবেন। আপনাকে মানসিক শক্তি জোগাতে পারে। এই মাসে আপনাদের ভালোবাসার সম্পর্কে ভ্রমণ হবার সম্ভাবনা থাকছে। 
বিবাহিত: আপনাদের বিবাহিত সম্পর্ক ভালো এবং বিপরীত দিকে যদি কোনোরকম আপনাদের সম্পর্ক খারাপ হলে, সঙ্গে সঙ্গেই আপনাকে মানিয়ে নিতে হবে তাহলে বিপরীত দিকে আরো একটু রাগ দেখতে পাওয়া যাবে। 
ব্যবসা: আপনারা যারা ব্যবসা করেন সেটি অবশ্যই ভালো। ইমপোর্ট এক্সপোর্ট বিজনেসের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই ভালো। উৎপাদক ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকলে সেটিও অবশ্যই ভালো। আপনারা যারা কোনরকম পরিষেবা দিয়ে থাকেন সেটিও ভালো। 
কর্ম: এই মাসে আপনাদের কর্মের দিক থেকে যথেষ্ট ভালো। কারন আপনার দশম স্থানে বুধ আদিত্য যোগ তৈরি হবে। এছাড়াও আপনার দশম ঘরে শুক্র অবস্থান করবে। সেই কারণে এক কথায় বলতে হলে এই মাসে আপনাদের কর্মের দিক থেকে যথেষ্ট ভালো এবং কর্মক্ষেত্রের দিক থেকে আপনি আশা রাখতে পারেন। 
ভাগ্য: যেহেতু আপনার নবম ঘরে বুধ আদিত্য যোগ তৈরি হবে, সেই কারণে বিন্দুমাত্র এখানে আপনাদের নিরাশ হওয়ার কোন কারণ দেখাচ্ছেনা। ভাগ্য আপনাদের যথেষ্ট ভালো। 
আর্থিক: এই মাসে আপনাদের আর্থিক দিকটা সামঞ্জস্য অবশ্যই থাকবে। আপনারা যারা আর ঋণ নিতে চাইছেন আপনার কিন্তু পেতে চলেছেন এই মাসে। 
আপনাদের যাদের কর্মক্ষেত্র নিয়ে মনের মধ্যে দুশ্চিন্তা আছে বিপরীত দিক থেকে আপনারা কিন্তু মানসিক শক্তি পেতে পারেন। আপনার মানসিক শক্তি পেতে পারেন আপনার ভালবাসার সম্পর্ক থেকে। এছাড়াও আপনারা মানসিক শক্তি পেতে পারেন আপনার সন্তানের দিক থেকে। আপনারা যারা পূর্বের ঋণ নিয়েছিলেন এই মাসে আপনারা দিতে পারবেন। আর যারা ভাবছে নতুন করে ঋণ নেবেন সেটিও আপনারা পেতে চলেছেন। আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন দুজনেই যদি আপনারা কর্মরত থাকেন সেক্ষেত্রে আপনাদের অর্থ একই ক্ষেত্রে সেভিংস থাকছে। এই মাসে আপনাদের কর্মক্ষেত্র প্রচারিত হচ্ছে। আপনারা যারা নিজে নিজে কোনরকম কর্ম করেন যথেষ্ট ভালো। আপনি যা হয় কর্ম করুন না কেন সেখানে অবশ্যই আপনি মানসিকভাবে আনন্দিত থাকবেন যদি না আপনাদের কর্মক্ষেত্রের মধ্যে সমস্যা চলে। এই মাসে আপনার মধ্যে কি গুণগত মান আছে সেটি অবশ্যই প্রকাশিত হওয়ার সম্ভাবনা প্রবল দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের মধ্যে মানসিক শক্তি যথেষ্ট থাকবে। কারণ আপনারা কারক থেকে যে অনুপ্রেরণা পারছেন সেটি যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব। আপনারা দীর্ঘদিন ধরে শরীর স্বাস্থ্যের সমস্যায় রয়েছেন এই মাসে আপনারা কিন্তু সে রকম সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন।আমি বারংবার একটি কথা আপনাদের বলছি সেটি হল আপনার মধ্যে মানসিক ইচ্ছা শক্তি যথেষ্ট থাকবে কারণ কারোর কাছ থেকে আপনারা অনুপ্রেরণা অবশ্যই পাচ্ছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

How to Identify an Intelligent Child: According to Astrology

How to Identify an Intelligent Child: According to Astrology