ASTROLOGY

Featured Post

Saturn Transit Meaning in Astrology

Saturn Transit Meaning in Astrology 🪐 Know the Real Thing According to Vedic astrology, Saturn resides in each of the twelve zodiac signs f...

জনপ্রিয় পোস্টসমূহ

Aries January 2025//মেষ রাশি


 মেষ রাশি জানুয়ারি ২০২৫ সাল ভালো কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য। 

এই মাসে বেশ কয়েকটি ভালো খবর আপনারা পেতে চলেছেন। জানুয়ারি মাস ২০২৫ সাল,ভালো কিছু অপেক্ষা আপনাদের জন্য করে আছে। আপনি আশা রাখেননি এইরকম ক্ষেত্র থেকে ভালো কিছু সু-সংবাদ পেতে চলেছেন। জীবনে উত্থান পতন থাকে তবে একটি কথা মনে রাখবেন ২০২৫ সাল এই জানুয়ারি মাসের আকস্মিক কিছু প্রাপ্তি যোগ অথবা কিছু নতুন সুযোগ আপনাদের সামনে আসতে চলেছে। কারণ এই জানুয়ারি মাসে আপনাদের অনেকগুলি ক্ষেত্রে ভালো পজেটিভ দিক উঠে আসছে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে গভীরভাবে বিচার বিশ্লেষণ করলে আপনারা অনেক ভাল ফল পেতে চলেছেন। কিছু বুঝে ওঠার আগেই ভালো কিছু ঘটতে যাচ্ছে আপনাদের জীবনে। 

এই জানুয়ারি মাস ২০২৫ সালের যে কয়েকটি ভালো দিক দেখতে পাওয়া যাচ্ছে। প্রথম বিষয়টা হল আপনার ভাগ্য স্থানে বুধ আদিত্য যোগ তৈরি হচ্ছে। দ্বিতীয়, যে বিষয়টা দেখতে পাওয়া যাচ্ছে আপনার দশম ঘরে ও বুথ আদিত্য যোগ তৈরি হচ্ছে। আপনার সাফল্যতম ঘরে শনি গ্রহ দীর্ঘদিন ধরে অবস্থান করে আছে এই মাসের শুক্র গ্রহ অবস্থান করে থাকবে ওই একই ঘরে। আপনার নিশ্চয়ই কম-বেশি জানেন সাফল্যতম ঘরের যে গ্রহই থাকুক না কেন শুভ ফল নিয়ে আসে, তাই অবশ্যম্ভাবী আপনারাও ভালো ফল পেতে চলেছেন। এছাড়াও দীর্ঘদিন ধরে আপনার দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে।যে বিষয়টা আপনাদের যথেষ্ট পজিটিভ দিকে ইঙ্গিত করছে। 

এই মাসে আপনারা অনেক বিচক্ষণতার পরিচয় দিতে পারবেন। আপনারা যারা কোনরকম সংগঠনের দায়িত্বে আছেন ভালো বক্তা হয়ে উঠতে পারেন। এছাড়াও আপনারা যারা বাণীর মাধ্যমে কোন কর্ম করেন সেটাও আপনাদের দিক থেকে ভালো দিক উঠে আসছে। যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন সেটাও আপনাদের ইতিবাচক দি ক দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে যে সুযোগ সুবিধা গুলি আপনারা পাবেন সেগুলি যথার্থ কাজে লাগাতে পারবেন। আপনি মানসিকভাবে যথেষ্ট আনন্দিত থাকবেন। দীর্ঘদিন ধরে আপনারা যারা কর্মের জন্য অগ্রগতি রাখছেন সেটাও আপনাদের ক্ষেত্রে ভালো বিষয় দেখতে পাওয়া যাচ্ছে। যারা নতুন করে কর্মক্ষেত্রের মধ্যে আসতে চাইছেন অথবা বিজনেস করতে চাইছেন দুই দিক থেকেই আপনাদের পজেটিভ সাইন উল্লেখ করছে। পূর্বে যারা ঋণ নিয়ে জর্জরিত আছেন মনের মধ্যে দুশ্চিন্তা নিয়ে চলছেন সেই ঋণ কিছুটা হলেও আপনি পরিশোধ করতে পারবেন অথবা কিভাবে পরিশোধ করবেন তার পথ পেয়ে যাবেন। 

যারা ভাগ্যের ওপরে বেশি ভরসা রাখেন, তাহলে অবশ্যই ভাগ্য আপনার সঙ্গেই থাকছে। আপনারা এই মাসে হঠাৎ করে আকস্মিক কিছু অর্থ পেতে পারেন। বিশেষ করে আপনারা যারা লটারিতে আগ্রহ রাখেন এখান থেকে ও প্রাপ্তি যোগ হতে চলেছে। (তবে একটি কথা মনে রাখবেন লটারি পেতে হলে জন্মকালীন কুণ্ডলীতে যোগ থাকতে হবে) যে বিষয়টা নিয়ে মনের মধ্যে দুশ্চিন্তা নিয়ে আপনারা চলছেন সেই দুশ্চিন্তার অবসান হচ্ছে। আপনারা নতুন বছরে নতুন করে কিছু ভাবনা চিন্তা নিয়ে অগ্রগতি রাখবেন। যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি আছেন বাজার বুঝে বিনিয়োগ করলে ভালো মুনাফা পেতে চলেছেন। 

শরীর-স্বাস্থ্য আপনাদের ভালই থাকবে। আপনার মনোনিবেশ থাকবে কোন কিছু বিষয়ে এটা আপনার মধ্যে আগ্রহ তৈরি করবে। পড়াশোনা মধ্যে যারা আছেন যথেষ্ট ভালো, উচ্চ শিক্ষা ক্ষেত্রে ভালো জায়গায় আপনারা সুযোগ পেতে চলেছেন। ভালোবাসার সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো। আপনাদের যদি সম্পর্ক খারাপ থাকে নতুন করে সম্পর্ক স্থাপন করতে চলেছেন। আপনাদের বিবাহিত জীবন যথেষ্ট ভালো এবং আপনার পার্টনার যদি কোন রকম কর্ম ক্ষেত্রে মধ্যে থাকেন সেখানেও ইতিবাচক ছাপ ফেলতে চলেছে। ব্যবসা যারা করে নতুন করে ভাবনা চিন্তা শুরু হবে আপনাদের মধ্যে। যারা কর্মের জন্য চেষ্টা রাখছেন অবশ্যই সুযোগটা বাড়িয়ে তুলুন। প্রথমেই আলোচনা করেছি এই মাসে আপনাদের ভাগ্য যথেষ্ট ভালো। কারণ আপনার ভাগ্য স্থানের বুধ আদিত্য যোগ তৈরি হচ্ছে এর সুফল অবশ্যই আপনারা পাবেন। 
                      ধন্যবাদ

সাধ ভক্ষণ মাঘ মাস ১৪৩১ বঙ্গাব্দ//2025


 সাধ ভক্ষণ মাঘ মাস ১৪৩১ বঙ্গাব্দ//2025

হিন্দু সনাতন ধর্মে সাধ ভক্ষণ বিষয়টি আপনারা কম বেশি অনেকেই জানেন। গর্ভবতী মহিলাদের উদ্দেশ্যে সন্তান ও মায়ের সুস্বাস্থ্যের কামনায় এটি করা হয়ে থাকে। আপনার নিশ্চয়ই জানেন হিন্দু স্বাস্থ্য অনুসারে শুভ দিনে শুভ কাজ করলে অবশ্যই শুভ ফল পাওয়া যায়। আপনারা যারা মাঘ মাসে সাধ ভক্ষণ করাবেন শুভ তারিখ গুলি অবশ্যই জেনে রাখুন। আর আপনারা যেহেতু শুভ তারিখ ধরে করাবেন তাহলে শুভ সময়ের মধ্যে করানোর চেষ্টা রাখুন।

পঞ্জিকা অনুসারে মাঘ মাসের প্রথম যে তারিখ আমরা পাচ্ছি 
*১৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ (ইংরাজি 31 January 2025)। শুভ দিনটি হলো শুক্রবার। শুভ তিথি সকাল ৮:০৪ এর মধ্যে করানোর চেষ্টা রাখবেন। এই সময়টা ভালো সময়। 

পঞ্জিকা অনুসারে দ্বিতীয় যে তারিখ আমরা পাচ্ছি
*২০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ (ইংরেজি 3 February 2025)। শুভ দিনটি হলো সোমবার। এই দিনে যে সময়ের মধ্যে আপনারা সাধ ভক্ষণ করাবেন সময়টা ভালো সেটি হল, সকাল ৯:৫৯ এর মধ্যে।

পঞ্জিকা অনুসারে মাঘ মাসে তৃতীয় যে তারিখ আমরা পাচ্ছি 
*২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ (ইংরেজি 7 February 2005)। শুভ দিনটি হল শুক্রবার। শুভ সময় অবশ্যই জেনে রাখুন। সকাল ৮:২০ থেকে ১০:৩৮ এর মধ্যে। আবার, দুপুর ১২:৫৭ থেকে ২:৩০ এর মধ্যে। 

পঞ্জিকা অনুসারে মাঘ মাসের চতুর্থ যে তারিখ পাওয়া যাচ্ছে 
*২৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ (ইংরেজি 10 February 2025)। শুভ দিনটি হল সোমবার। এই দিনে আপনারা যে সময়ের মধ্যে করবেন সেটি হল সকাল ১০:৩৮ থেকে ১২:৫৮ এর মধ্যে।


আপনারা যারা মা হতে চলেছেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আপনারা অবশ্যই ডাক্তারি পরামর্শ থাকবেন এবং ভগবানকে স্মরণ করবেন। আপনাদের মনস্কামনা পূরণ হোক ভগবানের কাছে এইটুকুই কামনা করি। https://www.astrologypred.in/2025/01/virgo-2025.html
                           ধন্যবাদ

Leo Horoscope 2025: সিংহ রাশি 2025


 ২০২৫ সাল সিংহ রাশিফল। অনেক সুযোগ-সুবিধা আপনার জন্য অপেক্ষা করে আছে। এই বছরে আর্থিক দিক থেকে আপনারা সুবিধা পেতে চলেছেন। যেকোনো না যেকোনো দিক থেকে আর্থিক সুবিধা আপনারা পাবেন। আপনারা যারা লটারি কাটেন সেখান থেকে ভালো অর্থ পেতে পারেন। আপনারা বিবাহ সম্পর্ক থেকে শ্রীবৃদ্ধি হতে চলেছেন। ফাটকা ইনকাম থেকে লাভবান হবেন। নতুন করে কারো সঙ্গে সম্পর্ক তৈরি হতে পারে। এইরকম সূত্রে আর্থিক লাভবান হতে পারেন।


২০২৫ সাল কয়েকটি মাস ভিত্তিক আলোচনা করব।
২০২৫ জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত 
কর্মক্ষেত্রের দিক থেকে ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করবেন। যেকোনো রকম কর্মের মধ্যে আপনি নিয়োজিত আছেন ভালো কিছু করতে চলেছেন। কর্মের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাস দেখতে পাওয়া যাবে। কোন নতুন কর্ম আপনাদের জীবনে আসতে চলেছে। আপনি যাই কর্ম করছেন সেখান থেকে ভালো অর্থ পেতে চলেছেন। এই সময়টা পরিবারের দিক থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন। আপনারা বেকার আছেন পরিবারের মধ্যে কোন কর্ম শুরু করতে পারেন। এই বিষয়ে আপনারা অবগত থাকবেন। কোথাও অর্থ যদি পান সেটা উপযুক্ত ক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা রাখবেন। যেটা প্রয়োজন নাই অহেতুক কোনরকম পাওয়ার কারণে আর্থিক দিকে যাবেন না। প্রয়োজন অনুসারে অবশ্যই আর্থিক ব্যয় করার ভাবনা মাথায় রাখবেন। 

২০২৫ এপ্রিল মাস থেকে মে মাস পর্যন্ত 
উপযুক্ত ক্ষেত্রে আর্থিক ব্যয় করার কথা অবশ্যই মনে রাখবেন। যে কোন রকম সমস্যায় আপনি রয়েছেন তার সমাধানের দিকে অগ্রগতি রাখবেন। কোথাও না কোথাও থেকে অর্থ কিছু কিছু পেতে পারেন। নতুন কোন রকম কর্ম সৃষ্টি করার ভাবনা থাকবে। আপনি নিজে তো কিছু করবেন এবং অপরকেও কিছু করে দিতে পারবেন। অন্যের দুঃখে যথেষ্ট ব্যথিত থাকবেন। সন্তানের শরীর স্বাস্থ্যের সমস্যা থাকলে একটু চিন্তা বৃদ্ধি হবে। 

২০২৫ জুন মাস থেকে অক্টোবর মাস 
যেকোনো কাজের ক্ষেত্রে হঠাৎ করে আপনাদের জীবনে কিছু পরিবর্তন আসছে। যে পরিবর্তনটা হবে সেটি অবশ্যই পজেটিভ পরিবর্তন। বিভিন্ন ক্ষেত্র থেকে নানান ধরনের সুযোগ পাচ্ছেন। অনেকটা সফলতার শীর্ষে থাকবেন মানসিকভাবে আকাঙ্ক্ষা তৈরি হবে বেশি। ভালোবাসার সম্পর্কে যারা আছেন বিবাহ হওয়ার যোগ থাকছে। নিজের পছন্দমত অথবা ইচ্ছামত সময়টাকে অতিবাহিত করবেন। অনেক বিষয় আপনার হাতের মুঠোয় থাকবে। নতুন করে বিজনেস শুরু করবেন এই সময়টা যথেষ্ট ভালো। আপনারা যারা বেকার আছেন কোন রকম ব্যবসা শুরু করার ভাবনা থাকবে। বিবাহিত যদি হয়ে থাকেন আপনার পার্টনারেরও যথেষ্ট ভালো সময় যাবে। যোগাযোগ বৃদ্ধি যথেষ্ট ভালো। দূর থেকে সুসংবাদ আসতে পারে। গাড়ি/ভূমি কেনার সম্ভাবনা বেশি। যে কোন বিষয়ে বাজার মূল্য দেখে কেনার চেষ্টা রাখবেন। 

২০২৫ নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাস 
অনেকটা ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করবেন। একটি সময় আপনার কাছে মনে হতে পারে সবই আপনার যথেষ্ট সহজ বিষয়। যে কোন কাজের মধ্যে থাকুন উচ্চতায় যাচ্ছেন। নিজের ইচ্ছাশক্তি অনুসারে সময়টাকে পরিচালনা করবেন। আর অবশ্যই আপনারা সময়ের সঙ্গে নিজেকে পরিবর্তন করে এগিয়ে যাবেন। 

শরীর-স্বাস্থ্য আপনাদের ভালই থাকবে। পড়াশোনার মধ্যে যারা আছেন যথেষ্ট ভালো। এছাড়া আপনারা যারা কর্ম- মুখী শিক্ষা নিচ্ছেন অনেকটা অগ্রগতি রাখতে চলেছেন। ভালোবাসার সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো নতুন করে ভালবাসার সম্পর্ক আসতে চলেছে। বিবাহিত জীবনে যারা রয়েছেন যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো সম্পর্ক থাকবে। নতুন নতুন কর্মের যোগাযোগ বৃদ্ধি হচ্ছে এই ২০২৫ সালে।

এই রাশিফল অবশ্যই সম্ভাব্য হিসেবে দেখার চেষ্টা রাখবেন। সঠিক বিষয় জানতে হলে আপনার জন্ম কুণ্ডলী বিচার অবশ্যই করতে হবে। আপনাকে অনুরোধ করবো কোন জ্যোতির সঙ্গে পরামর্শ করুন। 
Online Consultancy
MOB:9836308473

কর্কট রাশি ২০২৫//Cancer Horoscope 2025


 কর্কট রাশি ইংরেজি নতুন বছর ২০২৫ কতটুকু ভালো ফল হবে আপনাদের জীবনে.... বিস্তারিত আলোচনা করব।

এই বছরের দীর্ঘদিনের প্রয়াস সফল হতে চলেছে। আপনার পরিশ্রম সেটি কাজে লাগছে। বছরের শুরুটা আপনাদের ভালো হলেও এই বিষয়টা পরবর্তী দিকে কিছুটা হলেও টেনশন নিয়ে আসতে পারে। 
২০২৫ সাল মাস ভিত্তিক কিছু আলোচনা করব

                                                     প্রতীক ছবি 
২০২৫ জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত..
মনের মধ্যে যথেষ্ট উদ্যম আপনাদের থাকবে। যেকোনো কাজের ক্ষেত্রে যত সমস্যায় আসুক না কেন তার সমাধান করতে চলেছেন। নতুন নতুন কিছু সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে। আপনার সমস্ত চেষ্টা সেটি সফল রূপে প্রকাশ পাবে। আপনার জীবনে নতুন কোনো ভালোবাসা আসতে চলেছে। যারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন ভালো বিবাহের যোগ এই সময়কালের মধ্যে আসছে আপনাদের জীবনে। 

আপনারা যারা পড়াশোনার মধ্যে আছেন যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে আপনারা চলবেন। এই সময় কালের মধ্যে কিছু অযাচিত নতুন সুযোগ পেতে চলেছেন। আপনি নিজের দ্বারাই ভাগ্যের উন্নতি করতে পারবেন। আপনারা যারা সফলতার শীর্ষে আছেন এই সময়কালের মধ্যে আরও আপনারা উপরের সারিতে আসতে চলেছেন। মনের মধ্যে যত সমস্যাই থাকুক না কেন সেই সমস্যা দূর করে পজিটিভ এনার্জি নিয়ে আপনার চলতে পারবেন। আপনার সফলতা দূরে দূরে ছড়িয়ে যাবে। যথেষ্ট যোগাযোগ বৃদ্ধি হচ্ছে আপনাদের জীবনে। আপনারা যারা যারা বেকার আছেন ইন-কামের ক্ষেত্রের মধ্যে আসতে চলেছেন। এছাড়াও আপনারা যারা লটারি টিকিট কাটতে ভালোবাসেন সেখান থেকেও কিছু পাওয়ার সম্ভাবনা থাকছে। (যদি আপনার জন্ম কুণ্ডলীতে লটারি প্রাপ্তি হবার যোগ থাকে তাহলে অবশ্যই ভালো অবস্থানে থাকবেন) যাইহোক বছরটা আপনারা খুব ভালোভাবেই শুরু করতে চলেছেন অথবা করছেন। সমস্যা সমস্যা জায়গায় থাকবে আপনি আপনার জায়গায় থাকবেন। সমস্যাকে পাশে সরিয়ে রেখে আপনারা নিজের কর্ম ঠিকই করতে পারবেন।  
                                   ‌‌ প্রতীক ছবি  
২০২৫ এপ্রিল মাস থেকে মে মাস পর্যন্ত..
মনের মধ্যে যথেষ্ট বড় বড় ভাবনা চিন্তা নিয়ে আপনার চলবেন। কিছু বিষয়ে আপনি বিভ্রান্ত হতে পারেন। যেকোনো ক্ষেত্রে যথেষ্ট রিক্স নিতে দেখা যাবে। এক কথায় বলতে হলে অধিক মুনাফা অর্জনের দিকে আপনারা যথেষ্ট অগ্রগতি রাখবেন। সে ক্ষেত্রে অর্থের সমস্যা হলে যে কোন না যে কোন দিক থেকে তার সমাধান করার পন্থা অবলম্বন করবেন। সে অর্থ আপনার বিজনেস ক্ষেত্রের অর্থ হতে পারে অথবা কোন ভূমি বিক্রি করে সেই রকম অর্থ হতে পারে। 

ভাই আপনাদের অনুরোধ করবো এই সময়কালের মধ্যে যেটা সঠিক ক্ষেত্রে আপনি কিছু ইনকাম করতে পারবেন অথবা সঠিক ক্ষেত্রে আপনি লাভবান হবেন তবেই পদক্ষেপ রাখবেন। যেটুকু সম্বল থাকবে সেটুকু নিয়ে আপনারা কোন বড় রিক্স নিতে যাবেন না। যদিও আপনার সাফল্য ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকবে। তথাপি একটি কথা বলে রাখি যে কোন ক্ষেত্রে এরকম সিদ্ধান্ত নেয়ার আগে ভালো করে বিবেচনা করবেন। মনের মধ্যে যথেষ্ট বড় কিছু কামনা-বাসনা নিয়ে আপনারা চলবেন। 
                                         প্রতীক ছবি 
২০২৫ জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত..
আপনাদের যথেষ্ট যোগাযোগ বৃদ্ধি হচ্ছে। আপনারা যারা বিদেশ যেতে চাইছেন এই সময়কালের মধ্যে সেটি ভালো সময় হতে চলেছে। বিদেশে যে কারণে আপনি যাবেন সেটি অবশ্যই কনফার্ম করে যাবেন। এরকম বিশেষ ক্ষেত্রে তা নাহলে অযথা আর্থিক ব্যয় হবে।। এই সময় কালের মধ্যে ধার্মিক ভ্রমণ তীর্থস্থান যাবার প্রবল যোগ দেখাচ্ছে। 

যারা বিদেশে থাকেন এই সময় পরিবারের মধ্যে আসার জন্য মনের মধ্যে উন্মাদনা থাকবে। এছাড়াও আপনারা যারা পাকাপাকিভাবে বিদেশ থেকে চলে আসতে চাইছেন সময়ে ভাবতে পারেন। এই সময় যদি আপনারা কোন গাড়ি কিনেন বা ঘর কেনেন অবশ্যই বাজার মূল্য একটু যাচাই করবেন অথবা অংশীদারি আছে কিনা সেটিও জেনে রাখবেন। এক কথায় বলতে হলে যে কোন ক্ষেত্রে বিনিয়োগ বা অর্থ দেয়ার সময় একটু চিন্তা-ভাবনা করে দেবেন। 
                                          প্রতীক ছবি 
২০২৫ নভেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত.
যারা কোন কারনে ব্যর্থ হবেন আবার নতুন করে মনের মধ্যে উত্তম তৈরি হবে। অনেক বিষয়ে নিজেই সিদ্ধান্ত নিয়ে ভালো ফলাফল পেতে চলেছেন। যে কোন বিষয়ে সমস্যা থাকলে সেটি সুস্থ মস্তিষ্কে সমাধান করতে পারবেন। কোন পথ অবলম্বন করলে আপনি ভাল ফল পাবেন যথারীতি আপনি সেটি বুঝতে পারবেন। মনের মধ্যে যথেষ্ট ভালোবাসা সেটা আমরা দেখতে পাবো। এক কথায় বলতে হলে সবাইকে আপনি আপন করে নেবেন। 

বিপরীত দিকে তারাও আপনার সঙ্গে কথা বলে সুখ অনুভব করবেন। যে কোনো রকম শিক্ষা ক্ষেত্রে আপনি থাকুন না কেন ভালো ফল করতে চলেছেন। নিজের ঐকান্তিক প্রচেষ্টা এবং দেবভুক্তি থাকার কারণে যে কোনো রকম ক্ষেত্রে নিজেকে প্রমাণিত করতে পারবেন। এই সময়কাল থেকে আপনাদের একটি পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। আপনার জীবনে যে পরিবর্তন হবে সেটি যথেষ্ট বড় একটি পরিবর্তন হতে চলেছে। এই সময়ে আপনারা যারা সন্তান নেবেন ভাবছেন চিন্তা-ভাবনা করতে পারেন। নতুন  ব্যবসা শুরু করবেন ভাবছেন সেটিও পারবেন। এই সময়ে যথেষ্ট একটি গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে আপনারা অতিবাহিত করবেন। আপনার জীবনে যাহাই ঘটুক না কেন সেটা একটি বড় মাত্রায় কিছু প্রাপ্তির দিকে ইঙ্গিত করছে। 
                                         প্রতীক ছবি 
এই প্রতিবেদনে যে সমস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে সেটি ২০২৫ সালে গ্রহের গোচর অনুসারে আলোচনা করা হয়েছে। এটি আপনার জীবনের সঙ্গে মিলিয়ে দেখবেন না। সম্ভাব্য রাশিফল হিসাবে দেখার চেষ্টা রাখবেন। 
                       ধন্যবাদ

মিথুন রাশি ২০২৫/Gemini Horoscope 2025


 মিথুন রাশি ইংরেজি নতুন বছর ২০২৫ সাল আপনাদের কেমন যাবে 

২০২৫ সাল কয়েকটি দিক আপনাদের দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ দেখতে পাওয়া যাচ্ছে। যে বিষয়গুলো নিশ্চিত ২০২৫ সালে আপনার জীবনে ঘটতে চলেছে। সব থেকে বেশি আপনারা ভালো ফলাফল পাবেন 2025 সালের মাঝামাঝি থেকে। আপনার নিরন্তন প্রয়াস সফলতার মুখ দেখতে চলেছে। ২০২৫ সাল আপনাদের কাছে একটি স্মরণীয় সাল হতে পারে। 


এই প্রতিবেদনে কয়েকটি মাস ভিত্তিক আলোচনা করব।                        প্রতিক ছবি
২০২৫ জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত

যথেষ্ট যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে। এই যোগাযোগ বৃদ্ধি যে কোন ক্ষেত্রে হতে পারে। কর্মের যগাযোগ বৃদ্ধি হতে পারে অথবা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা রাখছেন এই ক্ষেত্রে যোগাযোগ আসতে পারে। এই সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যারা বিদেশে থাকেন পরিবারের মধ্যেও আসতে দেখা যাবে। ভালো যোগাযোগ আসতে চলেছে আপনাদের পরিবারের জন্য সেটা হতে পারে কোন রকম মাঙ্গলিক কাজ অথবা আপনারা যারা কোন রকম ঘর কিনতে চাইছেন ভালো যোগাযোগ আসছে। 

আপনারা যারা বড় ঋণ নিতে চাইছেন এই সময়কালের মধ্যে আপনারা চেষ্টা রাখতে পারেন। পরিবারের যে কোন ওরকম সম্পত্তি রক্ষণাবেক্ষণ অথবা সংস্কারণ করতে দেখা যাবে। আপনারা এই সময়ের মধ্যে কোনরকম সমস্যায় পড়লে আপনার গুরুজনের কাছ থেকে পরামর্শ নেবেন। যে কোন রকম সমস্যা আপনাকে ব্যথিত করতে পারবে না কারণ আপনারা ভাগ্যের সহায়তা পাবেন। যে যোগাযোগ বৃদ্ধি আপনাদের জন্য আসছে কিছু সুযোগ সুবিধা নিয়ে আসছে। কর্মক্ষেত্রের মধ্যে যারা আছেন যথেষ্ট আত্মবিশ্বাস আপনাদের মধ্যে থাকবে। হঠাৎ করে কর্মস্থানে বেতন বৃদ্ধি পরিবর্তন এগুলো আমরা দেখতে পাবো। 
                                                        প্রতিক ছবি 
২০২৫ এপ্রিল মাস থেকে মে মাস পর্যন্ত 
কর্মক্ষেত্রের মধ্যে যথেষ্ট ব্যাপকতা দেখতে পাওয়া যাচ্ছে। ছোট বড় যে কোন রকমই কর্ম ক্ষেত্র আপনাকে অনেক উচ্চতায় নিয়ে যাচ্ছে। যে কনো রকম পরিকল্পনা কর্মের মধ্যে দিয়ে প্রকাশিত করতে পারবেন। আপনার নিজের দক্ষতায় জনসংযোগ তৈরি করতে পারবেন যাহাই কর্মের মধ্যে আছেন।

 কর্মক্ষেত্রের মধ্যে স্থান পরিবর্তন যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। শুধু স্থান পরিবর্তন নয় উচ্চতর পোস্ট আপনি পাচ্ছেন। আপনারা যারা বিদেশ যাবেন ভাবছেন নিশ্চিত সেই সুযোগটা আপনাদের চলে আসছে। আপনারা যারা পরিবারের মধ্যে কোনরকম ব্যবসা শুরু করবেন যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে যাবেন। এছাড়াও আপনারা নিজের ইচ্ছা পূরণ করতে পারবেন। এই সময়ের মধ্যে যে ইচ্ছা গুলো পূরণ হতে চলেছে আপনার গাড়ি অথবা বাড়ি । 

যে কর্মক্ষেত্রের মধ্যে আছেন আপনাকে সেই কর্মক্ষেত্র অনেক উচ্চতায় নিয়ে যাচ্ছে। এই সময় আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছেন উপরের দিকে উঠে আসতে পারেন। শুধু আপনার কর্ম নয় আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার পার্টনারেরও যথেষ্ট ভালো কর্মের যোগ আছে। আপনারা যারা অবিবাহিত বিবাহ করার জন্য মনের মধ্যে চিন্তা নিয়ে চলছেন যেখানে কর্মরত আছেন কারো সঙ্গে আপনার সম্পর্ক গড়ে উঠতে পারে এবং সেটি বিবাহ বন্ধনের দিকে ইঙ্গিত করছে।                                          প্রতিক ছবি 
২০২৫ জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত 
যে কোন বিষয়ে আপনি সিদ্ধান্ত নেবেন যথেষ্ট গুরুত্ব সহকারে সিদ্ধান্ত নিতে দেখা যাবে। আপনি যদি কর্মের বিষয়ে কোন রকম সিদ্ধান্ত নিতে চান অথবা বিবাহিত জীবনে কোন রকম সিদ্ধান্ত নিতে চান সেটি হয়ে যাবে। এই সময়কালের মধ্যে আপনারা যারা নতুন ব্যবসা শুরু করবেন যথেষ্ট ভালো সময় শুরু করতে পারেন।

 আপনার জীবনে কোনরকম (ভালোবাসা) সঙ্গী আসতে চলেছে। যার সঙ্গে আপনার মনের মিল যথেষ্ট খুঁজে পাবেন। অবিবাহিত যারা আছেন ভালো ক্ষেত্রে বিবাহের যোগাযোগ আসবে। একটি নতুন করে জীবন শুরু করতে চলেছেন। আপনারা যারা কোনক্রমে দিশাহারা হয়ে পড়েছিলেন এই সময়টা মানসিকভাবে আপনার মধ্যে দৃঢ়তা আসবে। তবে একটি বিষয় মনে রাখবেন এই সময় যে কোনো রকম সিদ্ধান্ত নেবেন দুইবার নয় তিনবার ভেবে দেখার চেষ্টা করবে। 

কারণ আমরা দেখতে পাচ্ছি কিছু বিষয়ে আপনার সিদ্ধান্ত ভুল হতে পারে। বিশেষ করে যে দিকটা বেশি ইঙ্গিত করছে, কর্মক্ষেত্রের দিকে। কোন একটি ভালো কর্ম আপনি ছেড়ে দিতে পারেন। যেকোনো রকম কর্মের দিক থেকে সুযোগ সুবিধা আসবে অবশ্যই ভালো করে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবেন। এই সময় কালের মধ্যে যারা ঋণ নেবেন উপযুক্ত ক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা রাখবেন। আপনারা যারা পূর্বে ইনভেস্ট করেছেন সেখান থেকে ভালো অর্থ পাচ্ছেন এই সময়কালের মধ্যে। হঠাৎ করে আপনাদের জীবনে এমন উচ্চতা আসতে পারে।
 আপনার নামের ব্যক্তি আসতে পারে সেটা যথেষ্ট আপনাকে আনন্দিত দেবে।        প্রতিক ছবি 
২০২৫ আর নভেম্বর থেকে ডিসেম্বর মাস 
আর্থিক দিকটা যথেষ্ট ভালো। যেকোনো না যে কোন দিক থেকে অর্থ আপনার হাতে সর্বদা থাকবে। আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ কাজে হাত দিতে পারবেন। এই সময়ের মধ্যে আপনারা ভালো অর্থ জমাতে পারবেন। সমস্ত কিছু ক্ষেত্রে ভবিষ্যতের দিকে তাকিয়ে করতে দেখা যাবে। আপনার শত্রু থাকলে তারাও আপনার কাছে মাথা নত করবে। 

আপনি যে কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে চলেছেন। যে কোনো রকম সমস্যায় প্রতিবেশী অথবা অপর ব্যক্তি আপনার সাহায্য চাইবে। আপনার মধ্যে যুক্তিপূর্ণ কথাবার্তা দেখতে পাওয়া যাবে। আপনারা যারা আধ্যাত্মিকতার ক্ষেত্রে আছেন যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে যাবেন। কর্মের মাধ্যমে যারা কিছু করতে চাইছেন অথবা নিজের দক্ষতায় সময়টা অবশ্যই আপনাদের ভালো। 
                                      ধন্যবাদ

সাধ ভক্ষণ পৌষ মাস ।। ১৪৩১ //2024 - 2025:Sadh Bhakhan


 সাধ ভক্ষণ পৌষ মাস ১৪৩১ বঙ্গাব্দ//2024 - 2025

সাধ ভক্ষণ হিন্দু সনাতন ধর্মে একটি ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠান। গর্ভবতী নারীর গর্ভধারণের সাত মাস পূর্ণ হলে অষ্টম মাস অথবা নবম মাসে মা ও সন্তানের সুস্বাস্থ্য কামনায় পসূতিকে ভালো কিছু খাওয়ানোর জন্য দিনটি করা হয়ে থাকে।
                                                  প্রতিকি ছবি
আপনারা পৌষ মাসে সাধ ভক্ষণ শুভ দিন দেখে যখন করছেন অবশ্যই শুভ সময় অনুসারে করবেন। কারণ একটি কথা নিশ্চয়ই আপনারা জানেন। শুভ দিনে, শুভ তিথিতে শুভ কাজ করলে অবশ্যই শুভ ফল পাওয়া যায়।
                                        প্রতিকি ছবি 
পঞ্জিকা অনুসারে পৌষ মাসে যে কটি তারিখ পাওয়া যাচ্ছে আগে থেকেই আপনারা চয়ন করুন। কোন দিনটা আপনার ক্ষেত্রে সুবিধা জনক হবে সেই দিনে অবশ্যই শুভ তিথিতে সাধ ভক্ষণ করাবেন।
           প্রতিক ছবি 
পঞ্জিকা অনুসারে পৌষ মাসে প্রথম যে তারিখ আমরা পাচ্ছি ১৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ ইংরেজি (2 January 2024) শুভ দিনটি হল বৃহস্পতিবার। শুভ তিথি: দুপুর ২:২১মিনিটের মধ্যে।
                                                  প্রতিক ছবি 
পরবর্তী পৌষ মাসের যে তারিখ পাওয়া যাচ্ছে সেটি হল ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ ইংরেজি (10 January 2024) শুভ দিনটি হল শুক্রবার। শুভ তিথি: ১:৩৬ মিনিটের পরে। 
আপনারা যারা মা হতে চলেছেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আপনারা অবশ্যই ডাক্তারি পরামর্শ থাকবেন এবং ভগবানকে স্মরণ করবেন। আপনার মনস্কামনা পূর্ণ হোক ভগবানের কাছে এইটুকুই কামনা করি।


মেষ রাশি ২০২৫: Aries Horoscope 2025


 মেষ রাশি ২০২৫ সালে আমরা কি দেখতে পাব আপনাদের মধ্যে সেগুলো এই প্রতিবেদনে আলোচনা করব। এই ২০২৫ সাল আপনাদের জীবনে একটি নতুন অধ্যায় বলা যেতে পারে। অনেক ক্ষেত্রে আপনারা ত্যাগ স্বীকার করবেন। আপনারা কেউ পেয়ে ত্যাগ স্বীকার করবেন আবার কেউ না পেয়ে দুঃখে ত্যাগ স্বীকার করবেন। আপনার মধ্যে যথেষ্ট আধ্যাত্মিকতা আমরা দেখতে পাবো। ভ্রমণ তীর্থস্থান এই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট মনের মধ্যে ইচ্ছা তৈরি হবে। যথেষ্ট দান ধানের মধ্যে নিজেকে নিয়োজিত রাখবেন। আপনার মধ্যে ধার্মিকতা যথেষ্ট দেখতে পাওয়া যাবে। 

২০২৫ জানুয়ারি মাস থেকে মার্চ মাস 
অনেক ক্ষেত্রে আপনারা সফলতা পেতে চলেছেন। নিজের কর্ম ক্ষমতার ওপর যথেষ্ট আত্মবিশ্বাস আপনাদের থাকবে। দূর যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে। যেকোনো কাজ যদি আপনি মনোনিবেশ করেন তাহা সম্পন্ন করতে পারবেন। নতুন কর্ম প্রাপ্তির যোগ থাকছে। আপনারা যারা পরিবর্তন করতে চাইছিলেন কর্ম সেটিও হয়ে যাবে। নিজে নিজে কিছু করছেন সেটাও ভালো উন্নতি করতে চলেছেন। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছেন কথার মাধ্যমে কিছু করেন যথেষ্ট প্রভাব বিস্তার করতে চলেছেন। 

আপনার নামে যথেষ্ট প্রসার বৃদ্ধি হবে। বহুমুখী কর্মের সুযোগ আপনাদের আসতে চলেছে। আপনি যে বিনিয়োগ গুলো করবেন সেগুলো সঠিক ক্ষেত্রেই বিনিয়োগ হবে। আপনার চিন্তা ভাবনার মধ্যে যথেষ্ট পরিবর্তন আমরা উপলব্ধি করতে পারব। আর্থিক ব্যয় নিয়ন্ত্রণ করে চলতে পারবেন। উপযুক্ত ক্ষেত্র ছাড়া আপনারা পদক্ষেপ রাখবেন না আপনাদের মন মানসিকতা এই রকম থাকবে। যথেষ্ট অর্থ আপনারা সঞ্চয় করবেন পরবর্তী ভবিষ্যতের জন্য। আপনাদের ইচ্ছা শক্তি যথেষ্ট মাত্রায় দেখতে পাবো এই সময়কালের মধ্যে। পূর্বের ঋণ আপনারা কিছু কিছু হলেও দিতে পারবেন এই সময়। আপনার সফলতার ক্ষেত্রে কোন রকম বাধা আসবে না আর বাধা এলেও তা কিভাবে সরাতে হয় সেটি ভালোভাবেই আপনারা অনুধাবন করতে পারবেন। 


২০২৫ এপ্রিল মাস থেকে মে মাস 
যথেষ্ট আপনাদের মধ্যে ধার্মিকতা বিষয়টা শুরু হল। কিছুটা সময় আপনাদের মধ্যে পরিবার ছেড়ে কোন ধর্মীয় স্থানে থাকার ভাবনা চিন্তা মনের মধ্যে থাকবে। সন্ন্যাস ধর্ম গ্রহণ করার মন মানসিকতা মনের মধ্যে জেগে উঠবে (জন্ম কুণ্ডলীতে গ্রহের অবস্থান অনুসারে)। ধর্মীয় বাণীর মধ্যে যথেষ্ট আপনি লিপ্ত থাকবেন। আপনার বাণীর মধ্যেও ধার্মিক কথাবার্তা দেখতে পাবো। দূর যোগাযোগ হবে আপনার উপদেশ শোনার জন্য দূর থেকে আপনাকে যোগাযোগ করতে পারে। নীতিগত দিকগুলি যথেষ্ট আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। 

২০২৫ জুন মাস থেকে নভেম্বর মাস 
যেকোনো কাজের মধ্যে যথেষ্ট ধৈর্য আপনার আসবে। আপনারা যতক্ষণ কোন কাজ সম্পন্ন করতে পারছেন মনের মধ্যে সেই কাজটা নিয়েই ভাবতে শুরু করবেন। আপনাদের কাজের দক্ষতা বৃদ্ধি হবে। দূর যোগাযোগ মাধ্যম বৃদ্ধি হচ্ছে যেটা আপনাদের কর্মকান্ড ছড়িয়ে যাবে। প্রত্যেকের প্রতি আপনার দায়িত্ব যথার্থ পালন করবেন। সমস্ত ক্ষেত্রেই একটি বুদ্ধিমত্তার পরিচয় আপনারা দিতে চলেছেন। বিবাহ হবার যোগ থাকছে এছাড়াও নতুন ব্যবসা শুরু করবেন সেটিও ভালো। আপনার চিন্তা শক্তি একটি অন্য মাত্রায় এই সময় দেখতে পাওয়া যাবে। আপনারা অসাধারণ ব্যক্তিত্ব নিয়ে চলবেন। যে কাজের মধ্যে আপনি হাত রাখবেন সেখানেই কিছু না কিছু পেতে চলেছেন। ভালো কিছু আপনাদের জীবনে হঠাৎ করেই ঘটতে চলেছে এই সময়কালের মধ্যে। জীবনের একটি অন্য পর্যায়ে আপনারা যাচ্ছেন। 


২০২৫ নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাস 
পরিবার থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন। পারিবারিক ভূমি সংস্কার নতুন কিছু করার ভাবনা মনের মধ্যে যথেষ্ট বাসনা থাকবে। কর্ম প্রাপ্তির সম্ভাবনা থাকছে। এই সময় আপনারা পারিবারিক ক্ষেত্রে যে সিদ্ধান্তগুলি নেবেন সেগুলি একটু বিবেচনা করে নেওয়ার চেষ্টা রাখবেন। 

২০২৫ সাল শরীর-স্বাস্থ্য আপনাদের ভালই থাকবে। আপনাদের মধ্যে কোন রকম সমস্যা চেপে রাখার চিন্তাভাবনা বেশি থাকবে তাই চেপে না রেখে ডাক্তারি পরামর্শ নেয়ার চেষ্টা রাখবেন। পড়াশোনার মধ্যে যারা আছেন যথেষ্ট ভালো। আপনারা যথেষ্ট সুযোগ পাবেন। পড়াশোনা করতে করতেই কোনরকম আপনাদের সুযোগ আসতে চলেছে এই ২০২৫ সাল। 


ভালোবাসার সম্পর্ক আপনাদের মধ্যে তৃতীয় ব্যক্তি ভাঙন ধরাতে পারে। যদি সত্যিই আপনি ভালবাসেন তাহলে অবশ্যই পরের কথায় বিশ্বাস করবেন না। বিবাহিত জীবন বছরের মাঝামাঝি থেকে যথেষ্ট ভালো আপনাদের মধ্যে ভালোবাসা দেখতে পাওয়া যাবে। এছাড়াও এই ২০২৫ সালের আপনার স্ত্রী কোনরকম কর্মক্ষেত্রের মধ্যে যদি থাকেন ভালো কিছু ফল করতে চলেছেন। ব্যবসা পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবেন। নতুন শুরু করবেন ভাবছেন সেটিও আপনারা করতে পারেন। আপনারা যারা পরিষেবামূলক কোনো রকম কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন তাহলে 2025 সাল আপনারা দিক থেকে একটি ইতিবাচক দিক বলা যেতে পারে।নিজের ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে আপনারা অনেক কিছু করতে চলেছেন যার ফলে ভাগ্যের সহতাও আপনি পেতে চলেছেন।https://www.astrologypred.in/2024/12/aries-january-2025.html
                                                ধন্যবাদ

কুম্ভ রাশি ২০২৫: Aquarius ♒ 2025


 কুম্ভ রাশি, হাতের লক্ষ্মী পায়ে ফেলবেন না। কথাটা শুনে নিশ্চয়ই খারাপ লাগছে, তবে বাস্তবিক জীবনে যখন আপনার সঙ্গে এই রকম কিছু ঘটবে তখন অবশ্যই আমার কথা মনে পড়বে। এই ২০২৫ সালে আপনাদের যেমন উত্থান দেখব তেমন আপনাদের মতনও দেখতে পাওয়া যাচ্ছে। 

জ্যোতিষ শাস্ত্র মনে রাখবেন পূর্ব থেকে কিছু আপনাকে অবগত করা। এই কারণেই ২০২৫ সালের কিছু বিষয়ে এই প্রতিবেদনে আপনাকে অবগত করাবো। কারণ এই ২০২৫ সালে গ্রহের যে অবস্থান আপনার কর্মকাণ্ড একটি গল্পের মতন হতে চলেছে। 


প্রথমে কয়েকটি বিষয় আপনাদের একটু অবগত রাখব 

ভৌতিক সুখ থেকে দূরে থাকার চেষ্টা রাখবেন। আপনার মধ্যে ছন্দহীন জীবন যাপন করতে দেখা যাবে। আপনারা নয় কে হয় করে দেখাবেন অর্থাৎ সমস্ত কিছু বাড়িয়ে বাড়িয়ে দেখাবেন। নতুন সম্পর্কের সঙ্গে আনন্দে মেতে থাকবেন। আর এই সম্পর্ক হেতু যথেষ্ট আর্থিক ব্যয় করবেন। ব্যবসা অথবা যে কাজের মধ্যে আপনি রয়েছেন সেই কাজ ঠিক সময়ে অর্ডার আপনি দেবেন না দেরি করবেন। 


কাজের মধ্যে অনীহা হবে। আপনার মধ্যে উদাসীন ভাব যথেষ্ট দেখতে পাওয়া যাবে। কারণ এই ২০২৫ সালে প্রথম দিকটা সমস্ত কিছুই আপনারা হাতে পাচ্ছেন সমস্ত সুখ বৈভব আপনি পাবেন। যার কারণে আপনার মধ্যে মনে হতে পারে জীবনের সমস্ত কিছু পাওয়া কোন ব্যাপারই নয় সমস্ত কিছুই তুচ্ছ বলে মনে হবে। আপনার মধ্যে সুরা-পান করার প্রবণতা দেখতে পাওয়া যাবে।

মাস ভিত্তিক চারটি পর্যায়ে আলোচনা করব
২০২৫ জানুয়ারি মাস থেকে মার্চ মাস 

পরিবার থেকে যথেষ্ট সহযোগিতা আপনারা পাবেন। মনের মধ্যে ধৈর্য থাকবে কোন বিষয়ে আগ্রহ তৈরি হবে। যে বিষয়ের প্রতি আপনার আগ্রহ তৈরি হবে সেই ক্ষেত্রে আপনি অগ্রগতি রাখবেন। কর্মকেন্দ্রিক মন মানসিকতা অবশ্যই থাকবে। পারিবারিক কিছু সম্পত্তির সংস্কার অথবা বিক্রি করার প্রবণতা থাকবে। সমস্ত দিক থেকে কিছু অর্থ ইনকাম করা যায় কিনা মনের মধ্যে ভাবটা চিন্তায় এরকম থাকবে। সোশ্যাল মিডিয়ায় যারা যুক্ত আছেন যথেষ্ঠ নিজের নামের আধিপত্য বিস্তার করতে পারবেন। 


আপনি উপরের সাড়িতে উঠে আসতে চলেছেন। আপনার মধ্যে শিল্পকলা সেটি প্রকাশিত অবশ্যই হতে চলেছে। যার উপরে আপনি পারদর্শী সেটা কি আপনি হাতিয়ার করে সামনের দিকে এগিয়ে যাবার প্রবল আকাঙ্ক্ষা থাকবে। বৈবাহিক সম্পর্ক কিছুটা আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। 

কারণ আপনি যে মন মানসিকতা নিয়ে চলবে আপনার বিপরীত দিকে একটু অন্যরকম আপনি অনুভব করবেন। নতুন বিবাহের যোগাযোগ আসছে। আপনারা যারা নতুন করে ব্যবস শুরু করবেন সময়টাকে বেছে নিতে পারেন। যে কোন বিষয় না বুঝে অর্থ বিনিয়োগ করতে যাবেন না। যারা বিদেশে কাজে যাবেন ভাবছেন জমি বিক্রি করে অথবা যে কোন ক্ষেত্রে অর্থ জোগাড় করে বিদেশে যাবার প্রবণতা থাকবে। 

২০২৫ এপ্রিল মাস থেকে মে মাস 
যে কোন না যে কোন উপায়ে সর্বদা অর্থ কাছে থাকবে। অর্থ বিনিয়োগ না করে কাছে রাখার প্রবণতা বেশি থাকবে। বাজার না বুঝে যদি বিনিয়োগ করেন সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। মনের মধ্যে জেদ নিয়ে যেকোনো কাজের মধ্যে অগ্রগতি রাখতে দেখা যাবে।

 খুব তাড়াতাড়ি কোনরকম সিদ্ধান্ত নিয়ে মাঙ্গলিক কাজ করতে দেখা যাবে। অন্য ব্যক্তিকে তো আপনি উপদেশ দেবেন কিন্তু সেই উপদেশ আপনি নিজে মানবেন না। আপনার কাছে মনে হতে পারে অর্থ থাকলেই সমস্ত কিছু হয়ে যাবে। প্রচুর মুনাফা লাভের আশায় শেষের দিকটা কথাও অর্থ বিনিয়োগ করতে দেখা যাবে।

২০২৫ জুন মাস থেকে অক্টোবর মাস 
আপনার জীবনে কোন ভালোবাসার সঙ্গী অথবা সঙ্গিনী আসার প্রবণতা যথেষ্ট থাকছে। কোন বিবাহ বিচ্ছেদ মহিলা (পুরুষ) ও আসার সম্ভাবনা থাকছে। আপনারা যারা পরিবার পরিকল্পনা করবেন ভাবছেন আপনার করতে পারেন। হঠাৎ করে কোথাও অর্থ আপনাদের আসতে চলেছে। জন্মকালীন কুণ্ডলী ভালো থাকলে ভাগ্য ক্রমে

 বড় অর্থ আপনারা পেতে পারেন। অনেক দিক থেকে আপনাদের আর্থিক ইনকাম বৃদ্ধি হচ্ছে। যে ক্ষেত্রেই চেষ্টা রাখবেন কিছু না কিছু আপনার প্রাপ্তি অবশ্যই হবে। দুর যোগাযোগ ও বৃদ্ধি হবে। এই সময়কালের শেষের দিকটা মনের মধ্যে অহংকার একটু দেখতে পাওয়া যাবে। যে জিনিসটা আপনার দরকার সেটিকে নিয়েই ছাড়বেন যতই অর্থ ব্যয় হোক না কেন। সমস্ত কিছু ভাবনা চিন্তার মধ্যে বড় বড় কিছু ভাবনা থাকবে।

 মনে হবে দান মারবো তো একটি বড় দান মারবো। সমস্ত দিকেই একটি চাহিদা থাকবে সেটা হতে পারে বৈবাহিক রিলেশন অথবা ভালোবাসার সম্পর্ক। এই চাহিদা হতে পারে অর্থ হতে পারে শারীরিক কিছু। বিজনেস ক্ষেত্রে মধ্যে মনোনিবেশ কম থাকবে।

 অন্যের কোথায় বেশি উৎসাহিত হয়ে বিপথে অথবা ভুল কাজ করে ফেলবেন। ভালো কাজের অর্ডার থাকলেও আপনার মনোনিবেশ কম থাকবে। আপনার মধ্যে মনে হবে খুব কম সময় দিয়ে বেশি অর্থ ইনকাম কিভাবে করা যায়। গুরুজনের প্রতি যতটা নম্রতা দেখতে পাওয়া যাবে না।

২০২৫ নভেম্বর থেকে ডিসেম্বর 
প্রচুর আর্থিক ঋণ করতে দেখা যাবে। যে কাজ করছেন সেই কাজে যতোটুকু না ফল পারছেন তার থেকে বেশি ইন্সট্রুমেন্ট কিনতে দেখা যাবে। এক উদ্দেশ্যে অর্থ নেবেন সেটি সেই উদ্দেশ্যে ব্যয় না করে কাছে রাখার প্রবণতা থাকবে। নিজে কি করতে পারেন সেটিকে লক্ষ্য না রেখে অযথা আর্থিক ব্যয়ের দিকে প্রবণতা দেখতে পাওয়া যাবে। পরিবারের জন্য আর্থিক ব্যয় যথেষ্ট দেখতে পাওয়া যাবে। 

কোনরকম বিনোদনমূলক জিনিস কিনতে দেখা যাবে সেটা গাড়ি থেকে অন্যান্য কিছু। এত কিছু করার পরেও মাস শেষ হতে হতে তখন মনে হবে আমার সবকিছুই চলে গেল। তখন ভগবানকে দোষ দিতে দেখা যাবে, নিজের ভাগ্যকে দোষ দিতে দেখা যাবে। 

এই কারণে আমি প্রথমেই শুরু করেছিলাম "হাতের লক্ষ্মী পায়ে ফেলবেন না"মনে রাখবেন জ্যোতিষ শাস্ত্র পূর্ব থেকে আপনাকে অবগত করা। সমস্ত কিছুই যে আপনার জীবনে ঘটবে তেমন নয়। এই প্রতিবেদন প্রেডিকশন হিসেবে নেয়ার চেষ্টা রাখবেন। নিজের জীবনের সঙ্গে ১০০% মিলিয়ে দেখবেন না। আর প্রতিবেদনে যে সমস্ত বিষয়ে আলোচনা করলাম সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন। 
                                              ধন্যবাদ



বৃশ্চিক রাশি ২০২৫: Scorpio Horoscope 2025


 "পরিস্থিতি বদলাতে সময় লাগে না"

এই বিষয়টা অবশ্যই আপনারা মনে রাখবেন কারণ আজকের দিনে হয়তো আপনার তেমন দিনটা ভালো সময় নয়। এর মানে এই নয় যে পরবর্তী দিনগুলি আপনার ভালো যাবে না। 

কে বলতে পারে 2025 সাল আপনার জীবনে একটি নতুন অধ্যায় হতে পারে। বৃশ্চিক রাশি জানতে পারবেন এই প্রতিবেদনে ২০২৫ সাল আপনাদের কেমন যাবে। 

এই প্রতিবেদনে আমরা কয়েকটি মাস অনুসারে আলোচনা করব 

২০২৫ জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত
আপনারা যে কোন পরিস্থিতিতে আছেন এই সময়কালের মধ্যে সেই পরিস্থিতি পুরোপুরি আপনার হাত থেকে চলে যাবে না। এক কথায় বলতে হলে আশার আলো কিছু থাকবে। মনে মনে যেগুলো হয়তো আশা নিয়ে আপনারা চলবেন ততটুকু না পেলেও কিছুটা আপনার পেতে পারেন।

 আপনারা যারা ব্যবসা করবেন এই সময় ভালো সময়। সব থেকে বড় বিষয় কি জানেন যদি আপনি বিবাহিত হয়ে থাকেন এই সময় আপনি আপনার পার্টনারের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন। এই সহযোগিতা পাওয়ার কারণে মানসিক দিক থেকে আপনি যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে চলবেন।

 আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার স্ত্রী যদি কোনরকম স্ব- প্রফেশনাল থাকে এই সময় যথেষ্ট ভালো সময় বলা যেতে পারে। এই একটি বিষয় অথবা একটি দিক থেকে মানসিক শান্তি যথেষ্ট আপনারা পাবেন। নতুন ব্যবসা যারা ভাবছেন শুরু করবেন চিন্তাভাবনা করতে পারেন।

২০২৫ এপ্রিল মাস থেকে মে মাস পর্যন্ত 
অনেকটা টেনশনমুক্ত আপনার হবেন। যেকোনো কাজের ক্ষেত্রে আবার নতুন করে ভাবটা চিন্তা মনের মধ্যে আসবে। আপনার চিন্তা ভাবনা গুলো সেগুলো বাস্তবিক ক্ষেত্রে কাজের মধ্যে প্রকাশিত হবে। আপনার মধ্যে শুধুই মনে হবে কিভাবে আর্থিক ইনকাম বৃদ্ধি করা যায় কিভাবে কাজের উন্নতি করা যায়। 

এই ধরনের ছোট ছোট কিছু বিষয় নিয়ে আপনি যথেষ্ট চিন্তার মধ্যে মগ্ন থাকবেন। এই সময়কালের মধ্যে আপনারা যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন এখান থেকে বিবাহের যোগ থাকছে। এই সময়কালের মধ্যে আপনার বিবাহ হলে আপনি কিন্তু আর্থিক লাভবান হবেন। আপনার সমস্ত চিন্তাভাবনা আপনার পার্টনারের মাধ্যমে প্রকাশিত হবে। 

এই সময়কালের মধ্যে মানসিকভাবে যথেষ্ট পজিটিভ এনার্জি নিয়ে আপনার চলবেন। আপনার মনে হতে পারে দীর্ঘদিনের দুঃখ দুর্দশা আপনার জীবন থেকে দূর হচ্ছে। এই যে পজেটিভ ভাবনা টা আপনার মনের মধ্যে আসবে, যার ফলে আপনারা সত্যিই অনেক কিছু করতে চলেছেন। 
২০২৫ জুন মাস থেকে অক্টোবর মাস 
এই সময়কালের মধ্যে আপনাদের আর্থিক যথেষ্ট শ্রীবৃদ্ধি হচ্ছে।যেকোনো বিষয় থেকে কিছু আপনারা লাভবান হচ্ছেন। এছাড়াও আপনারা যারা কোন রকম ভাবে লটারি কাটেন অথবা ইন্টারেস্ট রাখেন সেখান থেকেও ভালো রকম অর্থ আপনারা পেতে পারেন। 


দীর্ঘদিনের কোনোরকম জমি সংক্রান্ত সমস্যা চলছে সেটি দূর হতে পারে। আপনার মনের মধ্যে যে ইচ্ছা গুলো দীর্ঘদিন ছিল যেমন গাড়ি কেনা, নিজস্ব ঘর তৈরি করা অথবা কিছু মনের ইচ্ছা সেগুলো যথেষ্ট আমরা দেখতে পাবো এই সময়ের মধ্যে। তবে এই সময়ের মধ্যে যে বিষয়টা আপনাদের মধ্যে বেশি দেখতে পাওয়া যাচ্ছে সেটি হল আপনার মায়ের শরীর স্বাস্থ্যের সমস্যা হতে পারে। 

এই ক্ষেত্রে আপনার আর্থিক ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে। সব থেকে বড় বিষয় হলো এই সময় আপনাদের দূর যোগাযোগ আসতে পারে কোথাও কাজের জন্য। যার ফলে এইরকম কোন সিচুয়েশনের মধ্যে যদি পড়েন একটু মনের মধ্যে চিন্তা বৃদ্ধি হবে। আপনি মাতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু করবেন না বিদেশে কাজের জন্য যাবেন। এই সময়কালের মধ্যে যদি কিছু আপনি বিক্রি করেন সেটি অবশ্য বাজার মূল্য দেখে বিক্রি করার চেষ্টা রাখবেন। 

২০২৫ নভেম্বর থেকে ডিসেম্বর 
আপনার ভাগ্যের সহায়তা পাচ্ছেন। যে সমস্ত দুঃখ বেদনা আপনার মধ্যে ছিল তাহা এক মুহূর্তে দূর হচ্ছে। এতটাই আপনারা ভাগ্যের সহায়তা পেতে চলেছেন একটি বয়সের মধ্যে যদি থাকেন তাহলে পিছন দিকে আর ফিরে তাকাতে হবে না। আপনাদের ক্যারিয়ার ঊর্ধ্বমুখী বলা যেতে। 

মানসিকভাবে যথেষ্ট সন্তুষ্ট আপনি হবেন। বহু সুযোগ সুবিধা আপনার কাছে আসছে। এই সময় আপনার মনের মধ্যে যথেষ্ট উত্তেজনা আমরা দেখতে পাবো। পিতা থাকলে পিতার দিক থেকে যথেষ্ট সহযোগিতা আপনারা পেতে চলেছেন। আপনার মধ্যে কি শিল্পকলা আছে এই সময় সেই শিল্পকলা প্রকাশিত হচ্ছে। যারা সন্তান নেবেন ভাবছেন পরিবার পরিকল্পনা করছেন এই সময়কালের মধ্যে আপনারা চিন্তাভাবনা করতে পারেন। সবদিক থেকেই আপনার একটি ভালো উজ্জ্বল বর্ণময় সময় নির্দেশ করছে। 

এই বছরের শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না, তবে আপনারা ব্যায়ামের মধ্যে দিয়ে অতিবাহিত করবেন। আপনাদের মধ্যে একটু ওজন বেড়ে যাওয়া সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে অথবা মুখের সমস্যা হতে পারে। পড়াশোনা মধ্যে যারা আছেন অবশ্যই একটু যত্নবান আপনাকে হতে হবে কারণ জেনারেল পড়াশোনায় বছরের মাঝামাঝি অসমাপ্ত দেখাচ্ছে। 

সেই কারণেই আপনাকে একটু মনোযোগ রাখতে হবে। যে আপনাকে আত্মবিশ্বাস জোগাবে অর্থাৎ আপনার ভালবাসার সঙ্গী অথবা সঙ্গিনী তাকে কিন্তু অবহেলা করবেন না। আপনাদের বিবাহিত জীবন ও ব্যবসা দুই ক্ষেত্র অবশ্যই ভালো। বছরের মাঝামাঝি কোন কর্ম প্রাপ্তি হলে একটু আপনারা বাধার সম্মুখীন হতে পারেন। 

একটি কথা মনে রাখবেন আপনার জীবনে যাহাই সমস্যা থাকুক না কেন বছরের শেষ হতে না হতে সমস্ত সমস্যা আপনার জীবন থেকে দূর হচ্ছে। 
এই ২০২৫ সালে আপনার মধ্যে যতটুকু কর্ম ক্ষমতা আছে ততটুকু প্রয়োগ করুন। কারণ এর ফল আপনি চোখের সামনে পাবেন । 

সেই কারণে আপনার মধ্যে যে পূর্ণ শক্তি আছে সেটি দিয়ে প্রয়াস রাখুন। "কারণ পরিস্থিতি বদলাতে সময় লাগে না" নিজের ইচ্ছাশক্তি এবং ভাগ্যের সহায়তা পেয়ে 2025 সালে আপনারা সফলতার শীর্ষে যেতে চলেছেন। আপনারা যা কিছু এই 2025 সালের পাবেন সেটি শেষের দিকটা। সবথেকে আপনাদের জীবনে একটি ইতিবাচক দিক হতে চলেছে। 
       ধন্যবাদ

ধনু রাশি 2025: Sagittarius New Year horoscope

নু রাশি ২০২৫: এই নতুন বছরে আপনাদের রাশিফল এ অনেক কিছু বিষয় উঠে আসছে। এই প্রতিবেদনের মাধ্যমে আমি আপনাদের সঠিক বিষয়টা তুলে ধরার চেষ্টা করবো। 


জানুয়ারি মাস থেকে মার্চ মাস 2025 
এই সময়ের মধ্যে কালে আপনারা যাহাই সমস্যায় থাকুন না কেন সেখান থেকে কিছু সমস্যার সমাধানের পথ পেতে চলেছেন। এই সময়কালের মধ্যে আপনারা বড় ঋণ পেতে পারেন এবং পূর্বের দেনাও মেটাতে পারেন। আপনাদের অবশ্যই এই সময়কালের মধ্যে একটু যোগ ব্যায়াম অথবা মেডিটেশনের মধ্যে থাকা খুবই দরকার। কর্মক্ষেত্রের মধ্যে শত্রু সৃষ্টি হলেও খুব সহজে শত্রুকে আপনি চুপ করে রাখতে পারবেন। 


কর্ম প্রাপ্তির যোগ আছে খুব ভালো রকমের বেতন না হলেও ছোটখাটো কর্ম প্রাপ্তি হতেই পারে। যেকোনো না যে কোন উপায় আপনার কাছে সর্বদা অর্থ থাকবে। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছেন ভালো কিছু করতে চলেছেন। আপনার মধ্যে যে শিল্পকলা আছে সেই শিল্পকলা প্রকাশিত হতে চলেছে। 



নিজের ইচ্ছাশক্তি অনুসারে আপনি নিজেকে চালিত করবেন। এরকম কর্মের মধ্যে যেকোনো রকম প্রতিবন্ধকতা আসুক না কেন তা আপনারা পরাস্ত করবেন। নিজের ওপরে আত্মবিশ্বাস রেখে সমস্ত কাজের মধ্যে অগ্রগতি রাখতে দেখা যাবে। এবং সেই কাজ পূর্ণমাত্রায় রূপ যতক্ষণ না দিতে পারবেন মনের মধ্যে অস্থিরতা থাকবে। 


এর জন্য যে কোন রকম ক্ষেত্রে আপনারা ত্যাগ স্বীকার করতে পারেন। এতটাই আপনার মধ্যে মানসিক শক্তি দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক ক্ষেত্রে কিছুটা আপনারা বিপর্যস্ত হতে পারেন। মায়ের শরীর শাস্ত্রের দিকে একটু চিন্তা মনের মধ্যে থাকবে। 


আপনারা এই সময়কালের মধ্যে মায়ের কিছু সম্পত্তি বা অর্থ আপনারা পেতে চলেছেন। পারিবারিক সম্পত্তি বিক্রি করে কিছু আর্থিক সুবিধা পেতে পারেন। এই সময়ের মধ্যে আপনারা জীবনে যাই কিছু পান না কেন তবু মনে হবে আরেকটু বেশি হলে ভালো হতো। 

এপ্রিল মাস থেকে মে মাস 2025
পরিবারের ব্যক্তিবর্গ আপনাকে ভুল বুঝতে পারে। যে কোন বিষয়ে কাউকে বোঝাতে হলে অনেকটা সময় আপনাকে দিতে হবে। আপনার প্রিয়জন অথবা বন্ধুগণ আপনাকে সাহায্য করলেও তাদের মধ্যে সেই সাহায্যের কিছু আশা অবশ্যই রাখবে। 


পারিবারিক নানান কারণে একটু ব্যস্ত থাকবেন। কোনরকম ভূমি সংক্রান্ত সমস্যা থাকলে সেটি বিবাদ পূর্ণ পরিবেশে রূপান্তরিত হতে পারে। কেউ আপনাকে ভুল বুঝিয়ে অতিরিক্ত অর্থ আপনার ব্যয় করাতে পারে। এই সময়কালের মধ্যে কোন কিছু যদি কেনার মন মানসিকতা থাকে অবশ্যই ভালো করে বিষয়টি বুঝে তারপরে কেনার চেষ্টা রাখবেন। সেটা হতে পারে কোন রকম গাড়ি হতে পারে কোন রকম ভূমি। কিছুটা হলেও এই সময়ের মধ্যে মনের মধ্যে একটি বিচলিত ভাব দেখতে পাওয়া যাবে। 

জুন মাস থেকে অক্টোবর মাস 2025
গত মাসের সমস্যা থাকলেও সমস্যা সমাধানের পথ পেতে চলেছেন। যেমন পরিস্থিতিতে আপনি চলবেন সে রকম পরিস্থিতি অনুসারে নিজেকেও আপনি তৈরি রাখবেন বা করবেন। 


যে কোন রকম সমস্যার সমাধানের পথ আপনি অবশ্যই পারছেন। নতুন যারা ব্যবসা শুরু করবেন ভাবতে পারেন। আপনারা যারা অবিবাহিত আছেন এই সময়ে আপনাদের বিবাহের ভালো সম্ভাবনা থাকছে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনাদের মধ্যে যথেষ্ট ভালোবাসা থাকবে। এছাড়াও আপনার পার্টনার যদি কোন কর্ম ক্ষেত্রে সঙ্গে যুক্ত থাকেন সে ক্ষেত্রে ভালো দিক আপনি আশা রাখতে পারেন। 


আপনারা বিবাহিত জীবন থেকে যথেষ্ট অনুপ্রেরণা পেতে চলেছেন। নিজের মধ্যে আরও ইচ্ছা শক্তি বেড়ে যাবে। বহুমুখী সুযোগ-সুবিধা আপনারা পেতে চলেছেন। যেকোনো কাজ আপনি যদি মনোনিবেশ করেন সেই কাজে কিছু না কিছু সফলতা অবশ্যই পাবেন। এই সময়টা অনেকটা আপনাদের দিক থেকে অনুকূল বলা যেতে পারে। 


যে কোনো রকম সিদ্ধান্ত নিতে চাইছেন এই সময়ে ভাবতে পারেন। যাহাই সিদ্ধান্ত আপনি নেবেন পরিবারের যিনি বয়স্ক আছেন একবার কথা বলবেন। (এই সময়কালের মধ্যে থেকে শনি গ্রহ থেকে কিছু নেগেটিভ প্রভাব আপনাদের জীবনে আসতে পারে তাই শনি গ্রহের জন্য কোন প্রতিকার শুরু করবেন করবেন)।

নভেম্বর মাস থেকে ডিসেম্বর ,2025
আর্থিক কিছুটা লাভবান আপনারা হতে পারেন। কোন কিছু বিক্রি করলে ভালো অর্থ পেতে পারে। পারিবারিক যে কোনো রকম সিদ্ধান্ত ভুল হয়ে যাওয়া থেকে রক্ষা পাবেন। পারিবারিক কোনো রকম শুভ মাঙ্গলিক কাজ সেটি আপনারা সম্পন্ন করতে পারবেন। আপনারা যারা বিদেশে যাবেন ভাবছেন এই সময় যোগাযোগ বৃদ্ধি হবে এবং আমরা যাত্রা হবে শুভ। 


কোথাও যদি অর্থ পাওয়ার সম্ভবনা থাকে সেখান থেকে নিশ্চিত প্রাপ্তি যোগ থাকছে। পূর্বের যে সমস্ত ক্ষেত্রে আপনি আবেদন করেছিলেন সেই সমস্ত ক্ষেত্রে নতুন করে কিছু যোগাযোগ আসতে চলেছে। যেটা অবশ্যই আপনার অর্থ প্রাপ্তির দিকে বেশি টাই ইঙ্গিত করছে। এই সময় আপনার পিতা থাকলে পিতার সঙ্গে একটু আপনার মনোমালিন্য হতে পারে। 



তাই যে কাজ করবেন অথবা শুরু করবেন পিতার পরামর্শ নেয়ার চেষ্টা রাখবেন। যেমন নতুন যোগাযোগ আসবে সেটি অবশ্যই আপনারা যতক্ষণ না সেই কাজ সম্পন্ন করতে পারছেন ততক্ষণ হাল ছাড়বেন না। নতুন যোগাযোগ আসবে তেমনভাবে কেউ বাধা ও সৃষ্টি করতে পারে। সেই কারণে কাজ না হওয়া পর্যন্ত শেষ হাসি হাসবেন না। যতক্ষণ না সেই কাজ সম্পন্ন করছেন ততক্ষণ কিছু আশা রাখবেন না ।
                                           ধন্যবাদ

সাধ ভক্ষণ অগ্রহায়ণ মাস ।। ১৪৩১ //2024:Sadh Bhakhan


 সাধভক্ষণ অগ্রহায়ণ মাস ১৪৩১ বঙ্গাব্দ। 

এই অগ্রাহায়ন মাস ইংরাজি মাস যে সময়ের মধ্যে থাকছে (17 নভেম্বর থেকে 16 ডিসেম্বর ২০২৪)
হিন্দু সনাতন ধর্মে সাধ ভক্ষণ নামে একটি প্রথা চলে আসছে আপনার নিশ্চয়ই কম বেশি জানেন। মা ও সন্তানের সুস্বাস্থ্যের কামনায় এটি করা হয়ে থাকে। আপনারা হিন্দু সনাতন ধর্ম যারা মেনে চলেন বিশ্বের যে কোন প্রান্তেই আপনি থাকুন। সাধ ভক্ষণ যখন করাবেন মনস্থির করেছেন। আপনারা অবশ্যই শুভ তারিখ এবং শুভ তিথিতে করার চেষ্টা রাখবেন। কারণ একটি কথা নিশ্চয়ই আপনারা জানেন শুভ দিনে শুভ তিথিতে শুভ কাজ করলে অবশ্যই শুভ ফল পাওয়া যায়। 
আপনারা এই অগ্রাহায়ন মাসে ১৪৩১ বঙ্গাব্দ পঞ্জিকা অনুসারে যে কটি তারিখ পাচ্ছেন। সেই তারিখটি আপনি জেনে রাখুন এবং যে তারিখ আপনার সুবিধা হবে সেই অনুসারে আপনারা কার্যসম্পন্ন করুন। এতে আপনি মানসিক দিক থেকে সন্তুষ্টি পাবেন। 
পঞ্জিকা অনুসারে এই অগ্রাহায়নমাসে আমরা প্রথম যে তারিখ আমরা পাচ্ছি। 
*১৬ অগ্রাহায়ন ১৪৩১ বঙ্গাব্দ ইংরাজি (2 December 2024) শুভ দিনটি হল সোমবার। শুভ তিথি অর্থাৎ যে সময়ের মধ্যে আপনি সাধ ভক্ষণ করাবেন। দুপুর ৪:৭ মিনিটের মধ্যে (তবে একটি কথা মনে রাখবেন শুভ কাজ যেহেতু দুপুর ১২:০০ আগেই সম্পন্ন করার চেষ্টা রাখবেন)
*এই অগ্রহায়ণ মাসে পঞ্জিকা অনুসারে দ্বিতীয় যে তারিখ আমরা দেখতে পাচ্ছি।২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ (ইংরাজি 6 December 2024) শুভ দিনটি হল শুক্রবার। এই দিনে আপনারা শুভ তিথি পাবেন সকাল ৮: ৪৯ মিনিটের মধ্যে। এরপরে আবার সময় পাবেন আপনারা দুপুর ১:২৪ মিনিট পরে।(আবারও একটি কথা বলে রাখি শুভ কাজ দুপুর ১২:০০ মিনিট আগেই সম্পন্ন করার চেষ্টা রাখবেন)
*এরপরে তথা পঞ্জিকা অনুসারে যে তারিখ আমরা দেখতে পাচ্ছি। ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ (ইংরাজি 11 December 2024) শুভ দিনটি হল বুধবার। এই দিনে আপনারা যে সময়ের মধ্যে মূল পর্বটি সারবেন বা শুভ অতিথি সেটি হল, সকাল ৮: 15 এর মধ্যে।
আপনারা যারা মা হতে চলেছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভকামনা। আপনারা অবশ্যই ডাক্তারি পরামর্শে থাকবেন এবং ভগবানকে স্মরণ করবেন। আপনাদের মনস্কামনা পূর্ণ হোক ভগবানের কাছে এটুকুই কামনা করি। 
এই প্রতিবেদন যদি আপনার কার্যকারী হয়ে থাকে, আপনাকে অনুরোধ করব অবশ্যই ফলো করে রাখুন।
                                                                ধন্যবাদ


Capricorn ♑ Horoscope 2025


 মকর রাশি 2025 সাল, আপনাদের কেমন যাবে 

এই ২০২৫ সালে মকর রাশি আপনারা যারা আছেন অনেকগুলি পর্যায় ফল পেতে চলেছেন। প্রত্যেকটা পর্যায়ে ক্রমানুসারে এই প্রতিবেদনে আমি আলোচনা করব। 
এই মুহূর্তে গ্রহের যে অবস্থান আছে মকর রাশি আপনাদের রাশি অনুসারে। এই অবস্থানটা আপনারা ২০২৫ সালের এপ্রিল মাস পর্যন্ত পাচ্ছেন। এই অবস্থায় আপনারা মানসিকভাবে মনের মধ্যে পজেটিভ এনার্জি রাখুন। কারণ গ্রহের যে অবস্থান আছে এপ্রিল মাস পর্যন্ত আপনি অনেক ক্ষেত্রে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন বা কিছু করে দেখাতে পারেন। আপনার মানসিকতার মধ্যে পরিবর্তন দেখতে পাওয়া যাবে আপনি একটি বিষয়ে বুঝতে পারবেন এই এপ্রিল মাস পর্যন্ত। মনে মনে যেটি আপনি করবেন ভাববেন সেটি করেই ছাড়বেন এইরকম মন মানসিকতা আপনার মধ্যে থাকছে। নিজের ওপরে যথেষ্ট আস্থা থাকবে তাই যে কোন কাজের ক্ষেত্রে আপনি অগ্রগতি রাখতে পারেন। আপনি যাহাই চেষ্টা করুন না কেন সেই সমস্ত ক্ষেত্রে কিছু না কিছু আপনাদের জীবনে আসতে চলেছে। দীর্ঘদিনের মনের কোন পরিকল্পনা সেটি বাস্তবায়ন হতে চলেছে এপ্রিল 2025 মাসের মধ্যে একটি ভালো ফল আপনারা পাবেন। যেকোনো কাজের মধ্যে নিজের ইচ্ছা শক্তি যথেষ্ট থাকবে তাই আপনি নিজেকে নিজেই পরিচালনা করবেন কোনটা আপনার ক্ষেত্রে ভালো হবে সেটি বোঝার ক্ষমতা আপনার যথেষ্ট থাকবে। অনেক বিষয়ে আপনারা অনেক দায়িত্ববান পরিচয় দেবেন। অনেক ক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তার পরিচয় দেবেন। আপনার কথার মধ্যে যুক্তিপূর্ণ বাণী দেখতে পাওয়া যাচ্ছে এবং সমস্ত বিষয়ে হিসাব-নিকাশ করে চলতে দেখা যাবে। যেখানে কোনরকম ক্ষেত্রে সন্দেহ আছে সেই সমস্ত ক্ষেত্র থেকে নিজেকে আপনি সরিয়ে আনবেন। এইরকম আপনার মধ্যে মন মানসিকতা চিন্তা ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। 
বছরের শুরু থেকে এপ্রিল মাস 2025
এর পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ এপ্রিল মাস থেকে মে মাস 2025 পর্যন্ত। আপনার চিন্তাভাবনা বা আপনার কলা কৌশলী শিল্পকলা আপনার চোখে মুখে ফুটে উঠবে। এই সময়কালের মধ্যে আপনারা যারা অনলাইন কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত হতে চাইছেন। নিজের মধ্যে কি আছে, সেটি প্রেজেন্টেশন করতে চাইছেন যথেষ্ট ভালো সময় শুরু করতে পারেন। যে ক্ষেত্রে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন সেই ক্ষেত্রে অগ্রগতি রাখুন তার পরবর্তী ক্ষেত্রে পথ প্রশস্ত হবেই হবে। 

জুন মাস থেকে অক্টোবর মাস 2025
এর পরবর্তী ক্ষেত্রে জুন মাস 2025 থেকে অক্টোবর ২০২৫ সাল। এই সময়টা আপনাকে সমস্ত বিষয়ে ভেবে চিনতে পদক্ষেপ রাখতে হবে। এই সময়কালের মধ্যে আপনারা বড় ঋণ পাবেন তবে সেটি উপযুক্ত ক্ষেত্রে তো কাজে লাগাতে হবে তাহলেই তো আপনি কিছু করতে পারবেন। এই সময়কালের মধ্যে আপনি যাহাই প্রচেষ্টা রাখুন না কেন অবশ্যই ভাবনা চিন্তা করে পদক্ষেপ রাখতে হবে। আপনার শত্রু থাকলে শত্রু থেকে যথেষ্ট বিব্রত হতে হবে। আপনার যে সমস্ত চিন্তা ভাবনা গুলো থাকবে সেগুলো অনেকটা সুদূরপ্রসারী চিন্তাভাবনা। তাই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার কাছে যে অর্থ আছে বা আপনি যেটি করতে পারবেন তার উপরে ভরসা রেখে অগ্রগতি রাখবেন। কথার ওপরে নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে অযথা যাতে অর্থ ব্যয় না হয় তার উপরেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। 

নভেম্বর মাস থেকে ডিসেম্বর 2025
নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাস 2025 সাল। এই সময়টা আপনাদের ক্ষেত্রে ইতিবাচক সময় বলা যেতে পারে। আপনার জীবনে একটি বড় কিছু প্রাপ্তি হতে চলেছে। আপনারা যারা বিবাহবন্ধনে আবদ্ধ হতে চাইছেন এই সময়কালটা বেছে নিতে পারেন। নতুন বিজনেস শুরু করবেন ভাবছেন এই সময়কালটা বেছে নিতে পারেন। এই সময়টা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সমস্ত ক্ষেত্রেই আপনি একটি ভালো পদক্ষেপ রাখতে চলেছেন। জীবনের সময় ওঠা নামা অবশ্যই করে তবে নভেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আপনাদের সার্বিক উন্নতি বলা যেতে পারে। যোগাযোগ বৃদ্ধি যথেষ্ট বাড়বে। আপনার সমস্ত চেষ্টা সফল হবে এই সময়কালের মধ্যে। 
                 * * * * * * * * * * * * * *
শরীর স্বাস্থ্য ২০২৫ সাল আপনাদের ভালোই যাবে তবে কোন রকম সমস্যা হলে ইগনোর করবেন না ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা রাখবেন। ভালোবাসা সম্পর্ক আপনাদের ভালো সব থেকে বড় বিষয় হলো আপনারা এপ্রিল মাস 2025 সালের মধ্যে ভালবাসার প্রস্তাব পেতে চলেছেন। আর এই প্রস্তাব টা আপনার জীবনে বিবাহের দিকে ইঙ্গিত করছে। পড়াশোনার মধ্যে যারা আছেন যথেষ্ট ভাল সময়ের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন মধ্যশিক্ষা ক্ষেত্রে প্রয়াস অবশ্যই রাখুন। উচ্চ শিক্ষাক্ষেত্রে যারা আছেন ভালো ক্ষেত্রে আপনারা সুযোগ পেয়ে যাবেন যে সমস্ত বাধা পূর্বে আসছিল সে রকম বাধা দূর হতে চলেছে। বিবাহিত জীবন একটু সমস্যা হতে পারে তবে নভেম্বর মাস থেকে আপনাদের মধ্যে যথেষ্ট বন্ধুত্বপূর্ণ ভালোবাসা, রোমান্টিকতা সেগুলো দেখতে পাওয়া যাবে। ব্যবসা যারা শুরু করবেন ভাবছেন নতুন করে শুরু করতে পারেন। এই ২০২৫ সালে যথেষ্ট ঋণ আপনার পাবেন। আপনার ব্যবসা ক্ষেত্রের মধ্যে যথেষ্ট স্টক আপনি করে নিতে পারবেন। এই ২০২৫ সালে কর্ম আপনাদের অবশ্যই হবে তবে আপনি যেমন বেতন আশা করছিলেন বা আপনার যেমন কর্ম ক্ষমতা আছে সেই অনুসারে আপনি বেতন নাও পেতে পারেন। অথবা সেই অনুসারে কর্ম নাও পেতে পারে। এক কথায় বলতে হলে কিছুটা যোগ্যতা অনুসারে কর্ম ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে পারেন। এই ২০২৫ সালে আর্থিক দিকটা অবশ্যই চিন্তা-ভাবন বিনিয়োগ করবেন। অর্থের বিষয়টা অবশ্যই চিন্তা ভাবনা করে ব্যয় করবেন বা যে কোন ক্ষেত্রে আপনি অগ্রগতি রাখুন না কেন। 
          ধন্যবাদ

Pisces ♓ Horoscope 2025

মীন রাশি//লগ্নের আপনি যদি হয়ে থাকেন, তাহলে আপনি এই প্রতিবেদনে জানতে পারবেন 2025 আপনাদের জীবন কেমন হতে পারে। কোন ক্ষেত্রে আপনি আশা রাখবেন অথবা কোন ক্ষেত্র থেকে আপনার উন্নতি হতে চলেছে। আপনারা জানতে পারবেন 2025 সাল আপনার জীবনে কতটুকু উন্নতি নিয়ে আসবে। 


মীন রাশি আপনারা এই মুহূর্তে শনির সাড়ে সাতির প্রথম পর্যায়ে আছেন। ২০২৫ সালেও আপনারা শনি সাড়ে সাতির মধ্যে থাকবেন এবং মধ্যচরনে থাকবেন। ২০২৫ সাল এপ্রিল মাস পর্যন্ত গ্রহের যে অবস্থান থাকবে আপনাদের মীন রাশি অথবা লগ্ন অনুসারে। একটি কথা বলে রাখি আপনারা প্রয়াস করুন চেষ্টা রাখুন আপনি যাহাই করছেন তার মধ্যে নিজেকে নিয়োজিত রাখুন। আপনি এমন ক্ষেত্রে মধ্যে আছেন যেখানে কোন অর্থ পাচ্ছেন না তাহলেও সেই কাজের মধ্যে আপনি লেগে থাকুন। 


কারণ ২০২৫ সাল আপনাদের জীবনে এই যে লেগে থাকা বা পড়ে থাকা বিষয়টা যথেষ্ট উন্নতি নিয়ে আসবে। এই কারণেই আপনারা অবশ্যই কোন কিছু ক্ষেত্রে মননিবেশ করুন যে ক্ষেত্রটা কে অবলম্বন করে আপনি পরবর্তী আপনার ভবিষ্যৎ কে নিয়ে যাবেন। এপ্রিল মাস পর্যন্ত আপনার চেষ্টায় যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। যে কোনো ক্ষেত্রে আপনি মনোনিবেশ করবেন সেই ক্ষেত্রে কিছু না কিছু ফল পেতে চলেছেন। আপনারা যারা নিজের ক্যারিয়ার নিয়ে যথেষ্ট আশাবাদী আছেন চিন্তা করেন তাহলে অবশ্যই এপ্রিল মাস পর্যন্ত সেই দিকেই আপনি নিজেকে নিয়োজিত রাখুন।


এছাড়াও আপনার মধ্যে যে শিল্পকলা আছে সেই শিল্পকলা সত্তাকে আপনি জাগিয়ে তুলুন এপ্রিল মাস পর্যন্ত আপনার মধ্যে প্রয়াস রাখুন। এই ২০২৫ সালে শনি গ্রহ কিছুটা বিব্রত আপনাদের করতে পারে। সে কারণে অবশ্যই আপনারা পুরো বছরটা শরীর স্বাস্থ্যের উপরে যত্ন নেবেন। এমন কোন ক্ষেত্রে মধ্যে আপনার নিয়োজিত হতে চাইছেন যেখানে প্রচুর অর্থ লাগে তাহলে অবশ্যই সেই বিষয়টা ভালো করে জেনে বুঝে পদক্ষেপ রাখবেন। এমন কোন ক্ষেত্রে বিনিয়োগ করার চেষ্টা রাখবেন যেখানে নিশ্চিত সেখানে অর্থ আপনি পাবেন। কারণ অর্থ যদি আপনি ঋণ নেন সেই ঋণ তো আপনাকে পরিশোধ করতে হবেই। 


সেই দিকে অবশ্যই মনোযোগ রেখে বিনিয়োগ করবেন। 2025 জুন মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত খুব সতর্কতার সহিত আপনাকে পদক্ষেপ রাখতে হবে। যে কোন বিষয়ে আপনি খুব সতর্কতার অবলম্বন করে কাজ করবেন। কারণ এই সময় না জেনে বুঝে অর্থ বিনিয়োগ করলে সে অর্থ আপনি নাও ফেরত পেতে পারেন। আপনার অযথা কিছু অর্থ ব্যয় হয়ে যাবে। সেই কারণেই মনের মধ্যে অতিরিক্ত লোভ নিয়ে কোন রকম পদক্ষেপ রাখবেন না। 


আপনারা ২০২৫ সালে এপ্রিল মাসের মধ্যে সমস্ত কিছু প্রয়াস রাখবেন। এই জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বারবার ভাবনা চিন্তা রাখবেন। এই সময় অবশ্যই পারিবারিক দিক থেকে আপনারা সাপোর্ট পাবেন। এই সময় আপনারা হঠকারিতা সিদ্ধান্ত নিয়ে কোন রকম কিছু বিক্রি করতে যাবেন না। এই সময় কালের মধ্যে কেউ আপনাকে প্রলোভন দেখাতে পারে। সেই কারণেই আপনারা বাস্তব মাটিতে দাঁড়িয়ে ভাব চিন্তা রাখবেন। 


এই ২০২৫ সালে বছরের শেষার্ধে অভূতপূর্ব পরিবর্তন হতে চলেছে। আপনারা শুধু একটি বিষয় খেয়াল রেখে চলবেন ২০২৫ সালের জুন মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত আপনাকে সতর্কতার সহিত চলতে হবে। বছরের শেষে সবকিছুই আপনার পক্ষে হতে চলেছে। আপনি মানসিকভাবে যথেষ্ট চিন্তা-ভাবনা নিয়ে চলবেন।
 আপনারা যতই শনি গ্রহের সাড়ে সাতি এর মধ্য চরণে থাকুন না কেন। এই বছরের শেষার্ধে যথেষ্ট উন্নতি আপনাদের জীবনে হতে চলেছে। আপনার মনের ইচ্ছা পূরণ হবে। আপনারা যারা কর্মের জন্য মনের মধ্যে টেনশন নিয়ে চলছিলেন কর্ম প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে ২০২৫ সালে।


এই ২০২৫ সালে আপনাদের শরীর স্বাস্থ্যের সমস্যা নিয়ে একটু চিন্তা মনের মধ্যে অবশ্যই থাকবে। সেই কারণেই কোনরকম শারীরিক সমস্যা হলে ডাক্তারি পরামর্শ নেয়ার চেষ্টা রাখবেন। পড়াশোনার মধ্যে যারা আছেন খুবই ভালো। এপ্রিল মাস পর্যন্ত উচ্চ শিক্ষাক্ষেত্রে মধ্যে একটি ভালো ফল করতে চলেছেন।


 আপনি ভালো ক্ষেত্রে সুযোগ পেতে চলেছেন। সেই কারণেই সুযোগটাকে কাজে লাগাবার চেষ্টা রাখবেন। কারণ আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে ২০২৫ সালের নভেম্বর মাসের দিক থেকে। সেই কারণে একটু ধৈর্য রেখে আপনাকে চেষ্টা রাখতেই হবে। ভালোবাসার সম্পর্ক ভালো বলা যেতে পারে। এছাড়াও আপনারা যারা অবিবাহিত আছেন ২০২৫ সল কোন ভালোবাসার সাথী আস্তে চলেছে। আপনারা যারা বিবাহিত আছেন এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত সমস্যা হতে পারে তবে সেটা বড় ধরনের সমস্যা নয়। 


এই সময়টার মধ্যে আপনারা নিজেকে নিয়ন্ত্রণ রাখবেন সম্পর্ক ভালো থাকবে। ব্যবসা যারা করেন উপযুক্ত ক্ষেত্রে জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা রাখবেন। যে ক্ষেত্রে আপনি নিশ্চিত মুনাফা অর্জন করবেন সেই ক্ষেত্রে বিনিয়োগ করবেন। তাহা না হলে অযথা বিনিয়োগ করে টেনশন নিয়ে দুশ্চিন্তাই পরে যাবেন। 


এই ২০২৫ সালে আর্থিক দিক থেকে বলতে হলে ওঠানামা অবশ্যই থাকবে। তবে একটি কথা বারংবার আমি আপনাদের যদি বলে আসছি জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা রাখবেন বিশেষ করে জুন মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত ২০২৫ সাল। ২০২৫ সালে আপনারা যারা ঘর নিতে চাইছেন নতুন ঘর সেটি আপনার জীবনে হয়ে যাবে বা আপনারা যারা গৃহ প্রবেশ করতে চাইছেন সেটিও কিন্তু হয়ে যাবে। আপনারা যে কোন রকম সমস্যায় পড়লে পরিবার থেকে সহযোগিতা পাবেন। সেই কারণে মনের মধ্যে ভয় আনবেন না, কোনরকম সমস্যায় পড়লে পরিবারের সকলের সঙ্গে কথোপকথন করুন। 


কারণ কেউ আপনাকে বুঝুক না বুঝুক পরিবারের সদস্যরা আপনাকে বুঝবে। তাই এই বছরের শুরুর দিকে একটু প্রয়াস আপনারা রাখুন। পরবর্তী ক্ষেত্রে সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে। সেই কারণে কিছুটা অবশ্যই আপনাদের সমস্যার মধ্যে চলতে হবে অথবা সমস্যা নিতে হবে। 


কারণ একটি কথা মনে রাখবেন সফলতা খুব সহজে আসে না অনেক সংঘর্ষ করতে হয়। আমি নিশ্চিত ২০২৫ সাল শেষের দিকটা উন্নতি অবশ্যই আপনাদের হতে চলেছে এবং হবেই হবে।
                               ‌ ধন্যবাদ

Taurus 2025 Horoscope Predictions


 বৃষ রাশি//লগ্ন: বৃষ রাশি ২০২৫ সাল আপনার ছন্দময় গতিতে কতটা পরিবর্তন আসতে চলেছে সেটি জানতে চলেছেন। ২০২৫ সাল সবদিক থেকেই আপনারা একটি পজিটিভ অবস্থানে থাকছেন। গ্রহ সমষ্টি দ্বয় আপনার পক্ষেই থাকছে। নিত্যনতুন মনের মধ্যে ভাবনা-চিন্তা থাকবে। নতুন ধরনের কিছু করার প্রয়াস আপনাদের মধ্যে থাকবে। যে ক্ষেত্রেই থাকুন না কেন সেই ক্ষেত্রে একটি টুইস্ট আস্তে চলেছে। 


আপনারা নতুনভাবে চিন্তাভাবনা শুরু করুন এই ২০২৫ সাল। আপনাদের দিক থেকে একটি ভালো সাল হতে চলেছে। মনের নিরাশা থেকে আপনারা বেরিয়ে আসবেন এবং সবকিছুই আপনার পক্ষেই ফল যেতে চলেছে। আপনাদের যাদের জীবন একটি দুঃখ দুর্দশার মধ্যে যাচ্ছিল এই ২০২৫ সাল আপনাদের সবদিক থেকে অভাবনীয় পরিবর্তন আসতে চলেছে। 


যে পরিবর্তনটা আপনার দরকার ছিল আপনার জীবনের একটি দিক নির্দেশ করছে এই ২০২৫ সাল। এই বছরে যেকোনো ক্ষেত্রে আপনারা একটি ফাইনাল রূপ দিতে পারবেন। আপনারা যাহাই কর্মের মধ্যে থাকুন না কেন একটি পজিশন কিন্তু নেবেন এই ২০২৫ সালে। আপনার দীর্ঘদিন ধরে যারা ভাবছিলেন আপনার ভাগ্য জীবনে ভালো হবে না, তাহলে এরকম নেগেটিভ ভাবনা থেকে দূরে থাকুন। 


কারণ এই ২০২৫ সালের আপনাদের জীবনে একটি ট্রান ওভার আসতে চলেছে। অবশ্যই আপনারা ২০২৫ সালের নতুন ভাবে পরিকল্পনা ঠিক করুন কোন ক্ষেত্রে আপনি নিজেকে ভাসিয়ে দেবেন অথবা কোন ক্ষেত্রে আপনি সেখান থেকে কিছু ইনকাম করতে পারবেন। 


আজ থেকে আপনারা পরিকল্পনা শুরু করুন কারণ ২০২৫ সাল বছর আপনাদের জীবনে আসতে চলেছে একটি নতুন ভাবে ভাবার বছর উপস্থিত হচ্ছে। আপনি যেটাই ভাববেন সেই ক্ষেত্রে কিছু না কিছু উন্নতি করতে পারবেন তাই সঠিক ক্ষেত্রে নিজেকে নিয়োজিত রাখুন। 


জীবনের সফলতা ও অ-সফলতা অবশ্যই থাকে, আপনাদের এই ২০২৫ সালের সফলতার ভাগ সব থেকে বেশি। অতএব আপনারা মনের মধ্যে পজেটিভ ভাবনা রেখে অগ্রগতি রাখুন সময় আপনার পক্ষে কথা বলবে। আপনারা যারা ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা করছিলেন এপ্রিল মাস ২০২৫ সালের পর থেকেই দেখবেন আপনার সমস্ত টেনশন দূর হয়ে যাচ্ছে। 


আপনি যে ক্ষেত্রে চেষ্টা রাখবেন সেই ক্ষেত্রেই অগ্রগতি আপনার জন্য অপেক্ষা করে আছে। দীর্ঘদিন ধরে কোনরকম সমস্যায় জর্জরিত সেইরকম সমস্যা আপনার কাছে নিতান্তই ছোট বলে মনে হবে। আপনারা ২০২৫ সালে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবেন। নিজের যোগ্যতা আছে কি অবশ্যই আপনি দেখাতে পারবেন। জুন মাস ২০২৫ সালের সর্বক্ষেত্রে আপনাদের সফলতা অপেক্ষা করে আছে। এই ২০২৫ সালের জুন মাসের পর থেকে অবশ্যই যদি আপনার বৃষ লগ্ন হয়ে থাকে। 


আপনার একটি কাজ করতে পারেন গোমেদ যদি আপনার কাছে থাকে ধারণ করতে পারেন। এটি রাহু গ্রহের জন্য, যে গ্রহ আপনাকে হঠাৎ করে রাতারাতি কিছু পাইয়ে দিতে পারে। কর্ম ক্ষেত্রে ব্যাপকতা আপনি করতে পারবেন। আপনি যাহাই কর্মের মধ্যে আছেন সেই কর্মের মধ্যে ইনকাম বৃদ্ধি হচ্ছে।


 যার ফলে আপনারা পুরনো দেনা নিয়ে যারা চিন্তায় রয়েছেন সেই দেনা আপনি মেটাতে পারবেন। আপনার কর্মক্ষেত্র থেকেই যে অর্থ পাবেন সেই অর্থ দিয়ে। এই বছরে আপনার কর্মের প্রতিযোগী অবশ্যই থাকবে তবে সেই কর্মের প্রতিযোগীকে আপনি দূরে সরিয়ে দিতে পারবেন। 


