ASTROLOGY

কন্যা রাশি জীবনে একটি পরিবর্তন যথেষ্ট


কন্যা রাশি জীবনে একটি পরিবর্তন যথেষ্ট

আমাদের এই ছোট্ট জীবনে একটি পরিবর্তন যথেষ্ট। যে পরিবর্তনটা আপনাকে অনেক উচ্চতায় নিয়ে যেতে পারে। যখন আমরা সফলতার শীর্ষে থাকি। কোন কাজের মধ্যে একাগ্রতা মন নিয়ে এগিয়ে থাকি সেখানে অবশ্যই শীত বলে আমাদের অনুভব হয় না আর গরম বলে সেটি বুঝতেই পারিনি। এরকম অনুভূতি যখন কোন ব্যক্তির মধ্যে অনুভূতি হয় তাহলে জানবেন সেই ব্যক্তি অনেক উচ্চতায় যেতে চলেছেন। তার কাছে ছোটখাটো সাফল্য কোন দাগ কাটতে পারবে না। 


কন্যা রাশি বাস্তবিক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সময় কালপুরুষের রাশিচক্র আপনাদের যথেষ্ট সহযোগিতা করছে। জীবনে অনেকটা ছন্দে আপনারা ফিরছেন। যেকোনো না যেকোনো দিক থেকে আপনাদের উন্নতি অবশ্যই হচ্ছে। বিষয়টা একটু ভালো করে জেনে রাখুন অক্টোবর মাস থেকে আপনাদের জীবনে পরিবর্তন আসতে চলেছে। আপনার রাশিতে বুধ আদিত্য যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবং আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে শুক্র গ্রহকে আমরা পেয়ে যাব। এই বিষয়টাও আপনাদের ক্ষেত্রে যথেষ্ট অ্যাডভান্টেজ বলা যেতে পারে। সব থেকে বড় বিষয় যেটি হলো আপনার ভাগ্য স্থানে বৃহস্পতি গ্রহের অবস্থান। 


এই যে গ্রহের অবস্থান আপনারা অনেকটা কিন্তু সামনের দিকে থাকছেন। এর পরবর্তী ক্ষেত্রে নভেম্বর মাস ২০২৪ সালের শনি গ্রহ স্বাভাবিক গতিতে আসছে। এইরকম গ্রহের পজেটিভ  অবস্থানের কারণে আপনাদের সার্বিক উন্নতি হচ্ছে। জীবনে একটি পরিবর্তন আপনারা যারা মনে মনে আশা রাখছিলেন সেই পরিবর্তন আপনাদের জীবনে হতে চলেছে। শুধু সময়ের অপেক্ষা। দেখুন আপনাদের জীবনে কি ঘটতে চলেছে। আপনি যাহাই কর্মের মধ্যে থাকুন না কেন সেই কর্মক্ষেত্র টাকে একটি অন্য মাত্রায় নিয়ে যাচ্ছেন।

 আপনার পপুলারিটি বাড়ছে, জনসংযোগ বৃদ্ধি হচ্ছে, যোগাযোগ বৃদ্ধি হচ্ছে, ফ্যান ফলোয়ার বৃদ্ধি হচ্ছে। যে কাজের মধ্যে আপনি মনোনিবেশ করবেন সেই কাজ করেই ছাড়বেন। কোন কিছুতে আপনার মনের মধ্যে ভয় থাকবে না। আপনারা ভয়কে জয় করতে চলেছেন। কারণ ভগবানের কৃপা আপনাদের উপরে থাকছে।

 দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্য স্থানে অবস্থান করে স্নেহের দৃষ্টি আপনার রাশিতে থাকছে। এই কারণেই ভগবানের আশীর্বাদ আপনার মাথায় থাকছে। আপনাদের এই সময়ে আকস্মিকভাবে ধন প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা যাহাই  কর্মের মধ্যে আছেন সেখানে তো আপনার আর্থিক শ্রীবৃদ্ধি হচ্ছে। আর আপনারা যারা লটারিতে ইন্টারেস্ট রাখেন সেখানেও আপনার প্রাপ্তি হচ্ছে। এছাড়াও আপনারা যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন বা পূর্বে করে রয়েছেন সেখানেও আপনাদের ইতিবাচক কিছু আপনি লক্ষ্য করতে পারবেন। এক কথায় বলতে হলে আপনাদের মুনাফা আর মুনাফা। 


