ASTROLOGY

Starting a new business: Need some ideas!




















Starting a new business: Need some ideas!

যারা নতুন ব্যবসা শুরু করবেন। এই প্রতিবেদন দেখার ফলে একটি ধারণা আপনার মধ্যে আসবে।

প্রথমে আপনি ঠিক করুন কোথায় বিজনেস করবেন কি ধরনের বিসনেস করবেন সেটা আগে আপনাকে ঠিক করতে হবে। এছাড়াও সেই ব্যবসার মধ্যে আপনি কতটুকু সময় দিতে পারবেন অথবা যে ব্যবসা করবেন অনেক ব্যক্তিকে নিয়ে করবেন না আপনি একা করবেন। এর পরবর্তী ক্ষেত্রে আপনার আর্থিক উৎস কেমন বা অর্থের প্রয়োজন হলে কোথায় থেকে সেই অর্থ প্রয়োজন আপনি মেটাতে পারবেন এগুলি একটু ভাবতে হবে।



আমরা সমস্ত কিছুই শুরু করি একটি শুভ দিন দেখে। এর কারণ হলো যে জিনিসটা আপনি শুরু করবেন সেখানে দীর্ঘমেয়াদি ভালো ফলাফল পাবেন এবং অবশ্যই আর্থিক মুনাফা হবে। এর পরবর্তী ক্ষেত্রে দেখতে হবে আপনি যে ধরনের ব্যবসা করবেন ভাবছেন সেটা জ্যোতিষ শাস্ত্র অনুসারে কতটা ফলপ্রসু হবে। এই বিষয়টা একটু আপনাকে ভেবে দেখতে হবে। তাহা না হলে ব্যবসা মনের মত না যদি আপনার হয় আশা না পূরণ হয় আমরা প্রায় ভাগ্যের দোষ দিয়ে থাকি। আমরা মনে মনে বলতে থাকি আমার ভাগ্য খারাপ।


একটি আগাম কথা আপনাদের বলে রাখি ২০ অক্টোবর ২০২৫ থেকে জ্যোতিষ শাস্ত্র অনুসারে ভালো যোগ পাওয়া যাচ্ছে। এই ভালো যোগ এর কারণে কয়েকটি রাশি আপনারা নতুন ব্যবসা শুরু করতে পারেন সময়টা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট অনুকূল বলা যেতে পারে। 



যে কয়েকটা রাশি ব্যবসা শুরু করার ক্ষেত্রে সব থেকে ভালো। সেগুলি হল, মিথুন রাশি, সিংহ রাশি, ধনু রাশি, মীন রাশি এছাড়াও কয়েকটা রাশি আপনারা ভাবনা চিন্তা করতে পারেন সেগুলি হল, বৃষ রাশি, তুলা রাশি, মকর রাশি যে সমস্ত রাশির নাম এখানে বলা হয়নি, আপনারাও চেষ্টা রাখতে পারেন কারণ আপনার রাশি হতে পারে এক লগ্ন আর এক হতে পারে গ্রহের অবস্থান ভিন্ন হতে পারে। 

আপনারা যারা ব্যবসা শুরু করবেন ভাবছেন। যদি ভাগ্য বলে কিছু আপনি মনে করেন তাহলে অবশ্যই  নিজের জন্ম কুণ্ডলী  বিচার করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনলাইন পরামর্শ দওয়া হয়।

MOB:9836308473

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

How to Identify an Intelligent Child: According to Astrology

How to Identify an Intelligent Child: According to Astrology