আপনার মধ্যে এতটাই দক্ষতা দেখতে পাওয়া যাচ্ছে। যে ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাস থাকে কিছু করার চেষ্টা থাকে সেই ব্যক্তি যথেষ্ট সুযোগ-সুবিধা পায় তার ব্যতিক্রম কিন্তু এই ২০২৫ সালে আপনাদের ক্ষেত্রে হবে না। বহুমুখী সুযোগ আপনাদের সামনে অপেক্ষা করে আছে। নিজের প্রতি যথেষ্ট আত্মবিশ্বাস থাকবে যার ফলে যে কোন কাজ আপনি অনায়াসেই করতে চলেছেন এবং সেটি নিজের দক্ষতাই করতে চলেছেন। প্রত্যেক ব্যক্তিকে জীবনে একটি সময় দেয় তাই ২০২৫ সাল বৃষ রাশি, আপনাদের দিক থেকে একটি সুযোগ আসছে। এই সুযোগটাকে অবশ্যই আপনারা কাজে লাগাবেন অবহেলা করবেন না তাই এখন থেকে পরিকল্পনা শুরু করুন। 


আপনাদের যথেষ্ট যোগাযোগ বৃদ্ধি হচ্ছে বছরে মাঝামাঝি পর থেকে যে কোন ক্ষেত্রে যোগাযোগ দূর সংযোগ তৈরি হচ্ছে। পূর্বের বছরে যে সমস্ত সমস্যা নিয়ে আপনারা চলছিলেন সেই সমস্ত সমস্যা এই ২০২৫ সালের সমাধানের দিকে ইঙ্গিত করছে। আপনারা যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি আছেন বাজার বুঝে যদি বিনিয়োগ করতে পারেন যথেষ্ট মুনাফা অর্জুন আপনি করতে চলেছেন জুন মাসের পর থেকে। 


অনেক ব্যক্তিকে নিয়ে আপনারা যারা কাজের সঙ্গে যুক্ত আছেন এই বছরে আরও সেই রকম কাজ ব্যাপকতার মধ্যে আনতে চলেছেন। শরীর স্বাস্থ্য: এই বছরে আপনাদের শরীর স্বাস্থ্য ভালই থাকবে। কোন বড় ধরনের সমস্যা আপনাদের দেখাচ্ছেনা। মানসিকভাবে মনের মধ্যে যথেষ্ট এনার্জি নিয়ে চলবেন। সেই কারণেই ছোটখাটো সমস্যা আপনাকে কোনরকম প্রভাব ফেলতে পারবে না। 

পড়াশোনা: আপনারা যারা পড়াশোনার মধ্যে আছেন যথেষ্ট ভালো আপনাদের।নিজের যোগ্যতা অনুসারে যে কোন ক্ষেত্রে আপনারা সুযোগ পেতে চলেছেন ভালো ক্ষেত্রে সুযোগ পাবেন। কোন ক্ষেত্রে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন সেটি আপনি নিজে অনুধাবন করতে পারবেন। তাই নিজের উপরে আস্থা রেখে আপনি পরিকল্পনা শুরু করুন। হঠাৎ করে ভালো ক্ষেত্র সুযোগ পেতে চলেছেন বা একটি নতুন দিক আপনার সামনে আস্তে চলেছে। 


ভালোবাসা: ২০২৫ সাল ভালোবাসার সম্পর্ক যথেষ্ট ভালো আপনারা একে অপরের সঙ্গে ভালো বন্ধুত্বপূর্ণ মেলামেশা করে চলবেন। এই ২০২৫ সালের সব থেকে বড় বিষয় হল আপনি আপনার পার্টনারের কাছ থেকে যথেষ্ট হেল্প পাবেন মানসিক শক্তি পাবেন। সেই কারণেই আপনারা আরো অগ্রগতি রাখতে পারবেন। কারণ বিপরীত দিকে আপনার সঙ্গিনী অথবা সঙ্গি আপনাকে সাহস যোগাবে। এই বিষয়টা আপনাদের যথেষ্ট সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। 


বিবাহিত জীবন: এই বছরে আপনাদের মধ্যে যথেষ্ট ভালোবাসা থাকবে। আপনারা একে অপরকে সহযোগিতা করে চলবেন। আপনারা দুজনেই যদি কোন রকম কাজের সঙ্গে যুক্ত থাকেন একত্রে সেক্ষেত্রে যথেষ্ট ভালো। এছাড়াও আপনারা যদি কোন রকম সমস্যায় পড়েন একে অপরের সঙ্গে পরামর্শ করবেন সমাধানের পথ পেয়ে যাবেন। আপনারা যারা বিবাহ করবেন ভাবছেন এই ২০২৫ সালটা আপনাদের যথেষ্ট ভালো বছর হতে চলেছে যোগাযোগ বাড়িয়ে তুলুন। 


ব্যবসা: এই বছরে কর্ম পরিবর্তন অথবা কর্ম ছেড়ে দিয়ে বিকল্প সন্ধানে যথেষ্ট ইঙ্গিত দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা যারা স্ব প্রফেশনালে আছেন যথেষ্ট ভালো প্রভাব বিস্তার করতে পারবেন। সেই কাজ আপনি দুর দিগন্তে ছড়িয়ে দিতে পারবেন যথেষ্ট পপুলারিটি আপনার বাড়ছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছেন নিজের নামের ব্যাপকতা নিয়ে যথেষ্ট গর্বিত আপনি অনুভব করবেন। 


নিজস্ব একটি পরিকাঠামো তৈরি করছে দেখা যাচ্ছে অর্থাৎ নিজে নিজে কাজ সেই কাজের মধ্যে অগ্রগতি যথেষ্ট ভালো রাখবেন। সেই কারণেই অন্য ব্যক্তির কাছে কর্ম আপনার কাছে ছোট বলে মনে হতে পারে। নিজে নিজে কর্মের প্রতি যথেষ্ট আগ্রহ আপনার থাকবে। এছাড়া অনেক ব্যক্তিকে আপনি কর্ম ও দিতে পারবেন।


ভাগ্য: এই ২০২৫ সালের আমরা দেখতে পাচ্ছি অনেকটা সময় দেব গুরু বৃহস্পতি দৃষ্টি আপনার ভাগ্য স্থানে থাকছে। সেই কারণে আমরা বলতে পারি যে আপনার ভাগ্য যথেষ্ট ভালো। কারণ জ্যোতিষ শাস্তে সবথেক শুভ গ্রহ দেববরু বৃহস্পতি।


এই ২০২৫ সালের কিছু একটা কাজের মধ্যে যথেষ্ট ব্যস্ততায় আপনি থাকবেন। যার ফলে এই সমস্ত ক্ষেত্রে অনেকটা সময় আপনি অতিবাহিত করবেন। সেই কারণেই পূর্ব থেকে আপনার চয়ন করুন কোন ক্ষেত্রে আপনি নিজেকে নিয়োজিত করবেন। 


সেই ক্ষেত্রে অগ্রগতি রাখার চেষ্টা রাখবেন। ২০২৫ সাল সফলতা আপনার জন্য অপেক্ষা করে আছে। তাই বছরের শুরুর দিকে পরিকল্পনা করুন তার পরবর্তী ক্ষেত্রে আপনি নিজেই কোনো একটি পথ পেয়ে যাবেন। যেটা আর পিছন দিকে আপনাকে তাকাতে হবে না। আপনার সাফল্যের রাস্তা ধাপে ধাপে আসতে চলেছে এই ২০২৫ সালে।
                            ধন্যবাদ

Libra Horoscope 2025 Predictions

 তুলা রাশি ২০২৫ সাল আপনাদের কেমন যাবে সেটি আপনারা জানতে চলেছেন:-শুধু স্বপ্ন, স্বপ্ন আর স্বপ্ন মনের মধ্যে আপনি নিয়ে চলবেন। আপনারা বাস্তবিক ক্ষেত্রে দাঁড়িয়ে যদি স্বপ্ন দেখেন সেই স্বপ্ন সফল হতে পারে। এই ২০২৫ সালে আপনাদের মধ্যে দান দেয়ার প্রবণতা থাকছে। 


এই দান দেয়ার মধ্যে আপনাদের পূর্ণ লাভের অথবা মোক্ষ লাভের একটি লালসাও কিন্তু থাকছে। শাস্ত্রে উল্লেখ আছে "দৈবী সম্পাদ্বিমোক্ষা"এর অর্থ হলো ঐশ্বরিক দানকে মুক্তির সহায়ক হিসাবে স্বীকৃত করা হয়েছে। সেই কারণেই আপনারা ঈশ্বরের কাছে কিছু দান অবশ্যই করবেন। এই ২০২৫ সালে আপনাদের মধ্যে পড়াশ্রয় ভাব বেশি দেখতে পাওয়া যাচ্ছে। আপনি অন্যের প্রতি যথেষ্ট আসক্তি নিয়ে চলবেন। 


আপনি যদি ভালোবাসার সম্পর্কের মধ্যে থাকেন সেখানে মনে হতে পারে আপনার সেই ভালোবাসার সঙ্গী অথবা সঙ্গিনি না থাকলে আপনি জীবনে বেঁচে থাকার রসদ হারিয়ে ফেলবেন। এছাড়াও সন্তান থাকলে সন্তানের উপরে আপনি নির্ভরশীল হয়ে উঠতে পারেন। আপনারা যারা শারীরিক অসুস্থতার মধ্যে আছেন একটি সময় মনে হতে পারে এইরকম অসুস্থ নিয়েই আপনাকে থাকতে হবে। 


এই যে বিষয়গুলি বললাম এগুলো কিন্তু এই 2025 সালে আপনাদের মধ্যে ভাবনা দেখতে পাওয়া যাবে। ২০২৫ সালে আপনি যদি সঠিক পথ অবলম্বন করেন সেখানে উন্নতি অব্যাহত। যেখানে সুযোগ পাওয়া খুবই কঠিন সেখানে আপনি সুযোগ পেতে চলেছেন। এরকম সুযোগ আপনার পেতে পারেন কর্মক্ষেত্রের দিক থেকে বা পড়াশোনার দিক থেকে। এতকিছু উন্নতি থাকা সত্ত্বেও আপনার মধ্যে এই যে পড়াশ্রয় ভাব আপনাকে পিছিয়ে রাখতে পারে। 


সেই কারণে ২০২৫ সালটা অবশ্যই এই বিষয়গুলি আপনি একটু বোঝার চেষ্টা রাখবেন। কারণ জীবনে একটি বয়সে সমস্ত কিছুই পাওয়া যায় কারোর উপর নির্ভরশীল হবেন না বা আপনার সঙ্গী অথবা সঙ্গিনি না থাকলে আপনি জীবনে কিছু করতে পারবেন না। এছাড়া সন্তান অথবা শারীরিক বিষয়ে নিয়ে আপনারা কিছু নেগেটিভ ভাবটা চিন্তা নিয়ে চলবেন। এই সমস্ত নেগেটিভ ভাবনা থেকে আপনাকে দূরে থাকতে হবে। শরীর স্বাস্থ্য বলতে হলে শরীর স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে। শুধু মনের মধ্যে কিছু অবাস্তবিক স্বপ্ন নিয়ে চলবেন যার ফলে আপনি নিজেই মানসিকভাবে দুঃখ পেতে পারেন। 

পড়াশোনা আপনাদের যথেষ্ট ভালো মধ্যশিক্ষা ক্ষেত্রে একটু আপনার মধ্যে আত্মবিশ্বাস বেশি থাকবে নিয়ন্ত্রণ করার চেষ্টা রাখবেন। আপনারা উচ্চশিক্ষা ক্ষেত্রে আছেন যথেষ্ট ভালো বিদেশ যাবার যোগ আছে ভালো ক্ষেত্রে সুযোগ আপনার পেতে পারেন। ভালোবাসার সম্পর্ক পূর্বেই আপনাদের এই বিষয়ে আলোচনা করেছি তাই সেই রকম ভাবে আপনারা একটু চিন্তা-ভাবনা করবেন। বিবাহিত জীবন আপনাদের খুব একটা খারাপ নয় তবে কিছু ক্ষেত্রে অবশ্যই একটু মনের অমিল দেখাচ্ছে তবে সেটি সাময়িক কারণ। 


ব্যবসা যারা করেন এই ২০২৫ সালে ওঠা নামা থাকবে এই নিয়ে বিচলিত হবেন না কারণ গ্রহের যে অবস্থান আছে ভগবানের স্নেহের দৃষ্টি কিন্তু আপনার মধ্যে থাকছে। যেকোনো রকম বিষয় থেকে আপনি বেরিয়ে আসতে পারেন শুধু আপনার মধ্যে যে বিষয়গুলো পূর্বেই আলোচনা করলাম। এই রকম বিষয় থেকে দূরে থাকতে হবে। কর্মের জন্য যারা চেষ্টা রাখছেন দূরে যোগাযোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। 


আপনারা যারা ভাবছিলন বিদেশে কর্মের জন্য যাবেন। এই বছরটা আপনাদের ক্ষেত্রে একটি ভালো বছর হতে চলেছে, ভাবনা চিন্তা করতে পারেন। ভাগ্য আপনাদের খারাপ নয় শুধু নিজের মধ্যে আস্থা রাখতে হবে। আত্মবিশ্বাস রাখতে হবে আপনি স্বাবলম্বী হতে পারেন সেটি নিজের মধ্যে আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে। ২০২৪ সালে যে বিষয়গুলো আপনাকে যথেষ্ট ব্যথিত করছিল এই ২০২৫ সালে সেই বিষয়ে অগ্রগতি আপনি রাখুন আপনার বাধা দূর হতে চলেছে। 


বছরের শেষের দিকটা আপনি যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে উঠবেন যে কোন কাজের ক্ষেত্রে আপনার কর্মদক্ষতা আপনি কিন্তু জনসমক্ষে দেখাতে পারবেন। আপনারা যারা সব প্রফেশনাল এ আছেন পরিবারের মধ্যে কিছু করছেন যথেষ্ট আপনাদের ভালো বলা যেতে পারে। যেকোনো কর্মক্ষেত্রের মধ্যে আপনি থাকুন না কেন সেরার সেরা প্রদর্শন আপনি করতে পারবেন।


 আপনারা পূর্বে যারা ঋণ নিয়েছিলেন মনের মধ্যে দুশ্চিন্তায় রয়েছে, সেই ঋণ কিভাবে পরিশোধ করবেন এই ২০২৫ সালে কর্মক্ষেত্র থেকে আর্থিক শ্রী বৃদ্ধি যথেষ্ট হবে। আর এই অর্থ আপনি আপনার ঋণ মহাজনকে পরিশোধ করতে পারবেন।