হঠাৎ করে আপনাদের জীবনে কোন শুভ সময় আসতে চলেছে। আপনারা যারা কম বয়সী আছেন নিজের ভাগ্য নিয়ে যথেষ্ট চিন্তা মনের মধ্যে নিয়ে চলেন। এই অক্টোবর মাস ২০২৪ সাল থেকে আপনাদের জীবনে সমস্ত টেনশন দূর হয়ে যাচ্ছে। জীবনে একটি আনন্দময় পরিবেশে আপনি উপভোগ করবেন। আপনারা যারা দেনাই জর্জরিত এমনকি নিজের মান সম্মান পর্যন্ত আপনারা হারিয়েছেন। পূর্বের হারানো মান সম্মান ফিরে পাচ্ছেন। এই সময় অযাচিতভাবে আপনাকে অনেক ব্যক্তি সাহায্য করতে আসবে। অনেক ব্যক্তির সু নজরে আপনি থাকবেন। আপনি কারোর গাইডলাইন পেতে চলেছেন। আপনারা জীবনে কোন হিতৈষী ব্যক্তি বা গুরুর সান্নিধ্যে আসতে চলেছেন। 

আপনারা যারা স্ব- প্রফেশনাল আছেন কোনরকম এডভাইস দিয়ে থাকেন যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন। আধ্যাত্বিক চেতনা আপনার মধ্যে যথেষ্ট থাকবে। পূর্বের যে সমস্ত বিষয় আপনি ভাবছিলেন সেই সমস্ত বিষয় অগ্রগতি যখন রাখছিলেন নেগেটিভ প্রভাব আসছিল। 


আর একবার আপনি চিন্তা করে দেখুন সেই নেগেটিভ প্রভাব আপনার জীবনে পজেটিভ রূপে আসছে। আপনার সন্তান থাকলে সন্তানের ও দিক থেকে শুভ সময় সেটি বলা যেতে পারে। আপনি সন্তানের বিষয়ে উপযুক্ত কোন একটি ব্যবস্থা নিতে পারবেন। কারণ প্রত্যেক বাবা-মা চাই সন্তান যেন সমাজের উচ্চতায় যায়। 


এখন বৃহস্পতি গ্রহ আপনারই ভাগ্য স্থানে অবস্থান করে আছে আবার দীর্ঘ 12 বছর কাল পরে প্রবেশ করবে। আপনারা জীবনে একটি ট্রান ওভার চাইছিলেন সেটি কিন্তু আস্তে চলেছে। আপনারা যারা গুরু দীক্ষা নেবেন অবশ্যই আপনারা এই সময়ের মধ্যে নিতে পারেন। কারণ আপনার জন্ম যে উদ্দেশ্যে সেই মোখ্যলাভ আপনার হয়ে যাবে। তাই অবশ্যই চেষ্টাটুকু বাড়িয়ে দিন ভাগ্য তো আপনার সঙ্গেই থাকছে।

Pisces Horoscope October 2024 predictions

 

মীন রাশি/ লগ্ন: একটি যুগান্তর কারী পরিবর্তন আসতে চলেছে অক্টোবর মাস ২০২৪ সাল....

