ASTROLOGY

Cancer Horoscope September 2024: কর্কট রাশি

লক্ষ যদি স্থির রাখেন....
 
এই মাসে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান আপনাদের একটি লক্ষ্যবস্তুতে স্থির থাকতে হবে। আপনারা একটি বিষয়ের উপর ফোকাস রাখবেন যে বিষয়ে আপনি বেশি আগ্রহী আছেন অথবা যে বিষয় নিয়ে আপনি পরবর্তী ক্ষেত্রে অগ্রগতি রাখতে চাইছেন। কারণ এই মাসে আপনাদের মধ্যে বহুমুখী সুযোগ সেগুলি আসার সম্ভাবনা থাকছে। তাই এই বহুমুখী সুযোগের মধ্যে আপনি যেন ভেসে না যান। আপনাকে একটি লক্ষ্যবস্তু স্থির রাখতে হবে। আপনি যতটুকু নিতে পারবেন ততটুকু নেওয়ার চেষ্টা রাখবেন।

শরীর স্বাস্থ্য: এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো। আপনারা এই মাসে অবশ্যই ব্যস্ততার মধ্যে থাকবেন। আপনাদের যাদের হাই -পেশার জনিত  সমস্যা আছে একটু সাবধানতা অবলম্বন করবেন।
পড়াশোনা: আপনারা যারা জেনারেল কোনরকম এডুকেশনে আছেন সেটি অবশ্যই ভালো। আর আপনারা যারা টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করছেন একটু সমস্যা হতে পারে। 
ভালোবাসা: আপনাদের ভালবাসার সম্পর্ক খারাপ দেখাচ্ছে না যেহেতু পঞ্চম ঘরে শুভ গ্রহের দৃষ্টি থাকছে। অবশ্যই একটি কথা মনে রাখবেন আপনার পার্টনারের কাছে কোন রকম নিরাশা জনক নিয়ে কথা বলবেন না। 
বিবাহিত সম্পর্ক: ছোট ছোট বিষয়ে রাগ আপনার মধ্যে হবে তবে খেলতেও পারবেন না সেই কারণে  আপনি নিজের মধ্যেই সেই রাগটাকে প্রশমিত করে নেবেন। যদি আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের কোনরকম সমস্যা থাকে ডাক্তারি পরামর্শ নেবেন সু- চিকিৎসা পাবেন।
ব্যবসা: এই মাসে আপনাদের কোন রকম মজুদ পণ্য থাকে সেই রকম পণ্য বিক্রি হয়ে যাবে। ভালো যোগাযোগ বৃদ্ধি হতে পারে। কারন আপনার সপ্তম
 ঘরে দুটি যোগ কারও গ্রহের দৃষ্টি থাকছে একটি হলো দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল গ্রহের দৃষ্টি। যার ফলস্বর বিজনেস ক্ষেত্র ভালো ধরে নিয়ে আপনি চলতে পারে।
কর্ম: যাদের মধ্যে শারীরিক সক্ষমতা আছে অবশ্যই কোনরকম কর্মের সুযোগ আসতে পারে। আপনারা যারা দূরে কর্মের জন্য চেষ্টা রাখছিলেন এই মাসে চেষ্টা রাখতে পারেন। যদি কোনরকম প্রশিক্ষণ আপনি দিতে পারেন তাহলে এই মাসে সেই রকম ক্ষেত্রে কর্ম প্রাপ্তির সম্ভাবনা আছে। 
ভাগ্য: সময়কে গুরুত্ব দিয়ে অবশ্যই আপনাদের চলতে হবে। আপনি যেটুকু করতে পারবেন সেই ক্ষেত্রে ফোকাস রাখার চেষ্টা রাখবেন। অহেতুক সমস্ত বিষয় নিয়ে জড়াবেন না। 
আর্থিক: এই মাসে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। এই মাসে আপনাদের পুরানো কিছু আপনার পাওনা ছিল সেই রকম অর্থ পেতে পারেন। 
দেব গুরু বৃহস্পতি আপনার কুণ্ডলীচকে গোচরে এই মুহূর্তে যে অবস্থানে অবস্থান করে আছে সেটি অবশ্যই আপনাদের দিক থেকে একটি ভালো দিক সেটি কি বলা যেতে পারে। যার ফলস্বরূপ আপনারা এই মাসে কোনরকম সুযোগ-সুবিধা পেতে চলেছেন। আপনি নতুন কিছু শুরু করতে চাইছেন অন্য কোন ব্যক্তির সাহায্য অবশ্যই প্রয়োজন এই মাসে আপনারা পেয়ে যাবেন। আপনার যারা ঋণ নেবেন ভাবছেন চেষ্টা রাখবেন এই মাসে পেয়ে যাবেন। আপনি যাহাই কাজ করুন না কেন আপনার কাজের মধ্যে কর্মকৌশলী চোখে পড়ার মতো। কাজ কর্মের মধ্যে আপনি যথেষ্ট যত্নশীল হবেন। সবাইকে আপন করে কাছে নেবার প্রবণতা আপনার মধ্যে থাকবে। যাহাই সমস্যা হোক না কেন আপনি সেই ব্যক্তিকে আবার দ্বিতীয়বার সুযোগ দেবেন সেই রকম মন মানসিকতা নিয়ে চলবেন। অহেতুক কিছু বিষয় মনের মধ্যে নিয়ে আপনি যথেষ্ট চিন্তা নিয়ে চলবেন। এটি পূর্বেও আপনাদের আমি প্রতিবেদনে লিখলাম অহেতুক সমস্ত বিষয় নিয়ে বেশি মাথার মধ্যে আনবেন না। শনি গ্রহ দীর্ঘদিন ধরে আপনার অষ্টম স্থানে অবস্থান করে আছে যার ফলে যে কাজগুলো খুব সহজে হয়ে যাচ্ছিল কিছুটা বাধার সম্মুখীন অবশ্যই আপনারা হচ্ছেন। তবে চিন্তার কোন কারণ নেই পরবর্তীতে সময় আসছে আপনার দিক থেকে একটি ভালো দিন আসছে সেটি বলা যেতে পারে।

Aries September 2024: মেষ রাশি

মেষ রাশি সেপ্টেম্বর ২০২৪: কেমন থাকবেন
এই মাসে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান একটি গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে। কোন কিছুর মধ্যে আপনার মননিবেশ যথেষ্ট দেখতে পাওয়া যাবে। এই মাসে আপনি নিজেই বুঝতে পারবেন কোন ক্ষেত্রে আপনি বেশি আগ্রহী আর সেই ক্ষেত্রেই আপনি যথেষ্ট আগ্রহ নিয়ে চলবেন। যথেষ্ট জেদ, উৎসাহ এগুলো আমরা দেখতে পাবো এই মাসে আপনাদের মধ্যে।
শরীর স্বাস্থ্য: তেমন কোনো বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না তবে আপনার মধ্যে উত্তেজনা সৃষ্টি হবে। 
পড়াশোনা: আপনারা যারা শিক্ষাক্ষেত্রের মধ্যে আছেন দুই শিক্ষার ক্ষেত্রেই আপনাদের যথেষ্ট ভালো খুবই ভালো সময়ের মধ্য দিয়ে আপনারা অতিবাহিত করছেন এবং এই মাসেও ভালো সময়ের মধ্যে দিয়ে আপনারা যাবেন। সব থেকে বড় বিষয় হলো আপনাদের মধ্যে আগ্রহ যথেষ্ট দেখতে পাওয়া যাবে। 
ভালোবাসা: আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো। আপনার মধ্যে যে বিষয়টা দেখতে পাওয়া যাবে ভালোবাসার মধ্যে যারা আছেন। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার আপনাদের মধ্যে ইচ্ছা যথেষ্ট থাকবে এবং তার পরবর্তী ক্ষেত্রে ভালবাসার মধ্যে আপনি আগ্রহ নিয়ে বেশি চিন্তা-ভাবনা করবেন। 
বিবাহিত: যেহেতু আপনার সপ্তম ঘরের অধিপতি গ্রহ শুক্র ১৯ তারিখে আপনার সপ্তম ঘরে অবস্থান করবে যথারীতি ভালো বলা যেতে পারে আপনাদের বিবাহিত জীবন। আপনার পার্টনার যদি কোন কর্মক্ষেত্রের মধ্যে থাকেন সেক্ষেত্রে এই মাসে দূরে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়াও যদি কোন রকম ভাবে স্ব- প্রফেশনাল এর মধ্যে যুক্ত থাকেন যথেষ্ট নামের বিস্তার দেখা যাচ্ছে। 

ব্যবসা: অবশ্যই আপনারা ১৯ তারিখের পরেই ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করবেন। পূর্বের কিছু আপনারা ঋণ আপনার দিতে পারবেন। যাহাই বিজনেস এর মধ্যে থাকুন না কেন কিছু না কিছু অবশ্যই এখানে আপনাদের মুনাফা অর্জন হচ্ছে। 
কর্ম: পূর্বেও আপনাদের মধ্যে যেটি বলে আসছি এই মাসেও তার কোন ব্যতিক্রম হবে না। আপনারা যারা কর্ম পরিবর্তন করবেন ভাবছেন এই সময়ের মধ্যে দিয়ে কিন্তু আপনার অতিবাহিত করছেন। নতুন কর্মের যোগাযোগ। সব থেকে বড় বিষয় হলো আপনি নিজেই কোনরকম কিছু শুরু করবেন এবং সেখানে অবশ্যই নিজের ছাপ আপনি রাখতে পারবেন। 
ভাগ্য: আপনাদের মধ্যে যথেষ্ট আস্থা থাকছে তাই যেকোন বিষয়ে আপনি যদি মনোনিবেশ করেন সেই ক্ষেত্রে আপনি কিছু না কিছু করতে চলেছেন। 
আর্থিক: এই মাসে আপনাদের আয় ও ব্যয়ের মধ্যে সমতা থাকবে। আপনারা যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি আছেন অবশ্যই বিনিয়োগ করে আপনারা ভাল মুনাফা অর্জন করতে চলেছেন। 
আপনারা এমন কোন কর্ম করেন যেখানে আপনাকে কথা বলতে হয় তাহলে এই মাস আপনাদের ক্ষেত্রে একটি ভালো মাস হতে চলেছে। আপনারা যারা কোনরকম সমস্যায় আছেন সেটি হতে পারে পূর্বের কোন ঋণ অথবা শারীরিক কোনরকম সমস্যা অথবা আপনার শত্রু দ্বারা আপনি যথেষ্ট বিব্রত আছেন সেখান থেকে কিছু না কিছু সমাধান অবশ্যই হচ্ছে। যথেষ্ট আস্থা থাকবে যে কোন কাজের মধ্যে আপনি মনোনিবেশ করতে পারবেন। সে যা হয় কাজ হোক না কেন। আপনারা এই মাসে সঠিক ক্ষেত্রে মননিবেশ করে যদি চলতে পারেন তাহলে অবশ্যই আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। দীর্ঘদিন ধরে কোন একটি কাজ যদি আটকে আছে অবশ্যই এই মাসে আপনার মধ্যে যেহেতু সমস্ত কিছু ক্ষেত্রে অগ্রগতি রাখতে দেখা যাবে তাহলে অবশ্যই চেষ্টা রাখবেন সেই সমস্ত কাজ। আপনারা যারা পূর্বের কোন কাজ নিয়ে আশাবাদী আছেন সেই কাজ এই মাসে পূর্ণরূপে সম্পন্ন হচ্ছে।

Libra Horoscope September 2024: তুলা রাশি


 তুলা রাশি সেপ্টেম্বর ২০২৪ মাসিক রাশিফল 
তুলা রাশি//লগ্ন: এই মাসে যথেষ্ট পজেটিভ এনার্জি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। যে কোন না যে কোন দিক থেকে আপনাদের উন্নতি হতে চলেছে। মানসিক টেনশনে আপনারা যারা আছেন অনেকটা টেনশনমুক্ত হবেন। আপনি যাহাই সমস্যার মধ্যে থাকুন না কেন কিছুটা সময় অবশ্যই পেয়ে গেলেন। এই মাসে আপনাদের মধ্যে সবথেকে পজিটিভ এনার্জি দেখতে পাওয়া যাবে ১৯ তারিখের পরে।
শরীর-স্বাস্থ্য: আপনাদের শরীর স্বাস্থ্য বিশেষ করে আপনারা ১৯ তারিখ পর্যন্ত একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনারা যারা শারীরিক সমস্যায় আছেন 19 তারিখ পর্যন্ত একটু মনের মধ্যে দুশ্চিন্তা থাকবে। 
পড়াশোনা: এই মাসে আপনাদের পড়াশোনা যথেষ্ট ভালো। আপনারা যারা মধ্যশিক্ষা ক্ষেত্রে আছেন কোথাও এডমিশন নিতে চাইছেন সেটি ভালোভাবে সম্পন্ন হতে চলেছে। আপনারা যারা উচ্চ শিক্ষা ক্ষেত্রে আছেন টেকনিক্যাল নিয়ে কিছু করছেন সে ক্ষেত্রে অবশ্যই আপনাদের ভালো। 
ভালোবাসা: এই মাসে আপনাদের ভালোবাসার সম্পর্ক ভালো দেখাচ্ছে তবে আপনি যে কাজের মধ্যে আছেন সেই কাজের মধ্যে যথেষ্ট ব্যস্ত থাকবেন। আপনাদের মধ্যে দেখাশোনা বা কিছুটা সময় দেয়া এগুলো একটু সমস্যা হতে পারে। 
বিবাহিত: আপনারা যারা বিবাহিত জীবনের মধ্যে আছেন এই মাসে তেমন বড় ধরনের সমস্যা দেখাচ্ছেন তবে কিছু কিছু বিষয়ে আপনাকে মানিয়ে নিয়ে চলতে হবে। 
ব্যবসা: আপনারা যারা ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন এই মাসটা খুব একটা খারাপ নয়। একটি কথা মনে রাখবেন আপনাদের যাদের বড় ব্যবসা সবকিছু ক্ষেত্রে আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে। আর আপনারা যারা সব প্রফেশনালে আছেন এই মাসটা নিজের উপরে যথেষ্ট আত্মবিশ্বাস থাকবে যার ফলে যে কোন কাজের মধ্যে আপনি থাকুন না কেন কিছু না কিছু ফল অবশ্যই পাবেন। 
কর্ম: এই মাসে আপনারা যারা কর্মের জন্য চেষ্টা রাখছেন ভালো সুযোগ আপনাদের সামনে আসতে পারে। আপনারা যারা কন্ট্রাক্ট নিয়ে কোন রকম কাজ করেন যথেষ্ট ভালো। এছাড়াও আপনারা যারা প্রোমোটারি বিজনেস সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্র কিছুটা মুনাফা করতে পারবেন।
ভাগ্য: ভাগ্যের দিক থেকে বলতে হলে আপনারা যারা কমিউনিকেশন ক্ষেত্রে আছেন অবশ্যই সেখানে নিজের প্রভাব বিস্তার করতে পারবেন। এছাড়াও দূর থেকে কোন সংবাদ আপনাদের আসতে পারে। ভালো যোগাযোগ মাধ্যমটা এই মাসে আপনাকে যথেষ্ট ভালো। এক কথায় বলতে হলে ভাগ্যের দিক থেকে খুব একটা খারাপ নয় নিজের যোগ্যতা এবং কিছুটা হলেও আপনারা ভালো যোগাযোগের মধ্যে দিয়ে অতিবাহিত করতে পারেন। 
আর্থিক: এই মাসে আপনাদের যে কোন না যে কোন দিক থেকে কিছু প্রাপ্তিযোগ অবশ্যই থাকছে। বিশেষভাবে এই মাসে আপনারা সম্পত্তি নিয়ে যদি কোনো রকম সমস্যায় থাকেন সেটা নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা থাকছে সেখান থেকেও কিছু আপনাদের অর্থপ্রাপ্তির যোগ থাকছে। 
শনি গ্রহ দীর্ঘদিন ধরে আপনার পঞ্চম স্থানে অবস্থান করে আছে। কিছুটা সময় আপনার মানসিকতার পরিবর্তন নিয়ে এসেছে। দীর্ঘদিনের কোন রকম চিন্তাভাবনা সেটি বাস্তবে রূপ পেতে চলেছে। মানসিকভাবে কিছু ক্ষেত্রে আপনি স্যাটিস্ফাই হতে পারেন। আপনার নিজের যোগ্যতায় আপনি পথ প্রশস্ত করতে চলেছেন। আর্থিক বিষয়টা নিয়ে আপনারা যারা চিন্তিত আছেন কিছুটা হলেও এই মাসে আপনাদের চিন্তা দূর হতে চলেছে। এই মাসে যে কোন না যেকোনো দিক থেকে আপনাদের উন্নতি অবশ্যই হবে। এছাড়াও এই মাসে আপনারা যারা সম্পত্তি বিক্রি করবেন ভাবছেন সেখানে বিক্রি হবার সম্ভাবনা প্রবল যোগ থাকছে। এই মাসে আপনাদের পরিবারের মধ্যে কোন শুভ মাঙ্গলিক কাজ যদি আপনি সম্পন্ন করতে চাইছেন হবার সম্ভাবনা ও প্রবল আকারে সৃষ্টি হচ্ছে। আপনারা যারা গৃহপ্রবেশ অথবা কোনরকম দেবতা প্রতিষ্ঠা করবেন এই মাসে সেটি সম্পন্ন হতে চলেছে। এই মাসেই দেখতে পাওয়া যাচ্ছে আপনার সাফল্যতম ঘরের বুথ আদিত্য যোগ তৈরি হচ্ছে এর কিছু সুফল অবশ্যই আপনারা পাবেন এছাড়াও আপনার দ্বাদশ ঘরের ভূত আদিত্য যোগ তৈরি হচ্ছে এর কিছু সুফল অবশ্যই আপনারা পেতে চলেছেন। আপনি যে কাজের মধ্যে দীর্ঘদিন ধরে আছেন সেই কাজ সম্পন্ন হওয়ার জন্য যে মন মানসিকতা নিয়ে আপনি চলছেন সেটি কেউ বাধা দিলে আপনি কিন্তু যথেষ্ট মনের মধ্যে উত্তেজনা নিয়ে চলবেন। এই মাসে আপনাদের রাশি অনুসারে কালপুরুষের রাশিচক্রের যে গ্রহের সারিবদ্ধ অবস্থান অনেকটা পজেটিভ দিক উঠে আসছে। আপনারা অনেক উন্নতি করতে চলেছেন। সব থেকে বড় বিষয় হলো আপনার মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস থাকবে। আপনি যে কোন সমস্যায় পড়ুন না কেন এই আত্মবিশ্বাস থাকার ফলে সেখান থেকে আপনি একটি উপায় আপনাদের সামনে চলে আসবে।


Taurus Horoscope September 2024:বৃষ রাশি

 

-: আনন্দে মন ভরে উঠবে:-
বৃষ রাশি সেপ্টেম্বর ২০২৪, এমন কিছু ঘটতে চলেছে যেটার কারণে আপনি আনন্দিত হতে পারেন।
যে বিষয়গুলি আপনি চেতন মনে কোন দিনই ভাবেননি, সেই রকম কিছু ঘটতে চলেছে যার কারণে আপনি আনন্দিত থাকবেন। বিভিন্ন কারণ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে আপনার পঞ্চম ঘরে বুথ আদিত্য যোগ তৈরি হচ্ছে। এছাড়াও আপনার রাশি অথবা লগ্নে দীর্ঘদিন ধরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে। আপনার দশম ঘরে দীর্ঘদিন ধরে শনিগ্রহ অবস্থান করে আছে। এছাড়াও আপনার চতুর্থ ঘরে বুথ আদিত্য যোগ তৈরি হবে। এতগুলি বিষয় যখন কোন একটি মাসে ঘটতে চলেছে তাহলে অবশ্যই আপনাদের জীবনে কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে। আপনি আশা রাখেননি এইরকম ক্ষেত্র থেকে কিছু আপনাদের জীবনে নতুন ঘটনা ঘটতে চলেছে। যার ফলে যথেষ্ট আপনি আনন্দিত থাকবেন। 
শরীর স্বাস্থ্য: এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে তবে ১৯ তারিখের পর শরীর স্বাস্থ্য নিয়ে যারা সমস্যায় আছেন একটু সাবধানতা অবলম্বন করবেন।
পড়াশোনা: এই মাসে আপনাদের পড়াশোনা যথেষ্ট ভালো কারণ পঞ্চম ঘরে ভালো গ্রহের সমন্বয়ে তৈরি হচ্ছে। এছাড়াও আপনারা যারা উচ্চ শিক্ষা ক্ষেত্রে আছেন সেখানেও আপনি ভালো কিছু করতে চলেছেন। 
ভালোবাসা: আপনারা যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন আপনাদের মধ্যে যথেষ্ট ভালবাসা দেখতে পাওয়া যাচ্ছে। বিপরীত দিকে আপনার কিছু খামখেয়ালী চিন্তাভাবনা সেটিও মেনে নেবে। 
বিবাহিত জীবন: এই মাসে আপনাদের বিবাহিত জীবন খারাপ দেখাচ্ছে না তবে কোন কিছু বিষয়ে আপনি যদি সিদ্ধান্ত নেন সে ক্ষেত্রে অবশ্যই আপনার পার্টনারের একটু মতামত নেওয়ার চেষ্টা রাখবেন অথবা আপনার পার্টনার সেই বিষয়ে কী চিন্তা-ভাবনা করছে একটু জেনে নেবেন। 
ব্যবসা: আপনারা যারা ব্যবসা-বাণিজ্যে আছেন এই মাসে আপনারা সঠিক ক্ষেত্রে বিনিয়োগ করতে পারবেন। যে ক্ষেত্রে আপনি লাভবান হবেন সেই ক্ষেত্রে দিকে তাকিয়ে আপনি বিনিয়োগ করবেন। 
কর্ম: দীর্ঘদিন ধরে আপনার দশম ঘরে দশম অধিপতি গ্রহ শনি গ্রহ অবস্থান করে আছে তাহলে এখানে বিন্দুমাত্র কোন আপনাদের নিরাশ হওয়ার কোন প্রয়োজন নেই। এবং এই মাসে অন্যান্য গ্রহের সারিবদ্ধ অবস্থান কর্মের দিক থেকে যথেষ্ট ভালো বলা যেতে পারে। এছাড়াও আপনারা যারা কর্ম পরিবর্তন করবেন চিন্তা-ভাবনা করতে পারেন। 
ভাগ্য: এই মাসে আপনাদের ভাগ্য যথেষ্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার সময় এসেছে। আর যাহাই আপনি সিদ্ধান্ত নেবেন সেটি যথাযথ চিন্তাভাবনা করে নিতে দেখা যাবে। এই মাসে আপনারা অনেক ক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দেবেন। 
আর্থিক: এই মাসে খরচ নিয়ে একটু চিন্তায় থাকবেন তথাপি যে ব্যয়গুলো আপনার হবে সেটি কিন্তু অনেকটা চিন্তা ভাবনা করে ব্যয় করতে দেখা যাবে অর্থাৎ বৃথা ব্যয় করতে খুবই কম দেখা যাবে। এছাড়াও আপনাদের মধ্যে সঞ্চয়ের চিন্তাভাবনা থাকবে। 
আপনার দশম ঘরের অধিপতি শনিগ্রহ দীর্ঘদিন ধরে অবস্থান করে আছে কর্ম পরিবর্তন বা নতুন কর্মপ্রাপ্তির দিক থেকে ভালো একটি মাস হতে চলেছে। এই মাসে আপনারা যারা কর্ম করতে করতে কিছু করছেন পরিবারের মধ্যে কোন অনলাইনে আছেন আপনার মধ্যে একটি প্রতিভা আছে এই নিয়ে কিছু করছেন সে ক্ষেত্রে একটু আপনারা বাধার সম্মুখীন হতে পারেন। এখানে বাধার সম্মুখীন বলতে আপনি সেই কাজ বোঝাই রেখে সময় মেনটেন করে যে চলছিলেন একটু সময়ের তারতম্য হতে পারে। এক কথায় বলতে হলে সময়টাকে মেন্টেন করতে একটু অসুবিধা হবে তবে সেটি অবশ্যই ১৭ তারিখ পর্যন্ত। এই মাসে আপনারা পারিবারিক কোনো রকম সিদ্ধান্ত নিতে হলে একটু চিন্তা-ভাবনা করে নেবেন কিন্তু আপনার অবশ্যই আপনি করতে পারবেন তাই একটু ভেবে সিদ্ধান্ত নেবেন। এই মাসে মানসিকভাবে আপনারা আনন্দিত হতে পারেন কিছু কিছু ঘটনা এমন কিছু ঘটবে যার ফলে আপনি নিজেও সেটি কোনদিন চেতন মনে ভাবেননি এরকম কিছু আপনারা জীবনে ঘটতে চলেছে। আপনারা যারা কেরিয়ান নিয়ে বেশি চিন্তা-ভাবনা করেন অবশ্যই এই মাসটা আপনাদের ভালো। যারা নতুন বিজনেস করবেন কিন্তু আপনা করতে পারেন। আপনারা যা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য চেষ্টা রাখছেন আপনি মনে মনে একরকম ভেবেছেন আপনার বিপরীতে এই রকম হবে এইরকম ভাবে সেরকম চিন্তা-ভাবনা থেকে একটু সরে আসবেন এবং ভালো বিবাহ যোগাযোগ আসছে। এই মাসে আপনারা কোন সাংগঠনিক দায়িত্ব পেতে চলেছেন এবং সেটি অবশ্যই আপনার মধ্যে সেই যোগ্যতা আছে বলেই আপনি কিন্তু পাবেন। আপনাদের অনেক ব্যক্তিকে নিয়ে কাজ করেন সে ক্ষেত্রে আপনার কাজের দায়িত্ব বৃদ্ধি হচ্ছে। আপনি যে কোন কাজ করো না কেন নিজের দায়িত্ব সেই কাজ সম্পন্ন করবেন। আপনারা যারা পূর্বে ঋণ নিয়েছিলেন 19 তারিখের পরে সেই দিন দেবার ভাববার চিন্তা মনের মধ্যে একটু থাকবে। 
                 ধন্যবাদ

