ASTROLOGY

কুম্ভ রাশি ২০২৫: Aquarius ♒ 2025


 কুম্ভ রাশি, হাতের লক্ষ্মী পায়ে ফেলবেন না। কথাটা শুনে নিশ্চয়ই খারাপ লাগছে, তবে বাস্তবিক জীবনে যখন আপনার সঙ্গে এই রকম কিছু ঘটবে তখন অবশ্যই আমার কথা মনে পড়বে। এই ২০২৫ সালে আপনাদের যেমন উত্থান দেখব তেমন আপনাদের মতনও দেখতে পাওয়া যাচ্ছে। 

জ্যোতিষ শাস্ত্র মনে রাখবেন পূর্ব থেকে কিছু আপনাকে অবগত করা। এই কারণেই ২০২৫ সালের কিছু বিষয়ে এই প্রতিবেদনে আপনাকে অবগত করাবো। কারণ এই ২০২৫ সালে গ্রহের যে অবস্থান আপনার কর্মকাণ্ড একটি গল্পের মতন হতে চলেছে। 


প্রথমে কয়েকটি বিষয় আপনাদের একটু অবগত রাখব 

ভৌতিক সুখ থেকে দূরে থাকার চেষ্টা রাখবেন। আপনার মধ্যে ছন্দহীন জীবন যাপন করতে দেখা যাবে। আপনারা নয় কে হয় করে দেখাবেন অর্থাৎ সমস্ত কিছু বাড়িয়ে বাড়িয়ে দেখাবেন। নতুন সম্পর্কের সঙ্গে আনন্দে মেতে থাকবেন। আর এই সম্পর্ক হেতু যথেষ্ট আর্থিক ব্যয় করবেন। ব্যবসা অথবা যে কাজের মধ্যে আপনি রয়েছেন সেই কাজ ঠিক সময়ে অর্ডার আপনি দেবেন না দেরি করবেন। 


কাজের মধ্যে অনীহা হবে। আপনার মধ্যে উদাসীন ভাব যথেষ্ট দেখতে পাওয়া যাবে। কারণ এই ২০২৫ সালে প্রথম দিকটা সমস্ত কিছুই আপনারা হাতে পাচ্ছেন সমস্ত সুখ বৈভব আপনি পাবেন। যার কারণে আপনার মধ্যে মনে হতে পারে জীবনের সমস্ত কিছু পাওয়া কোন ব্যাপারই নয় সমস্ত কিছুই তুচ্ছ বলে মনে হবে। আপনার মধ্যে সুরা-পান করার প্রবণতা দেখতে পাওয়া যাবে।

মাস ভিত্তিক চারটি পর্যায়ে আলোচনা করব
২০২৫ জানুয়ারি মাস থেকে মার্চ মাস 

পরিবার থেকে যথেষ্ট সহযোগিতা আপনারা পাবেন। মনের মধ্যে ধৈর্য থাকবে কোন বিষয়ে আগ্রহ তৈরি হবে। যে বিষয়ের প্রতি আপনার আগ্রহ তৈরি হবে সেই ক্ষেত্রে আপনি অগ্রগতি রাখবেন। কর্মকেন্দ্রিক মন মানসিকতা অবশ্যই থাকবে। পারিবারিক কিছু সম্পত্তির সংস্কার অথবা বিক্রি করার প্রবণতা থাকবে। সমস্ত দিক থেকে কিছু অর্থ ইনকাম করা যায় কিনা মনের মধ্যে ভাবটা চিন্তায় এরকম থাকবে। সোশ্যাল মিডিয়ায় যারা যুক্ত আছেন যথেষ্ঠ নিজের নামের আধিপত্য বিস্তার করতে পারবেন। 


আপনি উপরের সাড়িতে উঠে আসতে চলেছেন। আপনার মধ্যে শিল্পকলা সেটি প্রকাশিত অবশ্যই হতে চলেছে। যার উপরে আপনি পারদর্শী সেটা কি আপনি হাতিয়ার করে সামনের দিকে এগিয়ে যাবার প্রবল আকাঙ্ক্ষা থাকবে। বৈবাহিক সম্পর্ক কিছুটা আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। 

কারণ আপনি যে মন মানসিকতা নিয়ে চলবে আপনার বিপরীত দিকে একটু অন্যরকম আপনি অনুভব করবেন। নতুন বিবাহের যোগাযোগ আসছে। আপনারা যারা নতুন করে ব্যবস শুরু করবেন সময়টাকে বেছে নিতে পারেন। যে কোন বিষয় না বুঝে অর্থ বিনিয়োগ করতে যাবেন না। যারা বিদেশে কাজে যাবেন ভাবছেন জমি বিক্রি করে অথবা যে কোন ক্ষেত্রে অর্থ জোগাড় করে বিদেশে যাবার প্রবণতা থাকবে। 

২০২৫ এপ্রিল মাস থেকে মে মাস 
যে কোন না যে কোন উপায়ে সর্বদা অর্থ কাছে থাকবে। অর্থ বিনিয়োগ না করে কাছে রাখার প্রবণতা বেশি থাকবে। বাজার না বুঝে যদি বিনিয়োগ করেন সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। মনের মধ্যে জেদ নিয়ে যেকোনো কাজের মধ্যে অগ্রগতি রাখতে দেখা যাবে।

