ASTROLOGY

শনি গ্রহ কখন খারাপ ফল দেয় (astrological analysis)


 শনি কখন খারাপ ফল দেয় (astrological analysis)

শনি গ্রহের নেগেটিভ ফল যথেষ্ট বেদনাদায়। আমরা প্রত্যেকেই এই শনি গ্রহের দশার মধ্যে পড়ে থাকি। সেটি হতে পারে সাড়ে সাতি অথবা ঢাইয়া  রূপে। শনির ঢাইয়া আড়াই বছর ভোগ করতে হয় এবং সাড়ে সাতি সাড়ে সাত বছর ভোগ করতে হয়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে শনি গ্রহ কে পাপ গহ হিসাবে দেখানো হয়েছে। 


এককথায় বলতে হলে শনির নেতিবাচক মানব জীবনে বেশি দেখতে পাওয়া যায়। আবার প্রত্যেকটা মানুষের কর্মের জন্যই সনি গ্রহের উপর নির্ভর করতে হয়। কারণ কর্মফল দাতা গ্রহ হল শনি গ্রহ। সেই কারণেই কাল পুরুষ এর দশম ঘর শনি গ্রহ কে দেওয়া হয়েছে। এই মুহূর্তে মীন রাশি আপনারা যারা আছেন শনির সাড়ে সাতির প্রথম পর্যায়ে আছেন। অতএব এই সময় আপনাকে অনেক কিছু বিষয়ে নিয়ন্তন করে চলতে হবে। 


এখনই আপনাকে মনসংযোগ রাখতে হবে। এছাড়াও কুম্ভ রাশি আপনারা শনির সাড়ে সাতির মধ্য চরণে আছেন। একজন মানব জীবনে শনির সাড়েসাতির প্রভাব দুই থেকে তিনবার আসে। সেই রকম অনুরূপ শনির ঢাইয়া একজন মানব জীবনে ছয়বার অথবা চারবার দেখতে পাওয়া যায়। শনি র সাড়েসাতি অথবা ঢাইয়া যখন বয়সের অন্তিম কালে আসে তখন সমস্যা বেশি দিয়ে থাকে। এক কথায় বলতে হলে শনির সাড়ে সাতি সাড়ে সাত বছর আর ঢাইয়া আড়াই বছর। 

এই সময় কর্কট রাশির আপনারা যারা আছেন শনির ঢাইয়া এর মধ্যে আছেন। আর আপনারা যারা বৃশ্চিক রাশির আছেন আপনারাও শনি ঢাইয়া এর মধ্যে আছেন। সবথেকে বেশি সমস্যা সৃষ্টি হতে পারে কর্কট রাশির আপনারা যারা আছেন। কারণ শনি গ্রহ আপনার অষ্টম ঘরে অবস্থান করে আছে। 


আর আপনারা নিশ্চয়ই জানেন অষ্টম ঘর খুব একটা সুখকর ঘর নয়। আপনারা যারা শারীরিক সমস্যায় আছেন এবং বয়স হয়েছে মনের মধ্যে টেনশন চিন্তা সেগুলো বৃদ্ধি অবশ্যই হবে। আপনাদের কর্মস্থানে মনের মতো পরিবেশ আপনারা পাচ্ছেন না। জমানো অর্থ আর্থিক ব্যয়ের প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও মানসিকভাবে আপনি একটু ডিপ্রেশনে থাকতে পারেন। 


একটি কথা মনে রাখবেন জ্যোতিষ বিষয়টা হল শর্ত সাপেক্ষ যদি আপনার জন্মকালীন কুণ্ডলীতে শনি গ্রহে ওপরে কোন পজেটিভ গ্রহের দৃষ্টি থাকে অনেকটা নেগেটিভিটি কম থাকে। কর্কট রাশি হলেই যে আপনারা সমস্যায় থাকবেন তেমন নয় বিষয়টি অবশ্যই বোঝার চেষ্টা রাখুন। শনি গ্রহ দিয়ে থাকে তবে সেটি অবশ্যই যথেষ্ট দেরি করে দিয়ে থাকে। তাই আপনার কাছে মনে হতে পারে মরা গাছে জল দিয়ে লাভটা কি। 


কম বয়সে ইনকাম করলে অবশ্যই মানসিক আনন্দ অনুভব করা যায়। আর বয়সকালে ইনকাম হলে তার অন্যরকম অনুভব করা যায়। এই কারণেই শনি গ্রহ থেকে আমরা বেশি দুঃখ পায় কারণ যে সময়ে ফল পাওয়ার দরকার সেই সময়টা অতিবাহিত হয়ে যায়। বৃশ্চিক রাশির আপনারা যারা আছেন আপনার শনি গ্রহের ঢাইয়া এর মধ্যে আছেন। আপনাদের মধ্যে পারিবারিক কিছু অশান্তি দেখতে পাওয়া যাচ্ছে। মনের মধ্যে নানান ধরনের চিন্তা আপনাকে ব্যথিত করতে পারে। কোন চিন্তা সর্বদা আপনাকে গ্রাস করতে পারে।


 সেই কারণেই আপনারা মানসিক বিপর্যস্ত হতে পারেন ।কোন কাজের মধ্যে আপনি মনোনিবেশ করতে পারবেন না। এরকম কিছু সিচুয়েশন আপনাদের মধ্যে দেখা দিতে পারে। একটি কথা মনে রাখবেন এই সমাজ ব্যবস্থায় শনি গ্রহ কে নিয়ে অনেক নেগেটিভ কুসংস্কার সেগুলো অবশ্যই আছে। অবশ্যই নেগেটিভ এবং কুসংস্কার থেকে আপনার বাইরে থাকবেন। সৎভাবে চলার চেষ্টা রাখবেন ন্যায়-নীতি অনুসরণ করবেন।


 আপনার ভালো বলার ক্ষমতা রাখবেন, তাহলে অবশ্যই শনি গ্রহ থেকে আপনাদের নেগেটিভ কোনরকম প্রভাব জীবনে আসবে না। এই সনির ঢাইয়া আড়াই বছর আপনার জীবনে হঠাৎ করে কোন সমস্যা নিয়ে আসতে পারে। আপনার মনে হতে পারে সবকিছুই ঠিকঠাক চলছিল হঠাৎ করে এমন কি হল যে সমস্ত কিছু খান খান হয়ে গেল। এই বিষয়টা অবশ্যই শনি গ্রহের ঢাইয়া এর মধ্যে পড়লে হয়ে থাকে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

How to Identify an Intelligent Child: According to Astrology

How to Identify an Intelligent Child: According to Astrology