Virgo Horoscope September 2024: কন্যা রাশি


 কন্যা রাশি মাসিক রাশিফল সেপ্টেম্বর ২০২৪ 
আপনার যদি কন্যা রাশি অথবা নগ্ন হয়ে থাকে তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এই মাসে আমরা গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখতে পাচ্ছি আপনাদের জীবনে যেটি হতে চলেছে। এই মাসে আপনাদের ভাগ্যের দিক থেকে নতুন কিছু দিক খুলতে চলেছে। আপনারা যে জটিলতা নিয়ে চলছিলেন আপনার মনে হচ্ছিল যে আপনার ভাগ্য হয়তো আপনার সঙ্গে নাই সেই অনুভূতিটা বা সেই রকম চিন্তা ভাবনা থেকে আপনারা বাইরে বেরিয়ে আসছেন এই মাসে। এই মাসে গ্রহের যে সারিবদ্ধ অবস্থায় অনেকটা ক্ষেত্রে আপনাকে কিন্তু অ্যাডভান্টেজ বাড়িয়ে দিচ্ছে। আপনার ভাবনা চিন্তার সঙ্গে অনেকটা মিল এই মাসে আপনারা দেখতে চলেছেন। 
শরীরশাস্ত্র: এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না তবে হ্যাঁ অবশ্যই আপনারা কর্মক্ষেত্রের মধ্যে একটু চাপে থাকবেন। 
পড়াশোনা: এই মাসে কন্যা রাশির আপনারা যারা পড়াশোনার মধ্যে আছেন যেকোনো রকম পড়াশোনার মধ্যে আপনি থাকুন না কেন সর্বক্ষেত্রেই কিন্তু আপনার কিছু না কিছু উন্নতি হতে চলেছে। এই সময়টা আপনাদের ক্যারিয়ারের দিক থেকে একটি গুরুত্বপূর্ণ সময় নির্ধারণ করছে। 
ভালোবাসা: এই মাসে আপনাদের ভালোবাসর সম্পর্ক যথেষ্ট ভালো বলা যেতে পারে। আপনারা একে অপরের কোনো রকম সমস্যা থাকলে শেয়ার করবেন দুজনের মধ্যে যথেষ্ট ভালোবাসা দেখতে পাওয়া যাচ্ছে।। 
বিবাহিত: আপনারা যারা বিবাহিত আছেন এই মাসে অবশ্যই আপনার সঙ্গে ভালো মেলবন্ধন সেটি আপনি ধরে নিয়ে চলতে পারেন। তবে একটি কথা বলে রাখি অবশ্যই বিপরীত দিকে কিছু কথা আপনি যদি একটু গুরুত্ব দিয়ে শোনেন সে ক্ষেত্রে অবশ্যই আপনার ভালো হবে।
ব্যবসা: আপনারা যারা ব্যবসা  এর মধ্যে আছেন যে কোন ব্যবসায় আপনি করুন না কেন সে ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাস একটি ভালো মাস হতে চলেছে এবং আপনারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন।
ভাগ্য: দীর্ঘদিন ধরে আপনার ভাগ্য স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে অবশ্যই আপনারা পাবেন। আর বিশেষ করে এই মাসে অন্যান্য গ্রহের যে সারিবদ্ধ অবস্থান সে ক্ষেত্রে অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। এই মাসে আপনাদের ভাগ্যের কিছু নতুন দিক আসতে চলেছে। 
আর্থিক: এই মাসে মাঝামাঝির পর থেকে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি যথেষ্ট বলা যেতে পারে। মাসের মাঝামাঝি পর্যন্ত যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি একটু চিন্তা মনের মধ্যে থাকবে কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে ভালো প্রফিট পেতে পারেন।
দীর্ঘদিন ধরে আপনার ভাগ্য স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে এটিই আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ইতিবাচক দিক। কারণ একটি কথা মনে রাখবেন দেবগুরু বৃহস্পতি, শুভ গ্রহ যেখানেই দৃষ্টি দিক না কেন অথবা যেখানে অবস্থান করুক না কেন তার কিছু না কিছু মুহূর্ত অবশ্যই নিয়ে আসে। আপনার জন্মকালীন কুণ্ডলীতে যদি দেব গুরুর বৃহস্পতি গ্রহ ভালো অবস্থানে অবস্থান করে তাহলে অনেকটা আপনারা শুভ ফল পেতে চলেছেন। এই মাসে আপনাদের জীবনে নতুন কিছু দিক দিগন্ত খুলতে চলেছে। দীর্ঘদিনের কোন রকম জটিলতা সেটি কাটতে চলেছে। আপনি অনুধাবন করতে পারবেন কোনটা আপনার ক্ষেত্রে ভালো হবে সেই বিচার বুদ্ধিটা আপনার মনের মধ্যে যথেষ্ট আসবে। এছাড়াও আপনার মধ্যে ধৈর্য বৃদ্ধি হবে এবং কর্মদক্ষতার মধ্যে আপনার যারা আছেন আপনাদের মধ্যে আস্তা ফিরে আসবে। মানসিকভাবে অনেক ক্ষেত্রে আপনি স্যাটিস্ফাই হতে পারেন। কিছুটা হলেও আপনি যেমন ভাবছিলেন সেই রকম ক্ষেত্রেই অগ্রগতি হতে চলেছে। শনি গ্রহ দীর্ঘদিন ধরে আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করে আছে। এই মাসে কিছুটা হলেও আপনারা চিন্তা ভাবনা করবেন পুরানো সম্পত্তি কিছু থাকলে সেটি সংস্কার বা বিক্রি করে সেখানে কিছু করা যায় কিনা এরকম ছোট ছোট ভাবনা নিয়ে আপনারা চলবেন। যেকোনো রকম সমস্যায় থাকুন না কেন আপনার কাছে মনে হতে পারে এরকম সমস্যা নিয়ে আর চলা যাবে না। এই মাসে আপনারা যে কর্মক্ষেত্রের মধ্যেই আছেন সেই কর্মক্ষেত্রের মধ্যে একটু কর্মব্যস্ততা বা চাপ থাকবে। তবে এর কারণে আপনি কিন্তু সেই রকম মন মানসিকতা নিয়ে চলবেন যে এতটাই আমাকে চেষ্টা রাখতে হবে তাহলে কিছু আপনার জীবনে হতে পারে। কিছু কিছু বিষয় আমাদের জীবনে না পাওয়ার বেদনাটা সেটি কিন্তু বাড়িয়ে তোলে। যার ফলে আপনাদের মধ্যে কঠোর অনুশীলন একটি নতুন দিক আসতে চলেছে।

Scorpio Horoscope September 2024: বৃশ্চিক রাশি


 বৃশ্চিক রাশি/লগ্ন কেমন যাবে সেপ্টেম্বর ২০২৪
বৃশ্চিক রাশি যতটুকু আপনারা মনের মধ্যে নিরাশা নিয়ে চলবেন এতোটুকু ভাবার কোন প্রয়োজন নাই। বুঝতে পারছি আপনাদের অবস্থাটা আপনারা শনির ভাইয়া এর মধ্যে আছেন। তাহলেও একটি কথা বলা যেতে পারে এই মাসে গ্রহের যে সারিবদ্ধ অবস্থা সেখানে কিছুটা হলেও আপনারা লাভবান হতে পারেন। 
শরীর শাস্ত্র: এই মাসের গ্রহের যে সারিবদ্ধ অবস্থান সেটি দেখে একটি কথা বলা যেতে পারে শরীর স্বাস্থ্যের বিষয়ে যত্নবান হওয়া উচিত। 
পড়াশোনা: আপনারা যারা মধ্যশিক্ষা ক্ষেত্রে আছেন অবশ্যই আপনাকে মনঃসংযোগ রাখতে হবে। আপনাদের মধ্যে যথেষ্ট ওভার কনফিডেন্স দেখা যাচ্ছে। তাহা সত্বেও আপনারা যারা ম্যানেজমেন্ট নিয়ে অথবা কোনরকম টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করছেন ভালো বলা যেতে পারে। 
ভালোবাসা: এই মাসেই আপনাদের ভালবাসার সম্পর্ক একটু ভুল বোঝাবুঝি হতে পারে বিশেষ করে আপনারা যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইবেন সেক্ষেত্রে কিছুটা বাধার সম্মুখীন করা হতে পারেন। সেটি অবশ্যই আপনাদের দুজনের মধ্যে কিছু সমস্যা হতে পারে। 
বিবাহিত: আপনাদের বিবাহিত সম্পর্ক খারাপ দেখাচ্ছে না। যদি আপনাদের মধ্যে পূর্বে থেকেই বিবাহিত জীবনে কোন রকম সমস্যা না থাকে সেক্ষেত্র বড় ধরনের সমস্যা হবে না সেটি বলা যেতে। এই মাসে আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের কোনো রকম সমস্যা হলে হ্যাঁ আর্থিক ব্যয় হবে কিন্তু ব্যয় হলেও সুচিকিৎসা অবশ্যই পাবেন। 
ব্যবসা: আপনারা যারা বিজনেস করেন এই মাস বিজনেস ক্ষেত্রে ভালো দেখাচ্ছে। নতুন করে আপনারা যারা শুরু করতে চাইছেন বিজনেস সেটিও চিন্তা-ভাবনা করতে পারেন। আপনারা বিভিন্ন ক্ষেত্র থেকে সহযোগিতা পেতে পারেন। 
কর্ম: এই মাসে কর্মের দিক থেকে ভালো মাছ বলা যেতে পারে কারণ আপনার দশম ঘরে বুধ আদিত্য যোগ তৈরি হচ্ছে। আপনার দূরে কর্মের জন্য চেষ্টা রাখতে পারেন তবে সে ক্ষেত্রে পরিবার থেকে একটু বাধার সম্মুখীন আপনি হতে পারেন। আপনারা যারা সব প্রফেশনালে আছেন পরিবার থেকে কিছু করেন তাহলে অবশ্যই ১৭ তারিখ পর্যন্ত ততটা আপনাদের মধ্যে সেই ক্ষেত্রে উন্নতি যতটুকু আপনি চাইছেন ততটুকু দেখাচ্ছেনা। কর্মক্ষেত্রের মধ্যে উচ্চতর পোস্ট সেটি অবশ্যই হতে পারে তবে সেই অনুসারে আপনি কিন্তু অর্থ নাও পেতে পারেন। এক কথায় বলতে হলে কর্মের চাপ বৃদ্ধি সেই অনুসারে ততটা আর্থিক বৃদ্ধি দেখাচ্ছে না। 
ভাগ্য: আপনারা যথেষ্ট ওভার কনফিডেন্স নিয়ে চলবেন এই বিষয়টা অবশ্যই আপনাকে একটু ওভার কনফিডেন্স কম রাখতে হবে। কারণ আপনার মধ্যে কিছু কিছু বিষয় যথেষ্ট মনের মধ্যে চাহিদা থাকবে। আর সেই অনুসারে ফলাফল না যদি পান কিছুটা হলো আপনি মনের মধ্যে ব্যতিব্যস্ত হয়ে উঠতে পারেন। 
আর্থিক: এই মাসে আপনারা পারিবারিক কোনো রকম সম্পত্তি সেটি সমস্যা চলছে সমাধান হতে পারে সেখান থেকে কিছু আর্থিক শ্রীবৃদ্ধি আপনার হতে পারে। বিজনেস যারা করেন সেখান থেকে কিছুটা হলেও আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি হতে পারে। আপনারা যারা কনসালটেন্সি সার্ভিস দিয়ে থাকেন সেক্ষেত্র সেখান থেকে কিছুটা হলেও আপনাদের আর্থিক প্রাচুর্য দেখা যাচ্ছে। 
এই মাসে আপনারা যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি অবশ্যই বিজনেস ক্ষেত্রে মধ্যে বিনিয়োগাকরা করতে পারেন। এই মাসে বিশেষ করে আপনারা নানান কারণে একটু চিন্তিত থাকবেন সেটি হতে পারে পারিবারিক কোনো রকম অথবা সেটি হতে পারে আপনার মনের মধ্যে নানান ধরনের চিন্তাভাবনা। তাই একটি কথা আপনাদের বলে রাখি যে কোন পরিস্থিতিতেই আপনি বলুন না কেন সেটি অবশ্যই আপনাকে এই নিয়ন্ত্রণ করে চলতে হবে। আপনারা অবশ্যই মেডিটেশন করতে পারেন তাহলে মানসিক দিক থেকে আপনি অনেকটা সুস্থ থাকবেন। আপনারা যারা কোন কিছু ভাড়া দিতে চাইছেন সেটি হতে পারে দোকান ঘর বা নিজস্ব কোনরকম বাসস্থান ভাড়া দিতে চাইছেন উপযুক্ত ব্যক্তিকে দেওয়ার চেষ্টা রাখবেন। দীর্ঘদিন ধরে মনের মধ্যে কিছু ইচ্ছা বা বেদনা আছে সেগুলো বই প্রকাশ করতে যথেষ্ট দেখা যাবে। অবশ্যই এই মাসে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করে চলবেন। কারণ আপনাদের শুভ সময় অবশ্যই অপেক্ষা করছে তাই যেকোনো বিষয়ে ব্যস্ততা অথবা তাড়াতাড়ি কোনরকম সিদ্ধান্ত নেয়ার চেষ্টা রাখবেন না। 

SEPTEMBER: ধনু রাশি কি সংকেত দেখাচ্ছে 2024


 ধনু রাশি//লগ্ন: এই মাসে গ্রহের গতি প্রকৃতি কি সংকেত দেখাচ্ছে। আপনারা ক্রম ও বর্ধমান উন্নতির দিকে অগ্রগতি রাখছেন। নব প্রচেষ্টা নব উদ্যোগ নিয়ে আপনারা এগিয়ে যাবেন। 
শরীর স্বাস্থ্য: এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য দিক থেকে ভালো থাকবে। যদিও রাশির অধিপতি গ্রহ ষষ্ঠ স্থানে অবস্থান করে থাকবে তথাপি পঞ্চপতি আপনাদের জোগ কারক গ্রহণ মঙ্গলের দৃষ্টি থাকছে আপনার রাশির উপরে। অবশ্যই একটু মনের মধ্যে উত্তেজনা থাকবে। 
পড়াশোনা: যেহেতু আপনাদের পঞ্চম ঘরের অধিপতি সপ্তম ঘরে অবস্থান করবে এবং আপনাদের দশম স্থানে দৃষ্টি থাকবে, এছাড়াও দৃষ্টি থাকছে আপনার দ্বিতীয় স্থানে তাই মধ্যশিক্ষা ক্ষেত্র আপনাদের যথেষ্ট ভালো বলা যেতে পারে। উচ্চ শিক্ষা ক্ষেত্রে যারা আছেন যেহেতু আপনার ভাগ্যস্তানে বুধ আদিত্য যোগ তৈরি করবে তাই আপনাদের উচ্চশিক্ষা ক্ষেত্র যথেষ্ট ভালো। 
ভালোবাসা: আপনাদের ভালোবাসার সম্পর্ক যথেষ্ট ভালো সম্পর্কের মধ্যে যদি থাকেন বিপরীত দিক থেকে যথেষ্ট আপনি ইন্সপায়ার হবেন। আপনাকে মানসিক শক্তি জোগাতে পারে। এই মাসে আপনাদের ভালোবাসার সম্পর্কে ভ্রমণ হবার সম্ভাবনা থাকছে। 
বিবাহিত: আপনাদের বিবাহিত সম্পর্ক ভালো এবং বিপরীত দিকে যদি কোনোরকম আপনাদের সম্পর্ক খারাপ হলে, সঙ্গে সঙ্গেই আপনাকে মানিয়ে নিতে হবে তাহলে বিপরীত দিকে আরো একটু রাগ দেখতে পাওয়া যাবে। 
ব্যবসা: আপনারা যারা ব্যবসা করেন সেটি অবশ্যই ভালো। ইমপোর্ট এক্সপোর্ট বিজনেসের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই ভালো। উৎপাদক ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকলে সেটিও অবশ্যই ভালো। আপনারা যারা কোনরকম পরিষেবা দিয়ে থাকেন সেটিও ভালো। 
কর্ম: এই মাসে আপনাদের কর্মের দিক থেকে যথেষ্ট ভালো। কারন আপনার দশম স্থানে বুধ আদিত্য যোগ তৈরি হবে। এছাড়াও আপনার দশম ঘরে শুক্র অবস্থান করবে। সেই কারণে এক কথায় বলতে হলে এই মাসে আপনাদের কর্মের দিক থেকে যথেষ্ট ভালো এবং কর্মক্ষেত্রের দিক থেকে আপনি আশা রাখতে পারেন। 
ভাগ্য: যেহেতু আপনার নবম ঘরে বুধ আদিত্য যোগ তৈরি হবে, সেই কারণে বিন্দুমাত্র এখানে আপনাদের নিরাশ হওয়ার কোন কারণ দেখাচ্ছেনা। ভাগ্য আপনাদের যথেষ্ট ভালো। 
আর্থিক: এই মাসে আপনাদের আর্থিক দিকটা সামঞ্জস্য অবশ্যই থাকবে। আপনারা যারা আর ঋণ নিতে চাইছেন আপনার কিন্তু পেতে চলেছেন এই মাসে। 
আপনাদের যাদের কর্মক্ষেত্র নিয়ে মনের মধ্যে দুশ্চিন্তা আছে বিপরীত দিক থেকে আপনারা কিন্তু মানসিক শক্তি পেতে পারেন। আপনার মানসিক শক্তি পেতে পারেন আপনার ভালবাসার সম্পর্ক থেকে। এছাড়াও আপনারা মানসিক শক্তি পেতে পারেন আপনার সন্তানের দিক থেকে। আপনারা যারা পূর্বের ঋণ নিয়েছিলেন এই মাসে আপনারা দিতে পারবেন। আর যারা ভাবছে নতুন করে ঋণ নেবেন সেটিও আপনারা পেতে চলেছেন। আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন দুজনেই যদি আপনারা কর্মরত থাকেন সেক্ষেত্রে আপনাদের অর্থ একই ক্ষেত্রে সেভিংস থাকছে। এই মাসে আপনাদের কর্মক্ষেত্র প্রচারিত হচ্ছে। আপনারা যারা নিজে নিজে কোনরকম কর্ম করেন যথেষ্ট ভালো। আপনি যা হয় কর্ম করুন না কেন সেখানে অবশ্যই আপনি মানসিকভাবে আনন্দিত থাকবেন যদি না আপনাদের কর্মক্ষেত্রের মধ্যে সমস্যা চলে। এই মাসে আপনার মধ্যে কি গুণগত মান আছে সেটি অবশ্যই প্রকাশিত হওয়ার সম্ভাবনা প্রবল দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের মধ্যে মানসিক শক্তি যথেষ্ট থাকবে। কারণ আপনারা কারক থেকে যে অনুপ্রেরণা পারছেন সেটি যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব। আপনারা দীর্ঘদিন ধরে শরীর স্বাস্থ্যের সমস্যায় রয়েছেন এই মাসে আপনারা কিন্তু সে রকম সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন।আমি বারংবার একটি কথা আপনাদের বলছি সেটি হল আপনার মধ্যে মানসিক ইচ্ছা শক্তি যথেষ্ট থাকবে কারণ কারোর কাছ থেকে আপনারা অনুপ্রেরণা অবশ্যই পাচ্ছেন।

Meen Rashi September 2024: মীন রাশি


 মীন রাশি একটি গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে

মীন রাশি//লগ্ন: আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস আপনি নিজে বুঝতে পারবেন। এই মাসে আর্থিক দিকটা যথেষ্ট ভালো। যেকোনো না যে কোন দিক থেকে আপনাদের অর্থ আসবে। আপনার মধ্যে আত্মবিশ্বাসে যথেষ্ট থাকবে। যেকোনো কঠিন পরিস্থিতি আপনি অনায়াসে সমাধান করতে পারবেন। এই মাসে আপনাদের অনেকটুকু আশা পূর্ণ হতে চলেছে। শুধু এই মাসেই নয় পরবর্তী যে দিন গুলি আসছে আপনাদের একটি ভালো দিনের দিকে ইঙ্গিত করছে। 
শরীরশাস্ত্র: আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। গুরুত্বপূর্ণ কাজ নিয়ে একটু চিন্তিত অবশ্যই থাকবেন।
পড়াশোনা: মধ্যশিক্ষা ক্ষেত্রে যারা আছেন আপনাদের একটু মনঃসংযোগ আনতে হবে। উচ্চশিক্ষা ক্ষেত্রে আপনারা যারা আছেন যথেষ্ট ভালো বলা যেতে পারে। এই সময় আপনারা নিজের ক্যারিয়ারকে আপনি তৈরি করতে পারবেন। 
ভালোবাসা: আপনাদের ভালোবাসর সম্পর্ক যথেষ্ট ভালো। বিবাহ করার দিকে ভাবনা চিন্তা আপনাদের থাকবে। এই মাসে আপনারা যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে নাই কাউকে নতুন করে প্রস্তাব দিতে দেখা যাবে। 
বিবাহিত: আপনাদের বিবাহিত জীবন ভালো দেখাচ্ছে সব থেকে বড় বিষয় হলো আপনার পার্টনার যে কর্মক্ষেত্রের মধ্যে আছেন সেখানে যথেষ্ট ভালো দিক দেখতে পাওয়া যাচ্ছে। 
ব্যবসা: এই মাসে আপনারা ব্যবসা ক্ষেত্র থেকে আনন্দিত হতে পারেন। আপনার মধ্যে মনে হতে পারে চাকরি করে কি হবে এখানে আমি যথেষ্ট মুনাফা অর্জন করতে পারছি। 
কর্ম: আপনারা ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করছেন। যারা বেকার আছেন কর্মের জন্য অবশ্যই প্রয়াস রাখুন সময়টা আপনাদের পক্ষেই থাকছে। নিজে নিজে কর্ম যারা করেন আপনাদের সময়টা যথেষ্ট ইতিবাচক। প্রচুর মুনাফা অর্জন করতে চলেছেন। 
ভাগ্য: এই মাসে যেহেতু আপনার মধ্যে আত্মবিশ্বাস যথেষ্ট থাকছে তাই যে কোন পরিস্থিতি আপনি কিন্তু মানিয়ে নিয়ে চলতে পারবেন। নিজের প্রচেষ্টায় সমস্ত দিক উন্নতি আপনি করতে চলেছেন। 
আর্থিক: এই মাসে আপনাদের বিভিন্ন উৎস থেকে আর্থিক শ্রীবৃদ্ধি হতে চলেছে। যেকোনো না যেকোনো দিক থেকে আপনাদের কিছু না কিছু অর্থ অবশ্যই আসছে। 
এই মাসটা আপনাদের আর্থিক দিক থেকে যথেষ্ট একটি ভালো দিক নির্দেশ করছে। আপনারা এই মাসে শেয়ার মার্কেট, ব্যবসা, লটারি, সম্পত্তি বিক্রি, সোশ্যাল মিডিয়া এইরকম বিভিন্ন দিক থেকে আপনাদের কিছু না কিছু আসতে চলেছে। এই মাসে সবথেকে গুরুত্বপূর্ণ যে গ্রহের অবস্থান সেটি হল আপনার ভাগ্য স্থানে দশম প্রতি বৃহস্পতিবার দৃষ্টি তো আছেই। আর আপনার কর্ম স্থানে ভাগ্যপ্রতির দৃষ্টি। অবস্থান ভেদে অনেক কিছু ঘটতে চলেছে আপনাদের জীবনে। এবং বেশিরভাগটাই আর্থিক দিক নির্দেশ করছে। ১৯ তারিখের পর আপনার কাছে যথেষ্ট অর্থের প্রাচুর্য দেখতে পাওয়া যাবে। অর্থ হাতে না পেলেও সে রকম দিক নির্দেশ করবে যেখান থেকে আপনি অর্থ পেতে চলেছেন বা আপনার আয়ত্তের মধ্যে আছে। নিজের কূটনৈতিক বুদ্ধি এবং সুদক্ষ প্রচেষ্টার কারণে যে কোন কাজ আপনারা করতে চলেছেন। আপনারা যারা প্রতিবেদন লেখেন অথবা এমন কিছু করেন আপনি লেখেন সে ক্ষেত্রে তো আপনি একটি নিজের অবস্থান উল্লেখ করতে পারবেন। এই মাসে আপনার ষষ্ঠ ঘরে বুধ আদিত্য যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও আপনার সপ্তম ঘরে বুধ আদিত্য যোগ দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ অবশ্যই আপনারা শনির সাড়ে সাতি প্রথম পর্যায়ে আছেন। তথাপি নিজের মধ্যে কূটনৈতিক ভাবনা-চিন্তা এবং সুদক্ষ কর্মের দ্বারা সমস্ত কিছু আপনি ধীর মস্তিষ্কে ভাবনা চিন্তা নিয়ে এগিয়ে যাবেন। আপনারা ১৯ তারিখের পর থেকেই উপলব্ধি করতে পারবেন কি আপনাদের জীবনে করতে চলেছে বা কোন ক্ষেত্র থেকে আপনি যথেষ্ট মুনাফা পাওয়ার জন্য করতে চলেছেন। যেকোনো রকমের প্রতিবন্ধকতা আসুক না কেন আপনার ঐকান্তিক প্রচেষ্টায় সকল অপপ্রচেষ্টাকে আপনি দূরে সরিয়ে রাখতে পারেন। কারণ আপনার মধ্যেই থাকছে হঠাৎ করে কিছু করার ভাবনা চিন্তা। যেটা অবশ্যই আপনাকে আরো উপরের দিকে নিয়ে যাবে। আপনারা যারা পূর্বে ঋণ নিয়েছেন আবার নতুন করে ঋণ দিতে চাইছেন সেটিও আপনাদের হয়ে যাবে। এক কথায় বলতে হলে যে কোন না যেকোনো দিক থেকে আপনাদের অর্থ অবশ্যই আসতে চলেছে।

Aquarius Horoscope September 2024: কুম্ভ রাশি


 কুম্ভ রাশি// লগ্ন: সেপ্টেম্বর মাস ২০২৪ সাল 
এই মাসে আপনারা নিজেকে একটি অন্য মাত্রায় নিয়ে যাবেন। দীর্ঘদিন ধরে কোন বস্তুকে তার রূপে ফিরে পাওয়ার জন্য আমরা যে সমস্ত কার্যকলাপ করে থাকি ঠিক সেই ভাবেই আপনারা নিজেকে নিজেই তৈরি করেছেন তার ফল স্বরূপ এই মাসে পেতে চলেছেন। এক কথায় বলতে হলে আপনারা দীর্ঘদিন ধরে যে কঠিন পথ অতিক্রম করে আপনারা চলছেন। যার কারনে আপনারা অনেক ক্ষেত্রে ত্যাগ স্বীকার করেছেন তার কিছু ফলাফল পাচ্ছেন। এই মাসে অনেক বিষয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে আপনি লাগাবেন। কোন ভুল হলে নিজের ভুল আপনি নিজেই শুধরে নিয়ে চলবেন। আটকে থাকা অর্থ আপনি উদ্ধার করতে পারবেন। জমি সংক্রান্ত সমস্যা অথবা মামলা জয়ী হবেন। এছাড়াও এই বিষয়ে আপনার যাহা আর্থিক ব্যয় হয়েছে সেটিও আপনারা পাবেন। এই মাসে আপনারা ন্যায় বিচার পাবেন। সেটি যে কোন দিক থেকে হতে পারে আর্থিক দিকে হতে পারে অথবা আপনার কঠিন লড়াই চালিয়ে যাওয়ার সফল পথ পেতে পারেন। 
শরীর স্বাস্থ্য: আপনাদের শরীর স্বাস্থ্য ভালো দেখাচ্ছে। আপনারা অবশ্যই কর্মব্যস্ততার মধ্যে থাকবেন তাই ঠিক সময়ে খাদ্য খাওয়ার চেষ্টা রাখবেন। 
পড়াশোনা: পড়াশোনা যথেষ্ট ভালো বিশেষ করে আপনারা যারা উচ্চশিক্ষা ক্ষেত্রে আছেন ১৯ তারিখের পর আপনাদের যথেষ্ট ভালো দিক দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা যারা অনলাইন পড়াশোনা করছেন সে ক্ষেত্রে কিছুটা সাময়িক মেশিনারি ইকুইপমেন্টের সমস্যা হতে পারে। 
ভালোবাসা: আপনাদের ভালবাসা সাময়িক একটু দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। যার কারণে আপনারা মনের মধ্যে অভিমান রেখে কিছুটা দূরত্ব তৈরি করতে পারেন। এই দূরত্ব অবশ্যই মাসের শেষের দিকটা কেটে যাবে। আবার আপনারা দুজনে একত্রে মিলিত হতে চাইবেন। 
বিবাহিত: আপনাদের বিবাহিত জীবন ভালো। আপনাদের চিন্তাভাবনা একটু ভিন্ন হতে পারে। আপনার পার্টনার যদি কোন কর্মক্ষেত্রের মধ্যে থাকেন তাহলে এই মাসে অবশ্যই সেখানে ইতিবাচক চাপ ফেলতে পারবেন। আপনি নিজেও যথেষ্ট অভিভূত হবেন। যদি উচ্চপদস্থ কোন ক্ষেত্রে আপনার পার্টনার কর্মরত থাকেন সেক্ষেত্রে দুজনের মধ্যে একটু আপাদের দূরত্ব তৈরি হতে পারে। 
ব্যবসা: এই মাসে আপনি মনে মনে যতটুকু আশা রেখেছেন আপনার আসার বাইরে কিছু ভালো হতে চলেছে। এই মাসে আপনারা ভালো অর্ডার পেতে পারেন। একটি কথা মনে রাখবেন আপনার যতটুকু কর্মক্ষমতা আছে অর্থাৎ ক্যাপাসিটি আছে দক্ষ শ্রমিক আছে সেই দিকে দেখে অবশ্যই অর্ডার গুলি নেওয়ার চেষ্টা রাখবেন। কারণ এই মাসে আপনার কর্ম ক্ষমতা যতটুকু আছে তার থেকে বেশি অর্ডার হয়ে যাবার সম্ভাবনা প্রবল যোগ। তবে এই বিষয়ে কোনো চিন্তা করার কারণ নেই আপনার ব্যবসার যথেষ্ট গুড উইল দেখতে পাওয়া যাচ্ছে। 
কর্ম: আপনার মানসিকতার পরিবর্তন অবশ্যই আসবে। আপনারা কর্ম দীর্ঘদিন ধরে চেষ্টা রাখছেন পাচ্ছেন না। নিজে নিজে কোনরকম কর্ম শুরু করতে পারেন এই মাসে। আপনার মধ্যে কোন দক্ষতা থাকলে অবশ্যই পরিবারের মধ্যে থেকে অনলাইনে কিছু শিক্ষা দিতে পারে। আপনারা পরিবার থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্রের মধ্যে আপনারা যারা আছেন আপনাদের মানসিকতার পরিবর্তন অবশ্যই আসতে চলেছে। আপনার মধ্যে মনে হতে পারে একটি কর্ম করার সঙ্গে সঙ্গে দ্বিতীয় কোনো রকম কর্ম শুরু করা যেতেই পারে। আর সেটি অবশ্যই আপনারা করতে পারবেন সেই রকম মন মানসিকতা মধ্যে যথেষ্ট উদ্যম আপনার থাকবে। 
ভাগ্য: ভাগ্যের দিকে বলতে হলে যথেষ্ট ভালো আপনারা মিলিয়ে নেবেন ১৯ তারখের পরে নতুন নতুন দিক আপনাদের সামনে খুলতে চলেছে। কিছু বিষয়ে আপনি নিজেই অবাক হয়ে যাবেন কিভাবে আপনার জীবনে ঘটতে চলেছে। 
অর্থ: আপনারা বিভিন্ন উৎস থেকে আর্থিক শ্রীবৃদ্ধি করতে চলেছেন। আপনারা যারা সাধারণ মানের আছেন অবশ্যই আপনাদের ইনকাম ও ব্যয়ের মধ্যে সমতা থাকবে। যেটুকু ব্যয় হবে অবশ্যই কিছু নিজের ব্যক্তিগত কারণে ব্যয় হবে। আপনারা যদি নিজে নিজে কোনরকম কর্ম করেন সে ক্ষেত্রে একটু আর্থিক ব্যয় হতে পারে তবে এই ব্যয়ের পরবর্তী ক্ষেত্রে অস্তিত্ব অবশ্যই থাকবে। 
শনি গ্রহ দীর্ঘদিন ধরে আপনার রাশিতে অথবা লগ্নে অবস্থান করে আছে। আপনার মানসিকতার পরিবর্তন অবশ্যই দেখতে পাওয়া যাবে। নিজেকে সেই পর্যায়ে নিয়ে যাবেন যে পর্যায়ে একজন সত্যিকারের কর্ম পাগল ব্যক্তি হয়ে উঠবেন। আপনি নিজে অনুধাবন করতে পারবেন সমস্ত কিছু কর্ম করেই করতে হয়। নিজেকে সেই পর্যায়ে আপনি নিয়ে যাবেন অথবা শনিগ্রহ আপনাকে নিয়ে যাচ্ছে বা নিয়ে গেছে। যথেষ্ট আপনার মধ্যে ধৈর্য বৃদ্ধি হবে যে কোন কাজ শেষ না হওয়া পর্যন্ত সেটি ছেড়ে আপনি দেবেন না। বৃহস্পতি গ্রহ শুভ গ্রহ এর ফলস্বরূপ এই মাসে আপনারা পরিবার থেকে যথেষ্ট সহযোগিতা পেতে চলেছেন। এই মাসে আপনারা পারিবারিক কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে চলেছেন। নতুন কোন রকম কর্ম আপনারা পরিবারের মধ্যে শুরু করতে পারেন। আপনার বন্ধু বর্গের সহযোগিতা যথেষ্ট পেতে চলেছেন। বিশেষ কিছু কাজ যেগুলো হচ্ছে না সেগুলো অবশ্যই আপনার বন্ধুর সহযোগিতা পাবেন। এই মাসে আপনাদের ভ্রমণের যোগ আছে একসঙ্গে আপনারা বন্ধু অথবা বান্ধবী বিশেষ কিছু জায়গায় আপনারা বেড়াতে যাবেন। আপনাদের পরিবারের মধ্যে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে চলেছে। আপনাদের দীর্ঘদিনের কিছু মনের আশা সেটি পুরনো হতে চলেছে। হঠাৎ করে কিছু অর্থ আপনারা পাবেন সেটি অবশ্যই আপনার নিজের প্রয়োজনে ব্যয় করবেন। পারিবারিক কিছু সম্পত্তি ভাগাভাগি হবার সম্ভাবনা থাকছে এখান থেকেও কিছু  লাভবান হতে চলেছেন। 
ধন্যবাদ

Leo Horoscope September 2024//সিংহ রাশি


 সিংহ রাশি//লগ্ন সেপ্টেম্বর ২০২৪ এই মাসটাকে আপনারা যথেষ্ট উপভোগ করবেন। নিজের মতো মাসটাকে পরিচালিত করবেন। নিজের প্রয়োজন অনেকটাই আপনি মেটাতে পারবেন। এই মাসে আপনাদের কাঙ্খিত আশা পূর্ণ হতে চলেছে। আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন সিংহ রাশি ব্যক্তির কেমন ধরনের হয়। আপনি সেই পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পারবেন। যথেষ্ট হালকা মেজাজের আপনি কিন্তু থাকবেন এই মাসে। অনেকটা টেনশন মুক্ত পরিবেশে আপনি সময় কাটাবেন। মনের মধ্যে নতুন উদ্যোগ, নতুন ভাবনা নিয়ে আপনারা চলবেন। এই মাসে আপনাদের অর্থের যোগান সর্বদা কিন্তু থাকছে। এক কথায় বলতে হলে অর্থের অভাব দূর হচ্ছে এই মাসে। নিজের প্রয়োজনে যেটুকু প্রয়োজন যেটুকু অর্থের প্রয়োজন সেটুকু অবশ্যই আপনি পাবেন। 

শরীর স্বাস্থ্য: এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য খারাপ দেখাচ্ছে না। আপনারা যারা ব্যবসা এর মধ্যে আছেন ১৭ তারিখ পর্যন্ত একটু টেনশনে থাকবেন।
পড়াশোনা: এই মাসে আপনাদের পড়াশোনা যথেষ্ট ভাল উচ্চ শিক্ষা ক্ষেত্রে আপনারা যারা রয়েছেন। চেষ্টা আপনাকে করতে হবে না সুযোগ নিজেই আপনার কাছে আসছে। মধ্যশিক্ষা ক্ষেত্রে যারা আছেন একটু মনোযোগ সংযোগ রাখতে হবে। আপনারা যারা কোন রকম কর্মমুখী শিক্ষা নিচ্ছেন যথেষ্ট ভালো। 
ভালোবাসা: এই মাসে আপনাদের ভালোবাসার সম্পর্ক যথেষ্ট ভালো। আপনারা একত্রে অনেকটা সময় কাটাবেন। আপনাদের এই মাসে ছোটখাটো ভ্রমণের সম্ভাবনা আছে। 
বিবাহিত সম্পর্ক: বিবাহিত সম্পর্ক খুব খারাপ দেখাচ্ছে না তবে ছোটখাটো সমস্যা ১৭ তারিখে এরপর সম্পর্ক যথেষ্ট ভাবে। আপনাদের যাদের সম্পর্ক খুব একটা ভালো নয় ১৭ তারিখের পর সম্পর্কের উন্নতি হবে। 
ব্যবসা: এই মাসে যারা ব্যবসা করেন একটু টেনশনে থাকবেন। ১৭ তারিখের পর আপনাদের টেনশন দূরে চলে যাবে। আপনারা যারা ইলেকট্রনিক গেজেট বিক্রি করেন যথেষ্ট ভালো। এছাড়াও আপনারা যারা কোনরকম পরিষেবা দিয়ে থাকেন যথেষ্ট ভালো। 
কর্ম: আপনারা যারা কর্ম নিয়ে চিন্তায় আছেন কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকছে ভাই এই বিষয়ে অগ্রগতি আপনি রাখতে পারবেন। আপনারা যারা নিজ নিজ কোনরকম কর্ম করেন সেই রকম কর্মে আপনি নিজের নামের বিস্তার করতে পারবেন। আপনি কি অন্য মাত্রায় কিন্তু থাকবেন এই সময়। সময়টাকে নিজের মত আপনি উপভোগ করবেন। 
ভাগ্য: আপনাদের মধ্যে যে অভিযোগ থাকে ভাগ্য আমাকে তেমন সহায়তা দেয় না। এই মাসে আপনাদের এইরকম অভিযোগ থাকবে না। ভাগ্যের সহযোগিতা এতটাই পাবেন আপনি নিজেই স্বীকার করবেন আপনার ভাগ্য যথেষ্ট ভালো। 
অর্থ: আর্থিক দিকটা যথেষ্ট ভালো আপনারা প্রয়োজন অনুসারে অর্থ পেয়ে যাবেন। এই সময় অতিরিক্ত অর্থ আপনার কাছে অবশ্যই থাকবে। 
বৃহস্পতি গ্রহ যে অবস্থানে আছে আপনাদের কর্মের দিকে যথেষ্ট ভালো। পরবর্তী ক্ষেত্রেও আপনারা কর্মের দিকে চেষ্টা রাখতে পারেন। আপনি যদি নিজে কিছু করতে চান সেটিও উদ্যোগ রাখতে পারেন। আপনাদের কর্মস্থানের মধ্যে বেতন বৃদ্ধি এগুলো কিন্তু এই মাসে আপনাদের জীবনে ঘটতে চলেছে। আপনারা যারা নিজে নিজে কিছু করছেন এই সময়ে কারোর কথায় উৎসাহিত হয়ে আপনারা অনেক কিছু করতে চলেছেন। যে কাজ করছেন সেই কাজের বিষয়ে কেউ আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে। হ্যাঁ দীর্ঘদিন ধরে কোনরকম আটকে থাকা কাজ বা মনের মধ্যে আশা ছিল এরকম আশা পূর্ণ হতে চলেছে। আপনার জীবনে নতুন ভালোবাসা অথবা নতুন বন্ধু ও বান্ধবী সেটিও আসতে চলেছে। শত্রু থাকলে শত্রুপক্ষকে আপনি কোন ঠাসা করতে পারবেন। আপনারা যারা বিবাহ বিচ্ছেদ করতে চাইছেন সেটি এই মাসে আপনাদের ১৭ তারিখের পর হওয়ার সম্ভাবনা প্রবল আছে। এই মাসে আপনারা যারা নতুন ঘর নেবেন ভাবছেন অথবা আপনি ব্যবসা করবেন কোন স্টল অথবা দোকান ঘরে নিবেন সেটিও এই মাসে আপনাদের যোগ থাকছে। আপনারা একটি ইনকামের মধ্যে আসতে চলেছেন। 
ধন্যবাদ

সাধ ভক্ষণ আশ্বিন মাস //Sadh Bhakhan 2024


আশ্বিন মাস ১৪৩১ বঙ্গাব্দ//2024 আপনারা যারা সাধ ভক্ষণ করাবেন মনস্থির করেছেন। আপনাদের এই মাসে যাদের সাধ ভক্ষণ করাতে হবে, দিন পড়েছে। তাই অবশ্যই আপনারা শুভ তারিখ এবং শুভ তিথি দেখে সাধ ভক্ষণ করাবেন। আপনারা নিশ্চয়ই একটি কথা জানেন শুভ দিনে, শুভ তিথিতে, শুভ কাজ করলে অবশ্যই শুভ ফল পাওয়া যায়। হিন্দু সনাতন ধর্ম অনুসারে যে সমস্ত মহিলারা মা হতে চলেছেন এই বিষয়টি করা হয়ে থাকে। আপনি বিশ্বের যে কোন প্রান্তেই থাকুন না কেন যদি সনাতন ধর্ম মেনে চলেন তাহলে অবশ্যই আপনারা এই শুভ তারিখ এবং শুভ দিন দেখে সাধ ভক্ষণ করাবেন। আপনারা জেনে নিন এই আশ্বিন মাস 1431 বঙ্গাব্দে শুভ তারিখ গুলি। পঞ্জিকা অনুসারে আশ্বিন মাসের 🔯প্রথম যে তারিখ পাওয়া যাচ্ছে পঞ্চামৃত সাধ  ভক্ষণ ১৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ (ইংরেজি 3 October 2024) শুভ দিনটি হল বৃহস্পতিবার। এই দিনে আপনারা যে শুভ সময়ের মধ্যে মূল পর্বটি করবেন সেটি হলো দুপুর ২:২৪ এর মধ্যে করানোর চেষ্টা রাখবেন। (তবে আপনারা শুভ কাজ দুপুর বারোটার আগেই করবেন)। এর পরবর্তীতে আশ্বিন মাসের পঞ্জিকা অনুসারে 🔯দ্বিতীয় যে তারিখ আমরা পাচ্ছি সেটি হল ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ (ইংরাজি13 October 2024) শুভ দিনটি হল রবিবার। এই দিনে আপনারা যে শুভ সময়ের মধ্যে করবেন সেটি হলো সকাল ৬: ৩২ থেকে ৮:৪৫ এর মধ্যে আবার আপনারা করতে পারেন ১১:৪২ থেকে ২:৪০ এরমধ্যে (আপনারা শুভ কাজ দুপুর বারোটার আগেই করার চেষ্টা রাখবেন)। এর পরবর্তী যে তারিখ পঞ্জিকা অনুসারে পাওয়া যাচ্ছে সেটি🔯 ২৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ (ইংরাজি 14 October 2024) শুভ দিন কি হল সোমবার। এই দিনে আপনারা যে শুভ সময়ের মধ্যে সম্পন্ন করবেন সেটি হল সকাল ৮:৪৫ থেকে ১০:৫৮ এরমধ্যে। 
ভগবানের কাছে কামনা করি আপনাদের মনস্কামনা পূর্ণ হোক। আপনারা অবশ্যই ডাক্তারি পরামর্শে থাকবেন এবং ভগবানকে স্মরণ করবেন। ধন্যবাদ 🙏

Capricorn September 2024 Rashifal: মকর রাশি


 মকর রাশি//লগ্ন: "যে সয় সেই রয়"এই প্রবাদ প্রবচন নিশ্চয়ই আপনারা শুনেছেন। তাই আপনাকে সমস্ত বিষয়ে ধৈর্যের পরিচয় দিতেই হবে এই মাসে। এই মাসে তাই একটুতেই আপনারা রাগান্বিত হবেন না সমস্ত কিছু বিষয়ে যদি আপনি সুস্থ মস্তিষ্কে চিন্তাভাবনা করেন তাহলে অবশ্যই সমাধানের পথ পেয়ে যাবেন।

শরীর শাস্ত্র: আপনাদের শরীর স্বাস্থ্য ভালো দেখাচ্ছে তবে চোখ বা দাঁতের সমস্যা একটু হতে পারে। সমস্যা যাই হোক বা নাই হোক একটু কিন্তু আপনার টেনশনে থাকবেন। 
পড়াশোনা: এই মাসে পড়াশোনা আপনাদের ভালো বলা যেতে পারে বিশেষ করে ১৯ তারিখের পর যথেষ্ট আপনাদের ভালো। আপনারা যারা উচ্চশিক্ষা ক্ষেত্রে আছেন আপনাদের যথেষ্ট মনসংযোগ আনতে হবে। 
ভালোবাসা: ভালোবাসার সম্পর্ক আপনাদের ভালো বলা যেতে পারে তবে পুরানো কোনো রকম সমস্যা হয়েছিল সেই রকম কথা বারংবার কিন্তু আপনার সঙ্গী অথবা সঙ্গিনীর কাছে তুলবেন না। সম্পর্ক আপনাদের খারাপ থাকলে ১৯ সেপ্টেম্বর পর থেকে অবশ্যই ভালো। 
ব্যবসা: এই মাসে আপনাদের ব্যবসা ভালো। তবে আপনারা যারা ঋণ নিয়ে কোনরকম কিছু করছেন চিন্তা একটু মনের মধ্যে বৃদ্ধি হবে। একটি কথা মনে রাখবেন দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ এবং এই শুভ গ্রহের দৃষ্টি যেহেতু আপনার রাশি অথবা লগ্নে থাকছে। তাই যে কোন রকম সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আপনারা যারা ড্রাইভিং করেন অবশ্যই এই মাসে সতর্কতার সহিত ড্রাইভিং করবেন। 
কর্ম: এই মাসে আপনাদের কর্ম প্রাপ্তির সম্ভাবনা আছে। কারন আপনাদের কর্মপতি গ্রহ শুক্র ১৯ তারিখে কর্মস্থানে অবস্থান করবে। এই বিষয়টা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। আপনারা কোন প্রশাসনিক ক্ষেত্রে অথবা দমকল বিভাগে এরকম ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারেন। এছাড়াও আপনারা যারা কন্ট্রাক্ট নিয়ে কোন রকম কিছু করেন সেক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো।
ভাগ্য: এই মাসে কিছু বিষয়ে আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চয়ন করতে হবে। কোন ক্ষেত্রটা নিয়ে আপনি এগিয়ে যাবেন বা কোন ক্ষেত্রে আপনি মননিবেশ করবেন সেটি অবশ্যই যথার্থ চিন্তা ভাবনা করে আপনাকে অগ্রগতি রাখতে হবে। বিশেষ করে এই বিষয়টা উনিশ সেপ্টেম্বরের আগে পর্যন্ত। কোন কিছু আবেগের সহিত আকারা সিদ্ধান্ত নেবেন না। 
আর্থিক: এই মাসে আপনাদের আর্থিক দিকটা সমতা আসবে অর্থাৎ সামঞ্জস্য থাকবে। আপনার আর্থিক প্রয়োজন অবশ্যই আপনি যেখান থেকে হোক না যেখান থেকে প্রয়োজন মেটাতে পারবেন।
যেহেতু এই মাসে মনের মধ্যে চঞ্চলতা অথবা অথৈর্য হতে পারেন সেই কারণে এই মাসের পরিবার অথবা মায়ের সঙ্গে একটু সমস্যা হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখবেন। আপনার কথাবার্তার ওপরে নিয়ন্ত্রণ রাখতে হবে তা না হলে কোন উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আপনার তর্ক-বিতর্ক হওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিক বিষয়ে অবশ্যই সতর্কতা রেখে চলবেন অর্থাৎ কোন ক্ষেত্রে কিছু অবশ্যই সেভিংস রাখতে হবে সেই বিষয়টা ঠিকই আপনি করবেন। এই মাসে আপনাদের কিছুটা হলেও প্রাপ্তি যোগ থাকছে অর্থাৎ আকস্মিক কিছু ধন লটারি প্রাপ্তি এই সমস্ত ক্ষেত্র থেকে কিছু হওয়ার সম্ভাবনা থাকছে। এই মাসে আপনারা ব্যবসা যারা করেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা ৫ সেপ্টেম্বরের মধ্যে নেওয়ার চেষ্টা রাখবেন। এই মাসে ৯ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত আর্থিক বিষয়টা অবশ্যই চিন্তা ভাবনা করে কাউকে অর্থ ধার দেবেন বা কোথাও আপনারা বিনিয়োগ করার ভাবনা চিন্তা রাখতে পারেন। আপনারা যদি দূরবর্তী দিকে তাকিয়ে, শেয়ার মার্কেট ইত্যাদি ক্ষেত্রে বিনিয়োগ করেন তাহলে সেখানে অবশ্যই আপনি লাভবান হতে পারেন।

Virgo big happy news is coming: কন্যা রাশি


 কন্যা রাশি বড় পরিবর্তন আসছে আপনাদের জীবনে। একটি খুশির খবর আপনারা পেতে চলেছেন। সৃষ্টির সবথেকে মজবুত গ্রহ দেবগুরু বৃহস্পতি আপনার তো ভাগ্যস্থানে অবস্থান করে আছে। আপনারা যারা কমবেশি ফলাফল পেয়েছেন এর পরবর্তী ক্ষেত্রে যেটি ঘটতে চলেছে সেটি দেখে আপনি যথেষ্ট আনন্দিত হবেন। কারণ দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে বক্রী হতে চলেছে। আমরা জ্যোতিষ শাস্ত্র অনুসারে বর্ণিত আছে শুভ গ্রহ বক্রী হলে শুভ ফল নিয়ে আসে। তাই এর ব্যতিক্রম হবে না আপনারা ও শুভ ফল পেতে চলেছেন। কারণ জ্যোতিষ শাস্ত্র অনুসারে দেবগুরু বৃহস্পতিকে ভাগ্যের অধিপতি গ্রহ হিসাবে ধরা হয়ে থাকে। আর আপনার ভাগ্যস্থানে অবস্থান করে আছে এটি হলো লক্ষী ঘর তাই অবশ্যম্ভাবী আপনাদের জীবনে কিছু পরিবর্তন হতে চলেছে। আপনার মনের মধ্যে হতাশা দূর হবে। আপনার জীবনে একটি নতুন সমীকরণ আসতে চলেছে। আপনারা এই ফলাফল পাবেন ৯ অক্টোবর ২০২৪ থেকে ৪ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত। তাই বুঝতেই পারছেন সময়টা যথেষ্ট দীর্ঘমেয়াদী। আর আপনারা এই দীর্ঘমেয়াদীর ফলাফল লাভ করবেন। আপনাদের মধ্যে যাদের অভিযোগ ছিল তেমন কিছু ফল আপনি পাচ্ছিলেন না এর পরবর্তী যে সময় আসছে সেখানে অবশ্যই আপনারা শুভ ফল পেতে চলেছেন। একটি কথা মনে রাখবেন সব থেকে শুভগ্রহ দেববরু বৃহস্পতি যেখানে দৃষ্টি থাকে সেটি অমৃতের সমান। আপনার রাশিতে দৃষ্টি থাকছে, আপনার তৃতীয় স্থানে দৃষ্টি থাকছে এবং আপনার পঞ্চম স্থানের দৃষ্টি থাকছে। এই সবকটি ঘর যথেষ্ট গুরুত্বপূর্ণ আপনাদের দিক থেকে। মনের মধ্যে যে নিরাশা ছিল সেই নিরাশা দূর হতে চলেছে। আপনি আত্মবিশ্বাস নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন। নিজের মধ্যে কি যোগ্যতা আছে সেই যোগ্যতা আপনি প্রমাণ করতে পারবেন। এবং আপনার মধ্যে যথেষ্ট চেষ্টা থাকবে। যে ব্যক্তির মধ্যে চেষ্টা থাকে সেই ব্যক্তি যথেষ্ট সুযোগ-সুবিধা পেয়ে থাকে তাই আপনারাও কিন্তু পেতে চলেছেন। মনের মধ্যে স্থিরতা আসবে, আপনারা যারা একটি অস্থিরতা ভাব নিয়ে এদিক ওইদিক ছুটে চলেছেন। কিছু নতুন দিগন্ত আপনাদের সামনে খুলতে চলেছে যেটি অবশ্যই পরবর্তী ক্ষেত্রে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। আপনার শিক্ষাক্ষেত্রেও যথেষ্ট ভালো এই সময় আপনারা যারা উচ্চশিক্ষা ক্ষেত্রে আছেন কোন কর্ম পাওয়ার সম্ভাবনা প্রবল সম্ভাবনা থাকছে। আপনাদের ভালোবাসার সম্পর্ক যথেষ্ট ভালো। এই সময় কালের মধ্যে আপনার জীবনে নতুন ভালোবাসা আসার সম্ভাবনা প্রবল যোগ দেখাচ্ছে। আপনার বিবাহিত জীবন যথেষ্ট সুখময়। আপনি কোন কারণে মনের মধ্যে যদি টেনশন নিয়ে আসেন আপনি বিবাহিত হলে বিপরীত দিক থেকে আপনি কিন্তু সাহস পাবেন। যার ফলে আপনার মনবল বৃদ্ধি হবে। আপনারা যারা সন্তান নেবেন ভাবছেন অবশ্যই এই সময় আপনারা পরিবার পরিকল্পনা করতে পারেন।এছাড়াও আপনাদের পরিবারের মধ্যে কোন শুভ মাঙ্গলিক কাজ আপনি করবেন ভাবছেন কিন্তু বাধার সম্মুখীন আপনি হচ্ছিলেন সেটিও দূর হতে চলেছে। এক কথায় বলতে হলে এই শেষ সময়ে একটি বড় পরিবর্তন আপনাদের সামনে আসতে চলেছে। যে পরিবর্তনের জন্য আপনারা দীর্ঘ মেয়াদী শুধু ভগবানকে প্রার্থনা করছিলেন। সেই সুদিন আপনাদের সামনে এসেই গেল। 119 দিন প্রায় অবস্থান করে থাকবে যেগুলো বৃহস্পতি এই বক্রী অবস্থায়। আপনার সামনে নতুন নতুন সুযোগ আসতে চলেছে। আপনার জীবনে একটি নতুন পথ প্রশস্ত হতে চলেছে। এই সময় আপনার শত্রু থাকলে তারা আপনাকে নমস্কার জানাবে। কারণ তারাও বুঝতে পারবে আপনার সঙ্গে সুবিধা করে কিছু হবে না। আপনারা যারা দীর্ঘদিন ধরে কর্মের জন্য চেষ্টা রাখছিলেন যে কোন না যেকোনো একটি কর্ম আপনাদের জীবনে আসতে চলেছে। গুরুজন অথবা আপনার পিতার দিক থেকে আপনি যথেষ্ট সহযোগিতা পেতে চলেছেন এই সময়কালের মধ্যে। ধন্যবাদ

