ASTROLOGY

Featured Post

বাস্তু শাস্ত্র মতে বাড়ির উত্তর দিকে গাছের প্রভাব — জ্যোতিষ শাস্ত্রের আলোকে

🔮 রাশিফল 📅 আজকের রাশিফল 📖 জ্যোতিষ 🎲 লটারি 🪔 হিন্দু উৎসব 🛕 পূজা ও বিধি 🌐 English Zone বাস্তু শাস্ত্র মতে ব...

জনপ্রিয় পোস্টসমূহ

Leo Horoscope June 2025//সিংহ রাশি জুন ২০২৫ রাশিফল

Leo Horoscope 

 সিংহ রাশির জুন মাস ২০২৫ সালের। এই মাসে জ্যোতিষ শাস্ত্র অনুসারে কী বিচার বিশ্লেষণে উঠে আসছে আপনাদের জন্য, এই প্রতিবেদনে তাহা আলোচনা করবো।

এই মাস থেকে আপনারা দীর্ঘমেয়াদি ফলাফল পেতে শুরু করবেন। এই দীর্ঘমেয়াদী যে ফলাফল পাবেন সেগুলি আপনাদের যথেষ্ট আত্মতৃপ্তি নিয়ে আসবে। কারণ বৃহস্পতি গ্রহ আপনার সাফল্য স্থানে অবস্থান করবে। মনের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা বারংবার আসবে। আপনাদের যোগাযোগ গড়ে উঠছে। আকস্মিকভাবে লাভবান হতে পারেন যারা বহুমুখী কোনও কর্ম অথবা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। যে কোনও ক্ষেত্রেই আপনারা একটি বিষয় মনে রাখবেন, সৎপথে সমস্ত কিছু করার চেষ্টা করবেন। কেউ কেউ আপনাকে মুনাফার স্বপ্ন দেখাতে পারে, কিন্তু তাহা সঠিক কিনা বিবেচনা আপনাকেই করতে হবে।

আপনাদের বিকল্প কর্মের পথ প্রশস্ত হচ্ছে। যেকোনো কর্মক্ষেত্রে যেখানে আপনি এখন আছেন সেখানে নিজের নাম ছড়িয়ে দিতে পারবেন। এই মাসে আপনাদের উচিত হবে যে কর্মের প্রতি আপনি আগ্রহী, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চেষ্টা করে, শুরু করা। কারণ এই মাসে আপনার দশম ঘরে বুধাদিত্য যোগ তৈরি হবে। আবার আপনার সাফল্য লাভের ঘরেও বুধাদিত্য যোগ তৈরি হবে। যেহেতু সূর্য আপনার রাশির অধিপতি গ্রহ। তাই কোন ক্ষেত্রেই আপনি নিজেকে উজ্জ্বলভাবে ধরবেন, যে পরিস্থিতিতেই আপনি থাকুন না কেন, সর্বোচ্চ প্রাণপণ চেষ্টা আপনার মধ্যে থাকবে।

আপনাদের কর্মের গতি বৃদ্ধি। আপনি যে গতিতে একটি কর্ম করেন তার চেয়ে আপনার মধ্যে সেই কাজের গতি বৃদ্ধি। একটি কথা মনে রাখবেন, সিদ্ধান্ত গ্রহণে অস্থিরতা মনের মধ্যে আনবেন। এছাড়াও কর্মের মধ্যে আপনি শৃঙ্খলাবদ্ধ থাকার চেষ্টা করবেন। আবেগপ্রবণ হয়ে কোন সিদ্ধান্ত নিবেন না। যে জিনিসটি আপনি বর্জন করতে পারবেন না, সেটি নিয়ে বেশি চিন্তাভাবনা করবেন না, কারণ সেই জিনিসটি নিয়েই আপনাকে চলতে হবে। নিজের প্রয়োজন অথবা শখের জিনিস কেনার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট চিন্তা-ভাবনা করে কিনতে হবে। কারণ এই মুহূর্তে যেকোনও জিনিস কিনলে, পরবর্তী সময়ে মনে হতে পারে যে, এর থেকে অন্য জিনিসটি ভালো ছিল। এই ধরনের চিন্তাভাবনা আপনার মনে আসতে পারে।
শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে ছোটখাটো সমস্যায় অতিরিক্ত আপনি অতিরিক্ত চিন্তা করবেন না। এই চিন্তাটা কিছু ক্ষেত্রে অহেতুক হতে পারে। অবশ্যই শরীর স্বাস্থ্যের দিক থেকে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ শনি গ্রহ আপনার অষ্টম ঘরে অবস্থান করছে। পড়াশোনা ক্ষেত্রে যথেষ্ট ভালো, বিশেষ করে মধ্যশিক্ষা ক্ষেত্রে যারা রয়েছেন তারা একটি ভালো সময়ের মধ্যে দিয়ে সময় অতিবাহিত করছেন। উচ্চশিক্ষা ক্ষেত্রেও ভালো তবে একটু মনোযোগ বেশি রাখতে হবে। আপনার বিবাহিত সম্পর্কে একটু মনের অমিল হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু ক্ষেত্রে আপনার পার্টনারের কারণে অযথা আর্থিক ব্যয় আপনাকে বহন করতে হবে। মনের মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে, তাই যেকোনো ক্ষেত্রে কিছু পরিবর্তন আপনি আনতে পারেন। এই পরিবর্তনটা আপনার নিজের ইচ্ছায় এবং একাগ্রতায় ঘটবে।

আপনারা যারা নিজের ভবিষ্যৎ সম্বন্ধে বিচার-বিশ্লেষণ করতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন। অনলাইনে পরামর্শ দেওয়া হয়।
মোবাইল:9836308473



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন