ASTROLOGY

Meen Rashi September 2024: মীন রাশি


 মীন রাশি একটি গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে

মীন রাশি//লগ্ন: আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস আপনি নিজে বুঝতে পারবেন। এই মাসে আর্থিক দিকটা যথেষ্ট ভালো। যেকোনো না যে কোন দিক থেকে আপনাদের অর্থ আসবে। আপনার মধ্যে আত্মবিশ্বাসে যথেষ্ট থাকবে। যেকোনো কঠিন পরিস্থিতি আপনি অনায়াসে সমাধান করতে পারবেন। এই মাসে আপনাদের অনেকটুকু আশা পূর্ণ হতে চলেছে। শুধু এই মাসেই নয় পরবর্তী যে দিন গুলি আসছে আপনাদের একটি ভালো দিনের দিকে ইঙ্গিত করছে। 
শরীরশাস্ত্র: আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। গুরুত্বপূর্ণ কাজ নিয়ে একটু চিন্তিত অবশ্যই থাকবেন।
পড়াশোনা: মধ্যশিক্ষা ক্ষেত্রে যারা আছেন আপনাদের একটু মনঃসংযোগ আনতে হবে। উচ্চশিক্ষা ক্ষেত্রে আপনারা যারা আছেন যথেষ্ট ভালো বলা যেতে পারে। এই সময় আপনারা নিজের ক্যারিয়ারকে আপনি তৈরি করতে পারবেন। 
ভালোবাসা: আপনাদের ভালোবাসর সম্পর্ক যথেষ্ট ভালো। বিবাহ করার দিকে ভাবনা চিন্তা আপনাদের থাকবে। এই মাসে আপনারা যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে নাই কাউকে নতুন করে প্রস্তাব দিতে দেখা যাবে। 
বিবাহিত: আপনাদের বিবাহিত জীবন ভালো দেখাচ্ছে সব থেকে বড় বিষয় হলো আপনার পার্টনার যে কর্মক্ষেত্রের মধ্যে আছেন সেখানে যথেষ্ট ভালো দিক দেখতে পাওয়া যাচ্ছে। 
ব্যবসা: এই মাসে আপনারা ব্যবসা ক্ষেত্র থেকে আনন্দিত হতে পারেন। আপনার মধ্যে মনে হতে পারে চাকরি করে কি হবে এখানে আমি যথেষ্ট মুনাফা অর্জন করতে পারছি। 
কর্ম: আপনারা ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করছেন। যারা বেকার আছেন কর্মের জন্য অবশ্যই প্রয়াস রাখুন সময়টা আপনাদের পক্ষেই থাকছে। নিজে নিজে কর্ম যারা করেন আপনাদের সময়টা যথেষ্ট ইতিবাচক। প্রচুর মুনাফা অর্জন করতে চলেছেন। 
ভাগ্য: এই মাসে যেহেতু আপনার মধ্যে আত্মবিশ্বাস যথেষ্ট থাকছে তাই যে কোন পরিস্থিতি আপনি কিন্তু মানিয়ে নিয়ে চলতে পারবেন। নিজের প্রচেষ্টায় সমস্ত দিক উন্নতি আপনি করতে চলেছেন। 
আর্থিক: এই মাসে আপনাদের বিভিন্ন উৎস থেকে আর্থিক শ্রীবৃদ্ধি হতে চলেছে। যেকোনো না যেকোনো দিক থেকে আপনাদের কিছু না কিছু অর্থ অবশ্যই আসছে। 
এই মাসটা আপনাদের আর্থিক দিক থেকে যথেষ্ট একটি ভালো দিক নির্দেশ করছে। আপনারা এই মাসে শেয়ার মার্কেট, ব্যবসা, লটারি, সম্পত্তি বিক্রি, সোশ্যাল মিডিয়া এইরকম বিভিন্ন দিক থেকে আপনাদের কিছু না কিছু আসতে চলেছে। এই মাসে সবথেকে গুরুত্বপূর্ণ যে গ্রহের অবস্থান সেটি হল আপনার ভাগ্য স্থানে দশম প্রতি বৃহস্পতিবার দৃষ্টি তো আছেই। আর আপনার কর্ম স্থানে ভাগ্যপ্রতির দৃষ্টি। অবস্থান ভেদে অনেক কিছু ঘটতে চলেছে আপনাদের জীবনে। এবং বেশিরভাগটাই আর্থিক দিক নির্দেশ করছে। ১৯ তারিখের পর আপনার কাছে যথেষ্ট অর্থের প্রাচুর্য দেখতে পাওয়া যাবে। অর্থ হাতে না পেলেও সে রকম দিক নির্দেশ করবে যেখান থেকে আপনি অর্থ পেতে চলেছেন বা আপনার আয়ত্তের মধ্যে আছে। নিজের কূটনৈতিক বুদ্ধি এবং সুদক্ষ প্রচেষ্টার কারণে যে কোন কাজ আপনারা করতে চলেছেন। আপনারা যারা প্রতিবেদন লেখেন অথবা এমন কিছু করেন আপনি লেখেন সে ক্ষেত্রে তো আপনি একটি নিজের অবস্থান উল্লেখ করতে পারবেন। এই মাসে আপনার ষষ্ঠ ঘরে বুধ আদিত্য যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও আপনার সপ্তম ঘরে বুধ আদিত্য যোগ দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ অবশ্যই আপনারা শনির সাড়ে সাতি প্রথম পর্যায়ে আছেন। তথাপি নিজের মধ্যে কূটনৈতিক ভাবনা-চিন্তা এবং সুদক্ষ কর্মের দ্বারা সমস্ত কিছু আপনি ধীর মস্তিষ্কে ভাবনা চিন্তা নিয়ে এগিয়ে যাবেন। আপনারা ১৯ তারিখের পর থেকেই উপলব্ধি করতে পারবেন কি আপনাদের জীবনে করতে চলেছে বা কোন ক্ষেত্র থেকে আপনি যথেষ্ট মুনাফা পাওয়ার জন্য করতে চলেছেন। যেকোনো রকমের প্রতিবন্ধকতা আসুক না কেন আপনার ঐকান্তিক প্রচেষ্টায় সকল অপপ্রচেষ্টাকে আপনি দূরে সরিয়ে রাখতে পারেন। কারণ আপনার মধ্যেই থাকছে হঠাৎ করে কিছু করার ভাবনা চিন্তা। যেটা অবশ্যই আপনাকে আরো উপরের দিকে নিয়ে যাবে। আপনারা যারা পূর্বে ঋণ নিয়েছেন আবার নতুন করে ঋণ দিতে চাইছেন সেটিও আপনাদের হয়ে যাবে। এক কথায় বলতে হলে যে কোন না যেকোনো দিক থেকে আপনাদের অর্থ অবশ্যই আসতে চলেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

How to Identify an Intelligent Child: According to Astrology

How to Identify an Intelligent Child: According to Astrology