প্রত্যেক মাসেই গ্রহের কিছু অবস্থান পজেটিভ এবং নেগেটিভ অবশ্যই থাকে। এই মাসে মীন রাশি আপনাদের কালপুরুষের রাশিচক্রে যে গ্রহসমষ্টি তৈরি হচ্ছে আপনাদের দিক থেকে সেটি যুগান্তর করী পরিবর্তন হতে চলেছে। এই মাসে আপনার সপ্তম ঘরে আদিত্য যোগ আমরা পাব। এছাড়াও এই মাসে সব থেকে গুরুত্বপূর্ণ যেটি হল আপনার অষ্টম ঘরে শুক্র গ্রহের অবস্থান। এই বিষয়টা আপনাদের দিক থেকে অনেকটা অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে। আপনার কাছে মনে হতে পারে শুক্র গ্রহ আপনাদের দিক থেকে যোগকারক গ্রহ নয়। কারণ আপনার অষ্টম ঘর এবং তৃতীয় ঘরের অধিপতি। অবশ্যই একটি কথা মনে রাখবেন সমস্ত সুখ বৈভবের কারক গ্রহ হলো শুক্র। এই কারণেই শুক্র গ্রহকে আপনারা ইগনোর করতে পারবেন না। এই মাসে আপনাদের সাংঘাতিক এবং সমুদয় নক্ষত্রে শুক্র গ্রহের অবস্থান এছাড়াও বুথ আদিত্য যোগ আমরা পাব। যার ফলে পূর্বভদ্রপদ উত্তরভাদ্রপদ এবং রেবতী এই তিনটি নক্ষত্র আমরা মীন রাশিতে পেয়ে থাকি। এইরকম অবস্থান দেখে একটি কথা বলা যেতে পারে আপনাদের জীবনে আকস্মিক কিছু পরিবর্তন আসতে চলেছে। যার ফলে আপনাদের 💰 লটারি প্রাপ্তির যোগ যথেষ্ট তৈরি হচ্ছে। এছাড়াও আপনারা বৈবাহিক সূত্রে কিছু সম্পত্তি বা অর্থ পেতে পারেন। যেকোনো না যেকোনো দিক থেকে আপনার লাভবান হচ্ছেন আকস্মিক আপনাদের জীবনে একটি পরিবর্তন আসতে চলেছে। যে পরিবর্তনটা দীর্ঘদিন ধরে আপনি মনে মনে ছবির মতো আঁকছিলেন। অবশ্যই অষ্টম ঘরে গ্রহের কিছুটা নেগেটিভ প্রভাব দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্ম কুণ্ডলী কতটা সাপোর্ট করছে তার উপর নির্ভর করছে। এই সময় যদি আপনার জন্ম কুণ্ডলী তেমন ভাবে সাপোর্ট না করে তাহলে শরীর স্বাস্থ্যের একটু সমস্যা হতে পারে। শরীর স্বাস্থ্যের সমস্যা হলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। অষ্টম ঘরে এই যে শুক্র গ্রহের অবস্থান আপনার জীবনে একটি পরিবর্তন অবশ্যই আসতে চলেছে। এই অক্টোবর মাসেই আপনারা শারীরিক খুব অনুভব করবেন। অর্থ প্রাপ্তি অর্থাৎ ধন প্রাপ্তির যোগ আপনাদের আছে। এই মাসে আপনাদের জীবনে ভালো সম্পর্কযুক্ত ❤️ (যার সঙ্গে আপনার সম্পর্ক গড়ে উঠবে) কোন বন্ধু বান্ধবী আসার সম্ভাবনা থাকছে। আপনারা যেমন ধরনের মন মানসিকতা নিয়ে চলেন আপনার জীবনে তেমনি কিছু ঘটতে চলেছে। আপনাদের বিবাহিত জীবনে স্বামী ও স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি সেটি বলা যেতে। এই মাসে আপনার বিবাহিত জীবনের পার্টনারের কোনরকম শারীরিক সমস্যা হলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন সুচিকিৎসা পেতে চলেছেন। আপনারা যারা পড়াশোনার মধ্যে আছেন যথেষ্ট ভালো সময় বলা যেতে পারে। উচ্চ শিক্ষ ক্ষেত্রে যারা আছেন আপনি আপনার ক্যারিয়ার টাকে ঠিকভাবে চালিত করবেন। আপনারা যারা ব্যবসা এর সঙ্গে যুক্ত আছেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন। কারন আমরা দেখতে পাচ্ছি কালপুরুষের রাশিচক্রে আপনার সপ্তম ঘরে বুথ আদিত্য যোগ হচ্ছে। এছাড়াও আপনার তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে শুভ দৃষ্টি দিচ্ছে আপনার সপ্তম ঘরে। কারণ একটি কথা মনে রাখবেন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি শুভদৃষ্টি এবং অমৃতের সমান। যেকোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটুক না কেন এই অক্টোবর মাসে আপনি সমস্যার সমাধান করতে পারবেন। কারণ আপনার মধ্যে সু-চতুর কৌশল বুদ্ধি যথেষ্ট থাকছে। আপনারা অবশ্যই শনি সাড়ে সাতি প্রথম পর্যায়ে আছেন। তথাপি এই অষ্টম ঘরে শুক্র গ্রহের অবস্থান আপনাদের অনেকটা ক্ষেত্রে উন্নতি হতে চলেছে। আপনারা যারা পরিবারের মধ্যে থেকে কোনরকম কর্ম করেন অনলাইনে কিছু শিক্ষামূলক উপদেশ দেন সে ক্ষেত্রেও যথেষ্ট ভালো মাস হতে চলেছে। আপনার কর্মস্থানে দীর্ঘদিন ধরে কোন উচ্চতর পোস্ট আপনি আকাঙ্ক্ষা নিয়ে চলছেন সেটা কিন্তু এই সময়কালের মধ্যে পেতে চলেছেন। এই সময়কালের মধ্যে আপনারা যথেষ্ট সাহায্য পাবেন যে কোন বিষয়ে আপনি সাহায্য চাইছেন পেয়ে যাবেন। যেহেতু আপনার ভাগ্য স্থানে রাশির অধিপতি গ্রহের দৃষ্টি থাকছে যার ফলে যে কোন সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং ভাগ্যের উন্নতি অবশ্যই হচ্ছে। দীর্ঘদিনের কোনোরকম আটকে থাকা কাজ আপনারা অনায়াসে করে ফেলতে পারবেন। যেকোনো কাজ আপনি শুরু করবেন মনের, দিক থেকে আপনি আত্মবিশ্বাসী না থাকলেও সেই কাজ অনায়াসে হয়ে যাবে। সেটি আপনারা বুঝতে পারবেন এই অক্টোবর মাসের ২১ তারিখের পরে। যেকোনো রকম আইনি সমস্যায় আপনারা রয়েছেন সেখান থেকেও আপনাদের একটি রিলিফ এর পথ প্রশস্ত হচ্ছে।

