কন্যা রাশি জীবনে একটি পরিবর্তন যথেষ্ট
আমাদের এই ছোট্ট জীবনে একটি পরিবর্তন যথেষ্ট। যে পরিবর্তনটা আপনাকে অনেক উচ্চতায় নিয়ে যেতে পারে। যখন আমরা সফলতার শীর্ষে থাকি। কোন কাজের মধ্যে একাগ্রতা মন নিয়ে এগিয়ে থাকি সেখানে অবশ্যই শীত বলে আমাদের অনুভব হয় না আর গরম বলে সেটি বুঝতেই পারিনি। এরকম অনুভূতি যখন কোন ব্যক্তির মধ্যে অনুভূতি হয় তাহলে জানবেন সেই ব্যক্তি অনেক উচ্চতায় যেতে চলেছেন। তার কাছে ছোটখাটো সাফল্য কোন দাগ কাটতে পারবে না।
কন্যা রাশি বাস্তবিক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সময় কালপুরুষের রাশিচক্র আপনাদের যথেষ্ট সহযোগিতা করছে। জীবনে অনেকটা ছন্দে আপনারা ফিরছেন। যেকোনো না যেকোনো দিক থেকে আপনাদের উন্নতি অবশ্যই হচ্ছে। বিষয়টা একটু ভালো করে জেনে রাখুন অক্টোবর মাস থেকে আপনাদের জীবনে পরিবর্তন আসতে চলেছে। আপনার রাশিতে বুধ আদিত্য যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবং আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে শুক্র গ্রহকে আমরা পেয়ে যাব। এই বিষয়টাও আপনাদের ক্ষেত্রে যথেষ্ট অ্যাডভান্টেজ বলা যেতে পারে। সব থেকে বড় বিষয় যেটি হলো আপনার ভাগ্য স্থানে বৃহস্পতি গ্রহের অবস্থান।
এই যে গ্রহের অবস্থান আপনারা অনেকটা কিন্তু সামনের দিকে থাকছেন। এর পরবর্তী ক্ষেত্রে নভেম্বর মাস ২০২৪ সালের শনি গ্রহ স্বাভাবিক গতিতে আসছে। এইরকম গ্রহের পজেটিভ অবস্থানের কারণে আপনাদের সার্বিক উন্নতি হচ্ছে। জীবনে একটি পরিবর্তন আপনারা যারা মনে মনে আশা রাখছিলেন সেই পরিবর্তন আপনাদের জীবনে হতে চলেছে। শুধু সময়ের অপেক্ষা। দেখুন আপনাদের জীবনে কি ঘটতে চলেছে। আপনি যাহাই কর্মের মধ্যে থাকুন না কেন সেই কর্মক্ষেত্র টাকে একটি অন্য মাত্রায় নিয়ে যাচ্ছেন।
আপনার পপুলারিটি বাড়ছে, জনসংযোগ বৃদ্ধি হচ্ছে, যোগাযোগ বৃদ্ধি হচ্ছে, ফ্যান ফলোয়ার বৃদ্ধি হচ্ছে। যে কাজের মধ্যে আপনি মনোনিবেশ করবেন সেই কাজ করেই ছাড়বেন। কোন কিছুতে আপনার মনের মধ্যে ভয় থাকবে না। আপনারা ভয়কে জয় করতে চলেছেন। কারণ ভগবানের কৃপা আপনাদের উপরে থাকছে।
দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্য স্থানে অবস্থান করে স্নেহের দৃষ্টি আপনার রাশিতে থাকছে। এই কারণেই ভগবানের আশীর্বাদ আপনার মাথায় থাকছে। আপনাদের এই সময়ে আকস্মিকভাবে ধন প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা যাহাই কর্মের মধ্যে আছেন সেখানে তো আপনার আর্থিক শ্রীবৃদ্ধি হচ্ছে। আর আপনারা যারা লটারিতে ইন্টারেস্ট রাখেন সেখানেও আপনার প্রাপ্তি হচ্ছে। এছাড়াও আপনারা যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন বা পূর্বে করে রয়েছেন সেখানেও আপনাদের ইতিবাচক কিছু আপনি লক্ষ্য করতে পারবেন। এক কথায় বলতে হলে আপনাদের মুনাফা আর মুনাফা।
হঠাৎ করে আপনাদের জীবনে কোন শুভ সময় আসতে চলেছে। আপনারা যারা কম বয়সী আছেন নিজের ভাগ্য নিয়ে যথেষ্ট চিন্তা মনের মধ্যে নিয়ে চলেন। এই অক্টোবর মাস ২০২৪ সাল থেকে আপনাদের জীবনে সমস্ত টেনশন দূর হয়ে যাচ্ছে। জীবনে একটি আনন্দময় পরিবেশে আপনি উপভোগ করবেন। আপনারা যারা দেনাই জর্জরিত এমনকি নিজের মান সম্মান পর্যন্ত আপনারা হারিয়েছেন। পূর্বের হারানো মান সম্মান ফিরে পাচ্ছেন। এই সময় অযাচিতভাবে আপনাকে অনেক ব্যক্তি সাহায্য করতে আসবে। অনেক ব্যক্তির সু নজরে আপনি থাকবেন। আপনি কারোর গাইডলাইন পেতে চলেছেন। আপনারা জীবনে কোন হিতৈষী ব্যক্তি বা গুরুর সান্নিধ্যে আসতে চলেছেন।
আপনারা যারা স্ব- প্রফেশনাল আছেন কোনরকম এডভাইস দিয়ে থাকেন যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন। আধ্যাত্বিক চেতনা আপনার মধ্যে যথেষ্ট থাকবে। পূর্বের যে সমস্ত বিষয় আপনি ভাবছিলেন সেই সমস্ত বিষয় অগ্রগতি যখন রাখছিলেন নেগেটিভ প্রভাব আসছিল।
আর একবার আপনি চিন্তা করে দেখুন সেই নেগেটিভ প্রভাব আপনার জীবনে পজেটিভ রূপে আসছে। আপনার সন্তান থাকলে সন্তানের ও দিক থেকে শুভ সময় সেটি বলা যেতে পারে। আপনি সন্তানের বিষয়ে উপযুক্ত কোন একটি ব্যবস্থা নিতে পারবেন। কারণ প্রত্যেক বাবা-মা চাই সন্তান যেন সমাজের উচ্চতায় যায়।
এখন বৃহস্পতি গ্রহ আপনারই ভাগ্য স্থানে অবস্থান করে আছে আবার দীর্ঘ 12 বছর কাল পরে প্রবেশ করবে। আপনারা জীবনে একটি ট্রান ওভার চাইছিলেন সেটি কিন্তু আস্তে চলেছে। আপনারা যারা গুরু দীক্ষা নেবেন অবশ্যই আপনারা এই সময়ের মধ্যে নিতে পারেন। কারণ আপনার জন্ম যে উদ্দেশ্যে সেই মোখ্যলাভ আপনার হয়ে যাবে। তাই অবশ্যই চেষ্টাটুকু বাড়িয়ে দিন ভাগ্য তো আপনার সঙ্গেই থাকছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন