ASTROLOGY

ধনু রাশি 2025: Sagittarius New Year horoscope

নু রাশি ২০২৫: এই নতুন বছরে আপনাদের রাশিফল এ অনেক কিছু বিষয় উঠে আসছে। এই প্রতিবেদনের মাধ্যমে আমি আপনাদের সঠিক বিষয়টা তুলে ধরার চেষ্টা করবো। 


জানুয়ারি মাস থেকে মার্চ মাস 2025 
এই সময়ের মধ্যে কালে আপনারা যাহাই সমস্যায় থাকুন না কেন সেখান থেকে কিছু সমস্যার সমাধানের পথ পেতে চলেছেন। এই সময়কালের মধ্যে আপনারা বড় ঋণ পেতে পারেন এবং পূর্বের দেনাও মেটাতে পারেন। আপনাদের অবশ্যই এই সময়কালের মধ্যে একটু যোগ ব্যায়াম অথবা মেডিটেশনের মধ্যে থাকা খুবই দরকার। কর্মক্ষেত্রের মধ্যে শত্রু সৃষ্টি হলেও খুব সহজে শত্রুকে আপনি চুপ করে রাখতে পারবেন। 


কর্ম প্রাপ্তির যোগ আছে খুব ভালো রকমের বেতন না হলেও ছোটখাটো কর্ম প্রাপ্তি হতেই পারে। যেকোনো না যে কোন উপায় আপনার কাছে সর্বদা অর্থ থাকবে। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছেন ভালো কিছু করতে চলেছেন। আপনার মধ্যে যে শিল্পকলা আছে সেই শিল্পকলা প্রকাশিত হতে চলেছে। 



নিজের ইচ্ছাশক্তি অনুসারে আপনি নিজেকে চালিত করবেন। এরকম কর্মের মধ্যে যেকোনো রকম প্রতিবন্ধকতা আসুক না কেন তা আপনারা পরাস্ত করবেন। নিজের ওপরে আত্মবিশ্বাস রেখে সমস্ত কাজের মধ্যে অগ্রগতি রাখতে দেখা যাবে। এবং সেই কাজ পূর্ণমাত্রায় রূপ যতক্ষণ না দিতে পারবেন মনের মধ্যে অস্থিরতা থাকবে। 


এর জন্য যে কোন রকম ক্ষেত্রে আপনারা ত্যাগ স্বীকার করতে পারেন। এতটাই আপনার মধ্যে মানসিক শক্তি দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক ক্ষেত্রে কিছুটা আপনারা বিপর্যস্ত হতে পারেন। মায়ের শরীর শাস্ত্রের দিকে একটু চিন্তা মনের মধ্যে থাকবে। 


আপনারা এই সময়কালের মধ্যে মায়ের কিছু সম্পত্তি বা অর্থ আপনারা পেতে চলেছেন। পারিবারিক সম্পত্তি বিক্রি করে কিছু আর্থিক সুবিধা পেতে পারেন। এই সময়ের মধ্যে আপনারা জীবনে যাই কিছু পান না কেন তবু মনে হবে আরেকটু বেশি হলে ভালো হতো। 

এপ্রিল মাস থেকে মে মাস 2025
পরিবারের ব্যক্তিবর্গ আপনাকে ভুল বুঝতে পারে। যে কোন বিষয়ে কাউকে বোঝাতে হলে অনেকটা সময় আপনাকে দিতে হবে। আপনার প্রিয়জন অথবা বন্ধুগণ আপনাকে সাহায্য করলেও তাদের মধ্যে সেই সাহায্যের কিছু আশা অবশ্যই রাখবে। 


পারিবারিক নানান কারণে একটু ব্যস্ত থাকবেন। কোনরকম ভূমি সংক্রান্ত সমস্যা থাকলে সেটি বিবাদ পূর্ণ পরিবেশে রূপান্তরিত হতে পারে। কেউ আপনাকে ভুল বুঝিয়ে অতিরিক্ত অর্থ আপনার ব্যয় করাতে পারে। এই সময়কালের মধ্যে কোন কিছু যদি কেনার মন মানসিকতা থাকে অবশ্যই ভালো করে বিষয়টি বুঝে তারপরে কেনার চেষ্টা রাখবেন। সেটা হতে পারে কোন রকম গাড়ি হতে পারে কোন রকম ভূমি। কিছুটা হলেও এই সময়ের মধ্যে মনের মধ্যে একটি বিচলিত ভাব দেখতে পাওয়া যাবে। 

