ASTROLOGY

Leo Horoscope 2025: সিংহ রাশি 2025


 ২০২৫ সাল সিংহ রাশিফল। অনেক সুযোগ-সুবিধা আপনার জন্য অপেক্ষা করে আছে। এই বছরে আর্থিক দিক থেকে আপনারা সুবিধা পেতে চলেছেন। যেকোনো না যেকোনো দিক থেকে আর্থিক সুবিধা আপনারা পাবেন। আপনারা যারা লটারি কাটেন সেখান থেকে ভালো অর্থ পেতে পারেন। আপনারা বিবাহ সম্পর্ক থেকে শ্রীবৃদ্ধি হতে চলেছেন। ফাটকা ইনকাম থেকে লাভবান হবেন। নতুন করে কারো সঙ্গে সম্পর্ক তৈরি হতে পারে। এইরকম সূত্রে আর্থিক লাভবান হতে পারেন।


২০২৫ সাল কয়েকটি মাস ভিত্তিক আলোচনা করব।
২০২৫ জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত 
কর্মক্ষেত্রের দিক থেকে ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করবেন। যেকোনো রকম কর্মের মধ্যে আপনি নিয়োজিত আছেন ভালো কিছু করতে চলেছেন। কর্মের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাস দেখতে পাওয়া যাবে। কোন নতুন কর্ম আপনাদের জীবনে আসতে চলেছে। আপনি যাই কর্ম করছেন সেখান থেকে ভালো অর্থ পেতে চলেছেন। এই সময়টা পরিবারের দিক থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন। আপনারা বেকার আছেন পরিবারের মধ্যে কোন কর্ম শুরু করতে পারেন। এই বিষয়ে আপনারা অবগত থাকবেন। কোথাও অর্থ যদি পান সেটা উপযুক্ত ক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা রাখবেন। যেটা প্রয়োজন নাই অহেতুক কোনরকম পাওয়ার কারণে আর্থিক দিকে যাবেন না। প্রয়োজন অনুসারে অবশ্যই আর্থিক ব্যয় করার ভাবনা মাথায় রাখবেন। 

২০২৫ এপ্রিল মাস থেকে মে মাস পর্যন্ত 
উপযুক্ত ক্ষেত্রে আর্থিক ব্যয় করার কথা অবশ্যই মনে রাখবেন। যে কোন রকম সমস্যায় আপনি রয়েছেন তার সমাধানের দিকে অগ্রগতি রাখবেন। কোথাও না কোথাও থেকে অর্থ কিছু কিছু পেতে পারেন। নতুন কোন রকম কর্ম সৃষ্টি করার ভাবনা থাকবে। আপনি নিজে তো কিছু করবেন এবং অপরকেও কিছু করে দিতে পারবেন। অন্যের দুঃখে যথেষ্ট ব্যথিত থাকবেন। সন্তানের শরীর স্বাস্থ্যের সমস্যা থাকলে একটু চিন্তা বৃদ্ধি হবে। 

২০২৫ জুন মাস থেকে অক্টোবর মাস 
যেকোনো কাজের ক্ষেত্রে হঠাৎ করে আপনাদের জীবনে কিছু পরিবর্তন আসছে। যে পরিবর্তনটা হবে সেটি অবশ্যই পজেটিভ পরিবর্তন। বিভিন্ন ক্ষেত্র থেকে নানান ধরনের সুযোগ পাচ্ছেন। অনেকটা সফলতার শীর্ষে থাকবেন মানসিকভাবে আকাঙ্ক্ষা তৈরি হবে বেশি। ভালোবাসার সম্পর্কে যারা আছেন বিবাহ হওয়ার যোগ থাকছে। নিজের পছন্দমত অথবা ইচ্ছামত সময়টাকে অতিবাহিত করবেন। অনেক বিষয় আপনার হাতের মুঠোয় থাকবে। নতুন করে বিজনেস শুরু করবেন এই সময়টা যথেষ্ট ভালো। আপনারা যারা বেকার আছেন কোন রকম ব্যবসা শুরু করার ভাবনা থাকবে। বিবাহিত যদি হয়ে থাকেন আপনার পার্টনারেরও যথেষ্ট ভালো সময় যাবে। যোগাযোগ বৃদ্ধি যথেষ্ট ভালো। দূর থেকে সুসংবাদ আসতে পারে। গাড়ি/ভূমি কেনার সম্ভাবনা বেশি। যে কোন বিষয়ে বাজার মূল্য দেখে কেনার চেষ্টা রাখবেন। 

২০২৫ নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাস 
অনেকটা ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করবেন। একটি সময় আপনার কাছে মনে হতে পারে সবই আপনার যথেষ্ট সহজ বিষয়। যে কোন কাজের মধ্যে থাকুন উচ্চতায় যাচ্ছেন। নিজের ইচ্ছাশক্তি অনুসারে সময়টাকে পরিচালনা করবেন। আর অবশ্যই আপনারা সময়ের সঙ্গে নিজেকে পরিবর্তন করে এগিয়ে যাবেন। 

শরীর-স্বাস্থ্য আপনাদের ভালই থাকবে। পড়াশোনার মধ্যে যারা আছেন যথেষ্ট ভালো। এছাড়া আপনারা যারা কর্ম- মুখী শিক্ষা নিচ্ছেন অনেকটা অগ্রগতি রাখতে চলেছেন। ভালোবাসার সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো নতুন করে ভালবাসার সম্পর্ক আসতে চলেছে। বিবাহিত জীবনে যারা রয়েছেন যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো সম্পর্ক থাকবে। নতুন নতুন কর্মের যোগাযোগ বৃদ্ধি হচ্ছে এই ২০২৫ সালে।

এই রাশিফল অবশ্যই সম্ভাব্য হিসেবে দেখার চেষ্টা রাখবেন। সঠিক বিষয় জানতে হলে আপনার জন্ম কুণ্ডলী বিচার অবশ্যই করতে হবে। আপনাকে অনুরোধ করবো কোন জ্যোতির সঙ্গে পরামর্শ করুন। 
Online Consultancy
MOB:9836308473

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

How to Identify an Intelligent Child: According to Astrology

How to Identify an Intelligent Child: According to Astrology