কর্কট রাশি কেন এমন অবস্থা: Cancer Horoscope


 কর্কট রাশি পরিসংখ্যান বলছে বেশিরভাগ আপনারা নানান ধরনের সমস্যায় রয়েছেন। তবে চিন্তার কোন কারণ নেই শুভ সময় আসছে। "ঝর থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে"আপনাদের জীবনেও ঝড় থেমে যাবে আবার নতুন করে আপনারা শুরু করবেন। আপনারা শনির ঢাইয়া এর মধ্যে আছেন।এই কারণে নানান ধরনের চিন্তা মনের মধ্যে আপনাদের গ্রাস করছে। মনের মধ্যে শান্তি কম উৎকণ্ঠা বেশি। আপনি যদি মধ্য বয়সের হয়ে থাকেন তাহলে অবশ্যই শারীরিক অথবা আর্থিক বিষয়ে চিন্তিত আপনি আছেন। কারণ শনি গ্রহ এই সময় বক্রী অবস্থায় অবস্থান করে আছে আপনার অষ্টম ঘরে । আপনারা নিশ্চয়ই জানেন জ্যোতিষ শাস্ত্র অনুসারে অষ্টম ঘর খুব একটা সুখকর ঘর নয়। এই কারণেই নানান ধরনের সমস্যায় আপনারা রয়েছেন। আপনার নামের বদনাম হচ্ছে আপনি যে কাজ করেননি সেই কাজের মধ্যে আপনার নাম জড়িয়ে যাচ্ছে। কাজের মধ্যে আছেন অথচ অর্থ ঠিক মতো পাচ্ছেন না। বেশিরভাগ আপনাদের জমানো অর্থ ব্যয় হয়ে যাচ্ছে। চিন্তা করবেন তো কোন দিকে চিন্তা করবেন নানান ধরনের সমস্যা মনের মধ্যে যেমন আসছে শারীরিক বিষয়ে সমস্যা চিন্তায় ফেলে দিচ্ছে। এই ধরনের নানান সমস্যা আপনার মনের ওপরে প্রভাব পড়ছে যার ফলে মানসিক দিক থেকে আপনারা একটু চিন্তিত ভারাক্রান্ত আছেন। তবে চিন্তার কোন কারণ নেই ১৫ ই নভেম্বর ২০২৪ থেকে শনি গ্রহ স্বাভাবিক গতিতে ফিরে আসছে হচ্ছে। তাই মনের মধ্যে অবশ্যই পজেটিভ ভাবনা রাখুন। আপনাদের রাশির অধিপতি গ্রহ হলো চন্দ্র একটুতেই যেমন আপনারা ভেঙ্গে পড়েন আবার পরক্ষণেই কিন্তু নতুন নতুন চিন্তা ভাবনাও আপনাদের মনের মধ্যে দেখতে পাওয়া যাবে। আপনার রাশি লগ্ন ভেদে ফলের তারতম্য অবশ্যই আপনারা পাচ্ছেন। তবে আমি নিশ্চিত যদি আপনার কর্কট রাশি এবং লগ্ন একই হয়ে থাকে সমস্যায় অবশ্যই আছেন। এই যে শনি গ্রহ আপনার অষ্টম স্থানে আছে শেষ মুহূর্তে কিন্তু অবস্থান করছে শনি গ্রহ। কারণ ২৯ মার্চ ২০২৫ সালে গ্রহ ঘর পরিবর্তন করছে। এই কারণেই মনের মধ্যে দুশ্চিন্তা আনবেন না আপনারা শেষ সময় আছেন। নতুন ভাবে চিন্তাভাবনা করুন শুধু সময়কে একটু গুরুত্ব দিয়ে চলবেন। সবথেকে বড় বিষয়টি হল আপনার সাফল্য স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে যথেষ্ট আপনাদের ক্ষেত্রে একটি ইতিবাচক দিক বলা যেতে পারে। কারণ বৃহস্পতি গ্রহ আপনার যোগ কারক গ্রহ। অবশ্যই আপনারা জানেন দেবগুরু বৃহস্পতি যেখানে অবস্থান করে নিয়ে আসে এবং যেখানে দৃষ্টি দেয় তার সুফল ও পাওয়া যায়। অবশ্যই আপনারা এর শুভ ফল পাবেন। একটু অন্তর্নিহিত দৃষ্টি দিয়ে অনুভব করুন। এই যে দেবগুরু বৃহস্পতি আপনার সাফল্য ঘরে অবস্থান করে আছে। আপনারা নতুন করে সুযোগ সুবিধা পেতে চলেছেন। আপনারা যারা নতুন করে বিজনেস শুরু করবেন চিন্তাভাবনা করতে পারেন। এছাড়াও আপনারা যারা বিবাহবন্ধনে আবদ্ধ হতে চাইছেন এই সময় একটু আপনারা চেষ্টা বাড়িয়ে দেবেন। কারণ একটি কথা মনে রাখবেন সময় কারো দিন চিরদিন সময় নাহি যায়। তাই ঝড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে আপনাদের জীবনেও নতুন কিছু ঘটবে এই রকম পজেটিভ ভাবনা নিয়ে আপনারা সামনের দিকে অগ্রগতি রাখুন।

বৃশ্চিক রাশি দুশ্চিন্তার অবসান: Scorpio


 বৃশ্চিক রাশি আপনাদের মানসিক অবস্থা বুঝতে পারছি। চিন্তার কারণ নেই দুশ্চিন্তার অবসান হচ্ছে। শুধু আরেকটু ধৈর্য ধরুন। আর অবশ্যই মনের মধ্যে পজিটিভ ভাবনা আনুন। যেকোনো পরিস্থিতিতেই আপনি থাকুন না কেন সর্বদা মনের মধ্যে পজিটিভ ভাবনা রাখবেন। কারণ মনের মধ্যে যদি আপনি নেগেটিভ ভাবনা রাখেন তাহলে নেগেটিভ কিছু জীবনে ঘটতে পারে। ২৯ মার্চ ২০২৫ শনি গ্রহ ঘর পরিবর্তন করবে। ১৫ ই নভেম্বর ২০২৪ থেকে শনিগ্রহ মার্গী হচ্ছে। আপনারা শনি গ্রহের ঢাইয়া এর মধ্যে আছেন। আর কয়েকটা দিন পরে শনি গ্রহ ঘর পরিবর্তন করবে অবশ্যই আপনাদের জীবনে শুভ পরিবর্তন সেটিং করতে চলেছে। এই মুহূর্তে শনি গ্রহ অন্তিম মুহূর্তে আছে। তাই আপনাদের পজেটিভ ভাবনা অবশ্যই মনের মধ্যে রাখা প্রয়োজন। ১৫ ই নভেম্বর ২০২৪ থেকে ভালো কিছু আপনি আশা রাখতে পারেন। পারিবারিক বিষয়ে আপনারা যথেষ্ট চিন্তিত আছেন কিছু সমস্যার সমাধান অবশ্যই হতে চলেছে। আপনারা যারা ঋণ নিয়ে চিন্তায় আছেন চিন্তার অবসান ঘটতে চলেছে। আপনারা যারা দীর্ঘদিন ধরে কর্ম নিয়ে চিন্তিত আছেন আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। সব থেকে বড় বিষয় হলো আপনাদের সমস্ত কিছু বিষয়ে পূর্ব থেকেই নেগেটিভ ভাবনা নিয়ে চলা। এই সমস্ত বিষয়গুলো থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন। তাই অবশ্যই আপনাকেও পজিটিভ ভাবনা মনের মধ্যে রাখতে হবেই। কারণ আমি যখন ভিডিও উপস্থাপন করি সেখানে দেখেছি আপনাদের বিভিন্ন রকম নেগেটিভ কমেন্ট। আপনাদের মধ্যে যেটি সচরাচর দেখতে পাওয়া যায় যে আমার জীবনে আর ভালো কিছু হবে না। বৃশ্চিক রাশি সব থেকে খারাপ রাশি এরকম নেগেটিভ ভাবনা চিন্তা থেকে অবশ্যই আপনাকে দূরে থাকতে হবে। তাই আপনারা ১৫ ই নভেম্বর ২০২৪ এর পর থেকে ভালো কিছু চিন্তা-ভাবনা করুন। কারণ সময় অতি দ্রুত গতিতে চলছে। ২০২৫ ২৯ শে মার্চ আগেই আপনারা চিন্তা-ভাবনা ছেড়ে রাখুন। কালপুরুষের রাশিচক্রে অন্যান্য গ্রহের যে অবস্থান আছে সেটি অবশ্যই যথেষ্ট ভালো। শুধু আপনারা এই যে শনি গ্রহের ঢাইয়া এর মধ্যে আছেন। এর কারণে কিছুটা আপনারা পিছিয়ে আছেন। তাই শনি গ্রহ এই যে অন্তিম মুহূর্তে এখন আছে আপনারা পজেটিভ ফল পেতে চলেছেন। আপনাদের জীবনে অনেক নতুন দিক উন্মুক্ত হতে চলেছে। আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন তবে সেটি অবশ্যই ধীরে ধীরে।

Featured Post

How to Identify an Intelligent Child: According to Astrology

How to Identify an Intelligent Child: According to Astrology