জুন মাস থেকে অক্টোবর মাস 2025
গত মাসের সমস্যা থাকলেও সমস্যা সমাধানের পথ পেতে চলেছেন। যেমন পরিস্থিতিতে আপনি চলবেন সে রকম পরিস্থিতি অনুসারে নিজেকেও আপনি তৈরি রাখবেন বা করবেন। 


যে কোন রকম সমস্যার সমাধানের পথ আপনি অবশ্যই পারছেন। নতুন যারা ব্যবসা শুরু করবেন ভাবতে পারেন। আপনারা যারা অবিবাহিত আছেন এই সময়ে আপনাদের বিবাহের ভালো সম্ভাবনা থাকছে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনাদের মধ্যে যথেষ্ট ভালোবাসা থাকবে। এছাড়াও আপনার পার্টনার যদি কোন কর্ম ক্ষেত্রে সঙ্গে যুক্ত থাকেন সে ক্ষেত্রে ভালো দিক আপনি আশা রাখতে পারেন। 


আপনারা বিবাহিত জীবন থেকে যথেষ্ট অনুপ্রেরণা পেতে চলেছেন। নিজের মধ্যে আরও ইচ্ছা শক্তি বেড়ে যাবে। বহুমুখী সুযোগ-সুবিধা আপনারা পেতে চলেছেন। যেকোনো কাজ আপনি যদি মনোনিবেশ করেন সেই কাজে কিছু না কিছু সফলতা অবশ্যই পাবেন। এই সময়টা অনেকটা আপনাদের দিক থেকে অনুকূল বলা যেতে পারে। 


যে কোনো রকম সিদ্ধান্ত নিতে চাইছেন এই সময়ে ভাবতে পারেন। যাহাই সিদ্ধান্ত আপনি নেবেন পরিবারের যিনি বয়স্ক আছেন একবার কথা বলবেন। (এই সময়কালের মধ্যে থেকে শনি গ্রহ থেকে কিছু নেগেটিভ প্রভাব আপনাদের জীবনে আসতে পারে তাই শনি গ্রহের জন্য কোন প্রতিকার শুরু করবেন করবেন)।

নভেম্বর মাস থেকে ডিসেম্বর ,2025
আর্থিক কিছুটা লাভবান আপনারা হতে পারেন। কোন কিছু বিক্রি করলে ভালো অর্থ পেতে পারে। পারিবারিক যে কোনো রকম সিদ্ধান্ত ভুল হয়ে যাওয়া থেকে রক্ষা পাবেন। পারিবারিক কোনো রকম শুভ মাঙ্গলিক কাজ সেটি আপনারা সম্পন্ন করতে পারবেন। আপনারা যারা বিদেশে যাবেন ভাবছেন এই সময় যোগাযোগ বৃদ্ধি হবে এবং আমরা যাত্রা হবে শুভ। 


কোথাও যদি অর্থ পাওয়ার সম্ভবনা থাকে সেখান থেকে নিশ্চিত প্রাপ্তি যোগ থাকছে। পূর্বের যে সমস্ত ক্ষেত্রে আপনি আবেদন করেছিলেন সেই সমস্ত ক্ষেত্রে নতুন করে কিছু যোগাযোগ আসতে চলেছে। যেটা অবশ্যই আপনার অর্থ প্রাপ্তির দিকে বেশি টাই ইঙ্গিত করছে। এই সময় আপনার পিতা থাকলে পিতার সঙ্গে একটু আপনার মনোমালিন্য হতে পারে। 



তাই যে কাজ করবেন অথবা শুরু করবেন পিতার পরামর্শ নেয়ার চেষ্টা রাখবেন। যেমন নতুন যোগাযোগ আসবে সেটি অবশ্যই আপনারা যতক্ষণ না সেই কাজ সম্পন্ন করতে পারছেন ততক্ষণ হাল ছাড়বেন না। নতুন যোগাযোগ আসবে তেমনভাবে কেউ বাধা ও সৃষ্টি করতে পারে। সেই কারণে কাজ না হওয়া পর্যন্ত শেষ হাসি হাসবেন না। যতক্ষণ না সেই কাজ সম্পন্ন করছেন ততক্ষণ কিছু আশা রাখবেন না ।
                                           ধন্যবাদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

How to Identify an Intelligent Child: According to Astrology

How to Identify an Intelligent Child: According to Astrology