 খুব তাড়াতাড়ি কোনরকম সিদ্ধান্ত নিয়ে মাঙ্গলিক কাজ করতে দেখা যাবে। অন্য ব্যক্তিকে তো আপনি উপদেশ দেবেন কিন্তু সেই উপদেশ আপনি নিজে মানবেন না। আপনার কাছে মনে হতে পারে অর্থ থাকলেই সমস্ত কিছু হয়ে যাবে। প্রচুর মুনাফা লাভের আশায় শেষের দিকটা কথাও অর্থ বিনিয়োগ করতে দেখা যাবে।

২০২৫ জুন মাস থেকে অক্টোবর মাস 
আপনার জীবনে কোন ভালোবাসার সঙ্গী অথবা সঙ্গিনী আসার প্রবণতা যথেষ্ট থাকছে। কোন বিবাহ বিচ্ছেদ মহিলা (পুরুষ) ও আসার সম্ভাবনা থাকছে। আপনারা যারা পরিবার পরিকল্পনা করবেন ভাবছেন আপনার করতে পারেন। হঠাৎ করে কোথাও অর্থ আপনাদের আসতে চলেছে। জন্মকালীন কুণ্ডলী ভালো থাকলে ভাগ্য ক্রমে

 বড় অর্থ আপনারা পেতে পারেন। অনেক দিক থেকে আপনাদের আর্থিক ইনকাম বৃদ্ধি হচ্ছে। যে ক্ষেত্রেই চেষ্টা রাখবেন কিছু না কিছু আপনার প্রাপ্তি অবশ্যই হবে। দুর যোগাযোগ ও বৃদ্ধি হবে। এই সময়কালের শেষের দিকটা মনের মধ্যে অহংকার একটু দেখতে পাওয়া যাবে। যে জিনিসটা আপনার দরকার সেটিকে নিয়েই ছাড়বেন যতই অর্থ ব্যয় হোক না কেন। সমস্ত কিছু ভাবনা চিন্তার মধ্যে বড় বড় কিছু ভাবনা থাকবে।

 মনে হবে দান মারবো তো একটি বড় দান মারবো। সমস্ত দিকেই একটি চাহিদা থাকবে সেটা হতে পারে বৈবাহিক রিলেশন অথবা ভালোবাসার সম্পর্ক। এই চাহিদা হতে পারে অর্থ হতে পারে শারীরিক কিছু। বিজনেস ক্ষেত্রে মধ্যে মনোনিবেশ কম থাকবে।

 অন্যের কোথায় বেশি উৎসাহিত হয়ে বিপথে অথবা ভুল কাজ করে ফেলবেন। ভালো কাজের অর্ডার থাকলেও আপনার মনোনিবেশ কম থাকবে। আপনার মধ্যে মনে হবে খুব কম সময় দিয়ে বেশি অর্থ ইনকাম কিভাবে করা যায়। গুরুজনের প্রতি যতটা নম্রতা দেখতে পাওয়া যাবে না।

২০২৫ নভেম্বর থেকে ডিসেম্বর 
প্রচুর আর্থিক ঋণ করতে দেখা যাবে। যে কাজ করছেন সেই কাজে যতোটুকু না ফল পারছেন তার থেকে বেশি ইন্সট্রুমেন্ট কিনতে দেখা যাবে। এক উদ্দেশ্যে অর্থ নেবেন সেটি সেই উদ্দেশ্যে ব্যয় না করে কাছে রাখার প্রবণতা থাকবে। নিজে কি করতে পারেন সেটিকে লক্ষ্য না রেখে অযথা আর্থিক ব্যয়ের দিকে প্রবণতা দেখতে পাওয়া যাবে। পরিবারের জন্য আর্থিক ব্যয় যথেষ্ট দেখতে পাওয়া যাবে। 

কোনরকম বিনোদনমূলক জিনিস কিনতে দেখা যাবে সেটা গাড়ি থেকে অন্যান্য কিছু। এত কিছু করার পরেও মাস শেষ হতে হতে তখন মনে হবে আমার সবকিছুই চলে গেল। তখন ভগবানকে দোষ দিতে দেখা যাবে, নিজের ভাগ্যকে দোষ দিতে দেখা যাবে। 

এই কারণে আমি প্রথমেই শুরু করেছিলাম "হাতের লক্ষ্মী পায়ে ফেলবেন না"মনে রাখবেন জ্যোতিষ শাস্ত্র পূর্ব থেকে আপনাকে অবগত করা। সমস্ত কিছুই যে আপনার জীবনে ঘটবে তেমন নয়। এই প্রতিবেদন প্রেডিকশন হিসেবে নেয়ার চেষ্টা রাখবেন। নিজের জীবনের সঙ্গে ১০০% মিলিয়ে দেখবেন না। আর প্রতিবেদনে যে সমস্ত বিষয়ে আলোচনা করলাম সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন। 
                                              ধন্যবাদ



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

How to Identify an Intelligent Child: According to Astrology

How to Identify an Intelligent Child: According to Astrology