Libra: Begins the Reckoning of Receiving Money


 তুলা রাশি অর্থ প্রাপ্তির হিসাব নিকাশ শুরু হয়ে গেছে........... তুলা রাশি অথবা লগ্নে আপনি যদি হয়ে থাকেন আর কয়েকটা দিন পরেই আপনাদের আর্থিক দিক থেকে একটি ভাল রকম সুবিধা জনক অবস্থায় থাকবেন। সমস্ত বিষয় এই প্রতিবেদনে আলোচনা করব। শুধু আর্থিক ক্ষেত্র নয় অন্যান্য দিকেও আপনারা সুযোগ-সুবিধা পাবেন। দেবগুরু বৃহস্পতি গ্রহ বক্র গতিতে আসছে। তারিখ অবশ্যই জেনে রাখুন ৯ অক্টোবর ২০২৪ থেকে থাকবে ৪ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত। এই সময়কালের মধ্যে অভূতপূর্ব পরিবর্তন আপনাদের জীবনে আসতে চলেছে ১১৯ দিন প্রায় চার মাস ধরে আপনারা চলতে পারে। শুভ গ্রহ ব্যক্তি হলে শুভ ফল নিয়ে আসে। কালপুরুষের সপ্তম ঘরকে দেওয়া হয়েছে তুলা রাশির ঘর। এই তুলা রাশি সমস্ত রাশির একটি ব্যালেন্স রাশি হিসেব আমরা ধরে থাকি। এই রাশির অধিপতি গ্রহ যেহেতু শুক্র সেহেতু এই রাশির মধ্যে নমনীয়তা ভাব যথেষ্ট দেখতে পাওয়া যায়। এই যে দেবগুরু বৃহস্পতি বক্তব্য দিতে আসছে আপনার অষ্টম স্থানে অবস্থান করে আছে। বৃহস্পতি গ্রহ আপনার তৃতীয় এবং ষষ্ঠ ঘরের অধিপতি। আপনার মধ্যে মনে হতে পারে দুটি ঘর তো খুব একটা সুখকর ঘর নয় তাহলে কিভাবে শুভ ফল পাওয়া যাবে। একটি কথা মনে রাখবেন সৃষ্টির সবথেকে শক্তিশালী এবং শুভ গ্রহ হল বৃহস্পতি গ্রহ। যেখানেই দৃষ্টি থাকুক না কেন অমৃতের সমান। সেই কারণে আপনারাও সেই অমৃতের স্বাদ পাবেন। এই 119 দিন আর্থিক দিকটা যথেষ্ট আপনাদের ভালো। আপনারা যে কোন না যে কোন দিক থেকে অর্থ পাবেন। সেটা হতে পারে লটারি অথবা কোন পৈত্রিক সম্পত্তি বা আপনারা উত্তর অধিকার সূত্রে কিছু সম্পত্তি বা অর্থ পেতে পারেন। সব থেকে বড় বিষয় হলো আপনার যোগ-কারও গ্রহ শনি গ্রহ ১৫ ই নভেম্বর থেকে স্বাভাবিক গতিতে(বক্র গতিতে ছিল) আসছে। এই বিষয়টা আপনাদের দিক থেকে যথেষ্ট একটি ইতিবাচক দিক বলা যেতে পারে। এই সময় অবশ্যই আপনাদের ভগবান ধৈর্যের পরীক্ষা নেবেন। অর্থের প্রাচুর্য আপনাকে দেবে এবং সেই পরিপ্রেক্ষিতে আপনার মানসিকতার কতটুকু পরিবর্তন হয় সেটিও পরীক্ষা করবেন স্বয়ং ভগবান। একটি কথা মনে রাখবেন আর্থিক প্রাচুর্য আপনার যখন হবে বেশি বিচলিত হবেন না মনের মধ্যে অহংকার আনবেন না। স্বাভাবিকভাবে চলার চেষ্টা রাখবেন। এছাড়াও এই সময় আপনাদের মান, সম্মান, পরমর্যাদা সেগুলো বৃদ্ধি হচ্ছে। আপনার মধ্যে আত্মবিশ্বাস যথেষ্ট থাকবে নিজেই নিজের মধ্যে আত্মবিশ্বাস নিয়ে চলবেন এবং সমস্ত কিছু কাজ করার জন্য পজেটিভ এনার্জি সর্বদা আপনার সঙ্গে বিরাজ করবে। যেকোনো পরিস্থিতিতেই হোক না কেন সম্মানের সঙ্গে কোন রকম সমঝোতা করবেন না এইরকম মন মানসিকতা আপনাদের মধ্যে থাকবে। অন্যায়কে অন্যায় এবং সত্যি কে সত্যি বলার মত মানসিকতা আত্মার মধ্যে থাকবে। আপনারা যারা নতুন ঘর কিনবেন গাড়ি কিনবেন বা ঘর তৈরি করবেন কোন ভুমি কিনবেন যথেষ্ট ভাল সময় আসছে আপনাদের জীবনে। অর্থ থাকলেই সেটা কিন্তু হয় না এই সময় গ্রহের যে সারিবদ্ধ অবস্থান অর্থ কম থাকলেও আপনারা কিন্তু সেই সমস্ত ক্ষেত্রে নিজের ইচ্ছা পূর্ণ করতে চলেছেন। কারণ এই সময় গ্রহের যে সারিবদ্ধ অবস্থান অনেক দিক থেকে আপনারা সহযোগিতা পেতে চলেছেন আপনার মধ্যে আত্মবিশ্বাস যথেষ্ট থাকবে। আপনার মধ্যে মানসিকতার পরিবর্তন অবশ্যই আসছে যে কাজ দীর্ঘদিন ধরে আপনি চেষ্টা করছিলেন কিন্তু সেই কাজের কোনরকম সফলতা আসছিল না। এই সময়ের মধ্যে অর্থাৎ এই ১১৯ দিনের মধ্যে আবার প্রয়াস রাখুন। আপনারা যারা কোনরকম ধর্মীয় ক্ষেত্রে সঙ্গে যুক্ত আছেন ধর্মীয় বাণী প্রচার করেন এই সময়ে আপনার কিন্তু নামের বিস্তার হচ্ছে বা এই ধরনের কোনরকম সোশ্যাল মিডিয়ায় আপনি যুক্ত আছেন যথেষ্ট আপনি প্রভাব বিস্তার করতে পারবেন। আবারো বলছি অন্যান্য গ্রহে সারিবদ্ধ অবস্থায় যেটি আপনাদের ক্ষেত্রে অনেকটা ইতিবাচক কারণ এই সময়ে রাহু গ্রহ অবস্থান সেটিও আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। কারণ রাহু গ্রহ ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে এটি হল উপচয় স্থান যেটি অবশ্যই আপনাদের ভাল ফল নিয়ে আসতে পারে। নিজের বুদ্ধির দ্বারা এবং সু চতুর বুদ্ধির দ্বারা নিজেকে প্রতিষ্ঠিত করবেন। আপনারা অনেক সুযোগ-সুবিধা পাবেন সেটিকে অবশ্যই কাজে লাগাবার চেষ্টা রাখবেন। দীর্ঘদিন ধরে আপনার দ্বাদশ স্থানে কেতুগ্রহে অবস্থান করে আছে এই কেতু গ্রহকে নেগেটিভ প্রভাব থেকে দূরে সরিয়ে রাখবে দেব গুরু বৃহস্পতি। যার ফলে আপনাদের যোগাযোগ ব্যবস্থাটা যথেষ্ট ভালো হচ্ছে আপনি দূর ক্ষেত্রে আপনার নামের বিস্তার করতে পারবেন। এই সময়কালের মধ্যে আপনারা গণেশের উপাসনা করতে পারেন ভালো ফল পাবেন। এছাড়াও আপনারা হনুমান চালিশা মন্ত্র জপ করতে পারেন সেটিও ভালো ফল নিয়ে আসতে পারে আপনাদের জীবনে। আর্থিক দিক থেকে একটি মজবুত পজিশনে আপনারা আসছেন। আপনারা যারা দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যায় রয়েছেন এই সময় ভগবান মুখ তুলে অবশ্যই চাইবেন আপনাদের দিকে।

Featured Post

How to Identify an Intelligent Child: According to Astrology

How to Identify an Intelligent Child: According to Astrology